EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
21521. ১: ৫:৩ অনুপাতের ২.৮ ঘনমিটার কংক্রিটে বালুর পরিমাণ- [MOCA-19]
৫৫ ঘনফুট
৪৫ ঘনফুট
৩০ ঘনফুট
৩৫ ঘনফুট
ব্যাখ্যা: ব‍্যাখ্যা: Dry Volume= 2.8 x 1.5 = 4.2m^3 Sum of Ratio = 1+5+3=9 Sand=(4.2*314)/9= 49.4 cft = 50 cft
21522. এক বর্গমিটার জায়গা হেরিংবোন বন্ড করতে প্রয়োজনীয় ইটের সংখ্যা কত? [DM-19]
৩১টি
৫২টি
৪২টি
৬২টি
ব্যাখ্যা: ব‍্যাখ্যা: HBB-এ ইটের সংখ্যা = 1/(0.254 x0.076) =51.8=52টি
21523. বিম, কলাম ইত্যাদি মেম্বারের উপর প্লাস্টারের অনুপাত কত? [SB-16]
১:৩
১:৪
১:৬
১:৭
ব্যাখ্যা: ব্যাখ্যা: বিম, কলাম ইত্যাদি মেম্বরের উপর প্লাস্টারের অনুপাত ১:৪ অর্থাৎ বিম ও কলামে প্লাস্টার করার জন্য ১ ভাগ সিমেন্ট ও ৪ ভাগ বালির মিশ্রণ তৈরি করতে হয়।
21524. Splayed (স্প্রেড) type Wing wall অ্যাবাটমেন্টের সাথে কত ডিগ্রি কোণে থাকে?
30°
45°
60°
90°
21525. Wing wall দৈর্ঘ্য অ্যাবাটমেন্টের উচ্চতার কত গুণ হয়?
১ থেকে ২ গুণ
২ থেকে ৩ গুণ
১.৫ থেকে ২ গুণ
৩ থেকে ৫ গুণ
21526. Wing wall-এর পুরুত্ব কত হয়?
২৫ সেমি থেকে ৩০ সেমি
২০ সেমি থেকে ৩৫ সেমি
৩০ সেমি থেকে ৪০ সেমি
৪০ সেমি থেকে ৫০ সেমি
ব্যাখ্যা: ব্যাখ্যা: Wing wall-এর পুরুত্ব 30cm - 40cm হয় এবং এর দৈর্ঘ্য অ্যাবাটমেন্টের উচ্চতা 1.5 থেকে 2 গুণ হয়।
21527. ৯ ১/২” × ৪ ১/২’’ × ২ ৩/৪” সাইজের ইটে ১০০ ফুট Edging-এর জন্য ইট প্রয়োজন- [MOCA-19]
২০০টি
২৫০টি
৩০০টি
২৭৫টি
ব্যাখ্যা: ব্যাখ্যা: ইট = 100/(4.5/12) = 275টি।
21528. ১২"x১২" × ১২" সাইজ এর একটি বিম এর ঢালাই এর জন্য সিমেন্ট এর পরিমাণ কত? [MOCA-19]
2
3
1
none of them
ব্যাখ্যা: Wet. Volume = (12*12*12)/(12*12*12)=1 ft^3 Dry Volume 1x1.5 = 1.5ft^3 let, Ratio 1+2+4=7 Cement =( 1.5x0.8x1)/7=0.17 bag
21529. সড়ক বাঁধের Side Slope সাধারণত দেওয়া হয়- [SB-16]
২:১
১:১
৩:১
৪:১
ব্যাখ্যা: ব‍্যাখ্যা: সড়ক বাঁধের মাটি ভরাটের ক্ষেত্রে Side slope সাধারণত ২:১ ধরা হয়।
21530. রিটার্ন টাইপ Wing wall অ্যাবাটমেন্টের সাথে কত ডিগ্রি কোণে থাকে?
120°
100°
90°
45°
21531. সেপটিক ট্যাঙ্কের দুই কক্ষের মাঝের ওয়ালকে বলা হয়- [SB-16]
Whope wall
বাফেল ওয়াল
Wing wall
Pier
ব্যাখ্যা: ব্যাখ্যা: সেপটিক ট্যাঙ্কের দুই কক্ষের মাঝের ওয়ালকে বাফেল ওয়াল বলে।
21532. ১:৬ অনুপাতে ১৫'-০" লম্বা, ৯'-০" চওড়া ও ১০" পুরু একটি ইটের গাঁথুনি করতে প্রতি ঘনমিটার ৩০০০.০০ টাকা হিসাবে খরচ পড়বে- [MOCA-19]
৩,০০০.০০ টাকা
১০,৫০০.০০ টাকা
৯,৪১২.০০ টাকা
৯,০০০.০০ টাকা
ব্যাখ্যা: ব্যাখ্যা: Volume = (15 x9 x 10)/ 12=112.5 ft^3=3.18m^3. 1 ঘনমিটারে খরচ পড়বে 3000 টাকা ..3.18 ঘনমিটারে খরচ পড়বে (3000×3.18)= 9,564.27 টাকা
21533. যে ওয়াল নিজস্ব অবস্থানে স্থির থেকে অথবা অন্য কোনো পদার্থের পার্শ্বচাপ প্রতিরোধ করে, তাকে বলে-
Wing wall
Retaining wall
Curtain wall
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: যে Wall নিজস্ব অবস্থানে স্থির থেকে অথবা অন্য কোনো পদার্থের (মাটি, পানি ইত্যাদি) পার্শ্বচাপ প্রতিরোধ করে, তাকে রিটেইনিং ওয়াল বলে। রিটেইনিং ওয়াল তিন প্রকার, যথা- (i) বসভিটি রিটেইনিং ওয়াল: নিজস্ব ওজন দ্বারা পার্শ্ব চাপ প্রতিহত করে। (ii) ক্যান্টিলিভার রিটেইনিং ওয়াল: এ ওয়ালের উচ্চতা 6m-7m পর্যন্ত হয়। (iii) কাউন্টার ফোর্ট রিটেইনিং ওয়াল : ওয়ালের উচ্চতা 6m-এর বেশি হয়ে থাকে।
21534. ৫০ মিমি × ৮ মিমি এক কুইন্টাল এমএস ফ্লাটবারের।দৈর্ঘ্য কত? [BBA-19; BSCIC-19)
৩০.৮৫ মি.
৩২.৮৫ মি.
৩১.৮৫ মি.
৩৩.৮৫ মি.
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: ফ্লাটবারের দৈর্ঘ্য= ওজন/(বারের ক্ষেত্রেফল *স্টিলের ঘনত্ব )=(1x100)/ (0.05 0.008) x 7850 = 31.85 মিটার
21535. কোনো বাঁধের উপরিভাগ ৬ মি., উচ্চতা ২ মি. এবং ঢাল১৪২ হলে বাঁধের বিস্তার কত? [DM-19]
১৬ মিটার
১২ মিটার
১০ মিটার
১৪ মিটার
ব্যাখ্যা: ব‍্যাখ্যা: B = 6+2sh=6+2x2x2 = 14m
21536. ইটের কাজে সাধারণত লাইম এবং বালির অনুপাতে কত ধরা হয়। [HED-19]
1:2
1:4
1:6
1:8
ব্যাখ্যা: ব্যাখ্যা: Coolime is used for brick bond replacing cement. Here use 1 part lime and 2 part sand.
21537. ১০০ ঘনফুট ইটের খোয়া প্রস্তুতিতে ইটের প্রয়োজন- [MOCA-19]
৮৫০টি
৮০০টি
৭০০টি
৭৫০টি
ব্যাখ্যা: ব্যাখ্যা: এক ঘনফুটে ইট লাগে 9টি। 100×9=900টি
21538. রিটেইনিং ওয়ালকে কয় ভাগে ভাগ করা যায়?
২ ভাগে
৪ ভাগে
৩ ভাগে
৫ ভাগে
21539. RCC ঢালাই করা কার্নিশ দেয়ালের গাত্র থেকে কত সেমি বাইরে থাকে? [SB-16]
৪০ থেকে ৮০cm
৫০ থেকে ৯০cm
৩০ থেকে ৬০cm
৬০ থেকে ৯০cm
ব্যাখ্যা: ব্যাখ্যা: (i) কার্নিশ দেয়ালের গাত্র থেকে 30cm- 60cm বাহিরে থাকে। (ii) সানশেড (30cm-45cm) বাহিরে থাকে।
21540. এক ঘনমিটার Brick Masonry কতটি ইটের প্রয়োজন? [DM-19]
৫০০টি
৪০০টি
৪৫০টি
৩৫০টি
ব্যাখ্যা: ব্যাখ্যা: ইটের প্রয়োজন (মসলাসহ) 1/(0.20×0.10 ×0.10)= 500 টি