ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস MCQ
481. সমুদ্র এলাকায় নির্মাণ কাজে কোন সিমেন্ট ব্যবহৃত হয়?
ক্লে সিমেন্ট
ফেরো সিমেন্ট
হোয়াইট সিমেন্ট
আকিজ সিমেন্ট
482. লাইম কনক্রিট ও সিমেন্ট কনক্রিট এর কিউরিং সময় যথাক্রমে-
১ সপ্তাহ / ২ সপ্তাহ
২ সপ্তাহ / ৪ সপ্তাহ
৩ সপ্তাহ / ৩ সপ্তাহ
৪ সপ্তাহ / ৪ সপ্তাহ
483. সিমেন্টের সব থেকে প্রয়োজনীয় টেস্ট কোনটি-
Tensile strength
Fineness.
Compressive strength
setting time
Job Preparation
Civil Engineering
Civil Department
ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস
কন্সট্রাকশন প্রসেস
স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর এলজিইডি-১৯৯৪
ব্যাখ্যা: তথ্য: সিমেন্টের যেকোন property নির্ণয় করার জন্য করা প্রথম পরীক্ষাটি consistency test যা ২৭ থেকে ২৯ এর মধ্যে থাকে। সিমেন্টের সব থেকে প্রয়োজনীয় টেস্ট হলো setting time Compressive strength। কনক্রিন্ট এবং মার্টার সবচেয়ে গুরুত্বপূর্ণ টেস্ট। Tensile strength হলো রডের সবচেয়ে প্রয়োজনীয় টেস্ট।
সঠিক উত্তর: (d)
484. 21 fit লম্বা একটি বীমের আকার 10"× 21"। বীমাটিতে 1:1.5:3 অনুপাতে কত ব্যাগ সিমেন্ট লাগবে।
7 ব্যাগ
9 ব্যাগ
11 ব্যাগ
10 ব্যাগ
485. ১ ব্যাগ সিমেন্ট কত গ্যালন পানি লাগে?
৯ গ্যালন (প্রায়)
১৯ গ্যালন (প্রায়)
১০ গ্যালন (প্রায়)
১৪ গ্যালন (প্রায়)
486. কনক্রিট ধারণ করতে পারে-
Tension
Shear
Compression
Torque
487. A first class brick should not absorb water more than (প্রথম শ্রেণির ইট...এর অধিক পানি শোষণ করিবে না)
10%
20%
30%
40%
Job Preparation
Civil Engineering
Civil Department
হাইড্রোলিক্স
Civil MCQ
ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস
Duet Admission Question
ডুয়েট(DUET) ভর্তি পরীক্ষা (2019-2020) সিভিল ডিপার্টমেন্ট
ব্যাখ্যা: তথ্য: প্রথম শ্রেণির ইট 20% এর অধিক পানি শোষণ করিবে না।
488. How many standard bricks are required for 100 fit of masonry work? (100 fit ইটের গাথুনির কাজে কতগুলো আদর্শ ইটের প্রয়োজন?
1050 nos
1100 nos
1150 nos
1250 nos
489. সিলেটের বালির F.M কত?
৩.০
২.৬
২.০
১.৫
490. Slump test - এ কনক্রিট এর প্রতিটি স্তরকে কীভাবে Compact করা হয়-
5/8 inch dia রড দিয়ে ২০ বার
3/4 inch dia রড দিয়ে ২০ বার
5/8 inch dia রড দিয়ে ২৫ বার
5/8 inch dia রড দিয়ে ৩০ বার
Job Preparation
Civil Engineering
Civil Department
Civil MCQ
ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস
কন্সট্রাকশন প্রসেস
স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর এলজিইডি-১৯৯৪
ব্যাখ্যা: তথ্য: Slump test এ স্টিলের স্ল্যাম্প কোন একটি শক্ত, অভেদ্য, স্তরের ভিত্তির উপর স্থাপন করা হয় এবং তিনটি সমান স্তওে সদ্য তৈরি ফ্রেস কংক্রিট দিয়ে ভরা হয়। কম্প্যাকশন নিশ্চিত করার জন্য প্রতিটি স্তর ২৫ বার রড দ্বারা কম্প্যাক্ট করা হয়।
সঠিক উত্তর: (c)
491. ইটকে 24 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখলে শতকরা কতভাগ পানি শোষণ করবে?
10%
20%
30%
40%
492. Ordinary Portland cement এর initial setting time কত?
৩০মিনিট
৪০ মিনিট
৫০মিনিট
৬০ মিনিট
493. Binding materials -
শাল
সিমেন্ট
বালি
কাদা
494. How many litre of water is required with 1 bag of cement for a water-cement ratio (by weight)of 0.45? 10.45 পানি-সিমেন্ট অনুপাত (ওজন অনুযায়ী ১ ব্যাগ সিমেন্টের জন্য কত লিটার পানির প্রয়োজন?
20
20.5
22.5
27.5
495. নিম্নের কোন পরীক্ষাটি কনক্রিটের শক্তি সমন্ধে তথ্য দেয়
Slump test
Initial setting time test
Schmidt hammer test
Flow test
Job Preparation
Civil Engineering
Civil Department
Civil MCQ
ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস
কন্সট্রাকশন প্রসেস
ডুয়েট(DUET) ভর্তি পরীক্ষা (2012-2013) সিভিল ডিপার্টমেন্ট
ব্যাখ্যা: Ans. Schmidt hammer test
496. ইট প্রস্তুত করার মাটিতে যার পরিমান সর্বাধিক থাকা আবশ্যক
Iron oxide
Alumia
silica
Lime
497. What is the maximum size of the fine aggregets? [ফাইন এগ্রিগেটের সর্ব্বোচ্চ আকার কত?]
4.25 mm
4.5 mm
5.00 mm
4.75 mm
498. Which one is not the main constituent of portland cement..
Fly ash
Di-calcium silicate
Tri- calcium silicate
Tri-calcium aluminate
Job Preparation
Civil Engineering
Civil Department
Civil MCQ
ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস
Duet Admission Question
ডুয়েট(DUET) ভর্তি পরীক্ষা (2019-2020) সিভিল ডিপার্টমেন্ট
ব্যাখ্যা: Main constituent of portland cement..
i. Di-calcium silicate, C₂S
ii. Tri- calcium silicate C₂S
iii. Tri-calcium aluminate CA
iv. Tera-calcium aluminate ferrite, CAF
499. What should be the initial setting time of Ordinary Portland Cement [সাধারন পোর্টল্যান্ড সিমেন্টের প্রাথমিক সেটিং টাইম কত হওয়া উচিত?
< 30 min
< 34 min
< 40 min
< 50 min
500. Manufactuer of fire bricks কত প্রকার?
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
৬ প্রকার