MCQ
21481. ড্যাডো কেন ব্যবহার করা হয়?
মেঝে থেকে পানি শোষণ রোধের জন্য
মেঝেকে স্যাঁতসেঁতে রাখার জন্য
সৌন্দর্য বৃদ্ধির জন্য
দ্রুত প্লাস্টার করার জন্য
21482. ঢেউটিনের প্রান্ত চাপানো হয় সাধারণত-
১৮ সেমি
১২ সেমি
২০ সেমি
১৫ সেমি
21483. ঘরের মেঝে স্যাঁতসেঁতে না হওয়ার জন্য Plinth Level-এ দেয়ালে নিচে দেওয়া হয়-
RCC
Lime Concrete
DPC
Plaster
21484. রাজউকের নিয়ম অনুসারে ৩ কাঠার প্লটের কত অংশে ইমারত নির্মাণ করা যায়?
55.5%
65%
50%
62.5%
21485. কোনো কালভার্টের মোট ঢালাই যদি ১০,০০০ ঘনফুট হয় এবং তাতে ৫% রিইনফোর্সমেন্ট ব্যবহৃত হয়, তাহলে কত কুইন্টাল রিইনফোসমেন্ট লাগবে?
২.২৩২
৩.২৩২
২.০০
২.১০
21486. ২৪ গেজি সিআই শিট প্রতি বর্গমিটারের ওজন-
৫ কেজি
৮ কেজি
৬ কেজি
৭ কেজি
21487. সেপটিক ট্যাংকের প্রথম কক্ষকে বলা হয়-
গ্রিট চেম্বার
ড্রেসিং চেম্বার
স্কিন চেম্বার
কোনোটিই নয়
21488. আরসিসি বিশেষ অনুপাত-
১:১.৫: ২.৫
১:১.৫:৩
১:১:২
কোনোটিই নয়
21489. Departmental charge দালান খরচের-
৫%-১০%
১৫%-২০%
২০%-২৫%
১০%-১৫%
21490. দেয়ালে প্লাস্টারের অনুপাত হলো-
1:6
1:4
1:5
1:7
21491. ভিতরের দেয়ালে প্লাস্টারের পুরুত্ব সাধারণত-
১২ মিমি
১৫ মিমি
১০ মিমি
১৯ মিমি
21492. বর্গাকার কলামে প্রধান চারদিকে ঘুরানো রডকে বলা হয়-
স্পাইরাল
টাই
উপরের দুটি
কোনোটিই নয়
21493. প্রাক্কলন বলতে বুঝায়-
চূড়ান্ত খরচ
মজুরি খরচ
সম্ভাব্য খরচ
গ্রিট চেম্বার খরচ
21494. ছাদে প্লাস্টারের অনুপাত হলো-
১:৩ অথবা ১:৪
১:২ ১/ ২ অথবা ১:৫
১:৪ অথবা ১:৬
১:২ অথবা ১:৫
21495. ৫ মিমি পুরু ১ বর্গমিটার কাচের ওজন-
১৩.৪৫ কেজি
১৫ কেজি
১৪.৫ কেজি
১৭ কেজি
21496. প্রভারিত সংস্থার ব্যয় দালান খরচের-
১.৫%
৪.৫%
২.৫%
৩.৫%
21497. ঢেউটিনের ঢেউ-এর সংখ্যা-
১৫টি
১২টি
১০টি
৮টি
21498. ঢেউটিনের প্রমাণ প্রস্থ কত?
৯০ সেমি
৭০ সেমি
৬০ সেমি
৮০ সেমি
21499. ACI Code অনুসারে Column-এর Minimum Longitudinal reinforcement কত?
০.৫%
৩%
২%
১%
21500. ২৪ গেজি শিটের ১ কুইন্টাল বান্ডিলের দৈর্ঘ্য হয়-
২৫.৫০ মিটার
২১.৫০ মিটার
২০.০ মিটার
২২ মিটার