Image
MCQ
21421. Contouring-এর ডাইরেক্ট মেথডটি-
দ্রুত সম্পন্ন হয়
ধীরে সম্পন্ন হয়
অতি নির্ভুল প্রক্রিয়া
পাহাড়ি এলাকায় ব্যবহৃত হয়
21422. কোনো তেলের আপেক্ষিক ওজন 0.75 gm/cm³; এর আপেক্ষিক গুরুত্ব হবে-
15gm/cm³
10gm/cm²
0.75
1.0kg
21423. Reynold's Number কত হলে Flow turbulent হয়? [MOLE-19; BADC-22]
<2000
2000-4000
> 4000
<4000
21424. পানির Suction head এবং Delivery head যথাক্রমে-
১৫"-০"/১৫'-০"
২৮'-০" পাম্পের ক্ষমতানুযায়ী
80'-০"/80'-০"
৪৫'-০"/৪৫'-০"
21425. Manometer দিয়ে নির্ণয় করা হয়-
Velocity of fluid
Atmospheric pressure
Difference of pressure between two points in a pipe
Pressure in venturimeter
21426. 1 অ্যাটমোসফিয়ার চাপ হলো- [PPA-23]
1.033 gm/cm²
1.033 kg/cm²
10.33 gm/cm²
1.033 gm/cm²
21427. পানির unit weight-
৫০ পাউন্ড/ঘনফুট
৬২.৫০ পাউন্ড/ঘনফুট
৯০.৫০ পাউন্ড/ঘনফুট
১০০.৫ পাউন্ড/ঘনফুট
21428. নদীতে পানির প্রবাহ হয়-
নদীর গভীরতার জন্য
নদীর প্রশস্ততার জন্য
Hydraulic gradient-এর জন্য
পানির পরিমাপের জন্য
21429. তরলে ডুবন্ত কোনো তলের ওপর Resultant pressure যে Point-এর কাজ করে, তাকে বলা হয়-
Centre of gravity
Centre of pressure
Centre of immersed surface
কোনোটিই নয়
21430. একটি 5m উচ্চতার পানির ট্যাঙ্কের তলায় অবস্থিত নজল (Nozzle) দিয়ে পানি নির্গত হওয়ার বেগ (Exit velocity) নির্ণয় কর। [BADC-22]
9.90 m/s
19.80 m/s
99.9 m/s
5.90 m/s
21431. দিনে মাথাপিছু পানি ব্যবহারের গড় পরিমাণ-
২০ গ্যালন
৫০ গ্যালন
৮০ গ্যালন
১০০ গ্যালন
21432. কোন ওয়াটার বডির ফ্রি-সার্ফেসের ৫ মিটার নিচে প্যাসকেল ইউনিটে চাপ কত? [BGFCL-21]
৬০০৫০
৬৭০৬৮
৮৯০৭০
৪৯০৫০
কোনোটিই নয়
21433. এক বায়ুমণ্ডলীয় চাপ সমান- [TTC-21]
১৪.৭ কেজি/সেমি_2
১ কেজি/মি_2
১.০৩৩ কেজি/সেমি_2
১.০৩৩ কেজি/মি_2
21434. তরলের বেগ পাইপের কেন্দ্রে- [DMLC-21]
কম
বেশি
সমান
শূন্য
21435. সূক্ষভাবে পানির হেড মাপতে কোন গেজ ব্যবহৃত হয়? [BGFCL-21]
ফ্লোট গেজ
হুক গেজ
স্টাফ গেজ
টাইড গেজ
কোনোটিই নয়
21436. গ্যাসের ভিসকোসিটি। [BGFCL-21]
তাপমাত্রা কমলে বেড়ে যায়
তাপমাত্রা বাড়লে বাড়ে
তাপমাত্রা কমা/বাড়ার সাথে পরিবর্তিত হয় না
তাপমাত্রা বাড়লে প্রথমে বাড়ে, তবে এক পর্যায়ে পৌছানোর পর স্থির হয়ে যায়
কোনোটিই নয়
21437. একটি Drain থেকে ১০০ Cusec পানি ২৪ ঘণ্টা ধরে প্রবাহিত হলে প্রবাহিত পানির পরিমাণ- [MOCA-19, BB-21]
৮:৬,৪০,০০০ ঘনফুট
৮,৬৪০০০ ঘনফুট
৬৮৪ ঘনফুট
৮,৬৪০ ঘনফুট
21438. পানির ঘনত্ব সবচেয়ে বেশি-[SGCL-23]
4°F তাপমাত্রায়
4°K তাপমাত্রায়
4°Rতাপমাত্রায়
4°C তাপমাত্রায়
21439. প্রবাহিত একটি পানি কণার সর্বমোট শক্তি হলো-
Potential energy + Pressure energy
Potential energy + Kinetic energy + Pressure energy
Potential energy + Kinetic energy + Pressure energy
Kinetic energy + Pressure energy
21440. একটি পাম্প 0.003 m³/s হারে 15m উচ্চতায় পানি তোলে। যদি দক্ষতা 80% হয় তবে পাম্প পরিচালনায় প্রয়োজনীয় শক্তি - [BADC-22]
0.716 kW
0.55181 kW
0.2231 kW
0.8932 kW