Image
MCQ
21. কোন বাগধারাটি ভিন্নার্থক?
দুধের মাছি
সুখের পায়রা
শরতের শিশির
লক্ষ্মীর বরযাত্রী
22. বাংলাদেশে বর্তমানে কয় স্তরবিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে?
দুইস্তর
তিনস্তর
চারস্তর
পাঁচস্তর
23. কোন দেশটি আফ্রিকা মহাদেশে অবস্থিত?
চিলি
ইথিওপিয়া
বেলজিয়াম
আর্জেন্টিনা
24. 'হা-ভাতে' এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
হা ও ভাত
ভাতের অভাব
হাতে ভাতা
যেই হা সেই ভাত
25. জাতিসংঘের সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর আন্তর্জাতিক বর্ণবৈষম্যবাদ বিরোধী দিবস পালন করা হয় কোন তারিখে?
২১ ফেব্রুয়ারি
২১ মার্চ
২৪ অক্টোবর
১০ ডিসেম্বর
26. বহুরূপী মৌল কোনটি?
সোডিয়াম
ক্যালসিয়াম
অ্যালুমিনিয়াম
কার্বন
27. কোন বাক্যে অসমান কর্তা আছে?
সে কেঁদে কেঁদে বলল
বালিকাটি গান করে বলে গেল
সে এলে আমি যাব
সে যেতে যেতে থেমে গেল।
28. পূর্বাশা বা নিউমুর দ্বীপ কোন জেলায় অবস্থিত?
সাতক্ষীরায়
নোয়াখালী
ফেনী
কক্সবাজারে
29. 'হাড়হদ্দ' বাগধারা দিয়ে বোঝায়-
স্পর্ধা
নাড়ীনক্ষত্র
অকৃত্রিম
দৃঢ়তা
30. 'হা-ভাতে' কোন সমাস?
প্রাদি
অব্যয়ীভাব
বহুউপপদ তৎপুরুষব্রীহি
31. পৃথিবী তৈরির প্রধান উপাদান কোনটি?
অক্সিজেন
হাইড্রোজেন
কার্বন
সিলিকন
32. 'কুল রাখি না শ্যাম রাখি'- বাক্য কোন অর্থে ব্যবহৃত হয়?
প্রতিবাদ
উভয়সংকট
ব্যাঙ্গার্থে
সম্মানার্থে
33. কম্পিউটারে তথ্য সংরক্ষণের ক্ষুদ্রতম একক কি?
বিট
বাইট
কিলোবাইট
মেগাবাইট
34. পৃথিবীর বৃহত্তম বনাঞ্জল কোনটি?
সাভানা
কিনাবালু
সুন্দরবন
তৈগা
35. 'চরণকমল' কোন সমাসের উদাহরণ?
উপমান কর্মধারয়
উপমিত কর্মধারয়
রূপক কর্মধারয়
দ্বিগু সমাস
36. নিচের কোনটি সাবান তৈরির সময় উপজাত হিসাবে পাওয়া যায়?
সিলিকন
গ্লিসারিন
ইথানল
সোডিয়াম
37. I waited for my friend until he -
came have
came
had come
has come
38. 'পায়ের তলায় সর্ষে' বাগধারার অর্থ কী?
অলুক্ষণে
অস্থির
আসন্ন বিপদ
অকর্মণ্য
39. 'বঙ্গভাষা' কবিতার রচয়িতা কে?
রবীন্দ্রনাথ ঠাকুর
শামসুর রাহমান
মাইকেল মধুসূদন দত্ত
অমিয় চক্রবর্তী
40. কতজন বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে?
১০৫ জন
৩০৭ জন
৩০৬ জন
৪৪৮ জন