MCQ
181. পেভমেন্ট এর অংশ কয়টি-
৩
৪
৫
৬
ব্যাখ্যা: ব্যাখ্যা: Flexible সড়কের পেভমেন্ট এর অংশ ৪টি
i. Sub grade
ii. Sub base
iii. Base course
iv. Wearing course
Right সড়কের পেভমেন্ট এর অংশ ৩টি
i. Sub grade
ii. Sub base
iii. Concrete slab
182. ল্যামিনিঙ্কেট ক্রান্তি বাঁক ব্যবহৃত হয়-
রেলপথ
বাধে
সেতুতে
সড়ক পথে
ব্যাখ্যা: ব্যাখ্যা: অনেক সময় ফ্লাই ওভারের সংযোগ সড়ক অনেকটা বৃত্তাকার পথে ঘুরিয়ে এনে ফ্লাই ওভারের সংযোগ দেওয়া হয় একে ল্যামিনিস্কেট ক্রান্তি বাঁক বলে।
সঠিক উত্তর: ঘ
183. কোন পদ্ধতিতে উস্পত উৎপাদন করতে চুনাপাথর অবশ্যই চাজের সাথে মিশ্রিত করতে হয়?
ইলেকট্রিক পদ্ধতিতে
বেসিক ওপেন হার্থ
অ্যাসিড ওপেন হার্থ
বেসিমার
ব্যাখ্যা: তথ্য: ইস্পাত উৎপাদন করতে যে কয়েকটি পদ্ধতি অবলম্বন করা হয় তার মধ্যে বেসিক ওপেন হার্থ একটি। এক্ষেত্রে চার্জের সাথে চুনাপাথর (CaCo3) মেশানো হয় যেন ধাতুমল আলাদা করা যায়। চুনাপাথর ধাতু থেকে আলাদা করে পরিশুদ্ধ ধাতু পেতে সহায়তা করে।
184. কোন বাঁক বরাবর সুপার এশিভেশনের মান ক্রমান্বয়ে বৃদ্ধি পায়-
উলম্ব বাঁক
ক্রান্তি বাঁক
অবতল বাঁক
সরল বাঁক
কোনটি নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: ক্রান্তি বাঁক বরাবর বক্রতা বৃদ্ধির হার এবং সুপার এভিলেশন বৃদ্ধির হার সমান।
সঠিক উত্তর: খ
185. সেন্টার অব প্রেসার ক্রিয়া কওে ডুবানো তলের সেন্টার অব গ্রাভিটি -
মাধ্যদিয়ে
উপর দিয়ে
নিচ দিয়ে
সব কটি
ব্যাখ্যা: সেন্টার অব প্রেসার অব গ্রাভিটির থেকে উপরে থাকে তবে ভাসে । সেন্টার অব প্রেসার যদিসেন্টার অব গ্রাভিটির উপর থাকে তবে অর্ধনিমজ্জিত থাকে। সেন্টার অব প্রেসার যদি সেন্টার অব গ্রভিটি নিচে থাকে তবে ডুবে যায়। উত্তর: (গ)
186. নিচের কোনটি ক্ষমতা সম্পন্ন নয়-
পিচ
বিটুমিন
অ্যাসফান্ট
টক্সিক
ব্যাখ্যা: ব্যাখ্যা: পিচ, বিটুমিন ও অ্যাসফান্ট বাঁধনী গুণসম্পন্ন হলেও টক্সিস বা বিষের কোন প্রকার বাঁধনী গুন নাই।ব্যাখ্যা: পিচ, বিটুমিন ও অ্যাসফান্ট বাঁধনী গুণসম্পন্ন হলেও টক্সিস বা বিষের কোন প্রকার বাঁধনী গুন নাই।
সঠিক উত্তর: ঘ
187. একটি ৪০ সস ব্যাসের অরিফিসের মধ্য দিয়ে জেট নির্গমন হচ্ছে, য়ার ভেনাকন্ট্রাকটাতে ব্যাস ৪০ এমএম কোন ইফিসিয়েন্ট অব কন্ট্রাকশন
১
০.৪৬
০.৬৪
০.৭৮
ব্যাখ্যা: তথ্য: Co-efficient of contraction = জেট এর ক্ষেত্রফল / ভেনা কন্ট্রাকটাতে ক্ষেত্রফল C1=41 = πD2/1 πχ(40)2 A1 = A0 πD2/0 πχ(40)2 = 1
188. নিচের কোনটিকে পাতন করে তলানি হিসাবে পিচ পাওয়া যায়-
টার
বিটুমিন
অ্যাস্কাল্ট
ইমালশন
ব্যাখ্যা: ব্যাখ্যা: পিচ (Pitch): Bituminous গুন সম্পন্ন ও কালো বর্ণের
সান্দ্র পদার্থ। টার ও জৈব পদার্থের পাতন প্রক্রিয়ায় পিচ পাওয়া যায়।
আলকাতরা (Tar): আলকাতরা গাঢ় কালো সান্দ্রতা গুণসম্পন্ন
হাইড্রোকার্বন। কয়লা, কাঠ ও পেট্রোলিয়াম হতে টার পাওয়া যায়।
কাঠ ও কয়লার বিদ্ধংশী পাতনে (অক্সিজেনের অনুপস্থিতিতে)
আলকাতরা বা Tar পাওয়া যায়।
বিটুমিন (Bitumen): অশোধিত খনিজ তেলের আংশিক পাতন
প্রক্রিয়ায় অবশিষ্টাংশকে বিটুমিন বলে। বিটুমিন এক প্রকার বাইন্ডার
Materials . রোড কন্সট্রাকশনে ৭০% বিটুমিন বাইন্ডিং
Materials হিসেবে ব্যবহৃত হয়।
অ্যাস্কাল্ট (Asphalt): অ্যাস্কাল্ট হলো বিটুমিন, Fine& Course Aggregate এর মিক্সার। তবে America তে অ্যাস্ফাল্ট ও বিটুমিন বলতে একই জিনিস বোঝায়।
189. সমুদ্র লেভেলে অ্যাটমোসফিয়ারিক প্রেসার কত?
103KN/m2
10.3 m of water
760 m of mercury
সব কটি
ব্যাখ্যা: ১ অ্যাটমোসফিয়ারিক প্রেসার
=10.3 m of water
= 103 km/m²
উত্তর: খ)
190. ক্লে সিমেন্ট ব্যবহার করা হয়-
সামুদ্রিক নির্মাণ কাজে
বাঁধ নির্মাণে
সেতু নির্মাণে
কনভার্টেড এভিলেশন
ব্যাখ্যা: ব্যাখ্যা: বিভিন্ন প্রকার সিমেন্টের ব্যবহার:
১. ক্যার সিমেন্ট: মোজাইক বা সৌন্দর্য বৃদ্ধির কাজে
২. হাই আরলি স্ট্রেংথ পোর্টল্যান্ড সিমেন্ট: দ্রুত কঠিন ভবন অর্জনের জন্য
৩. অ্যালুমিনাস সিমেন্ট: ২৪ ঘন্টায় ৭৫% শক্তি অর্জনের জন্য।
৪. ক্লে সিমেন্ট: সামুদ্রিক নির্মাণ কাজে
৫. এয়ার এনট্রেইনিং সিমেন্ট: বরফ আচ্ছাদিত স্থানে।
৬. পাজোলান সিমেন্ট: অগ্নী নির্বাপক কাজে।
191. একটি খাড়া দেয়ালের এক ধরনের তরলের চাপে একটি পার্শ্ব সংযুক্ত আছে। যদি আপেক্ষিক চাপ W এবং তরলের উচ্চতা H তবে একক দৈর্ঘ্যের মোট চাপ-
WH
wH²/2
wH/2
wH³/2
ব্যাখ্যা: তথ্য: Pressure= ∆ABC = 1/2xভূমি উচ্চতা=1/2 x WxH=WH/2 উত্তর: খ)
192. বিষুব বেখায় সম্মুখ বিয়ারিং ও পশ্চাত বিয়ারিং এর ফেজ পার্থক্য
০
৯০
১৮০
৩৬০
ব্যাখ্যা: ব্যাখ্যা: শুধু বিষুব নয় যেকোন রেখার ও পশ্চাত বিয়ারিং এর ফেজ পার্থক্য ১৮০।
সঠিক উত্তর: গ
193. যখন বলসমূহ একই তলে একই বিন্দুতে ক্রিয়ারত থাকে, তখন তাদের বলা হয়-
অসমতলীয় অসমমুখী বল
অসমতলীয় সমমুখী বল
সমতলীয় অসমমুখী বল
সমতলীয় সমমুখী বল
ব্যাখ্যা: তথ্য: এক বা একাধিক বল যদি একই সমতলে থেকে বিন্দুতে ক্রিয়া রত থাকে তবে তাদের সমতলীয় সমমমুখী বল বলে। উত্তর: (ঘ)
194. ৬৩% লাইম মিশ্রিত থাকে কোন সিমেন্টে?
ক্লে সিমেন্ট
পোর্টল্যান্ড সিমেন্ট
অ্যালুমিনাস সিমেন্ট
কনভার্টেড সিমেন্ট
ব্যাখ্যা: ব্যাখ্যা: পোর্টল্যান্ড সিমেটে ৬৩ থেকে ৬৫% লাইম মিশ্রিত থাকে।
সঠিক উত্তর: খ
195. কোন বাঁকে সুপার এভিলেশন প্রয়োগ করা কষ্টকর-
সরল
বিপরীত
যৌগিক
ক্রান্তি
ব্যাখ্যা: ব্যাখ্যা: বিপরীত বাঁকে সুপার এভিলেশন প্রয়োগ করা কষ্টকর।
196. গান মেটালের প্রধানত উপাদান কী?
সীসা
দস্তা
তামা
নিকেল
ব্যাখ্যা: তথ্য: গানমেটালকে রেড ব্লাস ও বলা হয়। এই কপার, টিন ও জিংক এর একটি সংকর। কপার গান মেটালের প্রধানত উপাদান।
197. হাইস্পিড স্টিলের প্রধানতম উপাদান কী?
মলিবডেনাম
ক্রোমিয়াম
টাংস্টেন
ভ্যানডিয়াম
ব্যাখ্যা: তথ্য: হাইস্পিড স্টিলের প্রধানতম উপাদান টাংস্টেন।
টাংস্টেন=১৮% ভ্যানডিয়াম=১%
ক্রোমিয়াম-৪% কার্বন = ০.৫-০,৮%
198. স্টেইনলেস স্টীলে কার্বনের পরিমান কত?
সর্বোচ্চ ০.৪%
০.৩-০.৬%
০৬,০৮%
.০৮-১%
ব্যাখ্যা: তথ্য: স্টেইনলেস স্টীল এর প্রধান উপাদানগুলো হলো, আয়রন, কার্বন, এবং ক্রোমিয়াম। এতে ন্যূনতম ১২% ক্রোমিয়াম এবং অন্যান্য উপাদান যেমন নিকেল, মলিবডেনাম, টাইটেনিয়াম ইত্যাদিও কিছু পরিমানে থাকে। এতে কার্বনের পরিমান কম থাকে। এতে কার্বন এর পরিমান খুবই কম থাকে। যেমন: ৩০৮ স্টেইনলেস স্টীলে এ কার্বন এর পরিমান সর্বোচ্চ ০.০৮% থাকে।
199. সমতলমিতি কত প্রকার-
১০ .
৯
৮
৭
ব্যাখ্যা: ব্যাখ্যা: সমতলমিতি বা লেভেলিং মূলত ৯ প্রকার।
সঠিক উত্তর: খ
200. কাঁচ তৈরীর প্রধান উপাদান কোনটি-
সোডা
লাইম
বালি
সব
ব্যাখ্যা: ব্যাখ্যা: কাঁচ তৈরীর প্রধান উপাদান বালি। বালি, লাইম ও সোডা একত্রে মিশ্রিত করে ১১০০° সেলসিয়াস তাপমাত্রায় বিগলিত করে কাঁচ
তৈরী করা হয়।
সঠিক উত্তর: গ