EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

LGED MCQ পরীক্ষা। সহকারী প্রকৌশলী - ২০২৫
Image

 

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)

নিয়োগ পরীক্ষা ২০২৫ (সমাধান)
পদের নাম: সহকারী প্রকৌশলী (সিভিল)
পরীক্ষার তারিখঃ ২০/০৯/২০২৫ ইং

Solved by HImalay Sen, PWD

মোট সময়: ০১ ঘন্টা                                                                     পূর্ণমান: ১০০

মোট প্রশ্ন ১০০ (একশত)। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ০১ (এক) নম্বর। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে।

 

 

১. নিচের কোনটা Building Material? [LGED AE Civil-2025]
ক) Gypsum
খ) Cement
গ) Diesel
ঘ) Asbestos
উত্তর: ক) Gypsum
ব্যাখ্যাঃ Gypsum একটি প্রচলিত Building Material যা প্লাস্টার, বোর্ড ও ফিনিশিং কাজে ব্যবহৃত হয়। Cement-ও একটি বিল্ডিং মেটেরিয়াল, কিন্তু প্রদত্ত বিকল্পগুলির মধ্যে Gypsum সরাসরি একটি উপাদান।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]

২. Cohesion less কোনটা? [LGED AE Civil-2025]
ক) Sand
খ) Clay
গ) Silt
ঘ) Gravel
উত্তর: ক) Sand
ব্যাখ্যাঃ Sand হলো Cohesionless Soil, কারণ এর কণাগুলো একে অপরের সাথে বাঁধন তৈরি করে না, শুধু ঘর্ষণের মাধ্যমে স্থিতিশীল থাকে।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]

৩. Timber Seasoning করার উদ্দেশ্য কি? [LGED AE Civil-2025]
ক) ওজন বাড়ানো
খ) শক্তি কমানো
গ) আর্দ্রতা কমানো
ঘ) রং উন্নয়ন
উত্তর: গ) আর্দ্রতা কমানো
ব্যাখ্যাঃ Timber Seasoning এর প্রধান উদ্দেশ্য হলো কাঠের ভেতরের আর্দ্রতা কমিয়ে এটিকে হালকা, টেকসই এবং শক্তিশালী করা, যা ফাটল ও পচন রোধে সাহায্য করে।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]

৪. T-Beam এর Flange অংশ কোনটা? [LGED AE Civil-2025]
ক) Compressive zone
খ) Tension zone
গ) Shear zone
ঘ) Neutral Axis
উত্তর: ক) Compressive zone
ব্যাখ্যাঃ T-Beam এর উপরের স্ল্যাব অংশ (Flange) সাধারণত Compressive Stress বহন করে, যেখানে Beam এর নিচের অংশ (Web) Tension Resist করে।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]

৫. মাটির Cohesion কোনটাতে বেশী? [LGED AE Civil-2025]
ক) Sand
খ) Clay
গ) Silt
ঘ) Gravel
উত্তর: খ) Clay
ব্যাখ্যাঃ Clay Soil-এ সর্বাধিক Cohesion থাকে, কারণ এর কণাগুলো অত্যন্ত সূক্ষ্ম এবং পারস্পরিক আকর্ষণ শক্তি বেশি। Sand বা Gravel-এ Cohesion কম থাকে।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]

৬. Soil এর liquid limit, plastic limit, shrinkage limit দ্বারা কি নির্ধারিত হয়? [LGED AE Civil-2025]
ক) Soil এর ঘনত্ব
খ) পানি প্রবেশে Soil এর প্রক্রিয়া
গ) Soil এর আর্দ্রতার সীমা ও আস্থা পরিবর্তনের ধরণ
ঘ) Soil এর Consistency Characteristics
উত্তর: ঘ) Soil এর Consistency Characteristics
ব্যাখ্যাঃ Atterberg Limits (Liquid Limit, Plastic Limit, Shrinkage Limit) দ্বারা Soil এর Consistency বা Plasticity বৈশিষ্ট্য নির্ধারণ করা হয়, যা মাটির ব্যবহারযোগ্যতা বুঝতে সাহায্য করে।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]

৭. Concrete এর Segregation কি? [LGED AE Civil-2025]
ক) সমভাবে মিশ্রণ
খ) পানি ও বালি আলাদা হওয়া
গ) ফাটল ধরা
ঘ) Setting time কমে যাওয়া
উত্তর: খ) পানি ও বালি আলাদা হওয়া
ব্যাখ্যাঃ Segregation হলো কংক্রিটের উপাদানগুলো (যেমন: বালু, সিমেন্ট ও পাথর) আলাদা হয়ে যাওয়া, যেখানে ভারী Aggregate নিচে বসে যায় এবং সিমেন্ট পেস্ট উপরে উঠে আসে।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]

৮. কোন Test এর মাধ্যমে Soil Strength নির্ধারণ করা হয়? [LGED AE Civil-2025]
ক) ViCat Test
খ) Standard Penetration Test
গ) Slump Test
ঘ) Rebound hammer Test
উত্তর: খ) Standard Penetration Test
ব্যাখ্যাঃ Standard Penetration Test (SPT) হলো Soil Strength এবং Bearing Capacity নির্ধারণের জন্য সবচেয়ে প্রচলিত ও নির্ভরযোগ্য পরীক্ষা।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]

৯. Slenderness Ratio প্রযোজ্য কোথায়? [LGED AE Civil-2025]
ক) Beam
খ) Slab
গ) Footing
ঘ) Column ডিজাইনে
উত্তর: ঘ) Column ডিজাইনে
ব্যাখ্যাঃ Slenderness Ratio হলো Column এর দৈর্ঘ্য ও তার সর্বনিম্ন ব্যাসের অনুপাত, যা Column এর Buckling Behavior নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]

১০. কলামের মাটির নিচের অংশের জন্য Reinforcement এর Clear Cover দিতে হয় কমপক্ষে [LGED AE Civil-2025]
ক) ০.৫"
খ) ১"
গ) ১.৫"
ঘ) ২"
উত্তর: ঘ) ২"
ব্যাখ্যাঃ কলামের ফুটটিং (Footing) বা মাটির নিচের অংশে Reinforcement-এর জন্য কমপক্ষে ২ ইঞ্চি Clear Cover দেওয়া হয়, যা রডকে ক্ষয় (Corrosion) থেকে রক্ষা করে এবং স্থায়িত্ব বাড়ায়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]

১১. Differential Settlement কি? [LGED AE Civil-2025]
ক) Soil layer পরিবর্তন
খ) Structure এর বিভিন্ন অংশের ভিন্ন হারে বসে যাওয়া
গ) Soil Erosion
ঘ) Cement এর Erosion
উত্তর: খ) Structure এর বিভিন্ন অংশের ভিন্ন হারে বসে যাওয়া
ব্যাখ্যাঃ Differential Settlement হলো একটি কাঠামোর (Structure) বিভিন্ন অংশের মাটির অসমভাবে বসে যাওয়া, যা ভবনে ফাটল ও কাঠামোগত সমস্যা সৃষ্টি করতে পারে।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]

১২. একটা ১০ মিটার Span এর Simply Supported Beam এর উপর সেন্টার পয়েন্টে 10KN পয়েন্ট লোড প্রয়োগ করা হয়েছে, সর্বাধিক Bending Moment কত? [LGED AE Civil-2025]
ক) 100 KNm
খ) 50 KNm
গ) 25 KNm
ঘ) 20 KNm
উত্তর: গ) 25 KNm
ব্যাখ্যাঃ Simply Supported Beam-এর মাঝখানে Point Load (P) প্রয়োগ করা হলে সর্বাধিক Bending Moment (Mmax) = P×L/4
এখানে P=10 kN, L=10 m, সুতরাং Mmax = (10×10)/4 = 25 kN·m
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]

 

নন-ডিপার্টমেন্ট ও ডিপার্টমেন্ট নতুন অনলাইন ব্যাচ শুরু হচ্ছে Join Now

by Himalay Sen, PWD – 01792129022 Whatsapp

 
   


১৩. Fine Aggregate এর সর্বোচ্চ আকার কত মিমি? [LGED AE Civil-2025]
ক) ২.৩৬ সিমি
খ) ৩.৮ মিমি
গ) ৪.৭৫ মিমি
ঘ) ৫.১৫ মিসি
উত্তর: গ) ৪.৭৫ মিমি
ব্যাখ্যাঃ Fine Aggregate (যেমন বালু) এর কণার আকার সাধারণত ০.০৭৫ মিমি থেকে ৪.৭৫ মিমি পর্যন্ত হয়ে থাকে। ৪.৭৫ মিমি-এর চেয়ে বড় কণা Coarse Aggregate হিসেবে বিবেচিত হয়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]

 

১৪. Concrete এর Strength এর সরাসরি পরিমাপ কোন Test এর মাধ্যমে সম্ভব? [LGED AE Civil-2025]
ক) Cube Test
খ) Slump Test
গ) Flow Table
ঘ) Rebound Test
উত্তর: ক) Cube Test
ব্যাখ্যাঃ Cube Test (বা Cylinder Test) এর মাধ্যমে কংক্রিটের Compressive Strength সরাসরি পরিমাপ করা হয়, যা কংক্রিটের মান ও কার্যকারিতা মূল্যায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]

১৫. Lime Stone এর মূল উপাদান [LGED AE Civil-2025]
ক) SiO
খ) SiCO
গ) CaCO
ঘ) কোনটিই নয়
উত্তর: গ) CaCO

ব্যাখ্যাঃ Limestone এর প্রধান রাসায়নিক উপাদান হলো Calcium Carbonate (CaCO)এটি সিমেন্ট উৎপাদনে একটি গুরুত্বপূর্ণ কাঁচামাল।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]

১৬. ভূমিকম্প সহনীয় হওয়ার জন্য Column এ Stirrup Hook হওয়া উচিত ___? [LGED AE Civil-2025]
ক) ৯০°
খ) ৪৫০
গ) ১৩৫
°
ঘ) ১৫০°
উত্তর: গ) ১৩৫°
ব্যাখ্যাঃ ভূমিকম্পপ্রবণ অঞ্চলে Column-এর Stirrup Hook সাধারণত ১৩৫° কোণে দেওয়া হয়। এটি রডের Anchorage এবং Core-কে ভালোভাবে ধরে রাখতে ৯০° হুকের চেয়ে বেশি কার্যকর।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]

১৭. কাঠের দরজা, জানালা, আসবাবপত্রের জন্য সবচেয়ে ভাল ___? [LGED AE Civil-2025]
ক) Hard Wood
খ) Sapwood
গ) উভয়ই
ঘ) কোনটাই না
উত্তর: ক) Hard Wood
ব্যাখ্যাঃ Hardwood (দৃঢ় কাঠ) তার স্থায়িত্ব, শক্তি এবং কীটপতঙ্গ প্রতিরোধের ক্ষমতার কারণে দরজা, জানালা ও আসবাবপত্র তৈরির জন্য Sapwood-এর চেয়ে বেশি উপযুক্ত।
[বাইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]

১৮. ভালো মানের ইটে কোন রাসায়নিক যৌগটি সর্বাধিক থাকবে? [LGED AE Civil-2025]
ক) Lime
খ) Alumina
গ) Iron oxide
ঘ) Silica
উত্তর: ঘ) Silica
ব্যাখ্যাঃ ভালো মানের ইটে Silica (SiO
) এর পরিমাণ সাধারণত ৫০%-৬০% পর্যন্ত থাকে, যা ইটের দৃঢ়তা ও টেকসইতা বাড়ায় এবং সংকোচন ও প্রসারণ নিয়ন্ত্রণ করে।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]

১৯. "ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা ২০০৮" অনুযায়ী Building Permit এর মেয়াদ থাকে — [LGED AE Civil-2025]
ক) ৩৬ মাস
খ) ২৪ মাস
গ) ৩০ মাস
ঘ) ৪০ মাস
উত্তর: ক) ৩৬ মাস
ব্যাখ্যাঃ ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা ২০০৮ অনুযায়ী, একটি Building Permit-এর বৈধতা সাধারণত ৩৬ মাস (৩ বছর) পর্যন্ত থাকে। এর পরে এটি নবায়ন করতে হয়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]

২০. Over Reinforced Beam এর Failure হয় কোন ভাবে? [LGED AE Civil-2025]
ক) Suddenly
খ) Slowly
গ) Elastic ভাবে
ঘ) Torsion এ
উত্তর: ক) Suddenly
ব্যাখ্যাঃ Over Reinforced Beam-এ কংক্রিট হঠাৎ করে (Suddenly) ব্যর্থ হয়, কারণ স্টিল Yield করার আগেই কংক্রিট তার চূড়ান্ত চাপ সহ্য করার ক্ষমতা হারায়। এটি একটি Brittle Failure

[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]

২১. ETA বলতে কি বুঝায়? [LGED AE Civil-2025]
ক) Elongated Impact Assessment
খ) Environmental Impact Assessment
গ) Economic Impact Assessment
ঘ) Engineering Impact Assessment
উত্তর: খ) Environmental Impact Assessment
ব্যাখ্যাঃ ETA এখানে একটি সম্ভাব্য টাইপো, সাধারণত EIA (Environmental Impact Assessment) ব্যবহৃত হয়। EIA বলতে কোনো প্রকল্পের পরিবেশগত প্রভাব মূল্যায়ন বোঝায়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]

২২. Allowable compressive stress in concrete is - [LGED AE Civil-2025]
ক) fc = 0.45 f”c
খ) fc = 0.30 f’c
গ) fc = 0.25 f’c
ঘ) fc = 0.60 f’c
উত্তর: ক) fc = 0.45 f”c
ব্যাখ্যাঃ প্রচলিত ওয়ার্কিং স্ট্রেস ডিজাইনের ক্ষেত্রে, কংক্রিটের Allowable Compressive Stress সাধারণত ০.৪৫f’c হিসেবে ধরা হয়, যেখানে f’c হলো কংক্রিটের নির্দিষ্ট Compressive Strength

[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]

২৩. Ordinary Portland Cement দিয়ে Ordinary Cement Concrete তার final strength এর 70-75% শক্তি অর্জন করে ঢালাইয়ের - [LGED AE Civil-2025]
ক) ১৪ দিনে
খ) ২৮ দিনে
গ) ৪ দিনে
ঘ) ২১ দিনে
উত্তর: ক) ১৪ দিনে
ব্যাখ্যাঃ Ordinary Portland Cement (OPC) দিয়ে তৈরি কংক্রিট সাধারণত ১৪ দিনের মধ্যে তার চূড়ান্ত শক্তির ৭০-৭৫% অর্জন করে। ২৮ দিনে এটি পূর্ণ শক্তি লাভ করে।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]

২৪. একটা ১০ মিটার Span এর Simply Supported Beam এর উপর 10KN Uniformly Distributed load সম্পূর্ণ Span প্রয়োগ করা হয়েছে, সর্বাধিক Bending Moment কত? [LGED AE Civil-2025]
ক) 105 KNm
খ) 115 KNm
গ) 125 KNm
ঘ) 135 KNm
উত্তর: গ) 125 KNm
ব্যাখ্যাঃ Uniformly Distributed Load (w) প্রয়োগ করা Simply Supported Beam-এর জন্য সর্বাধিক Bending Moment (Mmax) = wL
²/8এখানে w=10 kN/m, L=10 m, সুতরাং Mmax = (10×10²)/8 = 125 kN·m
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]

২৫. একটা ইটের দেয়ালে প্রতি বর্গমিটারে প্রচলিত ১০"×৫"x৩" সাইজের প্রায় কতটা ইট প্রয়োজন ১০" পুরু দেয়ালের জন্য ? [LGED AE Civil-2025]
ক) ১০০
খ) ১২০
গ) ১৩০
ঘ) ১৪০
উত্তর: গ) ১৩০
ব্যাখ্যাঃ ১০ ইঞ্চি পুরু দেয়ালের ক্ষেত্রে প্রতি বর্গমিটারে সাধারণত প্রায় ১৩০টি ইটের প্রয়োজন হয়, যা ইটের স্ট্যান্ডার্ড সাইজ এবং মর্টার জয়েন্টের উপর নির্ভর করে।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]

২৬. Shear Force Diagram এ abrupt jump দেখা দিলে তার অর্থ কি? [LGED AE Civil-2025]
ক) No load Condition
খ) Beam ভেঙ্গে যাওয়া
গ) uniform load প্রয়োগ করা হয়েছে
ঘ) Point load প্রয়োগ হয়েছে
উত্তর: ঘ) Point load প্রয়োগ হয়েছে
ব্যাখ্যাঃ Shear Force Diagram-এ যদি হঠাৎ করে উল্লম্বভাবে (Abrupt Jump) পরিবর্তন আসে, তাহলে তা নির্দেশ করে যে সেই বিন্দুতে একটি Point Load প্রয়োগ করা হয়েছে।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]

২৭. ভবন নির্মাণে উচ্চতার ছাড়পত্র প্রদান করে কোন কর্তৃপক্ষ? [LGED AE Civil-2025]
ক) LGED
খ) PWD
গ) Civil Aviation Authority
ঘ) RAJUK
উত্তর: গ) Civil Aviation Authority
ব্যাখ্যাঃ বিমান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নির্দিষ্ট উচ্চতার বেশি ভবন নির্মাণের ক্ষেত্রে Civil Aviation Authority (CAA) থেকে ছাড়পত্র নিতে হয়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]

২৮. Concrete ঢালাইয়ে কোন আকৃতির পাথর ব্যবহার উচিত? [LGED AE Civil-2025]
ক) Round
খ) Flat
গ) Angular
ঘ) Elongated
উত্তর: গ) Angular
ব্যাখ্যাঃ Angular Aggregate কংক্রিটে ভালো Interlocking এবং Bond Strength প্রদান করে, যা Round বা Flat Aggregate-এর তুলনায় কংক্রিটের শক্তি ও স্থায়িত্ব বাড়ায়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]

২৯. মাটির Shear strength নির্ভর করে কোনটির উপর? [LGED AE Civil-2025]
ক) Cohesion & Internal friction
খ) Grain size & Texture
গ) Compaction & setting
ঘ) Porosity & Color
উত্তর: ক) Cohesion & Internal friction
ব্যাখ্যাঃ মাটির Shear Strength মূলত তার Cohesion (কণাগুলির মধ্যে আকর্ষণ) এবং Internal Friction Angle (কণাগুলির মধ্যকার ঘর্ষণ) এর উপর নির্ভর করে।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]

৩০. Portland সিমেন্টে সবচেয়ে বেশি থাকে কোন উপাদান? [LGED AE Civil-2025]
ক) সিলিকা
খ) ক্যালসিয়াম অক্সাইড
গ) আয়রন অক্সাইড
ঘ) অ্যালুমিনা
উত্তর: খ) ক্যালসিয়াম অক্সাইড
ব্যাখ্যাঃ Portland Cement-এর প্রধান উপাদান হলো ক্যালসিয়াম অক্সাইড (CaO), যা সিমেন্টের মোট ওজনের ৬০-৬৭% পর্যন্ত হতে পারে এবং এটি সিমেন্টের শক্তি ও দৃঢ়তার জন্য দায়ী।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]

৩১. Moment of inertia বেশী হলে কি হয়? [LGED AE Civil-2025]
ক) Flexibility বাড়ে
খ) Deflection কমে
গ) Strength কমে
ঘ) Weight বাড়ে
উত্তর: খ) Deflection কমে
ব্যাখ্যাঃ Moment of Inertia (MOI) বেশি হলে একটি কাঠামোর (যেমন Beam) Bending Resistance বাড়ে, ফলে লোডের কারণে এর Deflection বা নমন কমে যায়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]

৩২. Steel এ Carbon Content সাধারণত থাকে [LGED AE Civil-2025]
ক) ২০% এর কম
খ) ২%-৩% এর মধ্যে
গ) ৪%-৫% এর মধ্যে
ঘ) ৫%-৬% এর মধ্যে
উত্তর: খ) ২%-৩% এর মধ্যে
ব্যাখ্যাঃ স্টিলে কার্বন কন্টেন্ট সাধারণত ০.০২% থেকে ২% এর মধ্যে থাকে। ২%-৩% একটি গ্রহণযোগ্য সাধারণ পরিসর নির্দেশ করে।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]

৩৩. BNBC-2000 এর আলোকে ভূমিকম্প load বিবেচনার জন্য বাংলাদেশকে কয়টি জোনে বিভক্ত করা হয়েছে? [LGED AE Civil-2025]
ক) ২টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ৫টি
উত্তর: গ) ৪টি
ব্যাখ্যাঃ বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (BNBC)-২০০০ অনুযায়ী, ভূমিকম্পের ঝুঁকি অনুযায়ী বাংলাদেশকে চারটি জোনে বিভক্ত করা হয়েছে।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]

৩৪. Concrete Compressive Strength নির্ণয়ে Cylinder এর ব্যাস হয় সাধারণত [LGED AE Civil-2025]
ক) ৬"
খ) ৭"
গ) ৫"
ঘ) ৪"
উত্তর: ক) ৬"
ব্যাখ্যাঃ Concrete Compressive Strength Test-এর জন্য সাধারণত ৬ ইঞ্চি (১৫০ মিমি) ব্যাস এবং ১২ ইঞ্চি (৩০০ মিমি) উচ্চতার স্ট্যান্ডার্ড সিলিন্ডার ব্যবহার করা হয়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]

৩৫. ১০০ lb সিমেন্টের সাথে ৩০ lb পানি মিশালে Water/Cement Ratio হবে [LGED AE Civil-2025]
ক) ০.৩০
খ) ১.৩০
গ) ৩.০০
ঘ) ৩.৩৩
উত্তর: ক) ০.৩০
ব্যাখ্যাঃ Water/Cement Ratio (W/C) হলো পানির ওজন এবং সিমেন্টের ওজনের অনুপাত। এখানে W/C = ৩০ lb পানি / ১০০ lb সিমেন্ট = ০.৩০।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]

৩৬. কোন রাস্তার সবচেয়ে নিচের অংশের নাম কি? [LGED AE Civil-2025]
ক) Pavement
খ) Base
গ) Subgrade
ঘ) কোনটিই নয়
উত্তর: গ) Subgrade
ব্যাখ্যাঃ রাস্তার Cross-Section-এর সবচেয়ে নিচের স্তরটি হলো Subgrade, যা মাটির প্রাকৃতিক স্তর এবং এর উপরে Base ও Pavement স্তর তৈরি করা হয়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]

৩৭. Concrete mixing এ Slump test এর মান ১৫০ মিমি পাওয়া গেলে এটা কি রকম Workability নির্দেশ করে [LGED AE Civil-2025]
ক) খুব উচ্চ
খ) উচ্চ
গ) মাঝারী
ঘ) খুব কম
উত্তর: ক) খুব উচ্চ
ব্যাখ্যাঃ Slump Test-এ ১৫০ মিমি (৬ ইঞ্চি) Slump মান সাধারণত কংক্রিটের 'Very High' Workability নির্দেশ করে, যা খুব সহজে ঢালাইযোগ্য।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]

৩৮. Cantilever Beam এ Main Reinforcement place করা হয় ......... [LGED AE Civil-2025]
ক) Beam এর Top এ
খ) Beam এর Middle এ
গ) Beam এর Bottom এ
ঘ) Beam এর Top and Bottom এ
উত্তর: ক) Beam এর Top এ
ব্যাখ্যাঃ Cantilever Beam-এ সর্বাধিক Bending Moment এবং Tension উপরের দিকে তৈরি হয়, তাই Main Reinforcement Beam-এর উপরের অংশে দেওয়া হয়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]

৩৯. Total Station এর মাধ্যমে [LGED AE Civil-2025]
ক) শুধু Distance মাপা যায়
খ) শুধু Angle সাপা যায়
গ) শুধু Elevation মাপা যায়
ঘ) Distance, Angle, Elevation মাপা যায়
উত্তর: ঘ) Distance, Angle, Elevation মাপা যায়
ব্যাখ্যাঃ Total Station হলো একটি আধুনিক Surveying Instrument যা একই সাথে Distance, Horizontal Angle, Vertical Angle এবং Elevation পরিমাপ করতে পারে।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]

৪০. Shear force zero হলেও Bending Moment zero হবে না Beam এর কোথায়? [LGED AE Civil-2025]
ক) Subpost এ
খ) Fixed Beam-এ
গ) Span এর মাঝখানে
ঘ) Beam এর শেষ প্রান্তে
উত্তর: গ) Span এর মাঝখানে
ব্যাখ্যাঃ Simply Supported Beam-এর Span-এর মাঝখানে (যেখানে Point Load থাকে বা Uniformly Distributed Load থাকে) Shear Force শূন্য হয়, কিন্তু সেখানে Bending Moment সর্বাধিক (Maximum) হয়, যা শূন্য নয়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]

৪১. "একটি আংটির মতো তোমাকে পরেছি স্বদেশ আমার কনিষ্ঠ আঙ্গুলে" উক্তিটি কার? [LGED AE Civil-2025]
ক) শামসুর রাহমান
খ) শহীদ কাদরী
গ) হেলাল হাফিজ
ঘ) মুহম্মদ সাদিক
উত্তর: খ) শহীদ কাদরী
ব্যাখ্যাঃ এটি আধুনিক বাংলা কবিতার অন্যতম প্রধান কবি শহীদ কাদরীর বিখ্যাত উক্তি। তার কবিতায় দেশপ্রেম ও নগরচেতনা গভীর ভাবে প্রতিফলিত।

৪২. 'Wisdom' শব্দের পারিভাষিক অর্থ হলো- [LGED AE Civil-2025]
ক) জ্ঞান
খ) মেধা
গ) প্রজ্ঞা
ঘ) বুদ্ধি
উত্তর: গ) প্রজ্ঞা
ব্যাখ্যাঃ 'Wisdom' শব্দটির সঠিক পারিভাষিক অর্থ হলো প্রজ্ঞা। এটি শুধু জ্ঞান নয়, বরং অভিজ্ঞতা ও সঠিক বিচারের সমন্বিত প্রয়োগকে বোঝায়।

৪৩. 'ইচ্ছা' শব্দের বিশেষণ কি? [LGED AE Civil-2025]
ক) ঐচ্ছিক
খ) ইচ্ছুক
গ) অনিচ্ছা
ঘ) অনৈচ্ছিক
উত্তর: খ) ইচ্ছুক
ব্যাখ্যাঃ 'ইচ্ছা' একটি বিশেষ্য পদ। এর বিশেষণ রূপ হলো 'ইচ্ছুক', যার অর্থ কোনোকিছু করতে আগ্রহী বা প্রস্তুত।

৪৪. আমার গানের মালা আমি করব কারে দান বাক্যে 'কারে' শব্দটির কারক ও বিভক্তি কোনটি? [LGED AE Civil-2025]
ক) কর্তায় সপ্তমী
খ) কর্মে সপ্তমী
গ) অপাদানে সপ্তমী
ঘ) অধিকরণে সপ্তমী
উত্তর: খ) কর্মে সপ্তমী
ব্যাখ্যাঃ এখানে 'কারে' (কাকে + এ) শব্দটি দ্বারা ক্রিয়া কাকে উদ্দেশ্য করে সম্পন্ন হচ্ছে তা নির্দেশ করা হয়েছে, তাই এটি কর্ম কারকে সপ্তমী বিভক্তি।

 

নন-ডিপার্টমেন্ট ও ডিপার্টমেন্ট নতুন অনলাইন ব্যাচ শুরু হচ্ছে Join Now

by Himalay Sen, PWD – 01792129022 Whatsapp

 
   


৪৫. বাংলা ভাষায় তৎসম উপসর্গ কয়টি? [LGED AE Civil-2025]
ক) ১৮টি
খ) ১৯টি
গ) ২০টি
ঘ) ২১টি
উত্তর: ঘ) ২১টি
ব্যাখ্যাঃ বাংলা ভাষায় মোট ২১টি তৎসম উপসর্গ রয়েছে। এগুলো সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলায় এসেছে এবং শব্দের অর্থ পরিবর্তন বা পরিবর্ধন করে।

 

৪৬. বাংলা ব্যাকরণ গ্রন্থ প্রথম কোন বাঙ্গালী রচনা করেন? [LGED AE Civil-2025]
ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ) রামরাম বসু
গ) রামনারায়ণ তর্করত্ন
ঘ) রাজা রামমোহন রায়
উত্তর: ঘ) রাজা রামমোহন রায়
ব্যাখ্যাঃ রাজা রামমোহন রায় ১৮২৬ সালে "গৌড়ীয় ব্যাকরণ" নামে বাংলা ভাষায় প্রথম পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ গ্রন্থ রচনা করেন।

৪৭. 'লুৎফর রহমান রিটন'- একজন ___? [LGED AE Civil-2025]
ক) কবি
খ) উপন্যাসিক
গ) গীতিকার
ঘ) ছড়াকার
উত্তর: ঘ) ছড়াকার
ব্যাখ্যাঃ লুৎফর রহমান রিটন একজন প্রখ্যাত বাংলাদেশী ছড়াকার ও শিশুসাহিত্যিক। তিনি তার ছড়া ও শিশুতোষ রচনার জন্য সুপরিচিত।

৪৮. ** কোনটি পিজন্ত ধাতুর উদাহরণ? [LGED AE Civil-2025]**
ক) কর্ + আ করা
খ) আদি অন্ত আদ্যন্ত
গ) জন এক জনৈক
ঘ) পরি ঈক্ষা পরীক্ষা
উত্তর: (প্রশ্নটি অস্পষ্ট/ত্রুটিপূর্ণ)
ব্যাখ্যাঃ প্রশ্নটির শব্দচয়ন ও বিকল্পগুলি স্পষ্ট নয় এবং ধাতুর উদাহরণ হিসেবে উপযুক্ত নয়। "পিজন্ত ধাতু" একটি ব্যাকরণগত পরিভাষা নয়, সম্ভবত টাইপো রয়েছে।

৪৯. 'ক্রীতদাসের হাসি' একটি [LGED AE Civil-2025]
ক) নাটক
খ) কবিতা
গ) ছোটগল্প
ঘ) উপন্যাস
উত্তর: ঘ) উপন্যাস
ব্যাখ্যাঃ 'ক্রীতদাসের হাসি' প্রখ্যাত সাহিত্যিক শওকত ওসমান রচিত একটি বিখ্যাত উপন্যাস।

৫০. "করিম আর রহিম দুই ভাই"- বাক্যটিতে 'আর' কোন ধরণের অব্যয়? [LGED AE Civil-2025]
ক) বিয়োজক
খ) সংকোচক
গ) সংযোজক
ঘ) সিদ্ধান্তবাচক
উত্তর: গ) সংযোজক
ব্যাখ্যাঃ এই বাক্যে 'আর' শব্দটি 'করিম' এবং 'রহিম' এই দুটি পদকে যুক্ত করেছে, তাই এটি একটি সংযোজক অব্যয়।

৫১. 'বাংলা ভাষার ইতিবৃত্ত'— কার রচনা? [LGED AE Civil-2025]
ক) ড. মুহম্মদ শহীদুল্লাহ
খ) মুহম্মদ আব্দুল হাই
গ) মুনীর চৌধুরী
ঘ) মোফাজ্জল হায়দার চৌধুরী
উত্তর: ক) ড. মুহম্মদ শহীদুল্লাহ
ব্যাখ্যাঃ 'বাংলা ভাষার ইতিবৃত্ত' ড. মুহম্মদ শহীদুল্লাহ রচিত বাংলা ভাষার ইতিহাস ও বিবর্তন বিষয়ক একটি প্রামাণ্য গ্রন্থ।

৫২. ** কোনটি শিক্ষার একটি সাধারণ বাহন? [LGED AE Civil-2025]**
ক) বেতার
খ) পত্র
গ) টেলিভিশন
ঘ) টেলিফোন
উত্তর: গ) টেলিভিশন
ব্যাখ্যাঃ টেলিভিশন শিক্ষা ও তথ্য প্রচারের একটি কার্যকর এবং সাধারণ বাহন হিসেবে সারা বিশ্বে ব্যবহৃত হয়।

৫৩. গম্ভিরা কোন অঞ্চলের সংগীত? [LGED AE Civil-2025]
ক) রংপুর
খ) সিলেট
গ) রাজশাহী
ঘ) রাঙ্গামাটি
উত্তর: গ) রাজশাহী
ব্যাখ্যাঃ গম্ভীরা উত্তরবঙ্গের, বিশেষ করে রাজশাহী অঞ্চলের একটি ঐতিহ্যবাহী লোকসংগীত ও পরিবেশন শিল্প।

৫৪. 'অগ্নিবীণা' কাব্যের প্রথম কবিতা কোনটি? [LGED AE Civil-2025]
ক) বিদ্রোহী
খ) ধূমকেতু
গ) প্রলয়োল্লাস
ঘ) কামাল পাশা
উত্তর: গ) প্রলয়োল্লাস
ব্যাখ্যাঃ কাজী নজরুল ইসলামের বিখ্যাত কাব্যগ্রন্থ 'অগ্নিবীণা'র প্রথম কবিতা হলো 'প্রলয়োল্লাস'।

৫৫. দুই বিঘা জমি কার রচনা? [LGED AE Civil-2025]
ক) শামসুর রাহমান
খ) আল মাহমুদ
গ) কাজী নজরুল ইসলাম
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর: ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যাঃ 'দুই বিঘা জমি' বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি জনপ্রিয় এবং মর্মস্পর্শী কবিতা।

৫৬. কোন বানানটি শুদ্ধ? [LGED AE Civil-2025]
ক) সমিপবর্তিনি
খ) সমীপবর্তিনি
গ) সমীপবর্তীনী
ঘ) সমীপবর্তিনী
উত্তর: ঘ) সমীপবর্তিনী
ব্যাখ্যাঃ প্রদত্ত বিকল্পগুলির মধ্যে 'সমীপবর্তিনী' বানানটিই শুদ্ধ। এর অর্থ কাছাকাছি বা নিকটস্থ নারী।

৫৭. বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত প্রথম নাটক কোনটি? [LGED AE Civil-2025]
ক) পদ্মাবতি
খ) একতলা দোতলা
গ) অরন্যে দিন
ঘ) সুখতারা
উত্তর: খ) একতলা দোতলা
ব্যাখ্যাঃ বাংলাদেশ টেলিভিশনে (তৎকালীন পাকিস্তান টেলিভিশন) সম্প্রচারিত প্রথম নাটক ছিল 'একতলা দোতলা'।

৫৮. 'উৎকর্ষতা' শব্দটি কি কারণে অশুদ্ধ? [LGED AE Civil-2025]
ক) সন্ধিজনিত
খ) প্রত্যয়জনিত
গ) উপসর্গজনিত
ঘ) বিভক্তিজনিত
উত্তর: খ) প্রত্যয়জনিত
ব্যাখ্যাঃ 'উৎকর্ষ' একটি বিশেষ্য পদ, এর অর্থ শ্রেষ্ঠত্ব। এর সাথে 'তা' প্রত্যয় যোগ করে 'উৎকর্ষতা' লিখলে বাহুল্য দোষ ঘটে, কারণ 'উৎকর্ষ' নিজেই বিশেষ্য।

৫৯. কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ এর সর্বশেষ উপন্যাসের নাম [LGED AE Civil-2025]
ক) তোমাকে
খ) দেয়াল
গ) সৌরভ
ঘ) আয়নাঘর
উত্তর: খ) দেয়াল
ব্যাখ্যাঃ জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের সর্বশেষ প্রকাশিত উপন্যাস হলো 'দেয়াল'।

৬০. যার সব হারিয়েছে- ব্যাসবাক্যটি এক কথায় [LGED AE Civil-2025]
ক) হৃতসর্বস্ব
খ) অনুসূয়া
গ) উদ্বাস্তু
ঘ) সর্বহারা
উত্তর: ঘ) সর্বহারা
ব্যাখ্যাঃ "যার সব হারিয়েছে" – এই ব্যাসবাক্যটির এক কথায় প্রকাশ হলো 'সর্বহারা'।

৬১. বাংলাদেশের সরকার কর্তৃক কাজী নজরুল ইসলামকে 'একুশে পদক' প্রদান করা হয় কত সালে? [LGED AE Civil-2025]
ক) ১৯৭২ সালে
খ) ১৯৭৩ সালে
গ) ১৯৭৬ সালে
ঘ) ১৯৭৮ সালে
উত্তর: ঘ) ১৯৭৮ সালে
ব্যাখ্যাঃ বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে তার মৃত্যুর পর ১৯৭৮ সালে মরণোত্তর একুশে পদক প্রদান করা হয়।

৬২. 'মহুয়া' পালার রচয়িতা কে? [LGED AE Civil-2025]
ক) দ্বিজ কানাই
খ) জসীম উদ্দীন
গ) আল মাহমুদ
ঘ) মনসুর বয়াতি
উত্তর: ক) দ্বিজ কানাই
ব্যাখ্যাঃ ময়মনসিংহ গীতিকার অন্তর্গত বিখ্যাত পালা 'মহুয়া'র রচয়িতা হলেন দ্বিজ কানাই।

৬৩. পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলে তদনুসারে পরবর্তী স্বরধ্বনির পরিবর্তনকে কি বলে? [LGED AE Civil-2025]
ক) অপিনিহিতি
খ) বিপ্রকর্ষ
গ) সাপ্রকর্ষ
ঘ) অভিশ্রুতি
উত্তর: ঘ) অভিশ্রুতি
ব্যাখ্যাঃ পূর্ববর্তী স্বরধ্বনির প্রভাবে পরবর্তী স্বরধ্বনির পরিবর্তন ঘটলে তাকে অভিশ্রুতি বলে। যেমন: শুনিয়া > শুনে।

৬৪. Choose the right word to fill the blank; Profession development requires -- planning. [LGED AE Civil-2025]
ক) random
খ) self-centred
গ) thoughtful
ঘ) inconsiderate
উত্তর: গ) thoughtful
ব্যাখ্যাঃ Professional development requires 'thoughtful' planning, অর্থাৎ পেশাগত উন্নতির জন্য সুচিন্তিত ও পরিকল্পিত পদক্ষেপ প্রয়োজন।
[বইঃ English For Exam]

৬৫. One of the four sentences given below is correct. Identify the correct one. [LGED AE Civil-2025]
ক) He is as good as I.
খ) He is as good as mine.
গ) He is so good as me.
ঘ) He is good as me.
উত্তর: ক) He is as good as I.
ব্যাখ্যাঃ তুলনামূলক বাক্যে (as...as) Subjective Pronoun ব্যবহৃত হয়। এখানে 'I' হলো Subjective Pronoun (I am)

[বইঃ English For Exam]

৬৬. Put appropriate preposition in the gap: Would you please find out the location ___ the map? [LGED AE Civil-2025]
ক) with
খ) at
গ) on
ঘ) in
উত্তর: গ) on
ব্যাখ্যাঃ কোনো কিছু মানচিত্রে অবস্থিত বোঝাতে 'on' Preposition ব্যবহার করা হয়। যেমন, "on the map"

[বইঃ English For Exam]

৬৭. Identify the appropriate prefix to get opposite meaning of the word "moralize": [LGED AE Civil-2025]
ক) un
খ) de
গ) dis
ঘ) be
উত্তর: খ) de
ব্যাখ্যাঃ 'Moralize' (নৈতিক শিক্ষা দেওয়া) শব্দটির বিপরীত অর্থ প্রকাশ করতে 'de-' Prefix যুক্ত হয়ে 'demoralize' (মনোবল ভেঙে দেওয়া/নৈতিকতা হ্রাস করা) হয়।
[বইঃ English For Exam]

৬৮. Identify the best words to fill the following sentence: The engineers were uncertain whether the prototype operational [LGED AE Civil-2025]
ক) is
খ) was
গ) would be
ঘ) will
উত্তর: গ) would be
ব্যাখ্যাঃ বাক্যটি ভবিষ্যৎ অনিশ্চয়তা প্রকাশ করছে। 'Whether' এর সাথে Past Conditional (would be) ব্যবহার করা হয় একটি সম্ভাব্য কিন্তু অনিশ্চিত ভবিষ্যৎ অবস্থা বোঝাতে।
[বইঃ English For Exam]

৬৯. What is the meaning of the expression "bottom line"? [LGED AE Civil-2025]
ক) the end of a book
খ) the last line of a book
গ) the final step
ঘ) the essential point
উত্তর: ঘ) the essential point
ব্যাখ্যাঃ "Bottom line" এই বাগধারাটির অর্থ হলো কোনো আলোচনা বা পরিস্থিতির মূল বিষয় বা সবচেয়ে গুরুত্বপূর্ণ ফলাফল।
[বইঃ English For Exam]

৭০. The right passive form of "Who taught you English?" is [LGED AE Civil-2025]
ক) By whom were you taught English?
খ) By whom had you been taught English?
গ) By whom was you taught English?
ঘ) By whom had you taught English?
উত্তর: ক) By whom were you taught English?
ব্যাখ্যাঃ Active Voice-এর 'Who' থাকলে Passive Voice-এ 'By whom' হয়। বাক্যটি Simple Past Tense-এ থাকায় 'were' ব্যবহৃত হয়েছে।
[বইঃ English For Exam]

৭১. What is the antonym of the word "Contaminate"? [LGED AE Civil-2025]
ক) Sanctity
খ) Invigorate
গ) Taint
ঘ) Purity
উত্তর: ঘ) Purity
ব্যাখ্যাঃ 'Contaminate' মানে দূষিত করা। এর বিপরীত শব্দ বা Antonym হলো 'Purity' যার অর্থ বিশুদ্ধতা।
[বইঃ English For Exam]

৭২. Identify the word which is not correctly spelt: [LGED AE Civil-2025]
ক) Adolescence
খ) Massacre
গ) Curiculum
ঘ) Millionaire
উত্তর: গ) Curiculum
ব্যাখ্যাঃ 'Curiculum' বানানটি ভুল। সঠিক বানান হলো 'Curriculum' যার অর্থ পাঠ্যক্রম।
[বইঃ English For Exam]

৭৩. "Walk fast lest you should miss the train". This is a/an [LGED AE Civil-2025]
ক) Simple sentence
খ) Complex sentence
গ) Imperative sentence
ঘ) Compound sentence
উত্তর: খ) Complex sentence
ব্যাখ্যাঃ এই বাক্যে একটি Independent Clause ("Walk fast") এবং একটি Dependent Clause ("lest you should miss the train") রয়েছে, যা একটি Complex Sentence-এর বৈশিষ্ট্য।
[বইঃ English For Exam]

৭৪. In the context of time, 'AM' stands for [LGED AE Civil-2025]
ক) Anno Median
খ) Autonomous Maintenance
গ) Asset Management
ঘ) Ante Meridiem
উত্তর: ঘ) Ante Meridiem
ব্যাখ্যাঃ AM হলো ল্যাটিন শব্দ 'Ante Meridiem'-এর সংক্ষিপ্ত রূপ, যার অর্থ 'দুপুরের পূর্বে' (মধ্যরাত থেকে দুপুর ১২টা পর্যন্ত)।
[বইঃ English For Exam]

৭৫. The verb form of Necessity is ----. [LGED AE Civil-2025]
ক) Necessary
খ) Necessitate
গ) Necesiate
ঘ) Necessarily
উত্তর: খ) Necessitate
ব্যাখ্যাঃ 'Necessity' (বিশেষ্য) শব্দটির Verb Form হলো 'Necessitate', যার অর্থ অত্যাবশ্যক করে তোলা বা বাধ্য করা।
[বইঃ English For Exam]

৭৬. Choose the correct sentence: [LGED AE Civil-2025]
ক) I have a passion for studying.
খ) I have a passion in studying.
গ) I have a passion to study.
ঘ) I have a passion of studying.
উত্তর: ক) I have a passion for studying.
ব্যাখ্যাঃ 'Passion' শব্দের পরে সাধারণত 'for' preposition ব্যবহৃত হয়, যার অর্থ কোনো কিছুর প্রতি গভীর আগ্রহ বা অনুরাগ।
[বইঃ English For Exam]

৭৭. Fill in the gap with a suitable word given below: "Neither of the boys ---- going to the meeting". [LGED AE Civil-2025]
ক) are
খ) is
গ) were
ঘ) will
উত্তর: খ) is
ব্যাখ্যাঃ 'Neither of' যখন Subject হিসেবে ব্যবহৃত হয়, তখন এটি Singular Verb গ্রহণ করে। তাই 'is' সঠিক উত্তর।
[বইঃ English For Exam]

৭৮. I look forward to ---- your positive response in this regard [LGED AE Civil-2025]
ক) receive
খ) receiving
গ) received
ঘ) is receiving
উত্তর: খ) receiving
ব্যাখ্যাঃ 'Look forward to' একটি Phrase, যার পরে Verb-এর Gerund Form (V+ing) বসে। তাই 'receiving' সঠিক।
[বইঃ English For Exam]

৭৯. Choose the option where the suffix has been incorrectly used [LGED AE Civil-2025]
ক) Perform
খ) Conform
গ) Reform
ঘ) No error
উত্তর: ঘ) No error
ব্যাখ্যাঃ 'Perform', 'Conform', এবং 'Reform' তিনটিই সঠিক ইংরেজি শব্দ এবং এগুলোতে Suffix-এর ব্যবহার ভুল নয়।
[বইঃ English For Exam]

৮০. Identify the word which remains the same in plural form [LGED AE Civil-2025]
ক) Offspring
খ) Mouse
গ) Dictum
ঘ) Thesis
উত্তর: ক) Offspring
ব্যাখ্যাঃ 'Offspring' (সন্তান/বংশধর) শব্দটি Singular এবং Plural উভয় ফর্মেই একই থাকে।
[বইঃ English For Exam]

৮১. Choose the correctly spelt word [LGED AE Civil-2025]
ক) Surveillance
খ) Survillence
গ) Surveilance
ঘ) Survailance
উত্তর: ক) Surveillance
ব্যাখ্যাঃ প্রদত্ত বিকল্পগুলির মধ্যে 'Surveillance' বানানটি সঠিক, যার অর্থ নজরদারি বা পর্যবেক্ষণ।
[বইঃ English For Exam]

৮২. কোন দেশের সংবিধানকে 'শান্তির সংবিধান' বলা হয়? [LGED AE Civil-2025]
ক) সুইজারল্যান্ড
খ) ভুটান
গ) কোষ্টারিকা
ঘ) জাপান
উত্তর: ঘ) জাপান
ব্যাখ্যাঃ জাপানের ১৯৪৭ সালের সংবিধানকে ‘Peace Constitution’ বলা হয়। এতে যুদ্ধ ত্যাগ এবং শান্তি বজায় রাখার ধারা অন্তর্ভুক্ত রয়েছে।

৮৩. বাংলাদেশের সংবিধান কবে থেকে কার্যকর হয়েছিল? [LGED AE Civil-2025]
ক) ১৬ ডিসেম্বর, ১৯৭১
খ) ২৬শে মার্চ, ১৯৭১
গ) ২৬ শে মার্চ, ১৯৭২
ঘ) ১৬ ডিসেম্বর, ১৯৭২
উত্তর: ঘ) ১৬ ডিসেম্বর, ১৯৭২
ব্যাখ্যাঃ বাংলাদেশের সংবিধান ৪ নভেম্বর ১৯৭২ সালে গৃহীত হয় এবং ১৬ ডিসেম্বর ১৯৭২ থেকে কার্যকর হয়। এটি স্বাধীন বাংলাদেশের প্রথম সংবিধান।

৮৪. বাংলাদেশের সংবিধান রচনা কমিটির সদস্য সংখ্যা কত ছিল? [LGED AE Civil-2025]
ক) ৩০০ জন
খ) ৩৪ জন
গ) ৩০ জন
ঘ) ৫০ জন
উত্তর: খ) ৩৪ জন
ব্যাখ্যাঃ স্বাধীনতার পর ১৯৭২ সালে সংবিধান প্রণয়নের জন্য গঠিত Constitution Drafting Committee-তে মোট ৩৪ জন সদস্য ছিলেন এবং ডঃ কামাল হোসেন কমিটির চেয়ারম্যান ছিলেন।

৮৫. বিশ্বে সবচেয়ে বেশী পেট্রোলিয়াম উৎপাদনকারী দেশ কোনটি? [LGED AE Civil-2025]
ক) যুক্তরাষ্ট্র
খ) ইংল্যান্ড
গ) সৌদি আরব
ঘ) ইরাক
উত্তর: ক) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যাঃ সাম্প্রতিক বছরগুলোতে (শেল ও শিফটিং উৎপাদনের কারণে) যুক্তরাষ্ট্র বিশ্বের সর্বোচ্চ তেলের (petroleum) উৎপাদক দেশ হিসেবে শীর্ষে রয়েছে।

৮৬. ঘোষিত পরমানু অস্ত্রধারী দেশ কয়টি? [LGED AE Civil-2025]
ক) ৭টি
খ) ৬টি
গ) ৫টি
ঘ) ৮টি
উত্তর: গ) ৫টি
ব্যাখ্যাঃ ঐতিহ্যগতভাবে NPT-এ স্বীকৃত পরমাণু শক্তিধর পাঁচ দেশ — যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স ও চায়না — এদেরকেই সাধারণত ‘ঘোষিত’ বা স্বীকৃত পরমাণু রাষ্ট্র হিসেবে গণ্য করা হয়।

৮৭. রোহিঙ্গারা কত সালে প্রথম বাংলাদেশে প্রবেশ করে? [LGED AE Civil-2025]
ক) ১৯৭১ সালে
খ) ১৯৭৮ সালে
গ) ১৯৯১ সালে
ঘ) ২০১৭ সালে
উত্তর: খ) ১৯৭৮ সালে
ব্যাখ্যাঃ প্রথম বড় ধাঁচের রিফিউজি ঢল (Operation Dragon King) ১৯৭৭–৭৮ সালে সংঘটিত হলে বহু রোহিঙ্গা বাংলাদেশে এসেছিল; সেই প্রথম উল্লেখযোগ্য প্রবাহ ১৯৭৮ সালেই।

৮৮. 'পোর্ট অব প্রিন্স' কোন দেশের রাজধানী? [LGED AE Civil-2025]
ক) পেরু
খ) নাউরু
গ) জিবুতি
ঘ) হাইতি
উত্তর: ঘ) হাইতি
ব্যাখ্যা: পোর্ট-অ-প্রিন্স হলো ক্যারিবীয় দেশ হাইতির রাজধানী। এটি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক কেন্দ্র।

৮৯. বিশ্ব মানবাধিকার দিবস কত তারিখ? [LGED AE Civil-2025]
ক) ৫ জুন
খ) ১০ ডিসেম্বর
গ) ৩ মে
ঘ) ৩১ জুলাই
উত্তর: খ) ১০ ডিসেম্বর
ব্যাখ্যা: ১৯৪৮ সালে জাতিসংঘ মানবাধিকার সনদ ঘোষণা করে। সেই স্মরণে ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়।

৯০. ভবন নির্মাণে উচ্চতার ছাড়পত্র প্রদান করে কোন কর্তৃপক্ষ? [LGED AE Civil-2025]
ক) LGED
খ) PWD
গ) Civil Aviation Authority
ঘ) RAJUK
উত্তর: গ) Civil Aviation Authority
ব্যাখ্যা: কোনো ভবনের উচ্চতা বিমানপথে নিরাপত্তা ও ন্যূনতম clearance প্রভাবিত করলে Civil Aviation Authority-র (CAA) অনুমোদন/ছাড়পত্র প্রযোজ্য হয়; তারা উড্ডয়ন-পথ সংক্রান্ত উচ্চতা সীমা নির্ধারণ করে।

৯১. আরব বসন্ত আন্দোলন কোন দেশ থেকে শুরু হয়েছিল? [LGED AE Civil-2025]
ক) মিশর
খ) তিউনিশিয়া
গ) লিবিয়া
ঘ) সিরিয়া
উত্তর: খ) তিউনিশিয়া
ব্যাখ্যা: ২০১০ সালের ডিসেম্বরে তিউনিশিয়ার প্রতিবাদের মাধ্যমে আরব বসন্তের প্রথম উল্লেখযোগ্য স্ফুরণ দেখা যায়; পরে অন্যান্য আরব দেশে আন্দোলন ছড়িয়ে পড়ে।

৯২. ভারতে ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর শাসনের অবসান ঘটে কোন সালে? [LGED AE Civil-2025]
ক) ১৮৫৮
খ) ১৯০৫
গ) ১৯১১
ঘ) ১৯৪৭
উত্তর: ক) ১৮৫৮
ব্যাখ্যাঃ ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের পর ১৮৫৮ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শেষ হয় এবং ব্রিটিশ রাজ শুরু হয়।

৯৩. বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত প্রথম নাটক কোনটি? [LGED AE Civil-2025]
ক) পদ্মাবতি
খ) একতলা দোতলা
গ) অরন্যে দিন
ঘ) সুখতারা
উত্তর: খ) একতলা দোতলা
ব্যাখ্যাঃ বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত প্রথম নাটক ছিল একতলা দোতলা।

৯৪. গম্ভিরা কোন অঞ্চলের সংগীত? [LGED AE Civil-2025]
ক) রংপুর
খ) সিলেট
গ) রাজশাহী
ঘ) রাঙ্গামাটি
উত্তর: গ) রাজশাহী
ব্যাখ্যাঃ গম্ভিরা উত্তরবঙ্গের বিশেষত রাজশাহী অঞ্চলের লোকসংগীত, যেখানে মুখোশ পরে গান পরিবেশিত হয়।

৯৫. দুই বিঘা জমি কার রচনা? [LGED AE Civil-2025]
ক) শামসুর রাহমান
খ) আল মাহমুদ
গ) কাজী নজরুল ইসলাম
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর: ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যাঃ দুই বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি বিখ্যাত কবিতা।

৯৬. ফেয়ার ফ্যাক্স কি? [LGED AE Civil-2025]
ক) সংবাদ সংস্থা
খ) পরিবেশবাদী সংস্থা
গ) গোয়েন্দা সংস্থা
ঘ) মানবাধিকার সংস্থা
উত্তর: ক) সংবাদ সংস্থা
ব্যাখ্যাঃ ফেয়ার ফ্যাক্স (Fairfax Media) একটি অস্ট্রেলিয়ান সংবাদ সংস্থা।

৯৭. কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ এর সর্বশেষ উপন্যাসের নাম [LGED AE Civil-2025]
ক) তোমাকে
খ) দেয়াল
গ) সৌরভ
ঘ) আয়নাঘর
উত্তর: খ) দেয়াল
ব্যাখ্যাঃ হুমায়ুন আহমেদের সর্বশেষ উপন্যাস ছিল "দেয়াল"। এটি মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশ ও রাজনৈতিক ইতিহাস নিয়ে লেখা।

৯৮. ইসরাইল-এর পার্লামেন্টের নাম কি? [LGED AE Civil-2025]
ক) ডুমা
খ) নেসেট
গ) ডায়েট
ঘ) কংগ্রেস
উত্তর: খ) নেসেট
ব্যাখ্যাঃ ইসরাইলের জাতীয় সংসদের নাম নেসেট (Knesset)
এটি দেশটির আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান।

৯৯. বাংলাদেশের পোশাক শিল্পে অসামান্য অবদান রাখার জন্য সম্প্রতি সম্মানসূচক নাগরিকত্ব লাভকারীর নাম কি? [LGED AE Civil-2025]
ক) কিহাক সাং, দক্ষিন কোরিয়া
খ) রবার্ট হফম্যান, যুক্তরাষ্ট্র
গ) টমাস উইলিয়াম, যুক্তরাজ্য
ঘ) কিং ওয়াসাং, চীন
উত্তর: ক) কিহাক সাং, দক্ষিন কোরিয়া
ব্যাখ্যাঃ দক্ষিণ কোরিয়ার ব্যবসায়ী কিহাক সাং বাংলাদেশের পোশাক শিল্পে বিশেষ অবদানের জন্য সম্মানসূচক নাগরিকত্ব পেয়েছেন।

১০০. UNFCC-এর অধীনে COP সৃষ্টির প্রধান উদ্দেশ্য কি ছিল? [LGED AE Civil-2025]
ক) বৈশ্বিক বানিজ্য চুক্তি প্রচার করা
খ) আন্তর্জাতিক জীববৈচিত্র সংরক্ষন করা
গ) আন্তর্জাতিক সহযোগীতার মাধ্যমে জলবায়ু পরিবর্তন মূল্যায়ন ও মোকাবিলা করা
ঘ) বৈশ্বিক স্বাস্থ্যনীতি প্রতিষ্ঠা করা
উত্তর: গ) আন্তর্জাতিক সহযোগীতার মাধ্যমে জলবায়ু পরিবর্তন মূল্যায়ন ও মোকাবিলা করা
ব্যাখ্যাঃ COP (Conference of the Parties) তৈরি হয়েছিল UNFCCC-এর অধীনে জলবায়ু পরিবর্তন মোকাবিলা করার জন্য।

 

 

রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই ও English For Exam ইংরেজি বই

সহকারি/উপ-সহকারি প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য এই বই দুইটি বর্তমান খুবই খুবই ভালো বই, যাদের কাছে এই বই গুলো নেই তারা সংগ্রহ করে পড়াশোনা করুন।

বই দুইটি অনলাইনে বা কুরিয়ারে নিতে 01792129022 Whatsapp নাম্বারে মেসেজ দিন।

 

 

 

রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই ও English For Exam ইংরেজি বই

সহকারি/উপ-সহকারি প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য এই বই দুইটি বর্তমান খুবই খুবই ভালো বই, যাদের কাছে এই বই গুলো নেই তারা সংগ্রহ করে পড়াশোনা করুন। বিগত সালের সব প্রশ্নের উত্তর এই বইয়ে দেওয়া আছে। 

বই দুইটি অনলাইনে বা কুরিয়ারে নিতে 01792129022 Whatsapp নাম্বারে মেসেজ দিন।

 

এই দুইটি বই যে যে লাইব্রেরীতে পাবেনঃ

১। জামালপুর লাইব্রেরী, নীলক্ষেত ঢাকা।

২। নিউ শিক্ষা বিতান, নীলক্ষেত ঢাকা।

৩। ছাত্রবন্ধু লাইব্রেরী, DPI তেজগাঁও, ঢাকা।

৪। নিউ জামালপুর লাইব্রেরী, ডুয়েট গেট।

৫। ডায়নামিক বুক হাউস, ডুয়েট গেট।

৬। ঢাকা বুক হাউস, ডুয়েট গেট।

৭। ডুয়েট বই ঘর, ডুয়েট গেট।

৮। মাহাফুজ্জাই পুস্তাকালয়, প্রেসক্লাব লাইব্রেরী, রংপুর।

৯। গ্রীন লাইব্রেরী, দিনাজপুর।

১০। টেকনিক্যাল বুক হাউস, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট, খুলনা।

[অনলাইনে নতুন ব্যাচ শুরু হচ্ছে, এই ব্যচে জয়েন করতে 01792129022 whatsapp নাম্বারে মেসেজ দিন (সব ডিপার্টপমেন্ট)]