EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
21421. গ্যাসের ভিসকোসিটি। [BGFCL-21]
তাপমাত্রা কমলে বেড়ে যায়
তাপমাত্রা বাড়লে বাড়ে
তাপমাত্রা কমা/বাড়ার সাথে পরিবর্তিত হয় না
তাপমাত্রা বাড়লে প্রথমে বাড়ে, তবে এক পর্যায়ে পৌছানোর পর স্থির হয়ে যায়
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: তরলের ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি পেলে সান্দ্রতা বা ভিসকোসিটি হ্রাস পায় এবং গ্যাসের ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে ভিসকোসিটি বাড়ে।
21422. নদীতে পানির প্রবাহ হয়-
নদীর গভীরতার জন্য
নদীর প্রশস্ততার জন্য
Hydraulic gradient-এর জন্য
পানির পরিমাপের জন্য
21423. পানির Suction head এবং Delivery head যথাক্রমে-
১৫"-০"/১৫'-০"
২৮'-০" পাম্পের ক্ষমতানুযায়ী
80'-০"/80'-০"
৪৫'-০"/৪৫'-০"
ব্যাখ্যা: পানির Suction এবং Delivery যথাক্রমে 28-1" এবং Head 50'। এই পাম্পের সাহায্যে নদী বা গভীর নলকূব্ধ থেকে পানি তোলা যায়। পানির স্তর 29' এর মধ্যে থাকতে হবে।
21424. সূক্ষভাবে পানির হেড মাপতে কোন গেজ ব্যবহৃত হয়? [BGFCL-21]
ফ্লোট গেজ
হুক গেজ
স্টাফ গেজ
টাইড গেজ
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: ফ্লোট গেজ হলো স্টোরেজ ট্যাঙ্কের জন্য একটি সাধারণ অর্থনৈতিক লেভেল পরিমাপক যন্ত্র। হুক গেজ মাইক্রোমিটার যা হুক গেজ ইভাপরিমিটার নামেও পরিচিত, প্রতিদিন এটি বাষ্পীভবন প্যানগুলোতে পানির গভীরতা পরিমাপ করতে ব্যবহৃত হয়। স্টাফ গেজ একটি বড় স্কেলের মতো, যা পানির স্তর পরিমাপ করতে ব্যবহৃত হয়। টাইড গেজ যা একটি আধুনিক জল স্তর পর্যবেক্ষণ কেন্দ্রের একটি উপাদান, সেন্সর দিয়ে লাগানো হয়, যা ক্রমাগত জলের উচ্চতা রেকর্ড করে। সেন্সর ব্যবহৃত হয় বিধায় টাইড গেজ দিয়ে সূক্ষ্মভাবে পানির জাইয়ান্ডাল হেড মাপা সম্ভব হয়।
21425. কোনো তেলের আপেক্ষিক ওজন 0.75 gm/cm³; এর আপেক্ষিক গুরুত্ব হবে-
15gm/cm³
10gm/cm²
0.75
1.0kg
21426. একটি Drain থেকে ১০০ Cusec পানি ২৪ ঘণ্টা ধরে প্রবাহিত হলে প্রবাহিত পানির পরিমাণ- [MOCA-19, BB-21]
৮:৬,৪০,০০০ ঘনফুট
৮,৬৪০০০ ঘনফুট
৬৮৪ ঘনফুট
৮,৬৪০ ঘনফুট
ব্যাখ্যা: ব্যাখ্যা: V = ১০০ x ২৪ × ৩৬০০ = ৮৬,৪০,০০০ ft
21427. 1 অ্যাটমোসফিয়ার চাপ হলো- [PPA-23]
1.033 gm/cm²
1.033 kg/cm²
10.33 gm/cm²
1.033 gm/cm²
ব্যাখ্যা: ব্যাখ্যা: বায়ুমণ্ডলীয় চাপঃ 1 atm = 1.033 kg/cm² = 1033.6 gm/cm² = 101.325 kPa = 76 cm পারদের উচ্চতার সমান = 10.336m পানির উচ্চতার সমান।
21428. এক বায়ুমণ্ডলীয় চাপ সমান- [TTC-21]
১৪.৭ কেজি/সেমি_2
১ কেজি/মি_2
১.০৩৩ কেজি/সেমি_2
১.০৩৩ কেজি/মি_2
ব্যাখ্যা: ব্যাখ্যা: 76cm হতে কিছু লম্বা এক মুখ খোলা একটি কাচনলে পারদ ভর্তি করে নলের খোলা মুখ অপর একটি পারদপূর্ণ পাত্রে ডুবালে কাচনলের পারদ কিছুটা নিচে নামবে এবং পাত্রের পারদের তল হতে নলের পারদ 76cm উচ্চতায় স্থির থাকবে। .: P = hps = 76(cm)x 1(gm/cm^3) x 13.6 = 1033.6 (cm-gm)/(cm^3 ) = 1033.6 gm/(cm^3 ) = 1033.6kg / 1000cm = 1.033 kg/(cm^3 )
21429. Manometer দিয়ে নির্ণয় করা হয়-
Velocity of fluid
Atmospheric pressure
Difference of pressure between two points in a pipe
Pressure in venturimeter
21430. পানির unit weight-
৫০ পাউন্ড/ঘনফুট
৬২.৫০ পাউন্ড/ঘনফুট
৯০.৫০ পাউন্ড/ঘনফুট
১০০.৫ পাউন্ড/ঘনফুট
21431. একটি পাম্প 0.003 m³/s হারে 15m উচ্চতায় পানি তোলে। যদি দক্ষতা 80% হয় তবে পাম্প পরিচালনায় প্রয়োজনীয় শক্তি - [BADC-22]
0.716 kW
0.55181 kW
0.2231 kW
0.8932 kW
ব্যাখ্যা: ব্যাখ্যা: দেওয়া আছে, Q = 0.003 m^3/s h = 15m π = 80 % = 0.8 Pm = ? ρ = 1000kg/m^3 g = 9.81 m/s^2 আমরা জানি, π = ( p_(n ))/p_(m ) p_(m ) = Qρgh/π = (0.003*1000*9.81*15)/0.8 = 551.8125W = 0.55181kW
21432. Reynold's Number কত হলে Flow turbulent হয়? [MOLE-19; BADC-22]
<2000
2000-4000
> 4000
<4000
ব্যাখ্যা: ব্যাখ্যা: R_n <2000 Flow is laminar 2000< R_n <4000 Flow is in transition R_n> 4000 Flow is turbulent
21433. দিনে মাথাপিছু পানি ব্যবহারের গড় পরিমাণ-
২০ গ্যালন
৫০ গ্যালন
৮০ গ্যালন
১০০ গ্যালন
ব্যাখ্যা: দৈনিক মাথাপিছু পানি ব্যবহারের গড় পরিমাণ 20 গ্যালন বা 135 লিটার।
21434. তরলে ডুবন্ত কোনো তলের ওপর Resultant pressure যে Point-এর কাজ করে, তাকে বলা হয়-
Centre of gravity
Centre of pressure
Centre of immersed surface
কোনোটিই নয়
21435. প্রবাহিত একটি পানি কণার সর্বমোট শক্তি হলো-
Potential energy + Pressure energy
Potential energy + Kinetic energy + Pressure energy
Potential energy + Kinetic energy + Pressure energy
Kinetic energy + Pressure energy
21436. Contouring-এর ডাইরেক্ট মেথডটি-
দ্রুত সম্পন্ন হয়
ধীরে সম্পন্ন হয়
অতি নির্ভুল প্রক্রিয়া
পাহাড়ি এলাকায় ব্যবহৃত হয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: Contouring-এর ডাইরেক্ট পদ্ধতিটি ছোট এলাকার কন্টুর নকশা তৈরীকরণের জন্য উপযোগী। এ পদ্ধতিতে কন্টুর রেখার সঠিক অবস্থান নির্ণয় করা যায়। তবে এটা ধীরগতির বিরক্তিকর পদ্ধতি। এতে প্রথমে লেভেল যন্ত্রের সাহায্যে একই আরএল বিশিষ্ট বিন্দুগুলো চিহ্নিত করতে হয় এবং পরে প্লেন টেবিল, থিওডোলাইট পদ্ধতিতে চিহ্নিত বিন্দুগুলো নকশায় উঠাতে হয়। এজন্য সময় বেশি লাগে।
21437. কোন ওয়াটার বডির ফ্রি-সার্ফেসের ৫ মিটার নিচে প্যাসকেল ইউনিটে চাপ কত? [BGFCL-21]
৬০০৫০
৬৭০৬৮
৮৯০৭০
৪৯০৫০
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: h = 5m p = 1000 kg/m² g = 9.81 আমরা জানি, P = hpg =5x9.81 x 1000 = 49050 N/m² = 49050 Pa
21438. একটি 5m উচ্চতার পানির ট্যাঙ্কের তলায় অবস্থিত নজল (Nozzle) দিয়ে পানি নির্গত হওয়ার বেগ (Exit velocity) নির্ণয় কর। [BADC-22]
9.90 m/s
19.80 m/s
99.9 m/s
5.90 m/s
ব্যাখ্যা: ব্যাখ্যা: দেওয়া আছে, h = 5m v =? g = 9.81m/s² আমরা জানি, v = √2gh = √2x9.81x5 = 9.90m/s
21439. পানির ঘনত্ব সবচেয়ে বেশি-[SGCL-23]
4°F তাপমাত্রায়
4°K তাপমাত্রায়
4°Rতাপমাত্রায়
4°C তাপমাত্রায়
ব্যাখ্যা: ব্যাখ্যা: ঘনত্ব: আদর্শ চাপ ও তাপমাত্রায় একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। 4℃ তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি। এর মান নিম্নরূপ- পানির ঘনত্ব, p = 1 gm/cm³ (CGS) = 1000 kg/m³ (MKS) = 62.5 lb/fr³ (FPS) = 9.81 kN/m³ (SI)
21440. তরলের বেগ পাইপের কেন্দ্রে- [DMLC-21]
কম
বেশি
সমান
শূন্য
ব্যাখ্যা: ব্যাখ্যা: তরল প্রবাহিত হওয়ার সময় ঘর্ষণ, দিক পরিবর্তন ইত্যাদি কারণে এর পৃষ্ঠের সাথে সংঘর্ষের ফলে কিনারার দিকে তরলের বেগ তুলনামূলক কিছুটা কম হয় এজন্য পাইপে প্রবাহিত তরলের কেন্দ্রে বেগ সর্বোচ্চ থাকে।