Image
MCQ
21441. চেজির সূত্রের সাহায্যে নির্গমনের সূত্র-
AC√mi
AC√m/i
AC√m
AC√m/c
21442. কো-ইফিসিয়েন্ট অব ডিসচার্জ-এর মান সাধারণত হয়ে থাকে-
0.61-0.64-এর মধ্যে
0.64-0.68-এর মধ্যে
0.79
0.97
21443. হাইড্রোলিক প্রেস কোন সূত্রের উপর কাজ করে?
বার্নলির সূত্র
প্যাসকেলের সূত্র
নিউটনের সূত্র
রনের সূত্রকায়
কোনোটিই নয়
21444. পানির মুক্ততল হতে কত নিচে চাপের তীব্রতা বায়ুমণ্ডলের চাপের দ্বিগুণ হবে? [বায়ুর চাপ 1.01 kg/cm²] [PPA-23]
20.20m
21.20m
22.20m
23.20m
21445. কোনটি দ্বারা গড় সমুদ্রতল বুঝানো হয়? [PPA-23]
HFL
HSL
FL
MSL
21446. যেখানে হাইড্রলিক জাম্প ঘটে সেখানে বেশি পরিমাণ নষ্ট হয়-
উচ্চতা
শক্তি
চাপ
বেগ
21447. তরল পদার্থ পাইপের মধ্য দিয়ে প্রবাহের পথে কোনো বাধাপ্রাপ্ত হলে তা অতিক্রম করার পর পুনরায়-
বৃদ্ধি পায়
বাধাপ্রাপ্ত হয়
সংকুচিত হয়
ঘর্ষণপ্রাপ্ত হয়
21448. ১০ সেমি ব্যাসের পাইপের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে ৮ মিটার বেগে পানি প্রবাহিত হচ্ছে। নির্গমনের (Q) পরিমাণ কত?
০.৬২৮ লিঃ/সেঃ
৬.২৮ লিঃ/সেঃ
৬২.৮0 লিঃ/সেঃ
৬২৮ লিঃ/সেঃ
21449. আয়তাকার চ্যানেলের ক্ষেত্রে সর্বোচ্চ নির্গমন তখনই ঘটে যখন পানির গভীরতা প্রন্থের-
সমান
অর্ধেক
তিনগুণ
দ্বিগুণ
21450. পানির স্তম্ভের বায়ুমণ্ডলের চাপ এর পরিমাণ-
৭.৫মি.
৮.৫ মি.
৯.৮১ মি.
১০.৩০ মি.
21451. বিভিন্ন রকম প্রবাহ নির্ণয়ের জন্য নিচের কোন নচ প্রযোজ্য?
ভি-নচ
আয়তাকার
স্টেপড
ট্রাপিজিয়াম
21452. একটি ছয়তলা বিশিষ্ট ভবনের পরিমাণ চাপ (pressure) নিচতলায় পানির পাইপ কী বহন-এ সক্ষম হওয়া প্রয়োজন?
১০০০ পিএসআই
২০০০ পিএসআই
৩০০০ পিএসআই
৪০০০ পিএসআই
21453. বায়ুর আদর্শ চাপ পারদ স্তম্ভে-[SB-16, SGCL-23]
65cm
76cm
72cm
100cm
21454. ৪° সেন্টিগ্রেড তাপমাত্রায় ১ লিটার পানির ওজন-
১.৪ কেজি
১. ২ কেজি
১.০ কেজি
০.৯৬ কেজি
21455. FPS পদ্ধতিতে চাপের একক কোনটি? [SGCL-23]
PSI
kg/m²
N/mm²
সব কয়টি
21456. প্রতি বর্গসেন্টিমিটার 0.5 kg চাপের সমতুল্য পানির স্তম্ভের উচ্চতা-
৫ মিটার
২.৫ মিটার
৫০ মিটার
২৫ মিটার
21457. পরীক্ষামূলকভাবে Cc মেপে নিম্নের কোন সম্পর্ক বের করা হয়?
Cc = Cd/Cv
Cc = Cv/Cd
Cc = Cr/Cd
Cc = Cr/Cv
21458. নিচের কোনটি অনমনীয় বাঁধের উদাহরণ নয়?
ম্যাসনারি বাঁধ
কংক্রিটের বাঁধ
সয়েল বাঁধ
ইস্পাত বাঁধ
কোনোটিই নয়
21459. যে যন্ত্রের সাহায্য বায়ুমণ্ডলের চাপ নির্ণয় করা হয় তার নাম- [DWASA-20, SGCL-23]
টেকোমিটার
অ্যাভোমিটার
ওহমমিটার
ব্যারোমিটার
21460. ডিফারেনশিয়াল ম্যানোমিটার দ্বারা পরিমাপ করা যায়-
উচ্চ চাপ
এক বিন্দুর চাপ
দুই বিন্দুর চাপ
কোনোটিই নয়