নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ
নিয়োগ পরীক্ষা – ২০২৫
লিখিত পরীক্ষা – ৮০ মার্কা
উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)
বাংলা (১০ নম্বর)
১. শুদ্ধ/সঠিক বানান লিখুনঃ (০৫ মার্ক)
অশ্বথ — উত্তর: অশ্বত্থ
আদালী — উত্তর: আর্দালি
শিরোপীড়া — উত্তর: শিরঃপীড়া
য়ানেন্দ্রীয় — উত্তর: জ্ঞানেন্দ্রিয়
চণ্ডী — উত্তর: চণ্ডী
২। বাগধারাগুলোর সঠিক অর্থসহ বাক্য রচনা করুন: (০৫ মার্ক)
উলুখাগড়া (গুরুত্বহীন লোক): রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়।
কেন্নোর আড়ি (ক্ষণস্থায়ী বিচ্ছেদ/সামান্য মান-অভিমান): তাদের বন্ধুত্ব অনেক গভীর, ছোটখাটো ঝগড়া তো কেন্নোর আড়ি মাত্র।
ঘোড়ার ডিম (অবাস্তব বস্তু/অস্তিত্বহীন): তোমার কাছে সাহায্য চাওয়া আর ঘোড়ার ডিম পাওয়া একই কথা।
চক্ষুদান করা (চুরি করা): সুযোগ পেলেই চোরটি আলমারি থেকে গয়নাগুলো চক্ষুদান করে দিল।
মগজ ধোলাই (একপেশে বুঝিয়ে মতাদর্শ পরিবর্তন করানো): উগ্রপন্থীরা তরুণদের মগজ ধোলাই করে ভুল পথে পরিচালিত করছে।
English (10 marks)
- Please write the meaning and make sentences with the following words: (০২ মার্ক)
Accept (গ্রহণ করা): Please accept my apologies.
Except (ব্যতীত/ছাড়া): Everyone was present except Rahim.
Credible (বিশ্বাসযোগ্য): He gave us a credible explanation for his absence.
Creditable (প্রশংসনীয়): The team's performance was highly creditable.
- Choose the correct sentence: (০১ মার্ক)
a) He sufter fever.
b) The football is a beautiful game which is the greatest show on earth.
c) He discussed on the matter.
d) Doesn't he have a meal?
Answer: d) Doesn't he have a meal?
- Identify the correct spelling: (০১ মার্ক)
a) plentifull
b) magnanimity
c) occassion
d) accoommodation
Answer: b) magnanimity
- Translate the following: (০১ মার্ক)
- আমার বন্ধু গতকাল এসেছিল কিন্তু আমার দেখা পায়নি।
Answer: My friend came yesterday but did not find me.
5. Make changes of the following as directed: (০৫ মার্ক)
a. It was really a hard thing to do. (Complex)
Ans: It was a thing which was really hard to do.
b. Scientists were interested about the radioactivity emanating from the nuclear power plant. (Voice)
Ans: The radioactivity emanating from the nuclear power plant interested scientists.
c. The doctor was kind. (Complex)
Ans: The doctor was a person who was kind.
d. Close-fisted (meaning and sentence):
Meaning: Stingy (কৃপণ).
Sentence: My boss is so close-fisted that he never treats us to lunch.
e. Adjective forms:
Genocide: Genocidal
Computer: Computerized
Military: Military
Pigment: Pigmentary
গণিত (১০ নম্বর)
১. ৫০ মিটার দৈর্ঘ্য এবং ৪০ মিটার প্রস্থবিশিষ্ট একটি আয়তাকার বাগানের ভিতরের চারদিকে সমান চওড়া একটি রাস্তা আছে। রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল ১২০০ বর্গমিটার হলে, রাস্তাটি কত মিটার চওড়া? (০৪ মার্ক)
সমাধান:
মনে করি, রাস্তাটি X মিটার চওড়া।
রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য = (৫০−২x) মিটার
রাস্তা বাদে বাগানের প্রস্থ = (৪০−২x) মিটার
প্রশ্নমতে,
(৫০−২x)(৪০−২x)=১২০০
বা, ২০০০−১০০x−৮০x+৪x২=
বা, ৪x২−১৮০x+৮০০=০
বা, x২−৪৫x+২০০=০
বা, x২−৪০x−৫x+২০০=০
বা, x(x−৪০)−৫(x−৪০)=০
বা, (x−৫)(x−৪০)=০
এখানে, x=৫ অথবা x=৪
উত্তর: ৫ মিটার।
২. x³ + 6x²y + 11xy² + 6³ কে-উৎপাদকে বিশ্লেষণ করুন। (০৩ মার্ক)
সমাধান: সহজ অংক নিজেই করুন
৩। দেখান যে, q-r.
r-q
p-q=1 (০৩ মার্ক)
সমাধান: সহজ অংক নিজেই করুন
সাধারণ জ্ঞান (১০ নম্বর)
১। মুক্তিযুদ্ধের খেতাব কয়টি ও কী কী?
উত্তর: ৪টি। যথা: বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক।
২। ২০২৮ সালের বিশ্ব অলিম্পিক কোন দেশে অনুষ্ঠিত হবে?
উত্তর: যুক্তরাষ্ট্র (লস অ্যাঞ্জেলেস)।
৩। জামদানী শাড়িকে কত সালে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়?
উত্তর: ২০১৬ সালে।
৪। মাতামুহুরী নদীর উৎপত্তি স্থল কোথায় অবস্থিত?
উত্তর: বান্দরবান জেলার আলীকদম উপজেলার মায়ানমার সীমান্তের 'আরাকান পর্বত' বা মাতামুহুরী পর্বত।
৫। ভূমিকম্পের কেন্দ্রের ঠিক সোজাসুজি উপরের ভূ-পৃষ্ঠের নাম কী?
উত্তর: এপিসেন্টার (Epicenter) বা উপকেন্দ্র।
৬। বাংলাদেশে সুন্দরবনের আয়তন কত বর্গকিলোমিটার?
উত্তর: ৬০১৭ বর্গকিলোমিটার (প্রায়)। (প্রশ্নে দেওয়া ২৫৬০ সঠিক নয়)।
৭। রাষ্ট্রের উপাদানগুলো লিখুন।
উত্তর: ৪টি: ১. জনসমষ্টি, ২. নির্দিষ্ট ভূ-খণ্ড, ৩. সরকার ও ৪. সার্বভৌমত্ব।
৮। CIRDAP এর পূর্ণরূপ লিখুন।
উত্তর: Centre on Integrated Rural Development for Asia and the Pacific.
৯। Bandwidth বলতে কী বুঝায়?
উত্তর: একটি নির্দিষ্ট সময়ে (সাধারণত প্রতি সেকেন্ডে) কোনো তথ্য আদান-প্রদানের হার বা গতিকে ব্যান্ডউইথ বলে। এর একক bps (bits per second)।
১০। ২০২৬ সালের জলবায়ু সম্মেলন (COP31) কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: অস্ট্রেলিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে (এখনও চূড়ান্ত আয়োজক শহর নির্ধারিত হচ্ছে)।
বিষয়ভিত্তিক প্রশ্নাবলী (৪০ নম্বর)
১। Brick এর ৩টি Field test লিখুন।
উত্তর: ক) Hardness test (নখ দিয়ে আঁচড় কাটলে দাগ পড়বে না), খ) Soundness test (দুইটি ইটকে টি-আকৃতিতে পিটালে ধাতব শব্দ হবে), গ) Structure test (ইট ভাঙলে ভেতরে দানাদার ও সুষম দেখাবে)।
২। Cement এর ৩টি Field test লিখুন।
উত্তর: ক) Color test (সিমেন্টের রং সবুজাভ ধূসর হবে), খ) Hand test (সিমেন্টের ব্যাগে হাত ঢুকালে শীতল অনুভূত হবে), গ) Float test (একমুঠো সিমেন্ট পানিতে ফেললে কিছুক্ষণ ভেসে থেকে তারপর ডুবে যাবে)।
৩। আদর্শ sand এর ৩টি গুনাবলী লিখুন।
উত্তর: ক) কণাগুলো ধারালো ও কৌণিক হতে হবে, খ) কাদা, পলি বা জৈব পদার্থমুক্ত হতে হবে, গ) স্থায়িত্বশীল ও রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হতে হবে।
৪। একটি standard Brick এর size লিখুন ও Brick এর Frog mark কি?
উত্তর: Standard size (মসলা ছাড়া): ৯.৫" × ৪.৫" × ২.৭৫" (বা ২৪২মিমি × ১১৭মিমি × ৭০মিমি)।
Frog mark: ইটের উপরের পিঠে যে গর্ত বা অবতল অংশ থাকে তাকে ফ্রগ মার্ক বলে। এটি মসলার সাথে ইটের ভালো বন্ডিং তৈরি করতে সাহায্য করে।
৫। ACI code অনুযায়ী Factor of safety flexural design হতে shear design এ বেশী কেন?
উত্তর: কারণ ফ্লেক্সারাল ফেইলর (Flexural failure) ধীরগতিতে হয় এবং সতর্কবার্তা দেয় (Ductile failure), কিন্তু শিয়ার ফেইলর (Shear failure) হঠাৎ এবং ভঙ্গুর প্রকৃতির (Brittle & Sudden failure) হয়। তাই নিরাপত্তার জন্য শিয়ারে ফ্যাক্টর অফ সেফটি বেশি ধরা হয়।
৬। Concrete এর strength নির্ভর করে এরকম ৫টি factor লিখুন।
উত্তর: ১. Water-Cement ratio, ২. Curing (কিউরিং), ৩. Compaction (সংনমন), ৪. Quality of materials, ৫. Age of concrete.
৭। Concrete mixing এ water/cement ratio ০.৪ হলে পানির পরিমান কত kg লাগবে?
উত্তর: সাধারণত ১ ব্যাগ সিমেন্ট = ৫০ কেজি।
পানির পরিমাণ = ৫০ × ০.৪ = ২০ কেজি।
৮। ACI code অনুযায়ী Building এর Column এর সর্বোচ্চ ও সর্বনিম্ন Rebar এর percentage কত?
উত্তর: সর্বনিম্ন ১% এবং সর্বোচ্চ ৮% (তবে বাস্তব ক্ষেত্রে ৪-৬% এর বেশি ব্যবহার করা হয় না)।
৯। ১ ব্যাগ cement এ কত ঘনফুট cement থাকে? এবং bentonite powder কোথায় ব্যবহৃত হয়?
উত্তর: ১ ব্যাগ সিমেন্ট = ১.২৫ ঘনফুট (cft)।
Bentonite powder: পাইল ড্রিলিং বা ডায়াফ্রাম ওয়াল নির্মাণের সময় গর্তের দেয়াল ধসে পড়া রোধ করতে (Drilling fluid হিসেবে) ব্যবহৃত হয়।
১০। ACI code অনুযায়ী cantilever slab ও one way slab এর সর্বনিম্ন thickness কত?
উত্তর: Cantilever slab: L/১০
One way slab (Simply supported): L/২০ (L = দৈর্ঘ্য)
|
রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই ও English For Exam ইংরেজি বই সহকারি/উপ-সহকারি প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য এই বই দুইটি বর্তমান খুবই খুবই ভালো বই, যাদের কাছে এই বই গুলো নেই তারা সংগ্রহ করে পড়াশোনা করুন। বই দুইটি অনলাইনে বা কুরিয়ারে নিতে 01792129022 Whatsapp নাম্বারে মেসেজ দিন। |
রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই ও English For Exam ইংরেজি বই
সহকারি/উপ-সহকারি প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য এই বই দুইটি বর্তমান খুবই খুবই ভালো বই, যাদের কাছে এই বই গুলো নেই তারা সংগ্রহ করে পড়াশোনা করুন। বিগত সালের সব প্রশ্নের উত্তর এই বইয়ে দেওয়া আছে।
বই দুইটি অনলাইনে বা কুরিয়ারে নিতে 01792129022 Whatsapp নাম্বারে মেসেজ দিন।
এই দুইটি বই যে যে লাইব্রেরীতে পাবেনঃ
১। জামালপুর লাইব্রেরী, নীলক্ষেত ঢাকা।
২। নিউ শিক্ষা বিতান, নীলক্ষেত ঢাকা।
৩। ছাত্রবন্ধু লাইব্রেরী, DPI তেজগাঁও, ঢাকা।
৪। নিউ জামালপুর লাইব্রেরী, ডুয়েট গেট।
৫। ডায়নামিক বুক হাউস, ডুয়েট গেট।
৬। ঢাকা বুক হাউস, ডুয়েট গেট।
৭। ডুয়েট বই ঘর, ডুয়েট গেট।
৮। মাহাফুজ্জাই পুস্তাকালয়, প্রেসক্লাব লাইব্রেরী, রংপুর।
৯। গ্রীন লাইব্রেরী, দিনাজপুর।
১০। টেকনিক্যাল বুক হাউস, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট, খুলনা।
[অনলাইনে নতুন ব্যাচ শুরু হচ্ছে, এই ব্যচে জয়েন করতে 01792129022 whatsapp নাম্বারে মেসেজ দিন (সব ডিপার্টপমেন্ট)]