Image
MCQ
201. যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাপ ১০% বৃদ্ধি পায়, তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায়?
২১%
২৩%
২০%
২২%
202. গতিশীল অবস্থায় বংস্তুর উপর ঘর্ষণকে বলে-
ঘর্সণ সহগ
লিমিটিং ঘর্ষণ
ডাইনামিক ঘর্ষণ
রোলিং ঘর্ষণ
203. কোন প্রকার কাস্ট আয়রন এ ভঙ্গুর অথচ মেশিনিং করা যায়?
গ্রে- কাস্ট আয়রন
হোয়াইট কাস্ট আয়রন
চিলড কাস্ট আয়রন
ম্যালিয়েবল কাস্ট আয়রন
204. ইস্পাতের মধ্যে কোন গুলো ক্ষতিকারক অপদ্রব্য নয়?
ম্যাঙ্গানিজ ও সালফার
সিলিকন ও সালফার
সালফার ও ফসফরাস
সিলিকন ও ম্যাঙ্গানিজ
205. তিনটি মেশিন একটি কাজ যথাক্রমে ৪,৫,ও ৬ ঘণ্টায় করতে পারে। দুটি মেশিন সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে এক ঘণ্টায় কতটুকু কাজ করতে পারে?
৬/২০ অংশ
৭/ ২০ অংশ
৮/২০ অংশ
৯/২০ অংশ
206. আঞ্চলিক ভাষার অপর নাম কি?
কথ্যভাষা
উপ ভাষা
সাধু ভাষা
চলিত ভাষা
207. Choose the correct sentence
paper made on wood
paper is made by wood
paper is made from wood
paper is made of wood
208. সুদ্ধ বানান কোনটি?
বিভিসিকা
বিবিষীকা
বিভীষীকা
বিভীষিকা
209. কবর কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
বালুচর
রাখালি
নবীন
কোনটিই নয়
210. নয়ন এর সঠিক প্রকৃতি প্রত্যয়?
নী + অট
নে + অনট
নে+ অট
নী + অনট
211. হনন করার ইচ্ছা এক কথায় কি হবে?
জিঘাংসা
হত্যা
জিগীসা
কোনটিই নয়
212. বিস্ময় ও সংময় এ বিপরীতার্থক শব্দ কোনটি?
দ্বিধা
নির্ভয়
প্রত্যয়
বিস্ময়
213. ২১.৪% হার মুনাফায় কোনো টাকার ২ বছরের মুনাফা ও চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্য ১ টাকা হলে, মূলধণ কত?
৩২৫ টাকা
৪২৫ টাকা
৬২৫ টাকা
৫২৫ টাকা
214. ৬০ লিটার পানি ও চিনির মিশ্রনের অনুপাত ৭:৩। ঐ মিশ্রণে আর কত লিটার চিনি মিশালে অনুপাত ৩:৭ হবে?
৭০ লিটার
৬০ লিটার
৮০ লিটার
৫০ লিটার
215. দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের তিনগুন। দশক স্থানীয় বিনিময় সংখ্যাটি কত?
৩৯
৯৩
৩১
১৩
216. সাধুরীতি শব্দ কোনটি?
গ্রহ
কেতাব
মার্জিত
গিন্নী
217. লৌহের কোন উপদ্রব্যটি ব্রো- হোল ত্রুটি সৃষ্টিতে বাধাদান করে?
সিলিকন (খ) (গ) (ঘ)
ম্যাঙ্গানিজ
ফসফরাস
সালফার
218. যার কোনো কিছু থেকেই ভয় নেই এক কথায় প্রকাশ কি?
(ক) ভয়শূন্য (খ) (গ) (ঘ)
অকুতোভয়
অভয়
নির্ভীক
219. একটি অসর্মণ আনুভূমিক তল অবিমুখে W ওজনের একটি বংস্তুকে সরানোর জন্য প্রয়োজন ন্যূনতম বল?
W cot
W tan 0
W cos
W sin
220. অর্বাচীন এর বিপরীতার্থক শব্দ কোনটি?
প্রচীন
বাচীন
নবীন
কোনটিই নয়