ব্যাখ্যা: কোনো তরলের উপর তার চেয়ে কম ঘনত্বের কোনো বস্তু রাখলে এর তল বরাবর সংকুচিত হওয়াকে Surface tension বলে। পানির পৃষ্ঠটান 72 dyne/cm
: 72 dyne/cm = 72 x103 N/m = 0.072 N/m
21463. SI পদ্ধতিতে চাপের মৌলিক এক N/mm² এটি কী নামে পরিচিত?
ব্যাখ্যা: ব্যাখ্যা : গণপূর্ত অধিদপ্তর একটি সরকারি বিভাগ, যা সরকারি সংস্থা ও সংস্থার ভবন কাঠামো নির্মাণের জন্য দায়বদ্ধ। এটি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে কাজ করে থাকে।
ব্যাখ্যা: ব্যাখ্যা: জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগের আওতাধীন একটি দপ্তর, যা বিশুদ্ধ পানি সরবরাহ ও স্যানিটেশন সুবিধা তদারকি করে।
21470. একটি পাত্রে 1m পানির উপর 50cm তেলের (sp. gravity 0.8) স্তর আছে। পাত্রের তলদেশে চাপ কত?
ব্যাখ্যা: ব্যাখ্যা:
আন্তর/প্লাস্টার কাজের জন্য-
(i) 0.5m² পর্যন্ত ফাঁকা অংশ বাদ দেওয়া যাবে না।
(ii) 0.5m² হতে 3m² পর্যন্ত ফাঁকা অংশের উভয় পাশে আস্তর করা হলে এক পাশের মাপ বাদ দেওয়া হয়। এবং Jamb Sill-এর জন্য অপর পাশ ধরা হয়।
(iii) 3m²-এর অধিক ফাঁকা হলে আস্তরের জন্য সম্পূর্ণটাই বাদ দেওয়া হয় কিন্তু Jamb এবং Sill আলাদাভাবে যোগ করতে হয়।