নোবেল পুরষ্কার MCQ
61. Pulitzer prize awarded for outstanding work in the field of -
Economics
Environmental study
Literature and journalism
Science and technology
62. মাদার তেরেসা কর্তৃক প্রতিষ্ঠিত সেবা প্রতিষ্ঠান কোনটি?
হৃদয়ে মানবিকতা
নির্মল হৃদয়
শুদ্ধতা
জয়িতা
63. মাদার তেরেসা শান্তিতে নোবেল পুরস্কার পান কোন সনে?
১৯৭৮ সনে
১৯৮০ সনে
১৯৭৯ সনে
২০০০ সনে
64. বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মানুষ—
মার্টিন লুথার কিং
মাদার তেরেসা
প্রিন্সেস ডায়ানা
নেলসন ম্যান্ডেলা
65. মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন?
England
Albania
India
Germany
66. মাদার তেরেসা পথের অবহেলিত শিশুদের জন্য কোথায় প্রথম আশ্রয় খোলেন?
কলকাতা
বৈরুত
কাবুল
বাগদাদ
67. মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন?
আলবেনিয়া
সার্বিয়া
মেসেডোনিয়া
ইতালি
68. মাদার তেরেসা পরিচালিত দাতব্য প্রতিষ্ঠানটির নাম কী?
চ্যারিটি অব মিশনারিজ
মিশনারিজ অব চ্যারিটি
মাদার তেরেসা প্রতিষ্ঠান
চ্যারিটি অব মাদার তেরেসা
69. বিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ী আব্দুস সালাম ছিলেন কোন দেশের বিজ্ঞানী?
বাংলাদেশ
পাকিস্তান
ভারত
মিশর
70. ভারত উপমহাদেশে বিজ্ঞানে প্রথম নোবেল পুরস্কার পান--
এইচ. জি. খোরানা
সালাম
সিভি রমন
চন্দ্র শেখর
71. The second Nobel laureate in Asia was –
C.V Raman
Amartya Sen
S. Chandrashekhar
Rabindranath Tagore
72. কোন ক্ষেত্রে অবদানের জন্য পুলিৎজার পুরস্কার দেয়া হয়—
চলচ্চিত্র
সাহিত্য
সাংবাদিকতা
খেলাধুলা
73. Who used to be called a 'Living Saint'?
Mother Teresa
Desmond Tutu
Pope John Paul
Florence Nightingale
74. নোবেল পুরস্কার প্রাপ্ত দক্ষিণ এশীয় মুসলিম বিজ্ঞানী কে?
ড. কুদরত-ই-খুদা
আব্দুল কালাম
ড. আঃ কাদের
ড. আব্দুস সালাম
75. সাংবাদিকতায় পুলিৎজার (Pulitzer) পুরস্কার দেয়া শুরু হয় কোন সালে?
১৯১৭
১৯৩০
১৯৬৫
১৯৩৭
76. When was "Missionaries of Charity" established by Mother Teresa?
1950
1951
1953
1954
77. কোন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ আগা খান পুরস্কার দেয়া হয়?
বিশ্বশান্তি
স্থাপত্য শিল্প
চিকিৎসা শাস্ত্র
দারিদ্র দূরীকরণ
78. নিম্নের কোন মহিলা শান্তির জন্য সবার আগে নোবেল পুরস্কার পান?
আলভা মায়ার ডাল
অং সান সুচি
মাদার তেরেসা
শিরিন এবাদি
79. এ উপমহাদেশ থেকে এ যাবৎ কতজন নোবেল পুরস্কার পেয়েছেন?
চারজন
ছয়জন
পাঁচজন
সাতজন
80. কোন ব্যক্তি সমগোত্রীয় নন?
মাদাম কুরি
রবীন্দ্রনাথ ঠাকুর
চন্দ্রশেখর ভেংকটরমন
অধ্যাপক আব্দুস সালাম