EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
21441. তরল পদার্থ পাইপের মধ্য দিয়ে প্রবাহের পথে কোনো বাধাপ্রাপ্ত হলে তা অতিক্রম করার পর পুনরায়-
বৃদ্ধি পায়
বাধাপ্রাপ্ত হয়
সংকুচিত হয়
ঘর্ষণপ্রাপ্ত হয়
21442. আয়তাকার চ্যানেলের ক্ষেত্রে সর্বোচ্চ নির্গমন তখনই ঘটে যখন পানির গভীরতা প্রন্থের-
সমান
অর্ধেক
তিনগুণ
দ্বিগুণ
ব্যাখ্যা: আয়তাকার চ্যানেলের ক্ষেত্রে সর্বোচ্চ নির্গমন তখনই ঘটে যখন পানির গভীরতা প্রন্থের অর্ধেক হয় অর্থাৎ আয়তাকার চ্যানেলের মধ্যে দিয়ে অধিক নির্গমন ও গতিবেগের জন্য প্রযোজ্য শর্ত হলোঃ b = 2d এবং m =d/2 ব্যবহার করা বাঞ্ছনীয়।
21443. চেজির সূত্রের সাহায্যে নির্গমনের সূত্র-
AC√mi
AC√m/i
AC√m
AC√m/c
ব্যাখ্যা: বেজিনের সূত্রের সাহায্যে Weir-এর মধ্য দিয়ে প্রবাহের পরিমাণ নির্ণয় করা হয়। সূত্র, Q = mL√28 3/H^2 এখানে, m = বেজিনের ধ্রুবক L = Weir-এর প্রকৃত দৈর্ঘ্য H = তরল বা পানির হেড চেজির নির্গমন সূত্র হতে, Q = AV = AC√mi [V=C√mi]
21444. পরীক্ষামূলকভাবে Cc মেপে নিম্নের কোন সম্পর্ক বের করা হয়?
Cc = Cd/Cv
Cc = Cv/Cd
Cc = Cr/Cd
Cc = Cr/Cv
ব্যাখ্যা:
21445. FPS পদ্ধতিতে চাপের একক কোনটি? [SGCL-23]
PSI
kg/m²
N/mm²
সব কয়টি
ব্যাখ্যা: ব্যাখ্যা: চাপের এককসমূহ এমকেএস (MKS)-এ→ kg/m^2 সিজিএস (CGS)-এ → gm/〖cm〗^2 এফপিএস (FPS)-এ→ Ib/〖ft〗^2 এসআই (SI)-এ → N/m^2 , Pa , Dyne/〖cm〗^2 , (Poundal )/〖ft〗^2 , N/〖mm〗^2
21446. যেখানে হাইড্রলিক জাম্প ঘটে সেখানে বেশি পরিমাণ নষ্ট হয়-
উচ্চতা
শক্তি
চাপ
বেগ
21447. কোনটি দ্বারা গড় সমুদ্রতল বুঝানো হয়? [PPA-23]
HFL
HSL
FL
MSL
ব্যাখ্যা: ব্যাখ্যা: H.F.L = Highest Flood Level (সর্বোচ্চ বন্যাতল) FL = Flood Level (বন্যাতল) M.S.L = Mean Sea Level (গড় সমুদ্রতল)
21448. নিচের কোনটি অনমনীয় বাঁধের উদাহরণ নয়?
ম্যাসনারি বাঁধ
কংক্রিটের বাঁধ
সয়েল বাঁধ
ইস্পাত বাঁধ
কোনোটিই নয়
ব্যাখ্যা: অনমনীয় বাঁধগুলো হচ্ছে- কংক্রিটের বাঁধ, রিইনফোর্সড কংক্রিট বাঁধ, ম্যাসনরি বাঁধ, আর্চ বাঁধ, ইস্পাতের বাঁধ, কাঠের বাঁধ।
21449. কো-ইফিসিয়েন্ট অব ডিসচার্জ-এর মান সাধারণত হয়ে থাকে-
0.61-0.64-এর মধ্যে
0.64-0.68-এর মধ্যে
0.79
0.97
21450. ডিফারেনশিয়াল ম্যানোমিটার দ্বারা পরিমাপ করা যায়-
উচ্চ চাপ
এক বিন্দুর চাপ
দুই বিন্দুর চাপ
কোনোটিই নয়
ব্যাখ্যা: ডিফারেনশিয়াল ম্যানোমিটারের সাহায্যে একই পাইপের দুটি বিন্দুতে কিংবা দুটি ভিন্ন পাইপের মধ্যে চাপ নির্ণয় করা হয়।
21451. বায়ুর আদর্শ চাপ পারদ স্তম্ভে-[SB-16, SGCL-23]
65cm
76cm
72cm
100cm
ব্যাখ্যা: ব্যাখ্যা: সমুদ্রপৃষ্ঠে 45^0 অক্ষাংশে এবং ০℃ সেলসিয়াস উষ্ণতায় 76 সেমি পারদ বা ১০১৩২৫ Pa চাপ প্রয়োগ করে তাকে প্রমাণ চাপ বা বায়ুমণ্ডলীয় চাপ বলে। 1 atm = 76 cm = 760 mm = 101.325 kPa
21452. বিভিন্ন রকম প্রবাহ নির্ণয়ের জন্য নিচের কোন নচ প্রযোজ্য?
ভি-নচ
আয়তাকার
স্টেপড
ট্রাপিজিয়াম
ব্যাখ্যা: ভি-নচের সুবিধা- i) ভি-নচের ক্ষেত্রে নির্গমন নির্ণয়ের জন্য শুধুমাত্র গভীরতা বা হেড (H) এর প্রয়োজন হয়। (ii) একই মাপের ভি-নচ দিয়ে বিভিন্ন ধরনের প্রবাহের পরিমাপ সঠিকভাবে নির্ণয় করা যায়।
21453. যে যন্ত্রের সাহায্য বায়ুমণ্ডলের চাপ নির্ণয় করা হয় তার নাম- [DWASA-20, SGCL-23]
টেকোমিটার
অ্যাভোমিটার
ওহমমিটার
ব্যারোমিটার
ব্যাখ্যা: ব্যাখ্যা: বাতাসের চাপকে বায়ু মণ্ডলীয় চাপ বলে। যে যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলের চাপ নির্ণয় করা হয়, তাকে ব্যারোমিটার বলে। ট্যাকোমিটার: এর সাহায্যে প্রতি মিনিটে ঘূর্ণন, রক্তপ্রবাহের হার নির্ণয় করা হয়। ওহমমিটার: এর সাহায্যে পদার্থের বৈদ্যুতিক রোধকতা নির্ণয় করা হয়।
21454. হাইড্রোলিক প্রেস কোন সূত্রের উপর কাজ করে?
বার্নলির সূত্র
প্যাসকেলের সূত্র
নিউটনের সূত্র
রনের সূত্রকায়
কোনোটিই নয়
ব্যাখ্যা: প্যাসকেলের সূত্র: আবদ্ধ পাত্রে তরল বা বায়বীয় পদার্থের কোনো অংশের উপর বাইরে থেকে চাপ প্রয়োগ করলে সেই চাপ কিছু মাত্র না কমে তরল বা বায়বীয় পদার্থের সংলগ্ন পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করে।
21455. ৪° সেন্টিগ্রেড তাপমাত্রায় ১ লিটার পানির ওজন-
১.৪ কেজি
১. ২ কেজি
১.০ কেজি
০.৯৬ কেজি
21456. প্রতি বর্গসেন্টিমিটার 0.5 kg চাপের সমতুল্য পানির স্তম্ভের উচ্চতা-
৫ মিটার
২.৫ মিটার
৫০ মিটার
২৫ মিটার
ব্যাখ্যা: H = P/W=0.50/0.001 = 500cm=5m
21457. ১০ সেমি ব্যাসের পাইপের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে ৮ মিটার বেগে পানি প্রবাহিত হচ্ছে। নির্গমনের (Q) পরিমাণ কত?
০.৬২৮ লিঃ/সেঃ
৬.২৮ লিঃ/সেঃ
৬২.৮0 লিঃ/সেঃ
৬২৮ লিঃ/সেঃ
ব্যাখ্যা: Q = AV = (0.1)² x×8×1000 = 62.80 lit/sec
21458. পানির স্তম্ভের বায়ুমণ্ডলের চাপ এর পরিমাণ-
৭.৫মি.
৮.৫ মি.
৯.৮১ মি.
১০.৩০ মি.
21459. পানির মুক্ততল হতে কত নিচে চাপের তীব্রতা বায়ুমণ্ডলের চাপের দ্বিগুণ হবে? [বায়ুর চাপ 1.01 kg/cm²] [PPA-23]
20.20m
21.20m
22.20m
23.20m
ব্যাখ্যা: ব্যাখ্যা: P = hy 2x1.01 = h ×0.001 h = 2020cm = 20.20m
21460. একটি ছয়তলা বিশিষ্ট ভবনের পরিমাণ চাপ (pressure) নিচতলায় পানির পাইপ কী বহন-এ সক্ষম হওয়া প্রয়োজন?
১০০০ পিএসআই
২০০০ পিএসআই
৩০০০ পিএসআই
৪০০০ পিএসআই