ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস MCQ
181. স্কাই লাইটে কোন ধরনের গ্লাস ব্যবহৃত হয়?
শিট গ্লাস
সোডা লাইম গ্লাস
ওয়ার্ড গ্লাস
প্লেট গ্লাস
ব্যাখ্যা: ব্যাখ্যা: স্কাই লাইটে ওয়ার্ড গ্লাস ব্যবহৃত হয়।
182. হালকা পুরুত্বের কাঠের পাতকে কী বলা হয়? [PPA-18]
ব্যাটেন বোর্ড
প্লাইউড
ভিনিয়ার
পুনর্নির্মিত বোর্ড
ব্যাখ্যা: ব্যাখ্যা: ভিনিয়ার মূলত কাঠের খুব পাতলা টুকরাবিশেষ, যা অন্য যে-কোনো কাঠজাত সামগ্রীর উপর আটকানো যায়। ভিনিয়ার প্রায়শই ক্যাবিনেট, আসবাবপত্র
এবং মেঝেতে ব্যবহার করা হয়ে থাকে।
183. লি. চ্যাটেলিয়ার যন্ত্রের সাহায্যে সিমেন্টের কোন টেস্ট করার কাজে ব্যবহৃত হয়?
Fineness test
Soundness test
Consistency test
Compressive strength test
184. ASTM-এর পূর্ণরূপ কী? [LGED-19]
American Society of Testing Materials
American Society for Testing and Materials
American Standard of Test and Mechanics
American Standard of Testing Materials
ব্যাখ্যা: ব্যাখ্যা: ACI = American Concrete Institute.
AASHO American Association of State Highway Officials. AREA = American Railway Engineering Association. BNBC Bangladesh National Building Code.
185. পোর্টল্যান্ড সিমেন্টে পানি-সিমেন্টের অনুপাত কত?
১
০.৭
০.৮
০.৮৫
186. Portland cement-এর Normal consistency-এর মান কত?
১০%
১৫%
২০%
২৫%
187. নিচের কোনটি পেইন্টের শুষ্কীকরণ উপাদান?
লেড মনোক্সাইড
ক্রোম গ্রিন
ক্যাস্টার অয়েল
আয়রন অক্সাইড
ব্যাখ্যা: ব্যাখ্যা: পেইন্টের শুষ্কীকরণ উপাদান-
(i) তিসির তেলে দ্রবণীয় শুদ্ধীকর
(ii) পেস্ট শুষ্কীকর ও
(iii) তরল শুদ্ধীকর।
তবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় লেড মনোক্সাইড। এ ছাড়াও লেড অ্যাসিটেড, ম্যাঙ্গানিজ ডাই-অক্সাইড, জিংক সালফেট, ম্যাঙ্গানিজ সালফেট ইত্যাদি শুষ্কীকরণ উপাদান হিসেবে ব্যবহৃত হয়।
188. Quick Setting Cement-এর Setting time হলো- [PPA-18]
৫ মিনিট থেকে ১০ মিনিট ৫ মিনিট থেকে ৩০ মিনিট
৫ মিনিট থেকে ৬০ মিনিট
৫ মিনিট থেকে ৩০ মিনিট
৫ মিনিট থেকে ২৫ মিনিট
ব্যাখ্যা: ব্যাখ্যা: র্যাপিড হার্ডেনিং পোর্টল্যান্ড সিমেন্ট গ্রাইন্ডিং কালে এর সাথে ক্যালসিয়াম ক্লোরাইড (CaCl₂) মিশিয়ে কুইক সেটিং পোর্টল্যান্ড সিমেন্ট তৈরি করা হয়। এ সিমেন্টের প্রাথমিক জমাটবদ্ধতার সময় ৫ মিনিট এবং ৩০ মিনিটে চূড়ান্ত জমাটবদ্ধতা শেষ হয়। স্রোতস্বিনী বা পানির নিচের কাজে এ সিমেন্ট বিশেষভাবে ব্যবহার করা হয়।
189. ইমারত, সেতু ও কালভার্ট নির্মাণে আমরা সাধারণত ব্যবহার করি---
Alumina cement
Portland cement
Pozzolac cement
Slag cement
190. সিমেন্টের সবচেয়ে প্রয়োজনীয় টেস্ট কোনটি?
Tensile strength
Fineness
Setting time
Compressive strength
191. General Portland Cement-এর Setting time হলো-
৩০ মিনিট থেকে ১০ ঘণ্টা
৩০ মিনিট থেকে ২৪ ঘণ্টা
৫ মিনিট থেকে ১০ ঘণ্টা
৩০ মিনিট থেকে ১২ ঘণ্টা
192. সাধারণ নির্মাণকাজে যে সিমেন্ট ব্যবহৃত হয়, তাকে বলে-
Normal Portland Cement
Quick Setting Portland Cement
White Cement
Ordinary Lime Cement
193. নিচের কোন সামগ্রীটি পেইন্টের বাহন?
রেড লেড
বাদাম তেল
ম্যাঙ্গানিজ সালফেট
ন্যাপথা
ব্যাখ্যা: ব্যাখ্যা: আমাদের দেশে তিসির তেল পেইন্টের বাহন হিসেবে ব্যবহৃত হয়। এ ছাড়াও বাদাম তেল, গর্জন তেল, কাস্টার তেল, সয়াবিন তেল, কটনসিড তেল, মাছের তেল ইত্যাদি পেইন্টের বাহন হিসাবে ব্যবহৃত হয়।
194. আদর্শ মশলার সিমেন্ট ও বালির অনুপাত কোনটি?
১:৪
১:৩
১:২:৫
১:২
ব্যাখ্যা: ব্যাখ্যা: অভ্যন্তরীণ দেওয়ালের ক্ষেত্রে প্লাস্টারের অনুপাত ১:৬ এবং বাহিরের দেওয়ালে প্লাস্টারের অনুপাত ১:৪।
195. বাকল অপসারিত গাছের কাণ্ডকে কী ধরনের টিম্বার বলে? [RAJUK-17, PPA-18]
রাফ টিম্বার
স্ট্যান্ডিং টিম্বার
লগ টিম্বার
কনভার্টেড টিম্বার
ব্যাখ্যা: ব্যাখ্যা: জীবিত গাছকে স্ট্যান্ডিং টিম্বার, কাটা পতিত গাছকে রাফ টিম্বার, নির্দিষ্ট মাপে খণ্ড করা বাকল অপসারিত গাছের কাণ্ডকে লগ টিম্বার এবং লগকে বাজার আকৃতিতে চেরাই করে প্রাপ্ত কাঠকে কনভার্টেড টিম্বার বলে।
196. নিচের কোনটি পিচ্ছিলকারক? [PPA-18]
পানি
কয়লা
মাটি
তেল
197. তিন দিনে সিমেন্টের কম্প্রেসিভ স্ট্রেংথ-এর ন্যূনতম মান কত হওয়া উচিত?
১১০ কেজি/বর্গসেমি
১১৫ কেজি/বর্গসেমি
১২০ কেজি/বর্গসেমি
১২৫ কেজি/বর্গসেমি
ব্যাখ্যা: ব্যাখ্যা: তিন দিনে Cement 115kg/cm² কম্প্রেসিভ
স্ট্রেংথ নিতে পারে।
198. কোন ধরনের সিমেন্ট অ্যাডমিক্সচার লোহার ক্ষতিসাধন করে?
গতি মন্থর
ব্যয় বন্ধক
ফুর ফিলার
গতি বর্ধক
199. নিচের কোনটি কৃত্রিম পাথর? [PPA-18]
মোজাইক পাথর
শেল পাথর
বেলেপাথর
নিস পাথর
ব্যাখ্যা: ব্যাখ্যা: যে পাথর প্রাকৃতিকভাবে তৈরি না হয়ে বিভিন্ন উপাদানের মিশ্রণে তৈরি হয়, তাকে কৃত্রিম পাথর বলে। মোজাইক সাধারণত মেঝে ও দেয়ালের সৌন্দর্যবর্ধন কাজে ব্যবহার করা হয়।
200. বাংলাদেশে কত পদ্ধতিতে সিমেন্ট প্রস্তুত করা হয়?
তিন পদ্ধতিতে
দুই পদ্ধতিতে
চার পদ্ধতিতে
এক পদ্ধতিতে
ব্যাখ্যা: ব্যাখ্যা: বাংলাদেশে দুই পদ্ধতিতে সিমেন্ট প্রস্তুত করা হয়। যথা-
(i) ভিজা বা সিক্ত পদ্ধতিতে;
(ii) শুষ্ক পদ্ধতিতে।