EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ পরীক্ষা: গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ । সম্পূর্ণ সমাধান
Image

 

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ

ইমারত পরিদর্শক

প্রিলিমিনারি টেস্ট

Solved by Himalay Sen, PWD

 সময়-১ ঘণ্টা                    তারিখঃ ২৬/১২/২০২৫                   পূর্ণমান-১০০

(বি.দ্র. মোট ১০০টি প্রশ্ন। প্রতিটি প্রশ্নের পর চারটি উত্তর রয়েছে। ঢারটির মধ্যে শুদ্ধ উত্তরে ঠিকভাবে ওএমআর শিটে বৃত্ত ভরাট করলে ১ নম্বর দেয়া হবে এবং প্রতিটি ভুল উত্তরে ০.৫ নম্বর কাটা যাবে। উত্তর পত্রের যথাস্থানে রোল নম্বর না লিখলে উত্তরপত্র বাতিল হবে)

 

 

১। 'কাজলা দিদি' কবিতাটির রচয়িতা [গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, ২৬/১২/২০২৫]
(ক) তারাপদ রায়
(খ) অচিন্ত্যকুমার সেনগুপ্ত
(গ) সুধীন্দ্রনাথ দত্ত
(ঘ) যতীন্দ্রমোহন বাগচী
উত্তর: (ঘ) যতীন্দ্রমোহন বাগচী
ব্যাখ্যা: 'কাজলা দিদি' যতীন্দ্রমোহন বাগচীর একটি কালজয়ী কবিতা। এটি একটি ছোট মেয়ের তার দিদির প্রতি মমতা ও হারানো দিদির স্মৃতি নিয়ে রচিত। যতীন্দ্রমোহন বাগচী মূলত পল্লী-প্রকৃতি ও সাধারণ মানুষের জীবনের কথা তাঁর কবিতায় ফুটিয়ে তুলেছেন।

২। বাংলা ভাষায় ধারাবাহিক গোয়েন্দা উপন্যাস 'দারোগার দপ্তর-এর লেখক [গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, ২৬/১২/২০২৫]
(ক) হেমেন্দ্রকুমার রায়
(খ) শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
(গ) প্রিয়নাথ মুখোপাধ্যায়
(ঘ) গিরিশচন্দ্র বসু
উত্তর: (গ) প্রিয়নাথ মুখোপাধ্যায়
ব্যাখ্যা: প্রিয়নাথ মুখোপাধ্যায় বাংলা গোয়েন্দা কাহিনীর পথিকৃৎ। ১৮৯২ সাল থেকে তিনি তাঁর বাস্তব পুলিশি জীবনের অভিজ্ঞতার ভিত্তিতে 'দারোগার দপ্তর' সিরিজটি ধারাবাহিকভাবে প্রকাশ শুরু করেন। এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক গোয়েন্দা সিরিজ।

৩। কোনটি কবি আল মাহমুদের রচিত বই নয়? [গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, ২৬/১২/২০২৫]
(ক) স্মৃতির শহর
(খ) যেভাবে বেড়ে উঠি
(গ) উপমহাদেশ
(ঘ) সোনালী কাবিন
উত্তর: (ক) স্মৃতির শহর
ব্যাখ্যা: 'সোনালী কাবিন' আল মাহমুদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। 'যেভাবে বেড়ে উঠি' তাঁর আত্মজীবনীমূলক গ্রন্থ এবং 'উপমহাদেশ' তাঁর অন্যতম প্রধান রচনা।

৪। শাখামৃগ শব্দের অর্থ [গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, ২৬/১২/২০২৫]
(ক) ফড়িং
(খ) বাঁদর
(গ) টিকটিকি
(ঘ) আরশোলা
উত্তর: (খ) বাঁদর
ব্যাখ্যা: শাখামৃগ একটি সংস্কৃত শব্দ। 'শাখা' অর্থাৎ গাছের ডাল এবং 'মৃগ' বলতে এখানে বিচরণকারী প্রাণীকে বোঝানো হয়েছে। যেহেতু বাঁদর গাছের ডালে ডালে বিচরণ করে, তাই একে শাখামৃগ বলা হয়।

 

আগামী জানুয়ারী জুনিয়র ইন্সট্রাক্টর LGD এর জন্য নতুন অনলাইন ব্যাচ সুরু হচ্ছে Join Now

by Himalay Sen, PWD – 01792129022 Whatsapp

 
   

৫। 'নেপোয় মারে দই' এই বাক্য দিয়ে কী বুঝায়? [গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, ২৬/১২/২০২৫]
(ক) ধূর্ত
(খ) অন্যের পরিশ্রমের ফল ভোগ করে যে
(গ) কম কাজ করে বেশি ফল ভোগ করে
(ঘ) কর্তব্যে ফাঁকি দেয় যে
উত্তর: (খ) অন্যের পরিশ্রমের ফল ভোগ করে যে
ব্যাখ্যা: এটি একটি বাংলা প্রবাদ। যখন কেউ অনেক পরিশ্রম করে কোনো কিছু তৈরি করে কিন্তু ধূর্ত কোনো ব্যক্তি এসে কৌশলে সেই ফল ভোগ করে নিয়ে যায়, তখন এই প্রবাদটি ব্যবহৃত হয়।

 

৬। নিচের কোন বর্ণটি জিহ্বামূল থেকে উচ্চারিত হয় না? [গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, ২৬/১২/২০২৫]
(ক) ক
(খ) ঘ
(গ) ম
(ঘ) ঙ
উত্তর: (গ) ম
ব্যাখ্যা: ক, খ, গ, ঘ, ঙ—এই পাঁচটি বর্ণকে বলা হয় কণ্ঠ্য বা জিহ্বামূলীয় বর্ণ। অন্যদিকে 'ম' হলো ওষ্ঠ্য বর্ণ, কারণ এটি উচ্চারণের সময় দুটি ঠোঁট বা ওষ্ঠের স্পর্শ ঘটে।

৭। বিশেষণ পদ প্রথমত কয় ভাগে বিভক্ত? [গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, ২৬/১২/২০২৫]
(ক) ২
(খ) ৩
(গ) ৫
(ঘ) ৬
উত্তর: (ক) ২
ব্যাখ্যা: বিশেষণ পদকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়: নাম-বিশেষণ এবং ভাব-বিশেষণ। নাম-বিশেষণ বিশেষ্য বা সর্বনাম পদের গুণাগুণ প্রকাশ করে এবং ভাব-বিশেষণ ক্রিয়া বা অন্য কোনো পদকে বিশেষিত করে।

৮। 'নিষিদ্ধ লোবান' উপন্যাসটির লেখক? [গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, ২৬/১২/২০২৫]
(ক) নাসরিন সুলতানা
(খ) রাহাত খান
(গ) সৈয়দ শামসুল হক
(ঘ) ইমদাদুল হক মিলন
উত্তর: (গ) সৈয়দ শামসুল হক
ব্যাখ্যা: 'নিষিদ্ধ লোবান' সৈয়দ শামসুল হকের একটি উল্লেখযোগ্য মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। এই উপন্যাসের ছায়া অবলম্বনেই বিখ্যাত চলচ্চিত্র 'গেরিলা' নির্মিত হয়েছে।

৯। বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধানে 'য়' এর পরের বর্ণ কোনটি? [গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, ২৬/১২/২০২৫]
(ক) য
(খ) ল
(গ) র
(ঘ) ম
উত্তর: (গ) র
ব্যাখ্যা: বাংলা বর্ণমালায় অন্তস্থ বর্ণের ক্রম হলো: য, র, ল, ব। বাংলা একাডেমীর অভিধান অনুযায়ী এবং নতুন সংস্কারকৃত বর্ণমালা অনুযায়ী 'য়' (অন্তস্থ অ)-এর পরে 'র' বর্ণটি অবস্থান করে।

১০। বাংলা সাহিত্যে প্রথম উপন্যাস কোনটি? [গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, ২৬/১২/২০২৫]
(ক) দুর্গেশনন্দিনী
(খ) ফুলমনি ও করুণার বিবরণ
(গ) নববাবুবিলাস
(ঘ) আলালের ঘরের দুলাল
উত্তর: (ঘ) আলালের ঘরের দুলাল
ব্যাখ্যা: ১৮৫৭ সালে প্যারিচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর ছদ্মনামে) 'আলালের ঘরের দুলাল' রচনা করেন। এটিকেই বাংলা সাহিত্যের প্রথম পূর্ণাঙ্গ উপন্যাসের মর্যাদা দেওয়া হয়। বঙ্কিমচন্দ্রের দুর্গেশনন্দিনী প্রথম 'সার্থক' উপন্যাস।

১১। কবি নজরুল ইসলামের সম্পাদনায় প্রকাশিত ধূমকেতু পত্রিকা প্রথম প্রকাশিত হয় [গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, ২৬/১২/২০২৫]
(ক) ১৯১৯ সালে
(খ) ১৯২০ সালে
(গ) ১৯২১ সালে
(ঘ) ১৯২২ সালে
উত্তর: (ঘ) ১৯২২ সালে
ব্যাখ্যা: ১৯২২ সালের ১২ই আগস্ট নজরুলের সম্পাদনায় অর্ধ-সাপ্তাহিক 'ধূমকেতু' পত্রিকা প্রকাশিত হয়। এই পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত আশীর্বাণী "আয় চলে আয়, রে ধূমকেতু/ আঁধারে বাঁধ অগ্নিসেতু" ছাপা হয়েছিল।

১২। 'সব কটা জানালা, খুলে দাও না... গাইবো বিজয়েরই গান' গানটির রচয়িতা কে? [গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, ২৬/১২/২০২৫]
(ক) সত্য সাহা
(খ) মনিরুজ্জামান মনির
(গ) আলাউদ্দিন আলী
(ঘ) নজরুল ইসলাম বাবু
উত্তর: (ঘ) নজরুল ইসলাম বাবু
ব্যাখ্যা: বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে উজ্জীবিত করা এই কালজয়ী গানটির গীতিকার নজরুল ইসলাম বাবু। গানটির সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল এবং এটি গেয়েছেন সাবিনা ইয়াসমিন।

১৩। শুদ্ধ বানান কোনটি? [গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, ২৬/১২/২০২৫]
(ক) কামিনিসুলভ
(খ) কামিনীসূলভ
(গ) কামীনিসুলত
(ঘ) কামিনীসুলভ
উত্তর: (ঘ) কামিনীসুলভ
ব্যাখ্যা: 'কামিনী' শব্দটিতে 'ন' এর সাথে দীর্ঘ-ঈ কার (ী) ব্যবহৃত হয়। তাই সঠিক বানানটি হলো 'কামিনীসুলভ'

১৪। সাহিত্য পত্রিকা 'উত্তরাধিকার' প্রকাশিত হয় কোন প্রতিষ্ঠান থেকে? [গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, ২৬/১২/২০২৫]
(ক) চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর
(খ) বেঙ্গল ফাউন্ডেশন
(গ) বাংলা একাডেমী
(ঘ) শিল্পকলা একাডেমী
উত্তর: (গ) বাংলা একাডেমী
ব্যাখ্যা: 'উত্তরাধিকার' বাংলা একাডেমীর একটি অত্যন্ত জনপ্রিয় মাসিক সাহিত্য পত্রিকা। এটি ১৯৭৩ সাল থেকে নিয়মিতভাবে প্রকাশিত হয়ে আসছে এবং বাংলাদেশের সৃজনশীল সাহিত্যের অন্যতম প্রধান মুখপত্র।

১৫। ঈশান কোণের অর্থ [গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, ২৬/১২/২০২৫]
(ক) দক্ষিণ-পূর্ব কোণ
(খ) পশ্চিম-উত্তর কোণ
(গ) উত্তর-পূর্ব কোণ
(ঘ) দক্ষিণ-পশ্চিম কোণ
উত্তর: (গ) উত্তর-পূর্ব কোণ
ব্যাখ্যা: জ্যোতিষ ও পুরাণ শাস্ত্রে দিগনির্দেশের জন্য ১০টি দিক কল্পনা করা হয়। এর মধ্যে উত্তর ও পূর্ব দিকের মাঝখানের কোণকে বলা হয় 'ঈশান কোণ'
একইভাবে দক্ষিণ-পূর্ব কোণ হলো অগ্নি কোণ।

১৬। কোনটি অধিকরণ কারকের প্রকারভেদ নয়? [গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, ২৬/১২/২০২৫]
(ক) কালাধিকরণ
(খ) স্থানাধিকরণ
(গ) ভাবাধিকরণ
(ঘ) আধারাধিকরণ
উত্তর: (খ) স্থানাধিকরণ
ব্যাখ্যা: অধিকরণ কারক মূলত তিন প্রকার: ১. কালাধিকরণ (সময়), ২. আধারাধিকরণ (স্থান বা আধার) এবং ৩. ভাবাধিকরণ। এখানে স্থানাধিকরণ সরাসরি কোনো আলাদা প্রকারভেদ নয়, এটি আধারাধিকরণেরই অংশ।

১৭। বাংলা কবিতায় ছন্দ প্রধানত কত প্রকার? [গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, ২৬/১২/২০২৫]
(ক) ২
(খ) ৩
(গ) ৪
(ঘ) ৫
উত্তর: (খ) ৩
ব্যাখ্যা: বাংলা কবিতায় ছন্দ প্রধানত তিন প্রকার: ১. স্বরবৃত্ত ছন্দ, ২. মাত্রাবৃত্ত ছন্দ এবং ৩. অক্ষরবৃত্ত ছন্দ। এই তিন ছন্দের মাত্রা গণনার রীতি ভিন্ন ভিন্ন।

১৮। ভাষার বিচারে বাক্যে তিনটি গুণ থাকতে হয়, নিচের কোনটি এই তিনের অন্তর্ভুক্ত নয়? [গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, ২৬/১২/২০২৫]
(ক) যোগ্যতা
(খ) আকাঙ্ক্ষা
(গ) প্রত্যাশা
(ঘ) আসত্তি
উত্তর: (গ) প্রত্যাশা
ব্যাখ্যা: একটি সার্থক বাক্যের তিনটি প্রধান গুণ থাকা আবশ্যক: আকাঙ্ক্ষা (কিছু শোনার ইচ্ছা), যোগ্যতা (অর্থের সামঞ্জস্য) এবং আসত্তি (পদের সঠিক বিন্যাস)। 'প্রত্যাশা' কোনো বাক্যিক গুণ নয়।

১৯। বাংলা সাহিত্যে প্রথম সার্থক নাটক বলে কোনটিকে বিবেচনা করা হয়? [গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, ২৬/১২/২০২৫]
(ক) অদ্রার্জুন
(খ) কীর্তিবিলাস
(গ) শর্মিষ্ঠা
(ঘ) কুলীনকুল সর্বস্ব
উত্তর: (গ) শর্মিষ্ঠা
ব্যাখ্যা: ১৮৫৯ সালে মাইকেল মধুসূদন দত্ত 'শর্মিষ্ঠা' নাটকটি রচনা করেন। আধুনিক নাট্যশৈলী ও গঠন অনুসারে এটিকেই বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক বলা হয়।

২০। এক মুহূর্ত দিয়ে বোঝানো হয় [গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, ২৬/১২/২০২৫]
(ক) কিছু সময়কে
(খ) কয়েক সেকেণ্ডকে
(গ) দিনরাতের ত্রিশ ভাগের এক ভাগ সময়কে
(ঘ) চোখের এক-পলক
উত্তর: (গ) দিনরাতের ত্রিশ ভাগের এক ভাগ সময়কে
ব্যাখ্যা: প্রাচীন ভারতীয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ১ দিন বা ২৪ ঘণ্টাকে ৩০টি মুহূর্তে ভাগ করা হয়েছে। সেই হিসেবে ১ মুহূর্ত সমান ৪৮ মিনিট। অর্থাৎ এটি দিনরাতের ৩০ ভাগের এক ভাগ

২১। The author of "The Girl on the Train" is [গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, ২৬/১২/২০২৫]
(ক) Yann Martel
(খ) Albert Camus
(গ) Gillian Flynn
(ঘ) Paula Hawkins
উত্তর: (ঘ) Paula Hawkins
ব্যাখ্যা: 'The Girl on the Train' ব্রিটিশ লেখক পলা হকিন্সের একটি অত্যন্ত জনপ্রিয় সাইকোলজিক্যাল থ্রিলার উপন্যাস। এটি ২০১৫ সালে প্রকাশিত হয় এবং পরবর্তীতে এটি নিয়ে একটি সফল চলচ্চিত্রও নির্মিত হয়।
[বইঃ English For Exam]

২২। Neither Robi nor Robina ____ qualified for the job. [গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, ২৬/১২/২০২৫]
(ক) are
(খ) were
(গ) is
(ঘ) had
উত্তর: (গ) is
ব্যাখ্যা: যখন 'neither...nor' বা 'either...or' দিয়ে দুটি সিঙ্গুলার সাবজেক্ট যুক্ত হয়, তখন ভার্ব অবশ্যই সিঙ্গুলার হয়। যেহেতু রবি এবং রবিনা উভয়ই একবচন, তাই এখানে 'is' সঠিক।
[বইঃ English For Exam]

২৩। This is ____ unique opportunity. [গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, ২৬/১২/২০২৫]
(ক) an
(খ) a
(গ) No article
(ঘ) the
উত্তর: (খ) a
ব্যাখ্যা: সাধারণত ভাওয়েলের (u) আগে 'an' বসে। কিন্তু 'u' এর উচ্চারণ যদি 'ইউ' (you) এর মতো হয়, তবে তার আগে 'a' বসে। যেহেতু 'unique' এর উচ্চারণ 'ইউ' এর মতো, তাই এখানে 'a' বসবে।
[বইঃ English For Exam]

২৪। Which of the following is not a tragedy by William Shakespeare? [গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, ২৬/১২/২০২৫]
(ক) King Lear
(খ) Twelfth Night
(গ) Titus Andronicus
(ঘ) Macbeth
উত্তর: (খ) Twelfth Night
ব্যাখ্যা: শেক্সপিয়ারের অমর সৃষ্টিগুলোর মধ্যে 'Twelfth Night' একটি বিখ্যাত কমেডি নাটক। অন্যদিকে কিং লিয়ার, ম্যাকবেথ এবং টাইটাস অ্যান্ড্রোনিকাস হলো তাঁর সুপরিচিত ট্রাজেডি বা বিয়োগান্তক নাটক।
[বইঃ English For Exam]

২৫। There is not ____ space for others here. [গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, ২৬/১২/২০২৫]
(ক) some
(খ) enough
(গ) many
(ঘ) little
উত্তর: (খ) enough
ব্যাখ্যা: 'Space' একটি আনকাউন্টেবল নাউন। নেতিবাচক বাক্যে প্রয়োজনমাফিক কোনো কিছুর অভাব বোঝাতে 'enough' ব্যবহার করা হয়। এর অর্থ হলো অন্যদের জন্য এখানে যথেষ্ট জায়গা নেই।
[বইঃ English For Exam]

২৬। He said, "You are a fool." (To indirect speech) [গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, ২৬/১২/২০২৫]
(ক) He said that you are a fool
(খ) He said that I was a fool
(গ) He called me a fool
(ঘ) He said that the man was a fool
উত্তর: (গ) He called me a fool
ব্যাখ্যা: ডিরেক্ট স্পিচে যখন কাউকে কোনো বিশেষণে (যেমন- fool) অভিহিত করা হয়, তখন ইনডিরেক্ট করার সময় 'called' ভার্ব ব্যবহার করা সবচেয়ে ব্যাকরণসম্মত ও শ্রুতিমধুর।
[বইঃ English For Exam]

২৭। Find the common noun [গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, ২৬/১২/২০২৫]
(ক) flock
(খ) bunch
(গ) city
(ঘ) Dhaka
উত্তর: (গ) city
ব্যাখ্যা: 'City' একটি কমন নাউন কারণ এটি দিয়ে যেকোনো শহরকে বোঝানো যায়। অন্যদিকে 'Dhaka' হলো প্রপার নাউন এবং 'flock' বা 'bunch' হলো কালেক্টিভ নাউন।
[বইঃ English For Exam]

২৮। He was aware ____ the fact. [গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, ২৬/১২/২০২৫]
(ক) from
(খ) of
(গ) to
(ঘ) with
উত্তর: (খ) of
ব্যাখ্যা: 'Aware' শব্দটির পর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন হিসেবে 'of' বসে। 'Aware of something' মানে হলো কোনো বিষয়ে সচেতন বা অবগত থাকা।
[বইঃ English For Exam]

২৯। Minutes (pronunciation in Bangla when it means resolution of a meeting): [গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, ২৬/১২/২০২৫]
(ক) মাইনুটস
(খ) মিনিউটস্
(গ) মিনিটস
(ঘ) মিনিট
উত্তর: (গ) মিনিটস
ব্যাখ্যা: 'Minutes' শব্দের অর্থ যখন সভার কার্যবিবরণী হয়, তখন এর সঠিক উচ্চারণ হলো 'মিনিটস'
অন্যদিকে 'মাইনুট' (Minute) মানে হলো অত্যন্ত ক্ষুদ্র বা সূক্ষ্ম কিছু।

৩০। Find out the correct meaning of "Consensus": [গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, ২৬/১২/২০২৫]
(ক) বিবেক
(খ) ঐক্যমত
(গ) একতা
(ঘ) ঐকমত্য
উত্তর: (ঘ) ঐকমত্য
ব্যাখ্যা: 'Consensus' শব্দের অর্থ হলো কোনো বিষয়ে সবার সাধারণ ঐক্য বা মতের মিল। বাংলায় একে 'ঐকমত্য' বলা হয়। বানানটির ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে এটি 'ঐক্যমত' নয়।
[বইঃ English For Exam]

৩১। Binary consists of [গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, ২৬/১২/২০২৫]
(ক) 0-0
(খ) 1+1
(গ) 0+1
(ঘ) 1+2
উত্তর: (গ) 0+1
ব্যাখ্যা: বাইনারি বা দ্বিমিক সংখ্যা পদ্ধতি হলো কম্পিউটারের মৌলিক ভাষা। এই পদ্ধতিতে মাত্র দুটি অংক ব্যবহৃত হয়— ০ (শুন্য) এবং ১ (এক)। এই দুই অংকের মাধ্যমেই সব ধরণের ডেটা সংরক্ষিত হয়।

৩২। ছায়ালিপি শব্দের ইংরেজি প্রতিশব্দ [গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, ২৬/১২/২০২৫]
(ক) Photocopy
(খ) Photostat copy
(গ) True copy
(ঘ) Photocopier copy
উত্তর: (খ) Photostat copy
ব্যাখ্যা: 'ছায়ালিপি' বলতে ফটোকপি বা মূল কপির হুবহু নকলকে বোঝানো হয়। প্রশাসনিক ও দাপ্তরিক কাজে ফটোকপির প্রতিশব্দ হিসেবে 'Photostat copy' কথাটি বহুল ব্যবহৃত।
[বইঃ English For Exam]

৩৩। Pick the correct word: [গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, ২৬/১২/২০২৫]
(ক) Revolution
(খ) Rebolution
(গ) Ravlution
(ঘ) Rebelution
উত্তর: (ক) Revolution
ব্যাখ্যা: 'Revolution' শব্দটির সঠিক বানান হলো R-e-v-o-l-u-t-i-o-n
এর অর্থ হলো বিপ্লব বা আমূল পরিবর্তন।
[বইঃ English For Exam]

৩৪। 'Man is mortal' means: [গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, ২৬/১২/২০২৫]
(ক) All the male people are mortal.
(খ) No man is immortal.
(গ) A man is mortal.
(ঘ) Women are not mortal.
উত্তর: (খ) No man is immortal.
ব্যাখ্যা: 'মানুষ মরণশীল' বাক্যটির মানে হলো কোনো মানুষই অমর নয়। লজিক্যাল ইক্যুইভ্যালেন্স বা যৌক্তিক রূপান্তর অনুযায়ী 'No man is immortal' বাক্যটি একই অর্থ বহন করে।
[বইঃ English For Exam]

৩৫। You can submit an application to the authority (Change into passive): [গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, ২৬/১২/২০২৫]
(ক) An application is to be submitted by you to the authority.
(খ) The authority can be submitted an application.
(গ) An application could be submitted to the authority by you.
(ঘ) An application can be submitted to the authority by you.
উত্তর: (ঘ) An application can be submitted to the authority by you.
ব্যাখ্যা: প্যাসিভ করার সময় অবজেক্ট (An application) সাবজেক্ট হয়, মডাল 'can' এর সাথে 'be' যুক্ত হয় এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল (submitted) ব্যবহৃত হয়।

৩৬। Identify the correct sentence: [গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, ২৬/১২/২০২৫]
(ক) They will hold a meeting after a week.
(খ) They will hold a meeting in a week.
(গ) They held a meeting in a week.
(ঘ) They will be holding a meeting after a week.
উত্তর: (খ) They will hold a meeting in a week.
ব্যাখ্যা: ভবিষ্যতে কোনো সময়ের মধ্যে কিছু ঘটবে বোঝাতে সাধারণত প্রিপজিশন 'in' ব্যবহার করা হয়। 'In a week' মানে হলো এক সপ্তাহের মধ্যে বা এক সপ্তাহ পরে।
[বইঃ English For Exam]

৩৭। 'The cow lives on grass' means [গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, ২৬/১২/২০২৫]
(ক) The cow lives on the grassland.
(খ) Grass is the main fodder for cows.
(গ) The cow lives by a grassy land
(ঘ) The cows are grazing in the grassland.
উত্তর: (খ) Grass is the main fodder for cows.
ব্যাখ্যা: 'Live on' একটি ফ্রেজাল ভার্ব যার অর্থ হলো কোনো কিছু খেয়ে জীবন ধারণ করা। 'The cow lives on grass' মানে হলো ঘাস গরুর প্রধান খাদ্য বা জীবন ধারণের অবলম্বন।
[বইঃ English For Exam]

৩৮। It was happened last night (Correct this): [গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, ২৬/১২/২০২৫]
(ক) Last night it was happened.
(খ) It happened last night.
(গ) It was happened in the last night.
(ঘ) It had happened last night.
উত্তর: (খ) It happened last night.
ব্যাখ্যা: 'Happen' একটি ইনট্রানজিটিভ বা অকর্মক ক্রিয়া। এটি কখনো প্যাসিভ ভয়েসে হয় না। তাই 'was happened' ভুল; সঠিক হবে সিম্পল পাস্ট অর্থাৎ 'happened'

[বইঃ English For Exam]

৩৯। Which of the following is an adjective: [গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, ২৬/১২/২০২৫]
(ক) Confident
(খ) Confidant
(গ) Confidence
(ঘ) Confidante
উত্তর: (ক) Confident
ব্যাখ্যা: 'Confident' মানে হলো আত্মবিশ্বাসী, এটি একটি বিশেষণ বা অ্যাডজেক্টিভ। অন্যদিকে 'Confidence' হলো নাউন এবং 'Confidant' মানে হলো বিশ্বস্ত বন্ধু।
[বইঃ English For Exam]

৪০। The antonym of Legal is: [গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, ২৬/১২/২০২৫]
(ক) Inlegal
(খ) Illegal
(গ) Unlegal
(ঘ) llegal
উত্তর: (খ) Illegal
ব্যাখ্যা: 'Legal' মানে হলো বৈধ। এর বিপরীত শব্দ বা অ্যান্টনিম হলো 'Illegal' বা অবৈধ। শব্দটির শুরুতে 'L' থাকায় এর বিপরীত করতে 'il' প্রিফিক্স যুক্ত করতে হয়।
[বইঃ English For Exam]

৪১। ২, ৬, ১২, ২০, ৩০ এর সিরিজটির সঙ্গে কোনটির মিল আছে? [গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, ২৬/১২/২০২৫]
(ক) ৩৮, ৫২, ৬৮, ৮০
(খ) ২৭, ৪৮, ৬৮, ৭৮
(গ) ৪২, ৫৬, ৭২, ৯০
(ঘ) ৩৮, ৫০, ৬২, ৭৪
উত্তর: (গ) ৪২, ৫৬, ৭২, ৯০
ব্যাখ্যা: সিরিজের ব্যবধানগুলো লক্ষ্য করুন: ২+৪=৬, ৬+৬=১২, ১২+৮=২০, ২০+১০=৩০। অর্থাৎ ২ করে ব্যবধান বাড়ছে। পরবর্তী সংখ্যাগুলো হবে: ৩০+১২=৪২, ৪২+১৪=৫৬, ৫৬+১৬=৭২, ৭২+১৮=৯০।

৪২। পাঁচ অংকের ক্ষুদ্রতম সংখ্যা ও চার অংকের বৃহত্তম সংখ্যার অন্তর কত? [গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, ২৬/১২/২০২৫]
(ক) ৯
(খ) ১০
(গ) -১
(ঘ) ১
উত্তর: (ঘ) ১
ব্যাখ্যা: ৫ অংকের ক্ষুদ্রতম সংখ্যা হলো ১০০০০ এবং ৪ অংকের বৃহত্তম সংখ্যা হলো ৯৯৯৯। তাদের বিয়োগফল বা অন্তর (১০০০০ - ৯৯৯৯) = ১।

৪৩। তলের মাত্রা কতটি? [গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, ২৬/১২/২০২৫]
(ক) শূন্য
(খ) একটি
(গ) দুইটি
(ঘ) তিনটি
উত্তর: (গ) দুইটি
ব্যাখ্যা: জ্যামিতিক তলের কেবল দৈর্ঘ্য ও প্রস্থ থাকে, কিন্তু কোনো বেধ বা উচ্চতা থাকে না। তাই তলের মাত্রা হলো ২টি।

৪৪। 3(5x-3) = 2(x+2) হলে, x = কত? [গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, ২৬/১২/২০২৫]
(ক) -১
(খ) -৯
(গ) ৭
(ঘ) ১
উত্তর: (ঘ) ১
ব্যাখ্যা: সমাধান: ১৫x - ৯ = ২x + ৪ => ১৫x - ২x = ৪ + ৯ => ১৩x = ১৩ => x = ১।

৪৫। কোনো সামান্তরিকের একটি কোণ ৮০ ডিগ্রি হলে এর বিপরীত কোণটি কত? [গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, ২৬/১২/২০২৫]
(ক) ১৮০ ডিগ্রি
(খ) ৮০ ডিগ্রি
(গ) ১০০ ডিগ্রি
(ঘ) ১২০ ডিগ্রি
উত্তর: (খ) ৮০ ডিগ্রি
ব্যাখ্যা: সামান্তরিকের ধর্ম অনুযায়ী, বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়। তাই একটি কোণ ৮০ ডিগ্রি হলে এর ঠিক বিপরীত দিকের কোণটিও ৮০ ডিগ্রি হবে।

৪৬। ক ও খ এর বয়সের অনুপাত ৫:৩। ক এর বয়স ২০ বছর হলে, কত বছর পরে তাদের বয়সের অনুপাত ৭:৫ হবে? [গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, ২৬/১২/২০২৫]
(ক) ৫ বছর
(খ) ৬ বছর
(গ) ৮ বছর
(ঘ) ১০ বছর
উত্তর: (গ) ৮ বছর
ব্যাখ্যা: ৫ একক = ২০ বছর হলে ১ একক = ৪ বছর। তাহলে খ এর বয়স ৩ একক = ১২ বছর। ধরি x বছর পর অনুপাত ৭:৫ হবে। (২০+x)/(১২+x) = ৭/৫ => ১০০+৫x = ৮৪+৭x => ২x = ১৬ => x = ৮।

৪৭। ৪, ৬, ৫, ২, ১, ৭ উপাত্তগুলোর মধ্যক কত? [গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, ২৬/১২/২০২৫]
(ক) ৪.৫
(খ) ৪
(গ) ৫
(ঘ) ৫.৫
উত্তর: (ক) ৪.৫
ব্যাখ্যা: উপাত্তগুলোকে ছোট থেকে বড় সাজালে পাই: ১, ২, ৪, ৫, ৬, ৭। এখানে মোট ৬টি সংখ্যা (জোড়)। মধ্যক হবে মাঝখানের দুটি সংখ্যার গড়: (৪+৫) / ২ = ৪.৫।

৪৮। তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদাই নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? [গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, ২৬/১২/২০২৫]
(ক) ৫
(খ) ৬
(গ) ৭
(ঘ) ১১
উত্তর: (খ) ৬
ব্যাখ্যা: যে কোনো তিনটি ক্রমিক সংখ্যার মধ্যে একটি সংখ্যা অবশ্যই ২ দিয়ে এবং একটি সংখ্যা অবশ্যই ৩ দিয়ে বিভাজ্য হবে। তাই ২ × ৩ = ৬ দিয়ে গুণফলটি সর্বদা বিভাজ্য হবে। (যেমন: ২×৩×৪ = ২৪ যা ৬ দিয়ে বিভাজ্য)।

৪৯। কোন সংখ্যার চারগুণের সঙ্গে ১ যোগ করলে যোগফল ঐ সংখ্যার ৩ গুণ হতে ৫ বেশি হবে? [গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, ২৬/১২/২০২৫]
(ক) ২
(খ) ৫
(গ) ৬
(ঘ) ৪
উত্তর: (ঘ) ৪
ব্যাখ্যা: ধরি সংখ্যাটি x
প্রশ্নমতে: ৪x + ১ = ৩x + ৫ => ৪x - ৩x = ৫ - ১ => x = ৪।

৫০। ৬০ জন ছাত্রের মধ্যে ৪২ জন পরীক্ষায় অকৃতকার্য হলে অকৃতকার্যের হার কত? [গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, ২৬/১২/২০২৫]
(ক) ৩০%
(খ) ৩২%
(গ) ২৫%
(ঘ) ২৮%
উত্তর:
সঠিক উত্তর ৭০% (অপশনে নেই)
ব্যাখ্যা: অকৃতকার্যের হার বের করার নিয়ম হলো: (অকৃতকার্য ছাত্র ÷ মোট ছাত্র) × ১০০সেই হিসেবে (৪২ ÷ ৬০) × ১০০ = ৭০%। তবে প্রশ্নে যদি কৃতকার্যের (পাস) হার জানতে চাওয়া হতো, তবে উত্তর হতো {(৬০-৪২) ÷ ৬০} × ১০০ = ৩০%, যা অপশন ()-এর সাথে মিলে যায়।

৫১। শতকরা বার্ষিক কত হার সুদে ৫ বছরের সুদ, সুদ-আসলের ১/৫ অংশ হবে? [গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, ২৬/১২/২০২৫]

(ক) ৫%
(খ) ৭%
(গ) ১০%
(ঘ) ১৫%
উত্তর: (ক) ৫%
ব্যাখ্যা: ধরি সুদ-আসল ১০০ টাকা। তাহলে সুদ হলো ১০০-এর ১/৫ = ২০ টাকা। ৫ বছরের সুদ ২০ টাকা হলে ১ বছরের সুদ ২০/৫ = ৪ টাকা। আসল হলো ১০০ - ২০ = ৮০ টাকা। ৮০ টাকায় ১ বছরের সুদ ৪ টাকা হলে সুদের হার (৪/৮০) × ১০০ = ৫%।

৫২। x² - 2x - 3 রাশির একটি উৎপাদক: [গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, ২৬/১২/২০২৫]
(ক) x+3
(খ) x-3
(গ) x-2
(ঘ) x-1
উত্তর: (খ) x-3
ব্যাখ্যা: মিডল টার্ম ব্রেক করলে পাই: x
² - 3x + x - 3 => x(x-3) + 1(x-3) => (x-3)(x+1)সুতরাং একটি উৎপাদক x-3

৫৩। x^m - x^m = কত? [গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, ২৬/১২/২০২৫]
(ক) 0
(খ) 1
(গ) -1
(ঘ) 2
উত্তর: (ক) 0
ব্যাখ্যা: বীজগণিতের সাধারণ নিয়ম অনুযায়ী, যেকোনো রাশি থেকে সেই একই রাশি বিয়োগ করলে বিয়োগফল সর্বদা ০ (শূন্য) হয়। এখানে
 xm থেকে xm  বিয়োগ করা হয়েছে, তাই ফলাফল ০।

৫৪। গণিতে খুবই সম্মানজনক এবং আন্তর্জাতিক পুরস্কার, যাকে 'গণিতে নোবেল' বলা হয় কোনটি? [গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, ২৬/১২/২০২৫]
(ক) হিলবার্ট প্রাইজ
(খ) বেকন্দ্র প্রাইজ
(গ) ফিল্ড মেডেল
(ঘ) শীলাবতী পুরস্কার
উত্তর: (গ) ফিল্ড মেডেল
ব্যাখ্যা: ফিল্ডস মেডেল (Fields Medal) গণিতের সবচেয়ে সম্মানজনক পুরস্কার। প্রতি ৪ বছর অন্তর ৪০ বছরের কম বয়সী মেধাবী গণিতবিদদের এটি প্রদান করা হয়, তাই একে গণিতের নোবেল বলা হয়।

৫৫। ১০ জন লোক একটি কাজ ২০ দিনে করতে পারে। ২০ জন লোকের কাজটি করতে কতদিন লাগবে? [গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, ২৬/১২/২০২৫]
(ক) ১০ দিন
(খ) ৯ দিন
(গ) ২০ দিন
(ঘ) ৫ দিন
উত্তর: (ক) ১০ দিন
ব্যাখ্যা: ১০ জনের লাগে ২০ দিন, ১ জনের লাগবে (২০ × ১০) দিন। সুতরাং ২০ জনের লাগবে (২০০ / ২০) = ১০ দিন। লোকের সংখ্যা দ্বিগুণ হলে সময় অর্ধেক হয়ে যায়।

৫৬। একজন মানুষ জন্ডিসে আক্রান্ত কিনা পরীক্ষা করতে রক্তের যে পরীক্ষা করা হয় [গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, ২৬/১২/২০২৫]
(ক) Hemoglobin
(খ) S. Creatinine
(গ) eGFR
(ঘ) Bilirubin
উত্তর: (ঘ) Bilirubin
ব্যাখ্যা: রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে গেলে জন্ডিস দেখা দেয়। এটি যকৃত বা লিভারের কার্যকারিতা বোঝার জন্য করা হয়।

৫৭। ChatGPT কী ধরনের প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি? [গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, ২৬/১২/২০২৫]
(ক) অপারেটিং সিস্টেম
(খ) নিউরাল নেটওয়ার্ক ও ভাষা মডেল
(গ) ডেটাবেজ সিস্টেম
(ঘ) এন্টিভাইরাস সফটওয়্যার
উত্তর: (খ) নিউরাল নেটওয়ার্ক ও ভাষা মডেল
ব্যাখ্যা: ChatGPT হলো একটি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (LLM) যা জেনারেটিভ প্রি-ট্রেইনড ট্রান্সফর্মার (GPT) প্রযুক্তির মাধ্যমে মানুষের মতো ভাষা বুঝতে ও উত্তর দিতে পারে।

৫৮। ChatGPT কোন ধরনের কাজ ভালোভাবে করতে পারে? [গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, ২৬/১২/২০২৫]
(ক) ভিডিও সম্পাদনা
(খ) ভাষা বোঝা ও লেখা তৈরি করা
(গ) হার্ডওয়্যার মেরামত
(ঘ) ফটো ক্যামেরা কনফিগার করা
উত্তর: (খ) ভাষা বোঝা ও লেখা তৈরি করা
ব্যাখ্যা: ChatGPT মূলত টেক্সট-ভিত্তিক কাজ যেমন প্রবন্ধ লেখা, ভাষা অনুবাদ এবং কোডিং-এর কাজ অত্যন্ত দক্ষতার সাথে করতে পারে।

৫৯। আকাশের পাঁচটি স্তরের মধ্যে কোনটি পৃথিবী পৃষ্ঠের কাছাকাছি? [গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, ২৬/১২/২০২৫]
(ক) মেসোস্ফিয়ার
(খ) ট্রপোস্ফিয়ার
(গ) থার্মোস্ফিয়ার
(ঘ) স্ট্র্যাটোস্ফিয়ার
উত্তর: (খ) ট্রপোস্ফিয়ার
ব্যাখ্যা: বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরের নাম ট্রপোস্ফিয়ার। এটি ভূপৃষ্ঠ থেকে গড়ে ১২ কিমি পর্যন্ত বিস্তৃত এবং এখানে সব ধরণের আবহাওয়াগত পরিবর্তন ঘটে।

৬০। নিচের কোনটিতে ভিটামিন-ই পাওয়া যায়? [গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, ২৬/১২/২০২৫]
(ক) বাদাম
(খ) সামুদ্রিক মাছ
(গ) লেবু
(ঘ) খাসির কলিজা
উত্তর: (ক) বাদাম
ব্যাখ্যা: উদ্ভিজ্জ তেল, বাদাম, সবুজ শাকসবজি হলো ভিটামিন-ই এর প্রধান উৎস। এটি শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে কোষকে সুরক্ষা দেয়।

৬১। WhatsApp প্রতিষ্ঠা করেন [গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, ২৬/১২/২০২৫]
(ক) স্টিভ চেন ও ক্রিস হিউজ
(খ) চ্যাড হার্লি ও জন কৌম
(গ) এডুয়ার্ডো স্যাভরিন ও ক্রিস হিউজ
(ঘ) ব্রায়ান অ্যাকটন ও জন কৌম
উত্তর: (ঘ) ব্রায়ান অ্যাকটন ও জন কৌম
ব্যাখ্যা: ২০০৯ সালে ইয়াহুর প্রাক্তন কর্মী ব্রায়ান অ্যাকটন ও জন কৌম মিলে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে ২০১৪ সালে এটি ফেসবুক (বর্তমানে মেটা) কিনে নেয়।

৬২। বাতাসে জলীয় বাষ্প পরিমাপ যন্ত্রের নাম [গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, ২৬/১২/২০২৫]
(ক) ব্যারোমিটার
(খ) অ্যানিমোমিটার
(গ) হাইগ্রোমিটার
(ঘ) সাইক্রোমিটার
উত্তর: (গ) হাইগ্রোমিটার
ব্যাখ্যা: হাইগ্রোমিটারের সাহায্যে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা বা জলীয় বাষ্পের পরিমাণ নির্ণয় করা হয়। ব্যারোমিটার বায়ুর চাপ মাপার যন্ত্র।

৬৩। আপেক্ষিকতা তত্ত্ব নিয়ে কাজ করেছেন [গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, ২৬/১২/২০২৫]
(ক) টমাস আলভা এডিসন
(খ) নিউটন
(গ) আইনস্টাইন
(ঘ) জন ডাল্টন
উত্তর: (গ) আইনস্টাইন
ব্যাখ্যা: আলবার্ট আইনস্টাইন বিংশ শতাব্দীর শুরুতে তাঁর যুগান্তকারী 'থিওরি অফ রিলেটিভিটি' বা আপেক্ষিকতা তত্ত্ব প্রদান করেন, যা পদার্থবিজ্ঞানের ধারণা বদলে দেয়।

৬৪। CNG গ্যাসের প্রধান উপাদান [গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, ২৬/১২/২০২৫]
(ক) মিথেন
(খ) নাইট্রোজেন
(গ) প্রোপেন
(ঘ) বিউটেন
উত্তর: (ক) মিথেন
ব্যাখ্যা: সিএনজি (Compressed Natural Gas) মূলত প্রাকৃতিক গ্যাস। এর প্রায় ৮০-৯০ শতাংশই হলো মিথেন গ্যাস (CH4)

৬৫। অশ্ব শক্তি (HP) = কত ওয়াট? [গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, ২৬/১২/২০২৫]
(ক) ১০০ ওয়াট
(খ) ৭৬৪ ওয়াট
(গ) ৭৪৬ ওয়াট
(ঘ) ৬৭৪ ওয়াট
উত্তর: (গ) ৭৪৬ ওয়াট
ব্যাখ্যা: ১ হর্স পাওয়ার বা অশ্ব শক্তি ক্ষমতার একটি একক। আন্তর্জাতিক হিসাব অনুযায়ী ১ এইচপি সমান ৭৪৬ ওয়াট।

৬৬। মানব চোখের লেন্সটি [গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, ২৬/১২/২০২৫]
(ক) অবতল
(খ) উভ অবতল
(গ) উত্তল
(ঘ) দ্বি উত্তল
উত্তর: (ঘ) দ্বি উত্তল
ব্যাখ্যা: মানুষের চোখের লেন্সটি একটি স্থিতিস্থাপক এবং স্বচ্ছ দ্বি-উত্তল (Biconvex) লেন্স। এটি আলোকরশ্মিকে রেটিনার ওপর ফোকাস করতে সাহায্য করে।

৬৭। নিচের কোনটি জীবাণুবাহিত রোগ নয়? [গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, ২৬/১২/২০২৫]
(ক) হাঁপানি
(খ) হাম
(গ) টাইফয়েড
(ঘ) যক্ষা
উত্তর: (ক) হাঁপানি
ব্যাখ্যা: হাঁপানি বা অ্যাজমা একটি দীর্ঘমেয়াদী ফুসফুসের রোগ যা অ্যালার্জি বা প্রদাহের কারণে হয়। এটি সংক্রামক বা কোনো জীবাণুর মাধ্যমে ছড়ায় না।

৬৮। 'হ্যালির ধুমকেতু' সর্বশেষ দেখা যায় [গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, ২৬/১২/২০২৫]
(ক) ১৯৫৬ সালে
(খ) ১৯৬৬ সালে
(গ) ১৯৭৬ সালে
(ঘ) ১৯৮৬ সালে
উত্তর: (ঘ) ১৯৮৬ সালে
ব্যাখ্যা: হ্যালির ধুমকেতু প্রতি ৭৫-৭৬ বছর পর পর পৃথিবী থেকে দেখা যায়। সর্বশেষ ১৯৮৬ সালে এটি দেখা গিয়েছিল এবং পরবর্তী সময়ে ২০৬১ সালে দেখা যাওয়ার সম্ভাবনা আছে।

৬৯। কোনটি স্থানীয় বায়ু? [গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, ২৬/১২/২০২৫]
(ক) টাইফুন
(খ) হ্যারিকেন
(গ) টর্নেডো
(ঘ) সাইমুম
উত্তর: (ঘ) সাইমুম
ব্যাখ্যা: সাইমুম হলো সাহারা ও আরব মরুভূমির একটি শক্তিশালী ও তপ্ত স্থানীয় ধূলিঝড়। টাইফুন ও হ্যারিকেন হলো ক্রান্তীয় ঘূর্ণিঝড়।

৭০। 'ব্লাকবেঙ্গল' কিসের জাত? [গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, ২৬/১২/২০২৫]
(ক) মহিষ
(খ) ভেড়া
(গ) ছাগল
(ঘ) গরু
উত্তর: (গ) ছাগল
ব্যাখ্যা: ব্লাকবেঙ্গল বাংলাদেশের একটি নিজস্ব ও বিশ্বখ্যাত ছাগলের জাত। এদের চামড়া অত্যন্ত উন্নত মানের এবং এদের প্রজনন ক্ষমতা বেশি।

৭১। মহান মুক্তিযুদ্ধে সমুদ্র উপকূলীয় অঞ্চল কত নম্বর সেক্টরের অধীনে ছিল? [গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, ২৬/১২/২০২৫]
(ক) ৯
(খ) ১০
(গ) ১১
(ঘ) ৭
উত্তর: (খ) ১০
ব্যাখ্যা: ১০ নম্বর সেক্টরটি ছিল নৌ-কমান্ডোদের অধীনে। এর কোনো নির্দিষ্ট ভৌগোলিক সীমানা ছিল না; সমুদ্র উপকূল ও নদীপথের অপারেশনগুলো এর আওতায় ছিল।

৭২। বীরশ্রেষ্ঠদের মধ্যে সর্বশেষ শহীদ হন [গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, ২৬/১২/২০২৫]
(ক) মোস্তফা কামাল
(খ) মতিউর রহমান
(গ) মহিউদ্দীন জাহাঙ্গীর
(ঘ) মুন্সি আবদুর রউফ
উত্তর: (গ) মহিউদ্দীন জাহাঙ্গীর
ব্যাখ্যা: ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর ১৪ ডিসেম্বর ১৯৭১ সালে চাঁপাইনবাবগঞ্জে শহীদ হন। তিনিই ৭ জন বীরশ্রেষ্ঠর মধ্যে সর্বশেষ শহীদ।

৭৩। দেশের একমাত্র সমুদ্র গবেষণা ইনস্টিটিউটটি কোথায়? [গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, ২৬/১২/২০২৫]
(ক) কক্সবাজারের রামুতে
(খ) কক্সবাজারের টেকনাফে
(গ) কক্সবাজার সদর উপজেলায়
(ঘ) চট্টগ্রামের বাঁশখালীতে
উত্তর: (ক) কক্সবাজারের রামুতে
ব্যাখ্যা: 'বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট' (BORI) কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং এলাকায় সমুদ্র সৈকতের পাশে অবস্থিত।

৭৪। প্রত্নতাত্ত্বিক স্থান উয়ারি-বটেশ্বর কোথায়? [গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, ২৬/১২/২০২৫]
(ক) নরসিংদীর বেলাব উপজেলায়
(খ) নরসিংদীর সদর উপজেলায়
(গ) নরসিংদীর রায়পুরায়
(ঘ) নরসিংদীর পলাশ উপজেলায়
উত্তর: (ক) নরসিংদীর বেলাব উপজেলায়
ব্যাখ্যা: উয়ারি-বটেশ্বর নরসিংদী জেলার বেলাব ও রায়পুরা উপজেলায় অবস্থিত আড়াই হাজার বছরের প্রাচীন এক নগর সভ্যতা। এটি গঙ্গা-ঋদ্ধি সভ্যতার অংশ বলে ধারণা করা হয়।

৭৫। মায়ানমারের সঙ্গে সীমান্ত নেই নিচের কোনো দু'টি জেলার? [গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, ২৬/১২/২০২৫]
(ক) কক্সবাজার-চট্টগ্রাম
(খ) কক্সবাজার-বান্দরবান
(গ) কক্সবাজার-রাঙামাটি
(ঘ) বান্দরবান-রাঙামাটি
উত্তর: (ক) কক্সবাজার-চট্টগ্রাম
ব্যাখ্যা: মায়ানমারের সাথে বাংলাদেশের ৩টি জেলার সীমান্ত আছে: রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজার। চট্টগ্রামের সাথে ভারতের সীমান্ত থাকলেও মায়ানমারের কোনো সীমান্ত নেই।

৭৬। গড়াই নদী উৎপত্তি হয়েছে [গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, ২৬/১২/২০২৫]
(ক) মধুমতি থেকে
(খ) যমুনা থেকে
(গ) পদ্মা থেকে
(ঘ) আড়িয়াল খাঁ থেকে
উত্তর: (গ) পদ্মা থেকে
ব্যাখ্যা: গড়াই নদী বাংলাদেশের কুষ্টিয়া জেলা দিয়ে বয়ে গেছে এবং এটি পদ্মা নদীর একটি প্রধান শাখা নদী।

৭৭। বাংলাদেশ সেনা বাহিনীর কর্নেল পদটি বিমান বাহিনীর কোন পদের সমান? [গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, ২৬/১২/২০২৫]
(ক) এয়ার কমোডর
(খ) গ্রুপ ক্যাপ্টেন
(গ) উইং কমান্ডার
(ঘ) স্কোয়াড্রন লিডার
উত্তর: (খ) গ্রুপ ক্যাপ্টেন
ব্যাখ্যা: সশস্ত্র বাহিনীর পদমর্যাদা অনুযায়ী সেনাবাহিনীর কর্নেল পদটি বিমান বাহিনীর 'গ্রুপ ক্যাপ্টেন' এবং নৌবাহিনীর 'ক্যাপ্টেন' পদের সমমর্যাদার।

৭৮। জুলাইযোদ্ধা শহীদ আবু সাঈদ বিশ্ববিদ্যালয়ের কোন বিষয়ের ছাত্র ছিলেন এবং তাঁর শহীদ হওয়ার তারিখ কবে? [গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, ২৬/১২/২০২৫]
(ক) ইংরেজি এবং ১৬ জুলাই
(খ) রসায়ন এবং ১৬ জুলাই
(গ) ইংরেজি এবং ১৭ জুলাই
(ঘ) বাংলা এবং ১৬ জুলাই
উত্তর: (ক) ইংরেজি এবং ১৬ জুলাই
ব্যাখ্যা: ২০২৪-এর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাহসী মুখ আবু সাঈদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন। তিনি ১৬ জুলাই পুলিশের গুলিতে শহীদ হন।

৭৯। বর্তমানে লুপ্ত প্রাচীন দৈনিক আজাদ-এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? [গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, ২৬/১২/২০২৫]
(ক) মোহাম্মদ মোদাব্বের
(খ) কামরুল আনাম খান
(গ) মওলানা মুহম্মদ আকরাম খাঁ
(ঘ) আবুল কালাম সামসুদ্দিন
উত্তর: (গ) মওলানা মুহম্মদ আকরাম খাঁ
ব্যাখ্যা: ১৯৩৬ সালে মওলানা আকরাম খাঁ কলকাতা থেকে 'দৈনিক আজাদ' প্রকাশ করেন। এটি দেশভাগের সময় মুসলমানদের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

৮০। রামসাগর কোন জেলায়? [গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, ২৬/১২/২০২৫]
(ক) দিনাজপুরে
(খ) কক্সবাজারে
(গ) সাতক্ষীরায়
(ঘ) নীলফামারীতে
উত্তর: (ক) দিনাজপুরে
ব্যাখ্যা: রামসাগর দিঘি দিনাজপুরের তাজপুর গ্রামে অবস্থিত। এটি বাংলাদেশের বৃহত্তম মানবসৃষ্ট দিঘি, যা রাজা রামনাথ ১৭৫০-এর দশকে খনন করেছিলেন।

৮১। 'একুশে পদক' প্রদানের মনোনয়ন চূড়ান্ত করে [গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, ২৬/১২/২০২৫]
(ক) রাষ্ট্রপতির কার্যালয়
(খ) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
(গ) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ
(ঘ) মন্ত্রিপরিষদ বিভাগ
উত্তর: (ঘ) মন্ত্রিপরিষদ বিভাগ
ব্যাখ্যা: একুশে পদক বা স্বাধীনতা পদকের মতো রাষ্ট্রীয় পুরস্কারগুলোর চূড়ান্ত বাছাই ও তালিকা প্রণয়ন মন্ত্রিপরিষদ বিভাগের অধীনে গঠিত কমিটির মাধ্যমে সম্পন্ন হয়।

৮২। ২০২৫ সালে বাংলাদেশের মাথাপিছু আয় কত? [গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, ২৬/১২/২০২৫]
(ক) ২৫৫০ ডলার
(খ) ২৯৩০ ডলার
(গ) ২৮২০ ডলার
(ঘ) ২৭০০ ডলার
উত্তর: (গ) ২৮২০ ডলার
ব্যাখ্যা: ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ও সাম্প্রতিক অর্থনৈতিক তথ্য অনুযায়ী বাংলাদেশের মাথাপিছু আয় ২৮২০ ডলার ধরা হয়েছে।

৮৩। পিএসসির একজন সদস্যের দায়িত্বের মেয়াদ ৫ বছর বা স্বীয় বয়সের কত বছর পর্যন্ত হবে? [গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, ২৬/১২/২০২৫]
(ক) ৬৪ বছর
(খ) ৬৭ বছর
(গ) ৬৫ বছর
(ঘ) ৬৩ বছর
উত্তর: (গ) ৬৫ বছর
ব্যাখ্যা: বাংলাদেশের সংবিধানের ১৩৯ অনুচ্ছেদ অনুযায়ী, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান বা সদস্যদের মেয়াদ তাদের দায়িত্ব গ্রহণের তারিখ থেকে ৫ বছর অথবা ৬৫ বছর বয়স পর্যন্ত, যেটি আগে আসবে।

৮৪। বিপিএটিসিতে জাতীয় সংগীত বাজানো বিধির আলোকে মন্তব্য করুন [গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, ২৬/১২/২০২৫]
(ক) বিধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ
(খ) ট্রেনিং প্রতিষ্ঠান বলে করতেই পারে
(গ) অন্যায় করছে না
(ঘ) বিধির সঙ্গে যায় না
উত্তর: (ক) বিধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ
ব্যাখ্যা: জাতীয় সংগীত বিধিমালা অনুযায়ী রাষ্ট্রীয় প্রশিক্ষণ প্রতিষ্ঠান বা সরকারি কর্মসূচির শুরুতে বা নির্দিষ্ট প্রটোকল মেনে জাতীয় সংগীত বাজানো আইনগত ও বিধিসম্মত।

৮৫। ৯ ডিসেম্বর কী দিবস পালিত হয়? [গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, ২৬/১২/২০২৫]
(ক) জাতীয় প্রতিবন্ধী দিবস
(খ) আন্তর্জাতিক যুব দিবস
(গ) বেগম রোকেয়া দিবস
(ঘ) বিশ্ব খাদ্য দিবস
উত্তর: (গ) বেগম রোকেয়া দিবস
ব্যাখ্যা: ৯ ডিসেম্বর নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যু দিবস। প্রতি বছর এই দিনে বাংলাদেশে সরকারিভাবে 'রোকেয়া দিবস' পালিত হয়।

৮৬। ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা কোন শহরে অনুষ্ঠিত হবে? [গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, ২৬/১২/২০২৫]
(ক) ক্যালিফোর্নিয়ায়
(খ) ফ্লোরিডায়
(গ) নিউ জার্সিতে
(ঘ) টেক্সাসে
উত্তর: (গ) নিউ জার্সিতে
ব্যাখ্যা: ২০২৬ বিশ্বকাপের ফাইনাল খেলা নিউ জার্সির 'মেটলাইফ স্টেডিয়ামে' অনুষ্ঠিত হবে। এই বিশ্বকাপটি উত্তর আমেরিকার তিনটি দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে অনুষ্ঠিত হবে।

৮৭। রাজনীতিবিদ কিন্তু সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন [গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, ২৬/১২/২০২৫]
(ক) জর্জ বার্নাড শ
(খ) সল বেলো
(গ) লাইনাস পলিং
(ঘ) উইনস্টন চার্চিল
উত্তর: (ঘ) উইনস্টন চার্চিল
ব্যাখ্যা: সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল তাঁর ঐতিহাসিক রচনার (The Second World War) জন্য ১৯৫৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।

৮৮। Qantas এয়ারওয়েজ কোন দেশের এয়ার লাইন? [গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, ২৬/১২/২০২৫]
(ক) ভিয়েতনামের
(খ) ইন্দোনেশিয়ার
(গ) মালয়েশিয়ার
(ঘ) অস্ট্রেলিয়ার
উত্তর: (ঘ) অস্ট্রেলিয়ার
ব্যাখ্যা: কোয়ান্টাস (Qantas) অস্ট্রেলিয়ার পতাকাবাহী এবং বৃহত্তম বিমান পরিবহন সংস্থা। এটি বিশ্বের অন্যতম প্রাচীন ও নিরাপদ এয়ারলাইন হিসেবে পরিচিত।

৮৯। MI6 গোয়েন্দা সংস্থাটি কোন দেশের? [গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, ২৬/১২/২০২৫]
(ক) মেক্সিকোর
(খ) যুক্তরাজ্যের
(গ) কানাডার
(ঘ) চিলির
উত্তর: (খ) যুক্তরাজ্যের
ব্যাখ্যা: এমআই-সিক্স (Military Intelligence, Section 6) হলো যুক্তরাজ্যের বৈদেশিক গোয়েন্দা সংস্থা। বিখ্যাত চরিত্র 'জেমস বন্ড' এই সংস্থার এজেন্ট হিসেবে সিনেমায় চিত্রিত।

৯০। আফ্রিকার ভিক্টোরিয়া হ্রদ নিচের কোন দেশটিতে নেই? [গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, ২৬/১২/২০২৫]
(ক) তানজানিয়া
(খ) কেনিয়া
(গ) নাইজেরিয়া
(ঘ) উগান্ডা
উত্তর: (গ) নাইজেরিয়া
ব্যাখ্যা: ভিক্টোরিয়া হ্রদ পূর্ব আফ্রিকায় অবস্থিত এবং এটি কেনিয়া, উগান্ডা ও তানজানিয়া জুড়ে বিস্তৃত। নাইজেরিয়া পশ্চিম আফ্রিকায় অবস্থিত একটি দেশ।

৯১। ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন-এর সদর দপ্তর কোথায়? [গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, ২৬/১২/২০২৫]
(ক) রোম
(খ) লন্ডন
(গ) ভিয়েনা
(ঘ) নিউইয়র্ক
উত্তর: (খ) লন্ডন
ব্যাখ্যা: আইএমও (IMO) জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা যা সমুদ্রপথের নিরাপত্তা ও দূষণ নিয়ন্ত্রণে কাজ করে। এর সদর দপ্তর যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত।

৯২। নিশীথ সূর্যের দেশ কোনটি? [গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, ২৬/১২/২০২৫]
(ক) নরওয়ে
(খ) সুইডেন
(গ) ফিনল্যান্ড
(ঘ) অস্ট্রিয়া
উত্তর: (ক) নরওয়ে
ব্যাখ্যা: সুমেরু বৃত্তের কাছাকাছি অবস্থিত হওয়ায় নরওয়ের কিছু অংশে গ্রীষ্মকালে সূর্যাস্ত হয় না, অর্থাৎ মাঝরাতেও সূর্য দেখা যায়। তাই একে নিশীথ সূর্যের দেশ বলা হয়।

৯৩। বিশ্ব বিখ্যাত গায়ক জংকুকের গানের দল 'বিটিএস' কোন দেশের? [গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, ২৬/১২/২০২৫]
(ক) যুক্তরাজ্যের
(খ) দক্ষিণ কোরিয়ার
(গ) যুক্তরাষ্ট্রের
(ঘ) ব্রাজিলের
উত্তর: (খ) দক্ষিণ কোরিয়ার
ব্যাখ্যা: বিটিএস (BTS) একটি বিশ্বখ্যাত দক্ষিণ কোরিয়ান বয় ব্যান্ড। জংকুক এই দলের কনিষ্ঠতম এবং প্রধান কণ্ঠশিল্পী।

৯৪। ওয়াদাই যুদ্ধে ওয়াদাই সাম্রাজ্য ও তাদের মিত্রদের বিরুদ্ধে জয়লাভ করেছিল [গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, ২৬/১২/২০২৫]
(ক) রাশিয়া
(খ) ইতালি
(গ) মিশর
(ঘ) ফ্রান্স
উত্তর: (ঘ) ফ্রান্স
ব্যাখ্যা: ১৯০৯-১৯১১ সালের ওয়াদাই যুদ্ধে ফরাসি বাহিনী মধ্য আফ্রিকার ওয়াদাই সাম্রাজ্যকে পরাজিত করে এবং এলাকাটি ফরাসি কলোনির অন্তর্ভুক্ত হয়।

৯৫। সংবাদ সংস্থা কিয়োডো নিউজ কোন দেশের? [গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, ২৬/১২/২০২৫]
(ক) জাপানের
(খ) দক্ষিণ কোরিয়ার
(গ) ভিয়েতনামের
(ঘ) মায়ানমারের
উত্তর: (ক) জাপানের
ব্যাখ্যা: কিয়োডো নিউজ (Kyodo News) জাপানের একটি অগ্রগণ্য এবং অলাভজনক সমবায় সংবাদ সংস্থা যা ১৯৪৫ সালে টোকিওতে প্রতিষ্ঠিত হয়।

৯৬। প্রায়া (Praia) আফ্রিকার কোন দেশের রাজধানীর নাম? [গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, ২৬/১২/২০২৫]
(ক) গ্যাবন
(খ) কেপ ভার্দে
(গ) বেনিন
(ঘ) বুর্কিনা ফাসো
উত্তর: (খ) কেপ ভার্দে
ব্যাখ্যা: প্রায়া হলো আটলান্টিক মহাসাগরের দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে-র বৃহত্তম শহর ও রাজধানী।

৯৭। মন্ট্রিল প্রোটোকল ১৯৮৭ মূলত কী বিষয়ে? [গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, ২৬/১২/২০২৫]
(ক) গ্রিন হাউস গ্যাস হ্রাসকরণ
(খ) ওজন স্তর রক্ষা
(গ) বায়োলজিক্যাল ডাইভার্সিটি
(ঘ) পরিবেশ রক্ষা
উত্তর: (খ) ওজন স্তর রক্ষা
ব্যাখ্যা: ওজন স্তর ক্ষয়কারী সিএফসি (CFC) গ্যাসের ব্যবহার বন্ধ করার উদ্দেশ্যে ১৯৮৭ সালে কানাডার মন্ট্রিলে এই আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়।

৯৮। বিপ্লবী চে গুয়েভারা কোন দেশে জন্মগ্রহণ করেছেন? [গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, ২৬/১২/২০২৫]
(ক) মেক্সিকো
(খ) চিলি
(গ) আর্জেন্টিনা
(ঘ) ব্রাজিল
উত্তর: (গ) আর্জেন্টিনা
ব্যাখ্যা: কালজয়ী বিপ্লবী আর্নেস্তো চে গুয়েভারা ১৯২৮ সালে আর্জেন্টিনার রোজারিও শহরে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে তিনি কিউবার বিপ্লবে নেতৃত্ব দেন।

৯৯। ২০২৪ সালে অনুষ্ঠিত ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটি কততম ছিল? [গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, ২৬/১২/২০২৫]
(ক) ২০তম
(খ) ২২তম
(গ) ২৪তম
(ঘ) ২৩তম
উত্তর: (খ) ২২তম
ব্যাখ্যা: ২০২৪ সালের জানুয়ারি মাসে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২২তম আসর অনুষ্ঠিত হয়। এর স্লোগান ছিল ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’।

১০০। ছোট এলাচ উৎপাদনের শীর্ষে কোন দেশ? [গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, ২৬/১২/২০২৫]
(ক) মালয়েশিয়া
(খ) ইরান
(গ) ব্রাজিল
(ঘ) গুয়াতেমালা
উত্তর: (ঘ) গুয়াতেমালা
ব্যাখ্যা: যদিও এলাচ এশিয়ার মশলা হিসেবে পরিচিত, তবে বর্তমানে মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালা বিশ্বের সবচেয়ে বেশি ছোট এলাচ উৎপাদন ও রপ্তানি করে থাকে।

 

 

রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই ও English For Exam ইংরেজি বই

সহকারি/উপ-সহকারি প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য এই বই দুইটি বর্তমান খুবই খুবই ভালো বই, যাদের কাছে এই বই গুলো নেই তারা সংগ্রহ করে পড়াশোনা করুন।

বই দুইটি অনলাইনে বা কুরিয়ারে নিতে 01792129022 Whatsapp নাম্বারে মেসেজ দিন।

 

 

 

রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই ও English For Exam ইংরেজি বই

সহকারি/উপ-সহকারি প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য এই বই দুইটি বর্তমান খুবই খুবই ভালো বই, যাদের কাছে এই বই গুলো নেই তারা সংগ্রহ করে পড়াশোনা করুন। বিগত সালের সব প্রশ্নের উত্তর এই বইয়ে দেওয়া আছে। 

বই দুইটি অনলাইনে বা কুরিয়ারে নিতে 01792129022 Whatsapp নাম্বারে মেসেজ দিন।

 

এই দুইটি বই যে যে লাইব্রেরীতে পাবেনঃ

১। জামালপুর লাইব্রেরী, নীলক্ষেত ঢাকা।

২। নিউ শিক্ষা বিতান, নীলক্ষেত ঢাকা।

৩। ছাত্রবন্ধু লাইব্রেরী, DPI তেজগাঁও, ঢাকা।

৪। নিউ জামালপুর লাইব্রেরী, ডুয়েট গেট।

৫। ডায়নামিক বুক হাউস, ডুয়েট গেট।

৬। ঢাকা বুক হাউস, ডুয়েট গেট।

৭। ডুয়েট বই ঘর, ডুয়েট গেট।

৮। মাহাফুজ্জাই পুস্তাকালয়, প্রেসক্লাব লাইব্রেরী, রংপুর।

৯। গ্রীন লাইব্রেরী, দিনাজপুর।

১০। টেকনিক্যাল বুক হাউস, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট, খুলনা।

[অনলাইনে নতুন ব্যাচ শুরু হচ্ছে, এই ব্যচে জয়েন করতে 01792129022 whatsapp নাম্বারে মেসেজ দিন (সব ডিপার্টপমেন্ট)]