21506. সাধারণ মাটির অ্যাংগেল অব রিপোজ- [BEPZA-23]
ব্যাখ্যা: ব্যাখ্যা: অ্যাঙ্গেল অব রিপোজ মাটির স্থিরতা কোণ: কোনো জায়গায় মাটি বা অনুরূপ বন্ধু স্তূপীকৃত রাখলে স্তূপের চালু তল ও অনুভূমিক তলের মধ্যে যে কোনো উৎপন্ন হয়, তাকে অ্যাঙ্গেল অব রিপোজ বলে। একে (ফাই) দ্বারা সূচিত করা হয়। এর মান সাধারণত 33° থেকে 42° পর্যন্ত হয়ে থাকে।