ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস MCQ
61. ইটের কাদায় ম্যাগনেশিয়ামের কাজ কী?
স্থায়িত্ব বৃদ্ধি করে
সংকোচন প্রতিহত করে
অপ্রবেশ্যতার পরিমাণ বৃদ্ধি করে
কালো রঙের সৃষ্টি করে
ব্যাখ্যা: ব্যাধ্যা: ম্যাগনেশিয়াম ইটের সংকোচন প্রতিহত করে ও হলুদ বর্ণ সৃষ্টি করে।
62. পাগমিলের ব্যাস কত?
১ থেকে ০.৭৫ মিটার (উপরে ও নিচে)
১ থেকে ০.৫০ মিটার (উপরে ও নিচে)
১ থেকে ০.২৫ মিটার (উপরে ও নিচে)
১ থেকে ১.০০ মিটার (উপরে ও নিচে)
ব্যাখ্যা: ব্যাখ্যা: পাগমিল একটি গোলাকার পাত্র বিশেষ। এর আকৃতি কিছুটা তলাবিহীন বালতির মতো। পাগমিলের ব্যাস ১ থেকে ০.৭
(উপরে ও নিচে)।
63. ইট কাটা পদ্ধতি প্রধানত কয়টি?
২টি
৪টি
৩টি
৫টি
ব্যাখ্যা: ব্যাখ্যা: ইট কাটা পদ্ধতি ২টি, যথা- (i) যন্ত্রে কাটা; (ii) হাতে তৈরি।
64. সিলেটের বালির FM কত?
২.০১
২.৮৭
২.৫৯
২.৫০
ব্যাখ্যা: ব্যাখ্যা: সিলেটের বালি= 2.50-2.60 FM.
65. নিচের কোনটি রূপান্তরিত শিলা?
ট্রাপ
গ্রানাইট
শ্লেট
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ কাদা পাথর বা শেল রূপান্তরিত হয়ে শ্লেট পাথরে পরিণত হয়।
66. বাংলাদেশের আদর্শ প্রচলিত ইটের মাপ কত?
২৪০ মিমি × ১১২ মিমি × ৭০ মিমি
২৫০ মিমি × ১২৫ মিমি × ৭৫ মিমি
২৪০ মিমি × ১১২ মিমি × ৭৫ মিমি
২৫০ মিমি × ১২৫ মিমি × ৭০ মিমি
67. ইট তৈরির ধাপ কয়টি?
৩টি
৫টি
৪টি
২টি
ব্যাখ্যা: ব্যাখ্যা: ইট তৈরির ধাপ ৫টি, যথা-
(i) ইটের কাদার মাটি নির্বাচন
(ii) ইটের কাদা প্রস্তুতকরণ
(iii) ইট কাটা
(iv) ইট শুকানো
(v) ইট পোড়ানো।
68. বিশুদ্ধ কোয়ার্টজের রং কোনটি?
সাদা
ধূসর
হলুদ
বাদামি
ব্যাখ্যা: ব্যাখ্যা: কোয়ার্টজ: কোয়ার্টজ হচ্ছে সিলিকন ডাই-অক্সাইড বা বিশুদ্ধ বালি। এর আপেক্ষিক গুরুত্ব 2.5 থেকে 2.71
69. মাত্রাতিরিক্ত সিলিকা ইটকে কী করে?
মৌল্ডিং-এ সুবিধা প্রধান করে
ইটকে দুর্বল ও ভঙ্গুর করে
ইটকে সংকোচনে প্রতিহত করে
স্থায়িত্বশীলতা বৃদ্ধি করে
ব্যাখ্যা: ব্যাখ্যা: সিলিকার জন্য ইট শক্ত, দীর্ঘস্থায়ী ও তাপ প্রতিরোধী ক্ষমতাসম্পন্ন হয়। অন্যদিকে, পোড়ানোর সময় সংকোচন ও প্রসারণ প্রতিহত করে। কিন্তু সিলিকার পরিমাণ মাত্রাতিক্ত হলে ইট দুর্বল ও ভঙ্গুর হয়।
70. ইট পোড়ানো হয় কত তাপমাত্রায়? [ΒΕΡΖΑ-23]
৩০০°C-৫০০°C
৫০০°C-৭০০°C
৭০০°C-১০০০°C
১০০০°C-১২০০°C
ব্যাখ্যা: ব্যাখ্যা: ইট ১০০০°C থেকে ১২০০ °Cপর্যন্ত তাপমাত্রায় পোড়ানো হয়ে থাকে। এর বেশি হলে ইটের গুণাগুণ নষ্ট হয়।
71. সিলিকা ইটের তাপ সহ্য ক্ষমতা কত?
২১০০০°C
১৯০০°C
২৭০০°C
২০০০°C
72. মেট্রিক ইটের আকার বা সাইজ কত?
১৯০ মিমি × ৯০ মিমি × ৯০ মিমি
১৯০ মিমি × ৯০ মিমি × ৮০ মিমি
১৮০ মিমি × ৯০ মিমি x ৯০ মিমি
২০০ মিমি × ১০০০ মিমি × ৯০ মিমি
73. কোন পদ্ধতিতে কাটা ইটের সিলমোহর থাকে না?
মাঠে বা ভূমিতে কাটা ইটের
যন্ত্রে কাটা ইটের
টেবিলে কাটা ইটের
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: (i) যন্ত্রে কাটা ইটে সিলমোহর থাকে না।
(ii) হাতে তৈরি ইটে এ সিলমোহর থাকে।
74. Manufacture of fire bricks কত প্রকার?
৩ প্রকার
২ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
ব্যাখ্যা: ব্যাখ্যা: Manufacture of fire bricks তিন প্রকার- (i) Acidic fire bricks (ii) Basic fire bricks
(iii) Neutral fire bricks.
75. যমুনা সেতু নির্মাণে বাংলাদেশের কোন অঞ্চলের বালি ব্যবহৃত হয়েছে?
রাজশাহী
টাঙ্গাইল
গোমতী নদীর
সিলেটের বালি
ব্যাখ্যা: ব্যাখ্যা: সিলেটের বালি= 2.50-2.60 FM.
76. উত্তম ইট প্রতি বর্গমিটার কত টনি চাপে ভাঙে?
৪০০ থেকে ৭০০ টনি
৪৫০ থেকে ৭৫০ টনি
৫০০ থেকে ৭০০ টনি
কোনোটিই নয়
77. কারুকার্যে কোন পাথর ব্যবহৃত হয়?
গ্রানাইট
ব্যাসল্ট
নিস
ট্রাপ
ব্যাখ্যা: ব্যাখ্যা: গ্রানাইট- কারুকার্যে, রেলপথের ব্যালাস্ট, রাস্তার খোয়া, স্মৃতিস্তম্ভ, সেতুর পায়ার, নদী ও সমুদ্রের তীরে বাঁধ
হিসেবে ব্যবহৃত হয়।
78. মার্বেল কোন শ্রেণির পাথর?
পাললিক শিলা
আগ্নেয় শিলা
কঠিন শিলা
রূপান্তরিত শিলা
ব্যাখ্যা: ব্যাখ্যা: চুনাপাথর বা ডোলোসাইট শিলা রূপান্তরিত হয়ে মার্বেল পাথরের সৃষ্টি হয়।
79. খেলনা ও সিরামিক দ্রব্য প্রস্তুতে কোন পাথর ব্যবহৃত হয়?
নিস
শ্লেট
শেল
মার্বেল
80. ইটের সিলমোহর নিচে হয় কখন?
উন্মুক্ত দেয়ালে সর্বোপরি ইট
আর্দ্রতারোধী স্তরের নিচের ইটের স্তরে
ক ও খ উভয় সময়ে
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: নির্মাণকারী প্রতিষ্ঠানের নামের সাক্ষ্য বহন, ইটের জোড়ায় মসলা রাখা ও সংযুক্তিতে সহায়তা করা, ধরার সুবিধা দান করা ও সৌন্দর্য বৃদ্ধির জন্য ইটে সিলমোহর বা শনাক্তকরণ চিহ্ন রাখা হয়।