21405. পৃষ্ঠটান নির্ণয় করা হয় কীসের সাহায্যে?
                
             
         
        
                    
                            
                    ব্যাখ্যা: কৈশিকতা: ছোট ব্যামের কোনো টিউবকে পানিতে খাড়াভাবে ডুবালে টিউবের ভিতরের পানি খানিকটা উপরে উঠে এবং অবতল আকৃতি ধারণ করে। Cohesion/অসঞ্চন-এর চাইতে Adhesion (সংযুক্তি) বেশি হওয়ায় এরূপ হয়। আবার একই টিউব পারদের ভেতরে ডুবালে উত্তল আকার ধারণ করে এবং তল কিছুটা নিচে চলে যায়। এক্ষেত্রে Cohesion-এর চেয়ে Adhesion কম হওয়ায় এমনটি হয়। ছোট ব্যাসের টিউবে পানির এরূপ উপরে উঠার ঘটনাকে কৈশিকতা বলে। কৈশিকতার সাহায্যে তরলের পৃষ্ঠটান নির্ণয় করা হয়।