MCQ
241. ACI code অনুসারে column এর Minimum longitudinal Reinforcement কত?
০.৫%
১%
২%
৩%
242. বেজিনের সূত্রের সাহায্যে নির্গমনের সূত্র-
Acv(mi)
Ac√(m/i)
Acv (m)
Ac√ (m/c)
243. লিন্টেল স্ল্যাবে কংক্রিটের পরিমানের শতকরা কত হারে রড ধরা হয়?
১% থেকে ২%
১% থেকে ৪%
০.৫% থেকে ০.৮%
১% থেকে ১.৫%
ব্যাখ্যা: তথ্য: দরজা, জানালার উপরস্থ লোডকে সাপোর্টের দুই পাশে ছড়িয়ে দেওয়ার জন্য সল্প তম দৈর্ঘ্যর বিমকে লিন্টেল বলে। লিন্টেল ১% থেকে ১.৫% রড ধরা হয়
উত্তর: (ঘ)
244. ডিফারেনসিয়াল ম্যানোমিটার দ্বারা পরিমাপ করা যায়
উচ্চ চাপ
এক বিন্দুর চাপ
দুই বিন্দুর চাপ
কোনটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: ডিফারেনসিয়াল ম্যনোমিটার একটি U tube যার মধ্যে ম্যানোমেট্রিক লিকুইড হিসাবে ভারী তরল পদার্থ থাকে এবং এর দুই বাহু যে দুই বিন্দুর চাপের পার্থক্য পরিমাপ করতে হবে সেই দুই বিন্দুতে সংযুক্ত থাকে। উত্তর:(গ)
245. তরল পদার্থ পাইপের মধ্য দিয়ে প্রবাহের পথে কোন বাধা প্রাপ্ত হলে তা অতিক্রম করার পর পুনরায়
বৃদ্ধি পায়
বাধা প্রাপ্ত হয়
ঘর্ষণপ্রাপ্ত হয়
সংকুচিত হয়
ব্যাখ্যা: তথ্য: যখন তরল কতগুলো সুসংবদ্ধ স্তরে প্রবাহিত হয় এবং প্রবাহের তরলটির বিভিন্ন কণার মধ্যে কোনো সংঘর্ষ হয় না তাকে ধারারেখা বা স্তরিত প্রবাহ হয়। ধারারেখা প্রবাহের বিভিন্ন বিন্দুতে তরলটির কণার বেগ ও অভিমুখ সমান থাকে। কিন্তু যদি কোনো প্রবাহে তরলে কণাগুলির মধ্যে প্রতিনিয়ত সংঘর্ষ হয় তখন সেই প্রবাহের বিক্ষুব্ধ প্রবাহে পরিণত হয়। বিক্ষুব্ধ প্রবাহে সান্দ্র তরলের উপর স্থিতিশীল, ক্রান্তিশীল বা অস্থিতিশীল প্রভাব পড়তে পারে। উত্তর: (ঘ)
246. বিভিন্ন রকম প্রবাহ নির্ণয়ের জন্য নিচের কোন নচ প্রয়োজন?
আয়তাকার নচ
ট্রপিজিয়াম নচ
ভি নচ
স্টেটপড নয়
ব্যাখ্যা: তথ্য: এটি ভি নচ ক্রেস্টেও উপর জলের চূড়া পরিমাপ করে চ্যানেলের পানির প্রবাহ মিটারে ব্যবহৃত হয়। বিশেষত কম প্রবাহের হার পরিমাপ করার জন্য ভি নচ ওয়েয়ার বিশেষত ভাল, কারণ ভি নচের উপরের মাথাটি ছোট হওয়ার সাথে সাথে প্রবাহের অঞ্চল টি দ্রুত হ্রাস পায়। উত্তর: (গ)
247. ৫৯. ভিত্তিতে ব্যবহৃত কংক্রিটের শতকরা কত রিইনফোর্সমেন্ট ধরা হয়?
১% থেকে ২%
০.৭% থেকে ০.৮%
০.৫% থেকে ০.৮%
কোনটিই নয়
248. আয়তাকার চ্যানেলের ক্ষেত্রে সর্ব্বোচ্চ নির্গমন তখনই ঘটে যখন পানির গভীরতা প্রস্থের
অর্ধেক
সমান
তিনগুণ
দ্বিগুণ
249. সেপটিক ট্যাংকের দুই কক্ষের মাঝের ওয়ালকে বলে
বাফেল ওয়াল
Whope wall
Wing wall
Pier
250. কলামের ইউলারের সূএটি কি?
P = (π²E) L²
P = (π²EI) L
P = (π²EI) L²
P = (πΕΙ) L²
251. সড়ক বাধের side slope সাধারণত দেওয়া হয়
১:১
৪:১
৩:১
২:১
252. ট্রাস এ রিভেট এবং নাট বোল্ট এর জন্য মোট লোহার কাজের কত ভাগ ধরা হয়?
৬%
৫%
৭%
৮%
253. একটি পাম্প প্রতি মিনিটে ১০০০ লিটার পানি ৩০ মিটার উপওে উঠায়। পাম্পটির কর্মদক্ষতা ৭৫% হলে এর অশ্বক্ষমতা কত?
৮.০০ H.P (গ) (খ) (ঘ)
৯.০০ H.P
৮.৭৬ H.P
৯.২৫ H.P
ব্যাখ্যা: ব্যাখ্যা: কর্মদক্ষতা, π = 75%=0.75 P(output) = 1000x9.8x30/60=4900watt. P(input) = P(output)/ π = 4900/0.75-6533.33 Watt 6533.33/746HP=8.76HP
উত্তর: (খ)
254. একটি ফ্রাটের সর্বোচ্চ কয়টি ধাপ থাকা উচিত?
১০ টি
১২ টি
১৫ টি
১৮ টি
ব্যাখ্যা: তথ্য: উঠানামা সুবিধার জন্য প্রতি ফ্লাইটে ১১ থেকে টির বেশি ধাপ রাখা উচিত নয়। তবে এক ফ্লাইটে ১৫ টির বেশি এবং ৩ টির কম ধাপ যেন না থাকে। উত্তর: (গ)
255. R.C.C ঢালাই করা কার্নিশ দেয়ালের গাত্র থেকে কত সে.মি বাইরে থাকে?
৪০ থেকে ৮০ সে.মি
৫০ থেকে ৯০ সে.মি
৩০ থেকে ৬০ সে.মি
৪০ থেকে ৮০ সে.মি
ব্যাখ্যা: তথ্য: R.C.C ঢালাই ছাদের চারদিকে বর্ধিত অংশকে কার্নশ বলে। ছাদের উপর পতিত বৃষ্টির এবং অন্য যে কোনো প্রকারের পানি যাতে দেয়ালের গাত্র বেয়ে ওয়ালে না আসতে পারে তার জন্য কার্নিশকে ছাদের কিনারা হইতে ৩০ থেকে ৬০ সে.মি পর্যন্ত বর্ধিত রাখা হয়ে থাকে উত্তর: (গ)
256. নির্মাণ কাজ কত উচ্চতায় বেশি হলে স্ক্যাফোল্ডিং নির্মাণ করা হয় ?
১.৫ মিটার
২.০ মিটার
২.৫ মিটার
৩.০ মিটার
ব্যাখ্যা: ব্যাখ্যা: কোন কাঠামোর নির্মাণ কাজ বা দেওয়ালের গাথুনির কাজ করার সময় যখন নির্মাণ কাজ ১.৫ মিটারের বেশি উঁচুতে পৌঁছায়, তখন নির্মাণ সামগ্রী ও নির্মাণ কার্যে ব্যবহিত প্রয়োজনীয় যন্ত্রপাতি রেখে মিস্ত্রির কাজ চালিয়ে যাওয়ার সুবিধার্থে স্ক্যাফোল্ডিং নির্মাণ করা হয়। উত্তর: (ক)
257. কো ইফিসিয়েন্ট অব ডিসচার্জ এর মান সাধারনত কত হয়ে থাকে?
০.৬১ ও ০.৬৪ এর মধ্যে
০.৬৪ ও ০.৬৮ এর মধ্যে
০.৭৯
০.৯৭
258. R.C.C লিন্টেলে ব্যবহৃত কংক্রিট মিশ্রনের অনুপাত-
১:২:৩
১:২:৪
১:৩:৫
১:২:৪
259. যেখানে হাইড্রোলিক জাম্প ঘটে সেখানে বেশি পরিমান নষ্ট হয়
উচ্চতা
চাপ
শক্তি
বেগ
ব্যাখ্যা: তথ্য: যখন প্রবাহ সুপারক্রিটিকাল তেকে সাবক্রিটিকাল গভীরতায় চলে যায় তখন শক্তির একটি প্রাথমিক অপচয় হয়। ফলে শক্তির অপচয় হল জাম্প জুড়ে নির্দিষ্ট শক্তির পরিবর্তনের সমান।
উত্তর: (খ)
260. কক্ষের গোপনীয়তা রক্ষা করে আলো বাতাস নিয়ন্ত্রণ করা যায় কোনটি দিয়ে?
লুভার্ড ডোর
কলাপসিবল ডোর
রিভোলডিং ডোর
স্লাইডিং ডোর