ব্যাখ্যা: ব্যাখ্যাঃ ক্র্যাক প্লাটুন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময় পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের দোসরদের বিরুদ্ধে ঢাকা শহরে গেরিলা আক্রমণ পরিচালনাকারী একদল তরুণ মুক্তিযোদ্ধাদের সংগঠিত দল, যাঁরা তৎকালীন সময় একটি কিংবদন্তিতে পরিণত হয়েছিলেন।
52. মুক্তিযুদ্ধের পটভূমিতে লেখা কাব্যগ্রন্থ কোনটি?
ব্যাখ্যা: ব্যাখ্যা: মুক্তিযুদ্ধের পটভূমিতে লেখা শাসসুর রাহমানের কাব্যগ্রন্থ 'বন্দী শিবির থেকে'। 'নিষিদ্ধ লোবান' হলো সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। 'রাত্রিশেষ' হলো শামসুর রাহমানের স্বাধীনতা যুদ্ধকালীন আবেগ ও প্রত্যাশা নিয়ে রচিত কাব্যগ্রন্থ। 'নেকড়ে অরণ্য' হলো শওকত ওসমান এর মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।
ব্যাখ্যা: ব্যাখ্যা: বঙ্গবন্ধু টি-২০ কাপ ২০২০ সালে মোট ৫টি দল অংশ নিয়েছিল। দলগুলো হলো বেক্সিমকো ঢাকা, গাজী গ্রুপ চট্টগ্রাম, মিনিস্টার গ্রুপ রাজশাহী, জেমকন খুলনা এবং ফরচুন বরিশাল।
ব্যাখ্যা: ব্যাখ্যা: শব্দ তত্ত্ব/রূপ তত্ত্ব বাক্য তত্ত্ব ধ্বনি তত্ত্ব লিঙ্গ, সমাস, কারক, বচন, ক্রিয়া, কাল, পুরুষ, উপসর্গ, বাচ্য, প্রত্যয় যতিচিহ্ন, বাগধারা, পদ, সন্ধি, ণ-ত্ব- বিধান ও ষ- তু-বিধান ধ্বনি গঠন
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ শামসুদ্দীন, আবুল কালাম কর্তৃক রচিত কাশবনের কন্যা একটি উপন্যাস। উপন্যাসটির প্রথম প্রকাশ বাংলা ১৩৬১, দ্বিতীয় প্রকাশ ১৩৬৪ এবং তৃতীয় প্রকাশ ১৩৭৫
59. বঙ্গবন্ধু ঐতিহাসিক 'ছয়দফা' কর্মসূচী কোথায় ঘোষণা করেছিলেন?
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ ছয় দফা আন্দোলন বাংলাদেশের একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা। ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত বিরোধী রাজনৈতিক দলগুলোর এক সম্মেলনে আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে "৬ দফা দাবি" পেশ করেন।
ব্যাখ্যা: ব্যাখ্যা: 'নীল ময়ূরের যৌবন' উপন্যাসের রচয়িতা হলেন সেলিনা হোসেন। তার আরো কিছু বিখ্যাত উপন্যাস হলো: 'কাঁটাতারে প্রজাপতি', 'নিরন্তর ঘণ্টাধ্বনি', 'জলোচ্ছ্বাস', 'যাপিত জীবন' ইত্যাদি।