শিক্ষা প্রকৌশল অধিদপ্তর প্রিলি পরীক্ষা
উপ-সহকারী প্রকৌশলী, সিভিল
বাছাই পরীক্ষা- ২০২৫
Solved by Himalay Sen, PWD
সময়: ০১ ঘণ্টা সেট: ০১
কোড: গন্ধরাজ পূর্ণমান: ১০০
[মোট প্রশ্ন ১০০ (একশত) টি। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ০১ (এক) নম্বর প্রদেয়। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে। উত্তরপত্রে সেট নম্বর মুদ্রণ করা থাকবে। পরীক্ষার্থী উত্তরপত্রে সেট নম্বর লিখবেন না। পরীক্ষার্থীকে যে সেট নম্বরের উত্তরপত্র সরবরাহ করা হবে তাকে একই সেট নম্বরের প্রশ্নপত্রের উত্তর দিতে হবে।
১. The antonym of the word 'evanescent' is...... [BPSC, EED 2025]
(a) intelligent
(b) relevant
(c) transient
(d) permanent.
উত্তর: (d) permanent.
ব্যাখ্যাঃ 'Evanescent' শব্দের অর্থ ক্ষণস্থায়ী বা দ্রুত অদৃশ্য হয়ে যায় এমন। এর বিপরীত শব্দ হলো 'permanent', যার অর্থ স্থায়ী। 'Transient' হলো 'evanescent' এর প্রতিশব্দ।
[বইঃ English For Exam]
২. 'Quota' শব্দের বাংলা পরিভাষা কী? [BPSC, EED 2025]
(ক) যথাংশ
(খ) মূলাংশ
(গ) স্বল্পাংশ
(ঘ) উপাংশ
উত্তর: (ক) যথাংশ
ব্যাখ্যাঃ 'Quota' শব্দের অর্থ হলো নির্দিষ্ট পরিমাণ বা ভাগ, যা বাংলা পরিভাষায় 'যথাংশ' নামে পরিচিত। এটি কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা উদ্দেশ্যে বরাদ্দকৃত অংশের পরিমাণ বোঝায়।
[বইঃ English For Exam]
৩. He behaved as if nothing.. ... [BPSC, EED 2025]
(a) happens
(b) is happening
(c) has happened
(d) had happened.
উত্তর: (d) had happened.
ব্যাখ্যাঃ 'As if' বা 'as though' এর পরে যদি প্রধান বাক্যটি অতীতকালে থাকে (যেমন 'behaved'), তবে এর পরের ক্লজটি সাধারণত Past Perfect Tense (had happened) হয়, যা একটি অবাস্তব বা কাল্পনিক পরিস্থিতি বোঝায়।
[বইঃ English For Exam]
৪. পানির কলের মুখ হতে ওভারহেড পানির ট্যাংকের উচ্চতা 10m হলে তীব্রতা কত? [BPSC, EED 2025]
(ক) 10,000 Kg/m²
(খ) 1000 Kg/m²
(গ) 100,000 Kg/m²
(ঘ) 100 Kg/m²
উত্তর: (ক) 10,000 Kg/m²
ব্যাখ্যাঃ তরলের চাপ (তীব্রতা) = ρgh
= 1000 kg/m3 × 9.81 m/s2 × 10 m
= 98100 N/m²
≈ 10,000 Kg/m² (যেহেতু 1 Kg/cm² ≈ 9.81 × 10⁴ N/m²)।
অতএব, সঠিক উত্তর হলো 10,000 Kg/m²।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৫. কোয়াড (QUAD) ভুক্ত দেশ নয় কোনটি? [BPSC, EED 2025]
(ক) ভারত
(খ) জাপান
(গ) মালেশিয়া
(ঘ) যুক্তরাষ্ট্র
উত্তর: (গ) মালেশিয়া
ব্যাখ্যাঃ কোয়াড (QUAD) হলো চারটি দেশের একটি অনানুষ্ঠানিক কৌশলগত ফোরাম: অস্ট্রেলিয়া, ভারত, জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্র। মালয়েশিয়া এই জোটের সদস্য নয়।
৬. বাংলাদেশে স্থানীয় সরকার কাঠামোর সর্বনিম্ন স্তর কোনটি? [BPSC, EED 2025]
(ক) থানা
(খ) উপজেলা
(গ) গ্রাম সরকার
(ঘ) ইউনিয়ন পরিষদ
উত্তর: (ঘ) ইউনিয়ন পরিষদ
ব্যাখ্যাঃ বাংলাদেশে স্থানীয় সরকার কাঠামোর সর্বনিম্ন স্তর হলো ইউনিয়ন পরিষদ। এটি গ্রামীণ অঞ্চলের স্থানীয় শাসন পরিচালনার মূল ভিত্তি।
৭. BRICS এর সদস্য নয় কোন দেশ? [BPSC, EED 2025]
(ক) ব্রাজিল
(খ) রাশিয়া
(গ) চীন
(ঘ) শ্রীলংকা
উত্তর: (ঘ) শ্রীলংকা
ব্যাখ্যাঃ BRICS হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠিত একটি অর্থনৈতিক জোট। শ্রীলঙ্কা এই জোটের সদস্য নয়।
৮. কোন আদিবাসি সম্প্রদায় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বাইরে বসবাস করে? [BPSC, EED 2025]
(ক) চাকমা
(খ) হাজং
(গ) ত্রিপুরা
(ঘ) মারমা
উত্তর: (খ) হাজং
ব্যাখ্যাঃ হাজং আদিবাসী সম্প্রদায় মূলত ময়মনসিংহ, শেরপুর ও নেত্রকোনা জেলায় বসবাস করে, যা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বাইরে। চাকমা, ত্রিপুরা ও মারমারা মূলত পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বসবাস করে।
৯. প্রমথ চৌধুরীর 'বীরবলী' ভাষারীতির প্রচার মাধ্যম কোনটি? [BPSC, EED 2025]
(ক) শিখা
(খ) ভারতী
(গ) সবুজপত্র
(ঘ) সংবাদ প্রভাকর
উত্তর: (গ) সবুজপত্র
ব্যাখ্যাঃ প্রমথ চৌধুরী 'সবুজপত্র' পত্রিকার মাধ্যমে চলিত বা 'বীরবলী' ভাষারীতির প্রচলন ও প্রসার ঘটান। এটি ছিল বাংলা সাহিত্যে একটি যুগান্তকারী পদক্ষেপ।
১০. একটি রেখার পূর্ণবৃত্ত বিয়ারিং 30° হলে হ্রাসকৃত বিয়ারিং কত? [BPSC, EED 2025]
(ক) 60° NS
(খ) 30° NE
(গ) 60° NE
(ঘ) 180° NW
উত্তর: (খ) 30° NE
ব্যাখ্যাঃ পূর্ণবৃত্ত বিয়ারিং (Whole Circle Bearing - WCB) যখন 0° থেকে 90° এর মধ্যে থাকে, তখন তা উত্তর-পূর্ব (NE) চতুর্ভাগে থাকে এবং হ্রাসকৃত বিয়ারিং (Reduced Bearing - RB) WCB এর সমান হয়। তাই 30° WCB এর হ্রাসকৃত বিয়ারিং 30° NE।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
১১. শুষ্ক একক ওজন Yd এর মান [BPSC, EED 2025]
(ক) γ/(1 + α)
(খ) ѡ/(1 + γ)
(গ) γ/(1 - a)
(ঘ) ѡ/(1-γ)
উত্তর: (ক) γ/(1 + α)
ব্যাখ্যাঃ শুষ্ক একক ওজন (Dry unit weight, γd) হলো মোট একক ওজন (Bulk unit weight, γ) এবং জলীয় অংশ (Water content, w) এর সাথে সম্পর্কিত। এর সূত্র হলো γd = γ / (1 + w) বা γd = γ / (1 + α) যেখানে α হলো জলীয় অংশকে বোঝানো হয়েছে।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
১২. চুম্বক অনৈক্যের পরিমাণ 2°E হলে কোন রেখার প্রকৃত বিয়ারিং পেতে প্রাপ্ত বিয়ারিং এর সাথে করতে হবে। [BPSC, EED 2025]
(ক) 2° যোগ
(খ) 2° বিয়োগ
(গ) 1° যোগ
(ঘ) 1° বিয়োগ
উত্তর: (ক) 2° যোগ
ব্যাখ্যাঃ যখন চুম্বক অনৈক্য (Magnetic Declination) পূর্ব দিকে (East) হয়, তখন প্রকৃত বিয়ারিং (True Bearing) পেতে হলে প্রাপ্ত বিয়ারিং (Observed Bearing) এর সাথে চুম্বক অনৈক্যের মান যোগ করতে হয়। অর্থাৎ, প্রকৃত বিয়ারিং = প্রাপ্ত বিয়ারিং + 2°।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
১৩. "To give someone the cold shoulder" means - [BPSC, EED 2025]
(a) to hug him/her
(b) to respect him/her
(c) to ignore him/her
(d) to fight with him/her.
উত্তর: (c) to ignore him/her.
ব্যাখ্যাঃ "To give someone the cold shoulder" একটি বাগধারা যার অর্থ হলো কাউকে উপেক্ষা করা, অবজ্ঞা করা বা তার প্রতি শীতল ও অনাগ্রহী আচরণ করা।
[বইঃ English For Exam]
১৪. UNFPA কোন বিষয় নিয়ে কাজ করে? [BPSC, EED 2025]
(ক) প্রোগ্রামিং
(খ) জনসংখ্যা
(গ) জলবায়ু
(ঘ) খাদ্য
উত্তর: (খ) জনসংখ্যা
ব্যাখ্যাঃ UNFPA এর পূর্ণরূপ হলো United Nations Population Fund। এটি জাতিসংঘের একটি সংস্থা যা মূলত জনসংখ্যা, প্রজনন স্বাস্থ্য এবং লিঙ্গ সমতা নিয়ে কাজ করে।
১৫. It is high time we..... the people conscious about our national interest. [BPSC, EED 2025]
(a) must make
(b) made
(c) should make
(d) have to make.
উত্তর: (b) made
ব্যাখ্যাঃ "It is high time" এই Phrase এর পরে Past Indefinite Tense (Verb এর Past form) বসে, যা কোনো কাজ এখনই করা উচিত বোঝায়। তাই সঠিক উত্তর হলো 'made'।
[বইঃ English For Exam]
১৬. SPARRSO কোন মন্ত্রণালয়ের অধীন? [BPSC, EED 2025]
(ক) প্রতিরক্ষা
(খ) বিজ্ঞান ও প্রযুক্তি
(গ) পররাষ্ট্র
(ঘ) বাণিজ্য
উত্তর: (ক) প্রতিরক্ষা
ব্যাখ্যাঃ SPARRSO (Bangladesh Space Research and Remote Sensing Organization) হলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি স্বায়ত্তশাসিত সংস্থা, যা মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন সংক্রান্ত কাজ করে।
১৭. The synonym of the word 'indolent' is......... [BPSC, EED 2025]
(a) boring
(b) disinterested
(c) humble
(d) lethargic.
উত্তর: (d) lethargic.
ব্যাখ্যাঃ 'Indolent' শব্দের অর্থ অলস বা কর্মবিমুখ। এর প্রতিশব্দ হলো 'lethargic', যার অর্থও অলস বা নিস্তেজ।
[বইঃ English For Exam]
১৮. Choose the correct indirect speech for the sentence - He said to me, "Let's go home." [BPSC, EED 2025]
(a) He offered me to go home.
(b) He told me that we have to go home.
(c) He proposed to me that we should go home.
(d) He said to me that let's go home.
উত্তর: (c) He proposed to me that we should go home.
ব্যাখ্যাঃ 'Let's' দিয়ে শুরু হওয়া প্রস্তাবমূলক বাক্যকে indirect speech-এ পরিবর্তন করার সময় 'proposed/suggested' ব্যবহার করা হয় এবং 'that we should' দিয়ে পরের অংশটি যুক্ত করা হয়।
[বইঃ English For Exam]
১৯. বাণিজ্যিকভাবে প্রস্তুতকৃত বিশ্বের প্রথম মাইক্রো-প্রসেসর কোনটি? [BPSC, EED 2025]
(ক) Mark-1
(খ) Intel-4004
(গ) Altair-440
(ঘ) IBM
উত্তর: (খ) Intel-4004
ব্যাখ্যাঃ Intel 4004 হলো বাণিজ্যিকভাবে প্রস্তুতকৃত বিশ্বের প্রথম সিঙ্গেল-চিপ মাইক্রো-প্রসেসর, যা ১৯৭১ সালে ইন্টেল কর্পোরেশন দ্বারা তৈরি করা হয়েছিল।
২০. একটি L দৈর্ঘ্যের সাধারণভাবে স্থাপিত বীমের মাঝখানে P পয়েন্ট লোড থাকলে ডিফ্লেকশন এর মান কত? [BPSC, EED 2025]
(ক) 〖ѡ L〗^4/8EI
(খ) 〖P L〗^3/48EI
(গ) 〖P L〗^2/148EI
(ঘ) PL^4/8EI
উত্তর: (খ) 〖P L〗^3/48EI
ব্যাখ্যাঃ একটি L দৈর্ঘ্যের সাধারণভাবে স্থাপিত (simply supported) বীমের ঠিক মাঝখানে (mid-span) একটি P পয়েন্ট লোড থাকলে ডিফ্লেকশন (সর্বোচ্চ নতি) এর মান হয় PL³/48EI, যেখানে E হলো ইয়ং এর মডুলাস এবং I হলো জড়তার ভ্রামক। এখানে ѡL⁴/8EI হলো সমভাবে বিস্তৃত লোডের (uniformly distributed load) ক্ষেত্রে ডিফ্লেকশন।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
২১. One way slab এর আংশিক অবিচ্ছিন্ন প্রান্তে শিয়ার বল [BPSC, EED 2025]
(ক) 0.2W
(খ) 0.4W
(গ) 0.6W
(ঘ) 0.8W
উত্তর: (গ) 0.6W
ব্যাখ্যাঃ One way slab এর আংশিকভাবে অবিচ্ছিন্ন প্রান্তে (partially continuous end) শিয়ার বলের মান সাধারণত 0.6W ধরা হয়, যেখানে W হলো মোট লোড। এটি ডিজাইনের ক্ষেত্রে একটি সাধারণ আনুমানিক মান।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
২২. You had better ....... this city. [BPSC, EED 2025]
(a) leave
(b) left
(c) to have left
(d) to leave.
উত্তর: (a) leave
ব্যাখ্যাঃ 'Had better' একটি মডাল ভার্ব ফ্রেজ যা 'should' এর মতো পরামর্শ বোঝাতে ব্যবহৃত হয়। এর পরে সবসময় Verb এর Base Form (মূল ক্রিয়া) বসে, তাই সঠিক উত্তর 'leave'।
[বইঃ English For Exam]
২৩. The word 'mimicry' is a/an............ [BPSC, EED 2025]
(a) verb
(b) adjective
(c) noun
(d) adverb.
উত্তর: (c) noun
ব্যাখ্যাঃ 'Mimicry' শব্দটি একটি বিশেষ্য পদ (noun), যার অর্থ অনুকরণ বা নকল। এটি 'mimic' (অনুসরণ করা) ক্রিয়াপদ থেকে এসেছে।
[বইঃ English For Exam]
২৪. বিমে রডের ল্যাপিং কোন জোনে দেওয়া উচিত? [BPSC, EED 2025]
(ক) টেনশন জোন
(খ) কম্প্রেশন জোন
(গ) সাপোর্টের উপর
(ঘ) কোনটিই নয়।
উত্তর: (খ) কম্প্রেশন জোন
ব্যাখ্যাঃ বিমে রডের ল্যাপিং সাধারণত কম্প্রেশন জোনে দেওয়া উচিত, কারণ এই অঞ্চলে রডের উপর টান বল কম থাকে এবং কংক্রিটের সংকোচন শক্তি ল্যাপিংকে আরও শক্তিশালী করে। টেনশন জোনে ল্যাপিং দেওয়া হলে এটি দুর্বল হতে পারে।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
২৫. কাদার আকার .............? [BPSC, EED 2025]
(ক) 0.006mm
(খ) 0.06 mm
(গ) 0.02 mm
(ঘ) 0.002 mm এর নিচে।
উত্তর: (ঘ) 0.002 mm এর নিচে।
ব্যাখ্যাঃ মাটির কণার আকার অনুসারে শ্রেণিবিন্যাসে, কাদার (clay) কণার ব্যাস সাধারণত 0.002 মিমি (2 মাইক্রন) এর চেয়ে ছোট হয়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
২৬. সূত্রানুসারে স্পাইরাল কলাম টাইড কলামের চেয়ে লোড বেশি বহন করে- [BPSC, EED 2025]
(ক) 20%
(খ) 15%
(গ) 25%
(ঘ) 30%
উত্তর: (খ) 15%
ব্যাখ্যাঃ ডিজাইন কোড অনুসারে, স্পাইরাল কলামগুলি টাইড কলামের চেয়ে প্রায় 15% বেশি লোড বহন করতে সক্ষম। কারণ স্পাইরাল রিইনফোর্সমেন্ট কলামকে অতিরিক্ত দৃঢ়তা প্রদান করে।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
২৭. নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কোন শহরে? [BPSC, EED 2025]
(ক) লাহোর
(খ) করাচি
(গ) ঢাকা
(ঘ) কোলকাতা
উত্তর: (গ) ঢাকা
ব্যাখ্যাঃ ১৯০৬ সালের ৩০শে ডিসেম্বর ঢাকায় নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল। ঢাকার নবাব সলিমুল্লাহ এই প্রতিষ্ঠানের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন।
২৮. একটি সিঁড়ির একটি ফ্লাইটের উচ্চতা 1.5m ও রাইজ 15 cm হলে ট্রেডের সংখ্যা [BPSC, EED 2025]
(ক) 10 টি
(খ) 11টি
(গ) 9টি
(ঘ) 12টি
উত্তর: (গ) 9টি
ব্যাখ্যাঃ ট্রেডের সংখ্যা = (ফ্লাইটের উচ্চতা / রাইজ) - 1। এখানে ফ্লাইটের উচ্চতা = 1.5 m = 150 cm এবং রাইজ = 15 cm। তাহলে, রাইজের সংখ্যা = 150/15 = 10টি। ট্রেডের সংখ্যা = রাইজের সংখ্যা - 1 = 10 - 1 = 9টি।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
২৯. 'নদী' শব্দের সমার্থক শব্দ কোনটি? [BPSC, EED 2025]
(ক) কূলবর্তী
(খ) সমীরণ
(গ) পারাবার
(ঘ) দারিকা
উত্তর: (ক) কূলবর্তী
ব্যাখ্যাঃ 'নদী' শব্দের সমার্থক শব্দ হলো 'কূলবর্তী' (যা কূলের কাছে প্রবাহিত হয়)। 'সমীরণ' অর্থ বাতাস, 'পারাবার' অর্থ সমুদ্র বা সাগর এবং 'দারিকা' অর্থ কন্যা।
৩০. Take this medicine and you will..........soon. [BPSC, EED 2025]
(a) come over
(b) come about
(c) come off
(d) come round.
উত্তর: (d) come round.
ব্যাখ্যাঃ 'Come round' Phrasal Verb এর একটি অর্থ হলো সুস্থ হয়ে ওঠা বা জ্ঞান ফিরে পাওয়া। তাই, "Take this medicine and you will come round soon" বাক্যটির অর্থ "এই ওষুধটি গ্রহণ করুন এবং আপনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।"
[বইঃ English For Exam]
৩১. ইটের আকার 20 cm × 10 cm × 10 cm হলে এক ঘনমিটার গাঁথুনীতে ইট লাগে [BPSC, EED 2025]
(ক) 400টি
(খ) 450টি
(গ) 500টি
(ঘ) 550টি
উত্তর: (গ) 500টি
ব্যাখ্যাঃ প্রদত্ত ইটের আকার (20 cm × 10 cm × 10 cm) এর জন্য, একক ইটের আয়তন = 0.20 × 0.10 × 0.10 = 0.002 m³।
মসলা বাদে ১ ঘনমিটার ইটের জন্য ইট লাগে = 1 / 0.002 = 500টি।
মসলাসহ গাঁথুনীর ক্ষেত্রে এই সংখ্যা কিছুটা কম হবে। তবে প্রচলিত গণনা অনুসারে, 1 ঘনমিটার গাঁথুনীতে 500টি ইট ধরা হয়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৩২. Choose the pair which has same relationship of 'Ecstasy: Pleasure'. [BPSC, EED 2025]
(a) Affection: Condemnation
(b) Rage: Anger
(c) Dignify: Humiliate
(d) Hatred: Love.
উত্তর: (b) Rage: Anger
ব্যাখ্যাঃ 'Ecstasy' (পরম আনন্দ) হলো 'Pleasure' (আনন্দ) এর একটি তীব্রতর রূপ বা উচ্চতর মাত্রা। একইভাবে, 'Rage' (উগ্র ক্রোধ) হলো 'Anger' (রাগ) এর একটি তীব্রতর রূপ।
[বইঃ English For Exam]
৩৩. এলিডেড কোন জরিপে ব্যবহৃত হয়? [BPSC, EED 2025]
(ক) শিকল জরিপ
(খ) প্লেন টেবিল জরিপ
(গ) টোটাল স্টেশন
(ঘ) কন্টুরিং
উত্তর: (খ) প্লেন টেবিল জরিপ
ব্যাখ্যাঃ এলিডেড (Alidade) হলো একটি যন্ত্র যা প্লেন টেবিল জরিপে (Plane Table Survey) লক্ষ্যবস্তু নির্ণয় এবং রেখা অঙ্কন করার জন্য ব্যবহৃত হয়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৩৪. 'One Belt One Road' – এটি কোন দেশের প্রস্তাবনা? [BPSC, EED 2025]
(ক) আমেরিকা
(খ) চীন
(গ) ভারত
(ঘ) জার্মানি
উত্তর: (খ) চীন
ব্যাখ্যাঃ 'One Belt One Road' (OBOR), বর্তমানে 'Belt and Road Initiative' (BRI) নামে পরিচিত, চীনের একটি বিশাল বৈশ্বিক অবকাঠামো উন্নয়ন কৌশল।
৩৫. কোন বানানটি শুদ্ধ? [BPSC, EED 2025]
(ক) ইতিপূর্বে
(খ) কর্ণেল
(গ) ঐক্যমত্য
(ঘ) দরিদ্রতা
উত্তর: (ঘ) দরিদ্রতা
ব্যাখ্যাঃ শুদ্ধ বানান - দরিদ্রতা। প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ। দরিদ্রতা শব্দের অর্থ - দৈন্য, অভাব, অনটন, নিঃস্ব, দারিদ্র্য ইত্যাদি।
৩৬. কোনটি তৎপুরুষ সমাসের উদাহরণ? [BPSC, EED 2025]
(ক) তেপান্তর
(খ) নদীমাতৃক
(গ) ছলচাতুরি
(ঘ) মধুমাখা
উত্তর: (ঘ) মধুমাখা
ব্যাখ্যাঃ 'মধুমাখা' (মধু দ্বারা মাখা) একটি তৎপুরুষ সমাসের উদাহরণ, যেখানে পূর্বপদের বিভক্তি (দ্বারা) লুপ্ত হয়েছে এবং পরপদের অর্থ প্রধান। 'তেপান্তর' দ্বিগু সমাস, 'নদীমাতৃক' বহুব্রীহি সমাস এবং 'ছলচাতুরি' দ্বন্দ্ব সমাস।
৩৭. কোন ত্রিমাত্রিক বস্তুর আইসোমেটিক ভিউ অংকনের জন্য অনুভূমিক কোণ কত? [BPSC, EED 2025]
(ক) 45°
(খ) 60°
(গ) 90°
(ঘ) 30°
উত্তর: (ঘ) 30°
ব্যাখ্যাঃ একটি ত্রিমাত্রিক বস্তুর আইসোমেট্রিক ভিউ অঙ্কনের জন্য, অনুভূমিক রেখার সাথে দুটি প্রধান অক্ষের কোণ 30° হয়। তৃতীয় অক্ষটি উল্লম্বভাবে থাকে।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৩৮. 'কী সুন্দর ফুল!' এখানে 'কী' কোন পদকে নির্দেশ করে? [BPSC, EED 2025]
(ক) বিশেষ্য
(খ) বিশেষণ
(গ) সর্বনাম
(ঘ) অব্যয়
উত্তর: (ঘ) অব্যয়
ব্যাখ্যাঃ এই ধরনের বিস্ময়সূচক বাক্যে 'কী' শব্দটি সাধারণত অব্যয় পদ হিসেবে ব্যবহৃত হয়, যা আবেগ বা বিস্ময় প্রকাশ করে। এটি কোনো বিশেষ্য, বিশেষণ বা সর্বনামকে নির্দেশ করে না, বরং বাক্যের অর্থকে আরও জোরদার করে।
৩৯. Reforms are essential ..........the objections from different quarters. [BPSC, EED 2025]
(a) instead of
(b) inspite
(c) despite
(d) despite of.
উত্তর: (c) despite
ব্যাখ্যাঃ 'Despite' এবং 'in spite of' দুটিই 'সত্ত্বেও' অর্থ প্রকাশ করে, কিন্তু 'despite' এর পরে কোনো 'of' বসে না। 'Inspite' একটি ভুল শব্দ, এটি 'in spite of' হবে। তাই সঠিক উত্তর 'despite'।
[বইঃ English For Exam]
৪০. 'উজবুক' শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? [BPSC, EED 2025]
(ক) পর্তুগিজ
(খ) ফারসি
(গ) তুর্কি
(ঘ) হিন্দি
উত্তর: (গ) তুর্কি
ব্যাখ্যাঃ 'উজবুক' শব্দটি তুর্কি ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে, যার অর্থ মূর্খ বা নির্বোধ।
৪১. প্রথম ডিজিটাল মুদ্রার নাম কি? [BPSC, EED 2025]
ক) লিব্রা
খ) আরের
গ) বিট কয়েন
ঘ) পেসো
উত্তর: গ) বিট কয়েন
ব্যাখ্যা: বিট কয়েন (Bitcoin) হলো বিশ্বের প্রথম সফল বিকেন্দ্রীভূত ডিজিটাল মুদ্রা, যা ২০০৯ সালে সাতোশি নাকামোতো ছদ্মনামে পরিচিত একজন ব্যক্তি বা গোষ্ঠী দ্বারা তৈরি হয়েছিল।
৪২. সম্পূর্ণ শুকনো মাটির degree of saturation ......? [BPSC, EED 2025]
ক) 0.00
খ) 0.50
গ) 1.00
ঘ) 1.50
উত্তর: গ) 1.00
ব্যাখ্যা: Degree of saturation (S) হলো মাটির রন্ধ্রে থাকা পানির আয়তনের সাথে মোট রন্ধ্র আয়তনের অনুপাত। সম্পূর্ণ শুকনো মাটিতে কোনো পানি থাকে না, তাই পানির আয়তন শূন্য হয় এবং S এর মান 1.00 হয়।
৪[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৩. এক প্রান্ত আবন্ধ ও অন্য প্রান্ত মুক্ত কলামের সমতুল্য দৈর্ঘ্য 6 m হলে প্রকৃত দৈর্ঘ্য কত? [BPSC, EED 2025]
ক) 3m
খ) 4 m
গ) 5 m
ঘ) 6 m
উত্তর: ক) 3m
ব্যাখ্যা: এক প্রান্ত আবন্ধ ও অন্য প্রান্ত মুক্ত কলামের জন্য সমতুল্য দৈর্ঘ্য (Le) = 2L, যেখানে L হলো প্রকৃত দৈর্ঘ্য।
যদি Le = 6m হয়, তবে 2L = 6m, অর্থাৎ L = 3m।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৪৪. প্রাচীন কালে 'সমতট' বলতে বাংলাদেশের কোন অংশকে বুঝানো হতো? [BPSC, EED 2025]
ক) ঢাকা ও দিনাজপুর অঞ্চল
খ) কুমিল্লা ও নোয়াখালি অঞ্চল
গ) ঢাকা ও ময়মনসিংহ অঞ্চল
ঘ) কিশোরগঞ্জ ও নেত্রকোনা অঞ্চল
উত্তর: খ) কুমিল্লা ও নোয়াখালি অঞ্চল
ব্যাখ্যা: প্রাচীন বাংলার একটি জনপদ ছিল সমতট। এটি মূলত বর্তমান বাংলাদেশের কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল এবং ত্রিপুরার কিছু অংশ নিয়ে গঠিত ছিল।
৪৫. 'নবান্ন' নাটকের রচয়িতা কে? [BPSC, EED 2025]
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) বিজন ভট্টাচার্য
গ) সেলিম আল দীন
ঘ) আবদুল্লাহ আল মামুন
উত্তর: খ) বিজন ভট্টাচার্য
ব্যাখ্যা: 'নবান্ন' নাটকটি ১৯৪৪ সালে বিজন ভট্টাচার্য রচনা করেন। এটি বাংলার মন্বন্তর এবং তার ফলে সৃষ্ট সামাজিক বিপর্যয় নিয়ে লেখা একটি বিখ্যাত নাটক।
৪৬. ACI কোড অনুযায়ী রডের সর্বোচ্চ ব্যবধান স্ল্যাবের পুরুত্বের কতগুণ এর বেশি হবে না? [BPSC, EED 2025]
ক) 5 গুণ
খ) 3 গুণ
গ) 2 গুণ
ঘ) 10 গুণ
উত্তর: ক) 5 গুণ
ব্যাখ্যা: ACI কোড অনুযায়ী, স্ল্যাবের প্রধান রডের সর্বোচ্চ ব্যবধান স্ল্যাবের পুরুত্বের 5 গুণ বা 450 মিমি (18 ইঞ্চি) এর বেশি হবে না, যেটি কম।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৪৭. হাইফা কোন দেশের সমুদ্র বন্দর? [BPSC, EED 2025]
ক) সিরিয়া
খ) ইরান
গ) মিশর
ঘ) ইসরাইল
উত্তর: ঘ) ইসরাইল
ব্যাখ্যা: হাইফা হলো ইসরাইলের তৃতীয় বৃহত্তম শহর এবং দেশটির অন্যতম প্রধান সমুদ্র বন্দর। এটি ভূমধ্যসাগরের উপকূলে অবস্থিত।
৪৮. 'ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি'- উক্তিটি কার? [BPSC, EED 2025]
ক) জীবনানন্দ দাশ
খ) রফিক আজাদ
গ) সুকান্ত ভট্টাচার্য
ঘ) সুভাষ মুখোপাধ্যায়
উত্তর: গ) সুকান্ত ভট্টাচার্য
ব্যাখ্যা: ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি'- উক্তিটি কবি সুকান্ত ভট্টাচার্য এর “ছাড়পত্র” কবিতা থেকে নেওয়া।
৪৯. A ও B দুটি বিন্দুর স্টাফ পাঠ যথাক্রমে 1.4 m ও 1.6 m হলে নিচু বিন্দু কোনটি? [BPSC, EED 2025]
ক) A
খ) B
গ) উভয় সমান
ঘ) A ও B দুটিই
উত্তর: খ) B
ব্যাখ্যা: লেভেলিং-এ স্টাফ পাঠ যত কম হয়, বিন্দুটি তত উঁচু হয় এবং স্টাফ পাঠ যত বেশি হয়, বিন্দুটি তত নিচু হয়। এখানে A বিন্দুর পাঠ 1.4 m এবং B বিন্দুর পাঠ 1.6 m। যেহেতু B বিন্দুর পাঠ বেশি, তাই B বিন্দু A বিন্দুর চেয়ে নিচু। অর্থাৎ, A বিন্দু উঁচু এবং B বিন্দু নিচু।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৫০. একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য 3 km, 4 km ও 5 km. ত্রিভুজটির ক্ষেত্রফল কত? [BPSC, EED 2025]
ক) 12 km2
খ) 20 km2
গ) 15 km2
ঘ) 6 km²
উত্তর: ঘ) 6 km²
ব্যাখ্যা: 3, 4, 5 হলো পিথাগোরিয়ান প্যার্টান, যা একটি সমকোণী ত্রিভুজের বাহু নির্দেশ করে। অর্থাৎ, 3² + 4² = 9 + 16 = 25 = 5²।
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল = (1/2) × ভূমি × উচ্চতা = (1/2) × 3 × 4 = 6 km²।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৫১. কোন কংক্রিট ঢালাইয়ের অনুপাত 1:2:4 হলে 4 কি নির্দেশ করে? [BPSC, EED 2025]
ক) বাইন্ডিং ম্যাটেরিয়ালস
খ) ফাইন ম্যাটেরিয়্যালস
গ) কোর্স এগ্রিগ্রেট
ঘ) পানি
উত্তর: গ) কোর্স এগ্রিগ্রেট
ব্যাখ্যা: কংক্রিট মিশ্রণের অনুপাত (যেমন 1:2:4) যথাক্রমে সিমেন্ট, বালি (ফাইন এগ্রিগেট) এবং খোয়া/পাথর (কোর্স এগ্রিগেট) এর আয়তনিক অনুপাত নির্দেশ করে। এখানে 4 হলো কোর্স এগ্রিগেট (খোয়া বা পাথর)।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৫২. মাটি well graded হবে যখন Cc এর মান............? [BPSC, EED 2025]
ক) 1 হতে 2
খ) হতে 3
গ) 4 হতে 6
ঘ) 3 হতে 4
উত্তর: খ) 1 হতে 3
ব্যাখ্যা: মৃত্তিকা যান্ত্রিক বিশ্লেষণে (Soil Mechanics) একটি মাটি well graded (সু-শ্রেণীবদ্ধ) ধরা হয় যখন Uniformity Coefficient (Cu) এবং Coefficient of Curvature (Cc) নির্দিষ্ট মানদণ্ড পূরণ করে। বালির জন্য Cu > 6 এবং 1 < Cc < 3; কাদার জন্য Cu > 4 এবং 1 < Cc < 3।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৫৩. Choose the correct spelling. [BPSC, EED 2025]
a) Hetarogeneous
b) Heterogenious
c) Heterogeneous
d) Haterogeneous.
উত্তর: c) Heterogeneous
ব্যাখ্যা: 'Heterogeneous' শব্দটি সঠিক বানান। এর অর্থ হলো ভিন্নজাতীয় বা অসমসত্ত্ব।
[বইঃ English For Exam]
৫৪. সংবিধানের কোন ধারাতে জরুরি অবস্থা জারির বিধান রয়েছে? [BPSC, EED 2025]
ক) ১৩১ ক
খ) ১৩২ ক
গ) ১৪১ ক
ঘ) ১৪২ ক
উত্তর: গ) ১৪১ ক
ব্যাখ্যা: বাংলাদেশের সংবিধানের ১৪১ক অনুচ্ছেদে যুদ্ধ, বহিরাক্রমণ, অভ্যন্তরীণ গোলযোগ বা অর্থনৈতিক সংকটের কারণে জরুরি অবস্থা ঘোষণার বিধান রয়েছে।
৫৫. একটি মাটির অনুমোদনযোগ্য ভারবহন ক্ষমতা উক্ত মাটির ফ্যাক্টর অব সেফটির ৩ এর সমান হলে চরম ভারবহন ক্ষমতা কৃত? [BPSC, EED 2025]
(ক) 9 ton/m²
(খ) 3 ton/m²
(গ) 5 ton/m²
(ঘ) 6 ton/m²
উত্তর: (ক) 9 ton/m²
ব্যাখ্যা: অনুমোদনযোগ্য ভারবহন ক্ষমতা = (চরম ভারবহন ক্ষমতা ÷ FOS)।
অতএব, চরম ভারবহন ক্ষমতা = অনুমোদনযোগ্য ভারবহন ক্ষমতা × FOS = 3 × 3 = 9 ton/m²।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৫৬. আল-জাজিরার স্যাটেলাইট টেলিভিশনের প্রধান সম্প্রচার কেন্দ্র কোন দেশে অবস্থিত? [BPSC, EED 2025]
ক) কুয়েত
খ) ওমান
গ) কাতার
ঘ) ইরান
উত্তর: গ) কাতার
ব্যাখ্যা: আল-জাজিরা (Al Jazeera) হলো একটি কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম, যার প্রধান কার্যালয় কাতারের দোহায় অবস্থিত।
৫৭. SPT এর পরিমাণ বেশি হলে সেই মাটির ভারবহন ক্ষমতা- [BPSC, EED 2025]
ক) কম
খ) বেশি
গ) মাঝামাঝি
ঘ) কোনটিই নয়
উত্তর: খ) বেশি
ব্যাখ্যা: SPT (Standard Penetration Test) এর 'N' মান যত বেশি হয়, মাটি তত বেশি ঘন বা শক্ত হয়। এর অর্থ হলো মাটির ভারবহন ক্ষমতা তত বেশি।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৫৮. Porosity (n) এর মান......... [BPSC, EED 2025]
ক) VwV
খ) VvV
গ) VvVs
ঘ) VvV
উত্তর: খ) VvV
ব্যাখ্যা: Porosity (n) হলো মাটির মোট আয়তনে শূন্যস্থানের (voids) আয়তনের অনুপাত।
n =VvV, যেখানে Vv
হলো শূন্যস্থানের আয়তন এবং V হলো মাটির মোট আয়তন।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৫৯. ফুটিং ডিজানের ক্ষেত্রে ফুটিং এর নিজস্ব ওজন আরোপিত লোডের সর্বোচ্চ ধরা হয় ? [BPSC, EED 2025]
ক) 1%
খ) 5%
গ) 10%
ঘ) 12%
উত্তর: গ) 10%
ব্যাখ্যা: ফুটিং ডিজাইনের সময় সাধারণত ফুটিং-এর নিজস্ব ওজন আরোপিত কলাম লোডের 5% থেকে 10% ধরা হয়। 10% ধরা হলে এটি একটি নিরাপদ অনুমান।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৬০. He was absent............. the introductory meeting. [BPSC, EED 2025]
a) in
b) from
c) away
d) on.
উত্তর: b) from
ব্যাখ্যা: 'Absent from' একটি সঠিক বাগধারা যার অর্থ কোনো স্থান বা ঘটনা থেকে অনুপস্থিত থাকা।
[বইঃ English For Exam]
৬১. ইরানের আইন সভার নাম কি? [BPSC, EED 2025]
ক) মজলিস
খ) সুরা
গ) কংগ্রেস
ঘ) নেসেট
উত্তর: ক) মজলিস
ব্যাখ্যা: ইরানের আইন সভার আনুষ্ঠানিক নাম হলো 'মজলিস-ই শূরা-ই ইসলামি' বা ইসলামিক পরামর্শক পরিষদ, যা সাধারণত মজলিস নামেই পরিচিত।
৬২. Choose the correct sentence. [BPSC, EED 2025]
a) Man poses but God disposes.
b) Man propose but God dispose.
c) Man proposes but God dispropose.
d) Man proposes but God disposes.
উত্তর: d) Man proposes but God disposes.
ব্যাখ্যা: এটি একটি প্রবাদ বাক্য। এখানে 'man' এবং 'God' উভয়ই তৃতীয় পুরুষ একবচন, তাই ক্রিয়াপদের সাথে 's' যুক্ত হবে।
[বইঃ English For Exam]
৬৩. কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ? [BPSC, EED 2025]
ক) সধবা
খ) মা
গ) গীতিকা
ঘ) প্রথমা
উত্তর: ক) সধবা
ব্যাখ্যা: নিত্য স্ত্রীবাচক শব্দ হলো সেগুলো যেগুলোর কোনো পুরুষবাচক রূপ নেই বা পুরুষবাচক রূপ ব্যবহৃত হয় না। 'সধবা' শব্দটি সবসময় নারীকেই বোঝায়।
৬৪. 'দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে?' এই বাক্যে 'বিনা' শব্দের ব্যাকরণিক শ্রেণি কোনটি? [BPSC, EED 2025]
ক) বিশেষ্য
খ) সর্বনাম
গ) অনুসর্গ
ঘ) যোজক
উত্তর: গ) অনুসর্গ
ব্যাখ্যা: 'বিনা' শব্দটি এখানে একটি অনুসর্গ, যা বিশেষ্য বা সর্বনামের পরে বসে বিভক্তির মতো কাজ করে এবং বাক্যের অর্থ স্পষ্ট করে। এটি 'ছাড়া' বা 'ব্যতীত' অর্থে ব্যবহৃত হয়েছে।
৬৫. ছাদের তলদেশের প্লাস্টারের ক্ষেত্রে সিমেন্ট বালির কোন অনুপাতটি সর্বাধিক গ্রহণযোগ্য? [BPSC, EED 2025]
ক) 1:6
খ) 1:4
গ) 1:7
ঘ) কোনটিই নয়
উত্তর: ক) 1:6
ব্যাখ্যা: ছাদের তলদেশের প্লাস্টারের জন্য সাধারণত 1:6 অনুপাতের সিমেন্ট-বালির মিশ্রণ ব্যবহার করা হয়। এই অনুপাতটি উপযুক্ত শক্তি এবং মসৃণতা প্রদান করে।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৬৬. 'সন্দেশ' কোন শ্রেণির শব্দ? [BPSC, EED 2025]
ক) দেশি
খ) যৌগিক
গ) রূঢ়ি
ঘ) যোগরূঢ়
উত্তর: গ) রূঢ়ি
ব্যাখ্যা: রূঢ়ি শব্দ হলো যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ ভিন্ন হয়। 'সন্দেশ' শব্দের ব্যুৎপত্তিগত অর্থ 'সংবাদ' হলেও, এটি সাধারণত এক প্রকার মিষ্টি বোঝাতে ব্যবহৃত হয়।
৬৭. 3.5m × 4.5m একটি ছাদের ন্যূনতম পুরুত্ব? [BPSC, EED 2025]
ক) 8.88 cm
খ) 9 cm
গ) 10 cm
ঘ) 12 cm
উত্তর: ক) 8.88 cm
ব্যাখ্যা: নূন্যতম পুরুত্ব = 2(L+B)180 = 2(350+450)180=8.88cm
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৬৮. বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি? [BPSC, EED 2025]
ক) কয়লা
খ) প্রাকৃতিক গ্যাস
গ) চুনাপাথর
ঘ) তেল
উত্তর: খ) প্রাকৃতিক গ্যাস
ব্যাখ্যা: প্রাকৃতিক গ্যাস বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ। দেশের বিদ্যুৎ উৎপাদন, সার উৎপাদন, শিল্প ও গৃহস্থালীর কাজে এর ব্যাপক ব্যবহার রয়েছে।
৬৯. বাংলা ভাষার কোন সাহিত্যকর্মে সান্ধ্যভাষার প্রয়োগ আছে? [BPSC, EED 2025]
ক) চর্যাপদ
খ) মঙ্গলকাব্য
গ) বৈষ্ণব পদাবলী
ঘ) খনার বচন
উত্তর: ক) চর্যাপদ
ব্যাখ্যা: চর্যাপদ হলো বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন। এর ভাষা সান্ধ্যভাষা বা আলো-আঁধারির ভাষা নামে পরিচিত, যেখানে সরাসরি অর্থের পাশাপাশি গভীর ও রূপক অর্থও বিদ্যমান।
৭০. কোন তরল প্রবাহীর পাইপের ব্যাস বৃদ্ধিতে তরলের বেগের মাত্রা- [BPSC, EED 2025]
ক) বৃদ্ধি পায়
খ) সমান থাকে
গ) হ্রাস পায়
ঘ) কোনটিই নয়
উত্তর: গ) হ্রাস পায়
ব্যাখ্যা: তরল প্রবাহের নিরবচ্ছিন্নতার সূত্র (Continuity Equation) অনুযায়ী, একটি পাইপের মধ্য দিয়ে প্রবাহিত তরলের আয়তনিক প্রবাহ হার স্থির থাকে। পাইপের ব্যাস বাড়লে তার ক্ষেত্রফল বাড়ে, ফলে তরলের বেগ হ্রাস পায়। (A1V1 = A2V2)
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৭১. USD পদ্ধতিতে ডিজাইন লোডের জন্য DL কে গুণ করা হয় কোন সংখ্যা দিয়ে? [BPSC, EED 2025]
ক) 2.1
খ) 3.4
গ) 1.4
ঘ) 1.3
উত্তর: গ) 1.4
ব্যাখ্যা: USD (Ultimate Strength Design) বা LRFD (Load and Resistance Factor Design) পদ্ধতিতে ডেড লোড (DL) কে সাধারণত 1.2 বা 1.4 এর মতো ফ্যাক্টর দিয়ে গুণ করা হয় লোডের নিরাপত্তা বাড়ানোর জন্য। ACI কোড অনুযায়ী সাধারণত ডেড লোডের জন্য 1.2 এবং লাইভ লোডের জন্য 1.6 ফ্যাক্টর ব্যবহার করা হয়। তবে, কিছু কোডে শুধুমাত্র ডেড লোডের জন্য 1.4 ব্যবহার করা হয়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৭২. Auto CAD এ কোন Object কত স্কেলে অংকন করা হয়? [BPSC, EED 2025]
ক) ১:১০০
খ) ১:৫০
গ) ১:১০০০
ঘ) ১:১
উত্তর: ঘ) ১:১
ব্যাখ্যা: অটোক্যাডে ডিজাইন করার সময় সাধারণত ১:১ স্কেলে অঙ্কন করা হয়। পরে যখন প্রিন্ট করা হয়, তখন কাগজ ও ড্রইং এর আকার অনুযায়ী স্কেল নির্বাচন করা হয়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৭৩. বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস কি? [BPSC, EED 2025]
ক) কর রাজস্ব
খ) রেমিট্যান্স
গ) বৈদেশিক বাণিজ্য
ঘ) পোশাক শিল্প
উত্তর: ক) কর রাজস্ব
ব্যাখ্যা: বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস হলো কর রাজস্ব, যার মধ্যে আয়কর, মূল্য সংযোজন কর (ভ্যাট), আমদানি শুল্ক ইত্যাদি অন্তর্ভুক্ত।
৭৪. শিকল জরিপে অফসেট নির্ণয়ের জন্য ব্যবহৃত যন্ত্রটি হলো- [BPSC, EED 2025]
ক) রেঞ্জিং রড
খ) ফিতা
গ) অপটিক্যাল স্কয়ার
ঘ) অ্যারো
উত্তর: গ) অপটিক্যাল স্কয়ার
ব্যাখ্যা: শিকল জরিপে অফসেট (মূল জরিপ রেখা থেকে কোনো বস্তুর লম্ব দূরত্ব) নির্ণয়ের জন্য অপটিক্যাল স্কয়ার যন্ত্রটি ব্যবহৃত হয়, যা ৯০ ডিগ্রি কোণ তৈরিতে সাহায্য করে। ফিতা অফসেট পরিমাপের জন্য ব্যবহৃত হয়, কিন্তু অফসেট সেট করতে অপটিক্যাল স্কয়ার লাগে।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৭৫. একটি উড়োজাহাজের ওজন 100√2 ton যা রানওয়েকে 45° কোণে স্পর্শ করে। রানওয়ের উলম্ব প্রতিক্রিয়া কত টন? [BPSC, EED 2025]
ক) 200
খ) 300
গ) 400
ঘ) 100
উত্তর: ঘ) 100
ব্যাখ্যা: উড়োজাহাজের ওজন (W) = 100√2 ton।
রানওয়ের সাথে কোণ (θ) = 45°।
উলম্ব প্রতিক্রিয়া (Vertical Reaction) = W × sin(θ) = 100√2 × sin(45°) = 100√2 × (1/√2) = 100 ton।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৭৬. L. স্প্যান ও w kg/m লোড বহনকারী কোন বিমের মোমেন্ট সর্বাধিক? [BPSC, EED 2025]
ক) সিম্পল সাপোর্ট
খ) কন্টিনিউয়াস
গ) ক্যান্টিলিভার
ঘ) সেমি কন্টিনিউয়াস
উত্তর: গ) ক্যান্টিলিভার
ব্যাখ্যা: একই লোড এবং স্প্যান দৈর্ঘ্যের ক্ষেত্রে, ক্যান্টিলিভার বিমের মোমেন্ট (WL²/2) সিম্পল সাপোর্ট বিম (WL²/8), কন্টিনিউয়াস বা সেমি-কন্টিনিউয়াস বিমের তুলনায় সর্বাধিক হয়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৭৭. একটি স্কুল বারান্দার প্রস্থ 1.8 m। স্ল্যাবটির ন্যূনতম পুরুত্ব কত? [BPSC, EED 2025]
ক) 9 cm
খ) 10 cm
গ) 12 cm
ঘ) 15 cm
উত্তর: ঘ) 15 cm
ব্যাখ্যা: স্ল্যাবের ন্যূনতম পুরুত্ব সাধারণত তার স্প্যানের উপর নির্ভর করে। 1.8 m স্প্যানের জন্য, যদি এটি একটি একমুখী স্ল্যাব হয় এবং লাইভ লোড বেশি থাকে (যেমন বারান্দা), তাহলে 12 সেমি বা এর বেশি পুরুত্ব নিরাপদ। ACI কোড অনুযায়ী, ক্যান্টিলিভার স্ল্যাবের পুরুত্ব L/12 = 15cm
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৭৮. সংবিধানের কোন সংশোধনীতে বাকশাল প্রতিষ্ঠা করা হয়? [BPSC, EED 2025]
ক) ৩য়
খ) ৪র্থ
গ) ৫ম
ঘ) ১০ম
উত্তর: খ) ৪র্থ
ব্যাখ্যা: বাংলাদেশের সংবিধানের চতুর্থ সংশোধনী ১৯৭৫ সালে প্রণীত হয়, যার মাধ্যমে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয় এবং বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ (বাকশাল) প্রতিষ্ঠা করা হয়।
৭৯. তারল্য সীমা নির্ণয়ের জন্য আঘাতের সংখ্যা লাগে [BPSC, EED 2025]
ক) ২০টি
খ) ২৫টি
গ) ৩০টি
ঘ) ৩৫টি
উত্তর: খ) ২৫টি
ব্যাখ্যা: মৃত্তিকা যান্ত্রিক বিশ্লেষণে (Soil Mechanics) ক্যাসাগ্রান্ডে যন্ত্র ব্যবহার করে তারল্য সীমা (Liquid Limit) নির্ণয়ের জন্য সাধারণত ২৫টি আঘাতের সংখ্যাকে আদর্শ ধরা হয়।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৮০. As the sun....... I decided to go out. [BPSC, EED 2025]
a) shines
b) has shone
c) was shining
d) shone.
উত্তর: c) was shining
ব্যাখ্যা: বাক্যটিতে অতীতে একটি চলমান ঘটনা বর্ণনা করা হচ্ছে ('the sun was shining') যার ফলস্বরূপ আরেকটি ঘটনা ঘটেছে ('I decided to go out')। তাই Past Continuous Tense (was shining) এখানে সবচেয়ে উপযুক্ত।
[বইঃ English For Exam]
৮১. ক্যান্টিলিভার বিমে সর্বোচ্চ লোড কোথায় হয়? [BPSC, EED 2025]
ক) সাপোর্টে
খ) মুক্তপ্রান্ত
গ) মাঝে
ঘ) লোডের নিচে
উত্তর ক) : সাপোর্টে
ব্যাখ্যা: ক্যান্টিলিভার বিমে সর্বোচ্চ মোমেন্ট এবং (Shear force) বিমটির ফিক্সড সাপোর্ট অংশে উৎপন্ন হয়, যেখানে এটি দেয়ালের সাথে সংযুক্ত থাকে।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৮২. একটি সাধারণভাবে স্থাপিত বিমে w Kg/m লোড সমভাবে বিস্তৃত আছে। সর্বোচ্চ মোমেন্ট কত? [BPSC, EED 2025]
ক) wL4
খ) wL6
গ) wL38
ঘ) wL28
উত্তর: ঘ) wL28
ব্যাখ্যা: একটি সিম্পলি সাপোর্টেড বিমে (সাধারণভাবে স্থাপিত বিম) যদি w Kg/m লোড সমভাবে বিস্তৃত থাকে, তবে বিমের মাঝখানে সর্বোচ্চ মোমেন্ট হয় এবং এর মান wL28
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৮৩. 'দুরাত্মা' শব্দের সন্ধি বিচ্ছেদ কী? [BPSC, EED 2025]
ক) দূর আত্মা
খ) দুর আত্মা
গ) দুহঃ আত্মা
ঘ) দুঃ+ আত্মা
উত্তর: ঘ) দুঃ+ আত্মা
ব্যাখ্যা: 'দুরাত্মা' একটি বিসর্গ সন্ধির উদাহরণ। বিসর্গ (ঃ) এর পর স্বরধ্বনি থাকলে বিসর্গ 'র' তে রূপান্তরিত হয়। এখানে দুঃ + আত্মা = দুরাত্মা।
৮৪. নিম্নের কোন দেশটি বানানা রিপাবলিক এর উদাহরণ? [BPSC, EED 2025]
ক) ব্রাজিল
খ) বাংলাদেশ
গ) বতসোয়ানা
ঘ) বেলজিয়াম
উত্তর: ক) ব্রাজিল
ব্যাখ্যা: 'বানানা রিপাবলিক' একটি রাজনৈতিক শব্দগুচ্ছ যা এমন একটি দেশকে বোঝায় যেখানে রাজনীতিতে দুর্নীতি ও অস্থিতিশীলতা প্রবল এবং অর্থনীতিতে একটি একক কৃষি পণ্য (যেমন কলা) এর উপর নির্ভরশীল। ল্যাটিন আমেরিকার অনেক দেশ, যেমন ব্রাজিল, অতীতে এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়েছিল।
৮৫. বিডা (BIDA) কি? [BPSC, EED 2025]
ক) বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ
খ) জনসংখ্যা নীতি প্রণয়নকারী সংস্থা
গ) কৃষি গবেষণা প্রতিষ্ঠান
ঘ) শিক্ষা পরিকল্পনা প্রণয়ন কমিটি
উত্তর: ক) বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ
ব্যাখ্যা: বিডা (BIDA) এর পূর্ণরূপ হলো বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (Bangladesh Investment Development Authority)। এটি বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি ও সহজীকরণের জন্য গঠিত একটি সরকারি সংস্থা।
৮৬. ACI কোড অনুযায়ী ডিফর্ম বারের ক্ষেত্রে তাপীয় রডের ন্যূনতম পরিমাণ হবে- [BPSC, EED 2025]
ক) 0.002 bt
খ) 0.002 b
গ) 0.0025 bt
ঘ) 0.0025 t
উত্তর: ক) 0.002 bt
ব্যাখ্যা: ACI কোড অনুযায়ী, স্ল্যাবের তাপীয় ও সংকোচন (Temperature and Shrinkage) রডের ন্যূনতম পরিমাণ ডিফর্ম বারের ক্ষেত্রে 0.0018bt বা 0.002bt হয়ে থাকে, যেখানে b হলো স্ল্যাবের প্রস্থ এবং t হলো স্ল্যাবের পুরুত্ব। 0.002bt একটি সাধারণ নিরাপদ মান।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৮৭. Transform the sentence into negative without changing its meaning, "She always tells the truth." [BPSC, EED 2025]
(a) She never tells the truth.
(b) She does not ever tell the truth.
(c) She never tells a lie.
(d) She always tells a lie.
উত্তর: (c) She never tells a lie.
ব্যাখ্যা: বাক্যটির অর্থ পরিবর্তন না করে নেতিবাচক করতে হলে 'always' এর বিপরীত 'never' এবং 'tells the truth' এর বিপরীত 'tells a lie' ব্যবহার করতে হবে।
[বইঃ English For Exam]
৮৮. কোন সমাসের সমস্যমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য কোনো অর্থ বোঝায়? [BPSC, EED 2025]
ক) তৎপুরুষ সমাস
খ) বহুব্রীহি সমাস
গ) অব্যয়ীভাব সমাস
ঘ) কর্মধারয় সমাস
উত্তর: খ) বহুব্রীহি সমাস
ব্যাখ্যা: বহুব্রীহি সমাসে সমস্যমান পদগুলোর কোনোটির অর্থ প্রধান না হয়ে, সমাসবদ্ধ পদটি সম্পূর্ণ ভিন্ন কোনো একটি অর্থ প্রকাশ করে। যেমন: 'দশ আনন যার' = দশানন (রাবণ)।
৮৯. Which of the following is a homophone of the word 'won'? [BPSC, EED 2025]
(a) own
(b) wan
(c) known
(d) one.
উত্তর: (d) one.
ব্যাখ্যা: Homophones হলো এমন শব্দ যাদের উচ্চারণ একই কিন্তু বানান এবং অর্থ ভিন্ন। 'won' এবং 'one' এর উচ্চারণ একই।
[বইঃ English For Exam]
৯০. 'হাতি' শব্দের বহুবচন কোনটি? [BPSC, EED 2025]
ক) হস্তিসকল
খ) হস্তিযূথ
গ) হস্তিবর্গ
ঘ) হস্তিসব
উত্তর: খ) হস্তিযূথ
ব্যাখ্যা: 'হস্তিযূথ' হলো হাতিদের দলকে বোঝানোর জন্য ব্যবহৃত একটি সমষ্টিবাচক শব্দ, যা 'হাতি' শব্দের বহুবচন হিসেবে ব্যবহৃত হয়।
৯১. কোন বানানটি শুদ্ধ? [BPSC, EED 2025]
ক) মুমুর্ষু
খ) শিরোচ্ছেদ
গ) মুহুর্ত
ঘ) স্বায়ত্তশাসন
উত্তর: ঘ) স্বায়ত্তশাসন
ব্যাখ্যা: প্রদত্ত বিকল্পগুলির মধ্যে 'স্বায়ত্তশাসন' বানানটি শুদ্ধ। অন্যান্য বানানগুলোর সঠিক রূপ হলো: মুমূর্ষু, শিরশ্ছেদ, মুহূর্ত।
৯২. রাজা রামমোহন রায় সম্পাদিত পত্রিকার নাম কী? [BPSC, EED 2025]
ক) সম্বাদ কৌমুদী
খ) সমাচার দর্পন
গ) বেঙ্গল গেজেট
ঘ) সংবাদ প্রভাকর
উত্তর: ক) সম্বাদ কৌমুদী
ব্যাখ্যা: রাজা রামমোহন রায় ১৮২১ সালে 'সংবাদ কৌমুদী' নামক সাপ্তাহিক পত্রিকাটি সম্পাদনা ও প্রকাশ করেন, যা বাংলা সাংবাদিকতার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
৯৩. সংখ্যানুপাতে টাইড কলাম ও স্পাইরাল কলামের রডের সর্বনিম্ন পার্থক্য কত? [BPSC, EED 2025]
ক) ২টি
খ) ১টি
গ) ৪টি
ঘ) ১টি
উত্তর: ক) ২টি
ব্যাখ্যা: টাইড কলামে সাধারণত ৪টি প্রধান রড সর্বনিম্ন ব্যবহার করা হয়। স্পাইরাল কলামে সর্বনিম্ন ৬টি রড ব্যবহার করা হয়। তাই টাইড কলাম ও স্পাইরাল কলামের রডের সর্বনিম্ন পার্থক্য 6 - 4 = 2টি।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৯৪. নিচের কোনটি প্রত্যয় সাধিত শব্দ? [BPSC, EED 2025]
ক) বচনামৃত
খ) জন্মান্তর
গ) কদাকার
ঘ) ঘটকালি
উত্তর: ঘ) ঘটকালি
ব্যাখ্যা: 'ঘটকালি' শব্দটি 'ঘটক' শব্দের সাথে 'আলি' প্রত্যয় যোগ করে গঠিত হয়েছে। অন্যান্য শব্দগুলো সন্ধি বা উপসর্গ দ্বারা গঠিত।
৯৫. Which of the following sentences is correct? [BPSC, EED 2025]
(a) They got off their horses.
(b) They got off from their horses.
(c) They got down from their horses.
(d) They got down of their horses.
উত্তর: (a) They got off their horses.
ব্যাখ্যা: 'Get off' মানে কোনো যানবাহন বা পশুর পিঠ থেকে নামা। এটি সবচেয়ে উপযুক্ত এবং ব্যাকরণগতভাবে সঠিক বাক্য।
[বইঃ English For Exam]
৯৬. কোন নমুনার ভিজা মাটির ওজন 20 kg ও শুকনো মাটির ওজন 15 kg হলে water constant কত? [BPSC, EED 2025]
ক) 1.33%
খ) 133%
গ) 33.33%
ঘ) 3.33%
উত্তর: গ) 33.33%
ব্যাখ্যা: Water content (w) = (ওজন অফ ওয়াটার / ওজন অফ সলিড) × 100%
ওজন অফ ওয়াটার = ভিজা মাটির ওজন - শুকনো মাটির ওজন = 20 kg - 15 kg = 5 kg।
শুকনো মাটির ওজন (ওজন অফ সলিড) = 15 kg।
Water content = (5 / 15) × 100% = (1/3) × 100% = 33.33%।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৯৭. একটি রেখার সম্মুখ বিয়ারিং 45° হলে পশ্চাৎ বিয়ারিং হবে- [BPSC, EED 2025]
ক) 150°
খ) 180°
গ) 45°
ঘ) 225°
উত্তর: ঘ) 225°
ব্যাখ্যা: যদি সম্মুখ বিয়ারিং (Fore Bearing) 180° এর কম হয়, তাহলে পশ্চাৎ বিয়ারিং (Back Bearing) = সম্মুখ বিয়ারিং + 180°।
পশ্চাৎ বিয়ারিং = 45° + 180° = 225°।
[বইঃ রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট MCQ বই]
৯৮. Choose the correct answer: By the next year....... (d) he will have completed. his degree. [BPSC, EED 2025]
(a) he completes
(b) he has completed
(c) he had completed
উত্তর: (d) he will have completed. his degree.
ব্যাখ্যা: 'By the next year' (আগামী বছরের মধ্যে) দ্বারা ভবিষ্যৎ সময়ের একটি নির্দিষ্ট বিন্দুর মধ্যে কোনো কাজ সম্পন্ন হওয়া বোঝানো হচ্ছে। এটি Future Perfect Tense-এর একটি সাধারণ নির্দেশক, যা 'will have + Past Participle' কাঠামো ব্যবহার করে।
[বইঃ English For Exam]
৯৯. That he is very intelligent is known to me. The underlined part of the sentence is a/an...... [BPSC, EED 2025]
(a) adjective clause
(b) noun clause
(c) adverbial clause
(d) independent clause.
উত্তর: (b) noun clause
ব্যাখ্যা: 'That he is very intelligent' অংশটি বাক্যে একটি বিশেষ্যের (subject) ভূমিকা পালন করছে এবং 'what is known to me?' এই প্রশ্নের উত্তর দিচ্ছে। তাই এটি একটি Noun Clause।
[বইঃ English For Exam]
১০০. 'উনপাঁজুরে' বাগধারাটি কোন অর্থে ব্যবহৃত হয়? [BPSC, EED 2025]
ক) হতভাগ্য
খ) অলস
গ) অনভিজ্ঞ
ঘ) নির্বোধ
উত্তর: ক) হতভাগ্য
ব্যাখ্যা: 'উনপাঁজুরে' বাগধারাটির অর্থ হলো হতভাগ্য, মন্দ কপাল বা অভাগা।
|
রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই ও English For Exam ইংরেজি বই সহকারি/উপ-সহকারি প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য এই বই দুইটি বর্তমান খুবই খুবই ভালো বই, যাদের কাছে এই বই গুলো নেই তারা সংগ্রহ করে পড়াশোনা করুন। বই দুইটি অনলাইনে বা কুরিয়ারে নিতে 01792129022 Whatsapp নাম্বারে মেসেজ দিন। |
রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই ও English For Exam ইংরেজি বই
সহকারি/উপ-সহকারি প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য এই বই দুইটি বর্তমান খুবই খুবই ভালো বই, যাদের কাছে এই বই গুলো নেই তারা সংগ্রহ করে পড়াশোনা করুন। বিগত সালের সব প্রশ্নের উত্তর এই বইয়ে দেওয়া আছে।
বই দুইটি অনলাইনে বা কুরিয়ারে নিতে 01792129022 Whatsapp নাম্বারে মেসেজ দিন।
এই দুইটি বই যে যে লাইব্রেরীতে পাবেনঃ
১। জামালপুর লাইব্রেরী, নীলক্ষেত ঢাকা।
২। নিউ শিক্ষা বিতান, নীলক্ষেত ঢাকা।
৩। ছাত্রবন্ধু লাইব্রেরী, DPI তেজগাঁও, ঢাকা।
৪। নিউ জামালপুর লাইব্রেরী, ডুয়েট গেট।
৫। ডায়নামিক বুক হাউস, ডুয়েট গেট।
৬। ঢাকা বুক হাউস, ডুয়েট গেট।
৭। ডুয়েট বই ঘর, ডুয়েট গেট।
৮। মাহাফুজ্জাই পুস্তাকালয়, প্রেসক্লাব লাইব্রেরী, রংপুর।
৯। গ্রীন লাইব্রেরী, দিনাজপুর।
১০। টেকনিক্যাল বুক হাউস, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট, খুলনা।
[অনলাইনে নতুন ব্যাচ শুরু হচ্ছে, এই ব্যচে জয়েন করতে 01792129022 whatsapp নাম্বারে মেসেজ দিন (সব ডিপার্টপমেন্ট)]