MCQ
61. কোন তারিখে রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাঁর প্রথম বক্তৃতা করেন?
১৯২৬ সালের ১০ ফেব্রুয়ারি
১৯২৮ সালের ১০ এপ্রিল
১৯৩০ সালের ১০ মে
১৯৩২ সালের ১০ আগস্ট
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়-২০২১
ব্যাখ্যা: ব্যাখ্যা: ১৯২৬ সালের ১০ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম বক্তৃতা দেন।
62. বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কে?
ফররুখ আহমদ
কাজী নজরুল ইসলাম
মহাদেব সাহা
আল মাহমুদ
63. বাংলা সাহিত্যে সার্থক মহাকাব্যের রচয়িতা-
নবীন চন্দ্র
মীর মশাররফ হোসেন
মাইকেল মধুসূদন দত্ত
কায়কোবাদ
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়-২০২১
ব্যাখ্যা: ব্যাখ্যা: মাইকেল মধুসূদন দত্ত হলেন বাংলা সাহিত্যে সার্থক মহাকাব্যের রচয়িতা।
64. নিচের কোনটি নিত্য সমাস-
রাজপুত্র
সস্ত্রীক
গৃহান্তর
পায়ে হলুদ
ব্যাখ্যা: ব্যাখ্যা: যে সমাসে সমস্যমান পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাস বাক্যের দরকার হয় না, তাকে নিত্য সমাস বলে। যেমন: অন্য গ্রাম গ্রামান্তর।
65. 'দৈনিক আজাদ' পত্রিকার সম্পাদকের নাম কী?
মোহাম্মদ আকরাম
আহমেদ ছফা
সিকান্দার আবু জাফর
রায়াত খান
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়-২০২১
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ আজাদ ঢাকার প্রথম দৈনিক পত্রিকা ছিল। পত্রিকাটি বাংলা ভাষা আন্দোলনের সময়ে বাংলা ভাষার পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ৩১ অক্টোবর ১৯৩৬ খ্রিষ্টাব্দে কলকাতা থেকে সর্বপ্রথম পত্রিকাটি প্রকশিত হয়। দৈনিক আজাদের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন মওলানা মুহাম্মদ আকরাম খাঁ