গণপূর্ত অধিদপ্তর ই/এম (PWD)
উপ-সহকারী প্রকৌশলী
প্রিলিমিনারি টেস্ট
Solved by Himalay Sen, PWD
সময়-১ ঘণ্টা তারিখঃ ২৯/১২/২০২৫ পূর্ণমান-১০০
(বি.দ্র. মোট ১০০টি প্রশ্ন। প্রতিটি প্রশ্নের পর চারটি উত্তর রয়েছে। ঢারটির মধ্যে শুদ্ধ উত্তরে ঠিকভাবে ওএমআর শিটে বৃত্ত ভরাট করলে ১ নম্বর দেয়া হবে এবং প্রতিটি ভুল উত্তরে ০.৫ নম্বর কাটা যাবে। উত্তর পত্রের যথাস্থানে রোল নম্বর না লিখলে উত্তরপত্র বাতিল হবে)

১. ভবনের অভ্যন্তরীণ বৈদ্যুতিকরণের ক্ষেত্রে সাধারণত কত current rating-এর 3-Pin Power socket outlet ব্যবহার করা হয়? [BPSC PWD E/M - 29/12/2025]
(ক) 5-6 Amps
(খ) 13-15 Amps
(গ) 20-25 Amps
(ঘ) 25-30 Amps
উত্তরঃ (খ) 13-15 Amps
ব্যাখ্যাঃ সাধারণ লাইট-ফ্যানের জন্য ৫-৬ অ্যাম্পিয়ার সকেট ব্যবহার করা হলেও হেভি লোড যেমন এসি, ফ্রিজ বা ওভেনের জন্য ১৩ অথবা ১৫ অ্যাম্পিয়ারের পাওয়ার সকেট ব্যবহার করা হয়।
২. AUKUS চুক্তির মূল লক্ষ্য কী? [BPSC PWD E/M - 29/12/2025]
(ক) এশিয়ায় মুক্তবাণিজ্য প্রসার
(গ) ন্যাটো সদস্যপদ সম্প্রসারণ করা
(খ) ইউরোপে জ্বালানী নিরাপত্তা নিশ্চিত করা
(ঘ) ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করা
উত্তরঃ (ঘ) ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করা
ব্যাখ্যাঃ অকুস (AUKUS) হলো অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটি ত্রিপক্ষীয় নিরাপত্তা চুক্তি, যার লক্ষ্য ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব মোকাবিলা করা।
৩. বাংলাদেশের রাজনীতিতে "ইলেকশন ইঞ্জিনিয়ারিং" বলতে কী বুঝায়? [BPSC PWD E/M - 29/12/2025]
(ক) ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট গ্রহণ
(খ) নির্বাচন কমিশন সংস্কার করা
(গ) ক্ষমতাসীন দলকে জয়ী করতে বাধ্য করা
(ঘ) নির্বাচনী প্রক্রিয়া এমনভাবে প্রভাবিত করা যাতে পূর্বনির্ধারিত ফলাফল নিশ্চিত হয়
উত্তরঃ (ঘ) নির্বাচনী প্রক্রিয়া এমনভাবে প্রভাবিত করা যাতে পূর্বনির্ধারিত ফলাফল নিশ্চিত হয়
ব্যাখ্যাঃ এটি একটি নেতিবাচক শব্দ, যা দ্বারা কারচুপি, ভয়ভীতি প্রদর্শন বা প্রশাসনের অপব্যবহারের মাধ্যমে নির্বাচনের ফলাফল নিজেদের অনুকূলে নেওয়াকে বুঝায়।
৪. নিচের কোনটির একক KWh? [BPSC PWD E/M - 29/12/2025]
(ক) পাওয়ার
(খ) এনার্জি
(গ) ভোল্ট-এম্পিয়ার
(ঘ) সময়
উত্তরঃ (খ) এনার্জি
ব্যাখ্যাঃ কিলোওয়াট-আওয়ার (KWh) হলো বৈদ্যুতিক শক্তির বা এনার্জির একক। ১ KWh সমান ১ ইউনিট বিদ্যুৎ শক্তি।
৫. Choose the correctly spelled word: [BPSC PWD E/M - 29/12/2025]
(ক) Fluorescent
(খ) Flurescent
(গ) Flourecent
(ঘ) Flourescint
উত্তরঃ (ক) Fluorescent
ব্যাখ্যাঃ শুদ্ধ বানানটি হলো Fluorescent, যার অর্থ প্রতিপ্রভ।
[বইঃ English For Exam]
৬. যার সবকিছু চুরি হয়ে গিয়েছে- [BPSC PWD E/M - 29/12/2025]
(ক) হৃতসর্বস্ব
(খ) সর্বহার
(গ) উদ্বাস্তু
(ঘ) রিক্তহত
উত্তরঃ (ক) হৃতসর্বস্ব
ব্যাখ্যাঃ 'হৃত' মানে যা কেড়ে নেওয়া হয়েছে বা চুরি হয়েছে। যার সবকিছু চুরি বা অপহৃত হয়েছে তাকে হৃতসর্বস্ব বলে।
৭. একটি 250 KVA 11/0.4 KV বৈদ্যুতিক ট্রান্সফরমারের Secondary side এ কত KVA পাওয়া যাবে? [BPSC PWD E/M - 29/12/2025]
(ক) 250 KVA
(খ) 11 KVA
(গ) 0.04 KVA
(ঘ) 0.23 KVA
উত্তরঃ (ক) 250 KVA
ব্যাখ্যাঃ আইডিয়াল ট্রান্সফরমারে প্রাইমারি ও সেকেন্ডারি উভয় সাইডে পাওয়ার বা KVA রেটিং সমান থাকে। ভোল্টেজ পরিবর্তিত হলেও রেটিং একই থাকে।
৮. বৈদ্যুতিক system এ PFI (Power Factor Improvement) প্যানেলের কাজ কী? [BPSC PWD E/M - 29/12/2025]
(ক) Power Factor কমিয়ে দেয়া
(খ) Reactive power কমিয়ে দেয়া
(গ) Power Factor 1 (one) এর অধিক বাড়িয়ে দেয়া
(ঘ) Reactive Power-এর পরিমাণ বাড়িয়ে দেয়া
উত্তরঃ (খ) Reactive power কমিয়ে দেয়া
ব্যাখ্যাঃ PFI প্যানেল রিঅ্যাক্টিভ পাওয়ার কমিয়ে সিস্টেমের পাওয়ার ফ্যাক্টর উন্নত করে ১-এর কাছাকাছি নিয়ে আসে।
৯. 'সুশিক্ষিত ব্যক্তি মাত্রই স্বশিক্ষিত'- উক্তিটি কার? [BPSC PWD E/M - 29/12/2025]
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) প্রমথ চৌধুরী
(গ) পবিত্র গঙ্গোপাধ্যায়
(ঘ) সুভাষ মুখোপাধ্যায়
উত্তরঃ (খ) প্রমথ চৌধুরী
ব্যাখ্যাঃ এটি প্রমথ চৌধুরীর বিখ্যাত প্রবন্ধ 'বই পড়া' থেকে নেওয়া হয়েছে।
১০. Badminton (ব্যাডমিন্টন) কোন্ দেশের জাতীয় খেলা? [BPSC PWD E/M - 29/12/2025]
(ক) চায়না
(খ) মালয়েশিয়া
(গ) ইন্দোনেশিয়া
(ঘ) ভিয়েতনাম
উত্তরঃ (খ) মালয়েশিয়া
ব্যাখ্যাঃ মালয়েশিয়ার জাতীয় খেলা হলো ব্যাডমিন্টন। অন্যদিকে ইন্দোনেশিয়ার জাতীয় খেলাও ব্যাডমিন্টন হিসেবে সমধিক পরিচিত।
১১. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন্ অনুচ্ছেদে সংবিধান সংশোধনের বিধান রয়েছে? [BPSC PWD E/M - 29/12/2025]
(ক) ৯৩
(খ) ১০৬
(গ) ১৪২
(ঘ) ১৫০
উত্তরঃ (গ) ১৪২
ব্যাখ্যাঃ বাংলাদেশের সংবিধানের ১৪২ নং অনুচ্ছেদে সংসদ কর্তৃক সংবিধান সংশোধনের ক্ষমতা ও পদ্ধতির কথা উল্লেখ আছে।
১২. ২০২৪-২০২৫ অর্থবছরে বাংলাদেশের চা সবচেয়ে বেশি রপ্তানি হয় কোন্ দেশে? [BPSC PWD E/M - 29/12/2025]
(ক) সংযুক্ত আরব আমিরাত
(খ) কুয়েত
(গ) পাকিস্তান
(ঘ) জাপান
উত্তরঃ (ক) সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যাঃ সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের চা রপ্তানির অন্যতম প্রধান গন্তব্য হয়ে উঠেছে সংযুক্ত আরব আমিরাত।
১৩. Oil Type বৈদ্যুতিক ট্রান্সফরমারে কি তৈল ব্যবহার করা হয়? [BPSC PWD E/M - 29/12/2025]
(ক) High speed oil
(খ) Askarel oil
(গ) Transformer oil
(ঘ) Lubricant oil
উত্তরঃ (গ) Transformer oil
ব্যাখ্যাঃ ট্রান্সফরমারে ইন্সুলেশন এবং কুলিং-এর কাজের জন্য বিশেষ খনিজ তেল বা ট্রান্সফরমার ওয়েল ব্যবহার করা হয়।
১৪. Rana seems to be happy with his achievement,...? [BPSC PWD E/M - 29/12/2025]
(ক) wasn't he?
(খ) doesn't he?
(গ) Isn't he?
(ঘ) has he?
উত্তরঃ (খ) doesn't he?
ব্যাখ্যাঃ মূল বাক্যটি Present Simple Tense-এ আছে এবং এর verb হলো 'seems' (affirmative), তাই ট্যাগ হবে doesn't he?
[বইঃ English For Exam]
১৫. 'শেষের কবিতা' কী ধরণের রচনা? [BPSC PWD E/M - 29/12/2025]
(ক) কাব্য
(খ) ছোটগল্প
(গ) নাটক
(ঘ) উপন্যাস
উত্তরঃ (ঘ) উপন্যাস
ব্যাখ্যাঃ এটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি আধুনিক মনস্তাত্ত্বিক উপন্যাস।
১৬. কোন ধাতুটি সবচেয়ে বেশী বিদ্যুৎ পরিবাহী? [BPSC PWD E/M - 29/12/2025]
(ক) লোহা
(খ) তামা
(গ) রূপা
(ঘ) এলুমিনিয়াম
উত্তরঃ (গ) রূপা
ব্যাখ্যাঃ সকল ধাতুর মধ্যে রূপা বা সিলভারের বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি। এরপর তামা ও স্বর্ণের স্থান।
১৭. Which one of the following is a feminine gender? [BPSC PWD E/M - 29/12/2025]
(ক) Drake
(খ) Mare
(গ) Stag
(ঘ) Bull
উত্তরঃ (খ) Mare
ব্যাখ্যাঃ Mare মানে মাদী ঘোড়া। Drake মানে পাতিহাঁস (পুরুষ), Stag মানে হরিণ (পুরুষ), Bull মানে বলদ (পুরুষ)।
[বইঃ English For Exam]
১৮. Distribution Transformer-এর Neutral earthing-এর মান সর্বোচ্চ কত ওহম বাঞ্চনীয়? [BPSC PWD E/M - 29/12/2025]
(ক) ৫ ওহম
(খ) ১০ ওহম
(গ) ১ ওহম
(ঘ) ১২ ওহম
উত্তরঃ (গ) ১ ওহম
ব্যাখ্যাঃ ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের নিউট্রাল আর্থিং-এর রেজিস্ট্যান্স যত কম হয় তত ভালো। সাধারণত এটি ১ ওহমের নিচে রাখা বাঞ্চনীয়।
১৯. ২০ জানুয়ারি ২০২৫ ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো কোন্ চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেন? [BPSC PWD E/M - 29/12/2025]
(ক) উচ্চ সমুদ্র চুক্তি
(খ) প্যারিস জলবায়ু চুক্তি
(গ) উত্তর আটলান্টিক চুক্তি
(ঘ) কিয়োটো প্রোটোকল
উত্তরঃ (খ) প্যারিস জলবায়ু চুক্তি
ব্যাখ্যাঃ ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই পুনরায় প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেন।
২০. বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? [BPSC PWD E/M - 29/12/2025]
(ক) ১৪৬ তম
(খ) ১২৬ তম
(গ) ১৫৬ তম
(ঘ) ১৩৬ তম
উত্তরঃ (ঘ) ১৩৬ তম
ব্যাখ্যাঃ বাংলাদেশ ১৭ সেপ্টেম্বর ১৯৭৪ সালে জাতিসংঘের ১৩৬তম সদস্যপদ লাভ করে।
২১. Leap years, which have 366 days, contain an extra day in February. [BPSC PWD E/M - 29/12/2025]
(ক) that
(খ) which
(গ) what
(ঘ) those
উত্তরঃ (খ) which
ব্যাখ্যাঃ Non-defining relative clause-এ সাধারণত 'which' ব্যবহৃত হয় অতিরিক্ত তথ্য প্রদানের জন্য।
২২. They suffered much ______ tornado had hit their village. [BPSC PWD E/M - 29/12/2025]
(ক) as it
(খ) since
(গ) until
(ঘ) let alone
উত্তরঃ (খ) since
ব্যাখ্যাঃ 'Since' এখানে কারণ বোঝাতে (যেহেতু) ব্যবহৃত হয়েছে।
[বইঃ English For Exam]
২৩. কোন্ জাতীয় বৈদ্যুতিক ট্রান্সফরমারে Buchholz relay স্থাপন করা হয়? [BPSC PWD E/M - 29/12/2025]
(ক) Auto Transformer
(খ) Air Cooled Transformer
(গ) Welding Transformer
(ঘ) Oil Cooled Transformer
উত্তরঃ (ঘ) Oil Cooled Transformer
ব্যাখ্যাঃ বুকহলজ রিলে তেলের মধ্যে সংঘটিত অভ্যন্তরীণ ত্রুটি নির্ণয়ে ব্যবহৃত হয়, তাই এটি কেবল অয়েল কুলড ট্রান্সফরমারে থাকে।
২৪. ১৫ জানুয়ারি ২০২৫ 'জুলাই গণঅভ্যুত্থান ২০২৪' এর কতজন শহিদের নামের গেজেট প্রকাশ করা হয়? [BPSC PWD E/M - 29/12/2025]
(ক) ৮০৪ জন
(খ) ৮১৪ জন
(গ) ৮২৪ জন
(ঘ) ৮৩৪ জন
উত্তরঃ (ঘ) ৮৩৪ জন
ব্যাখ্যাঃ ২০২৫ সালের জানুয়ারিতে সরকার আনুষ্ঠানিকভাবে প্রথম ধাপে ৮৩৪ জন শহিদের তালিকা প্রকাশ করে।
২৫. ২০২৫-২০২৬ অর্থ বছরের জাতীয় বাজেটের আকার কত কোটি টাকা? [BPSC PWD E/M - 29/12/2025]
(ক) ৭ লক্ষ ৪০ হাজার
(খ) ৭ লক্ষ ৭০ হাজার
(গ) ৭ লক্ষ ৯০ হাজার
(ঘ) ৮ লক্ষ ১০ হাজার
উত্তরঃ (গ) ৭ লক্ষ ৯০ হাজার
ব্যাখ্যাঃ ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের লক্ষ্যমাত্রা গত বছরের তুলনায় কিছুটা কমিয়ে ৭ লক্ষ ৯০ হাজার কোটি টাকার নির্ধারণ করা হয়েছে।
২৬. একটি Star connected system-এর পাওয়ার P হলে উহার equivalent delta connected system এর পাওয়ার কত হবে? [BPSC PWD E/M - 29/12/2025]
(ক) P
(খ) 3P
(গ) P/3
(ঘ) √3P
উত্তরঃ (খ) 3P
ব্যাখ্যাঃ একই লোড যদি স্টার থেকে ডেল্টায় পরিবর্তন করা হয়, তবে ডেল্টা কানেকশনে পাওয়ার খরচ স্টারের তুলনায় ৩ গুণ বেশি হয়।
২৭. ১০ এপ্রিল ২০২৫ পর্যন্ত বাংলাদেশের কতজন গ্রান্ড মাস্টার খেতাব পেয়েছেন? [BPSC PWD E/M - 29/12/2025]
(ক) ৫ জন
(খ) ৪ জন
(গ) ৩ জন
(ঘ) ২ জন
উত্তরঃ (ক) ৫ জন
ব্যাখ্যাঃ নিয়াজ মোর্শেদ, জিয়াউর রহমান, রিফাত বিন সাত্তার, আবদুল্লাহ আল রাকিব এবং এনামুল হোসেন রাজীব—এখন পর্যন্ত এই ৫ জনই বাংলাদেশের গ্রান্ডমাস্টার।
২৮. অধিক তাপে Transformer এর কোন্ যন্ত্রাংশ নষ্ট হয়ে যায়? [BPSC PWD E/M - 29/12/2025]
(ক) winding insulation
(খ) copper winding
(গ) Transformer এর body
(ঘ) Iron Core
উত্তরঃ (ক) winding insulation
ব্যাখ্যাঃ অতিরিক্ত তাপে ট্রান্সফরমারের উইন্ডিংয়ের ইনসুলেশন পুড়ে যায়, যা পরবর্তীতে শর্ট সার্কিট ঘটায়।
২৯. দুইটি branch নিয়ে গঠিত একটি Parallel বৈদ্যুতিক সার্কিটের resistance 10 ohms একটি branch-এর 15 ohms হলে অপরটির resistance কত? [BPSC PWD E/M - 29/12/2025]
(ক) 10 ohms
(খ) 15 ohms
(গ) 20 ohms
(ঘ) 30 ohms
উত্তরঃ (ঘ) 30 ohms
৩০. PVC-এর পূর্ণরূপ কী? [BPSC PWD E/M - 29/12/2025]
(ক) Poly Vinyl card
(খ) Poly Vinyl chord
(গ) Poly Vinyl core
(ঘ) Poly Vinyl Chloride
উত্তরঃ (ঘ) Poly Vinyl Chloride
ব্যাখ্যাঃ পিভিসি হলো এক ধরণের সিন্থেটিক প্লাস্টিক পলিমার যা বৈদ্যুতিক তারের ইনসুলেশন হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
৩১. কোন Engine এ Spark plug ব্যবহার করা হয়? [BPSC PWD E/M - 29/12/2025]
(ক) Steam Engine এ
(খ) Petrol Engine এ
(গ) Diesel Engine এ
(ঘ) তিনটির কোনটিতে নয়।
উত্তরঃ (খ) Petrol Engine এ
ব্যাখ্যাঃ পেট্রোল ইঞ্জিনে বাতাস ও জ্বালানির মিশ্রণ পোড়ানোর জন্য স্পার্ক প্লাগ প্রয়োজন হয়। ডিজেলে অটো-ইগনিশন হয়।
৩২. COP-30 (২০২৫) কোন্ দেশে অনুষ্ঠিত হয়েছে? [BPSC PWD E/M - 29/12/2025]
(ক) আজারবাইজান
(খ) সংযুক্ত আরব আমিরাত
(গ) ব্রাজিল
(ঘ) মিশর
উত্তরঃ (গ) ব্রাজিল
ব্যাখ্যাঃ ২০২৫ সালের জাতিসংঘ জলবায়ু সম্মেলন (COP-30) ব্রাজিলের বেলেম-এ অনুষ্ঠিত হওয়ার কথা।
৩৩. 'গুবাক' শব্দের অর্থ- [BPSC PWD E/M - 29/12/2025]
(ক) নারিকেল
(খ) বেল
(গ) তাল
(ঘ) সুপারি
উত্তরঃ (ঘ) সুপারি
ব্যাখ্যাঃ সুপারি গাছ বা সুপারিকে সংস্কৃত বা তৎসম ভাষায় গুবাক বলা হয়।
৩৪. নিচের কোন প্রতিষ্ঠান বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ করে থাকে? [BPSC PWD E/M - 29/12/2025]
(ক) DPDC
(খ) DESCO
(গ) PWD
(ঘ) BPDB
উত্তরঃ (ঘ) BPDB
ব্যাখ্যাঃ BPDB (Bangladesh Power Development Board) এককভাবে উৎপাদন ও জাতীয় গ্রিডের মাধ্যমে সরবরাহ ও বিতরণের দায়িত্ব পালন করে।
৩৫. কন্ডাক্টরের resistance কিসের উপর নির্ভর করে? [BPSC PWD E/M - 29/12/2025]
(ক) কন্ডাক্টরের সাইজ
(খ) কন্ডাক্টরের দৈর্ঘ্যের উপর
(গ) কন্ডাক্টরের material-এর ধরণের উপর
(ঘ) তিনটির সবগুলি (এখানে প্রশ্ন ভুল আছে, অপশন ঘ হবে সবকটি)
উত্তরঃ (ঘ) সবকটি
ব্যাখ্যাঃ রেজিস্ট্যান্স কন্ডাক্টরের দৈর্ঘ্য, ক্ষেত্রফল (সাইজ), উপাদান এবং তাপমাত্রার ওপর নির্ভর করে।
৩৬. "তুমি আসবে বলে, হে স্বাধীনতা" কার কবিতা? [BPSC PWD E/M - 29/12/2025]
(ক) শওকত ওসমান
(খ) সিকান্দার আবু জাফর
(গ) সুফিয়া কামাল
(ঘ) শামসুর রাহমান
উত্তরঃ (ঘ) শামসুর রাহমান
ব্যাখ্যাঃ এটি আধুনিক বাংলা সাহিত্যের প্রধান কবি শামসুর রাহমানের একটি কালজয়ী দেশাত্মবোধক কবিতা।
৩৭. একটি বৈদ্যুতিক সার্কিটে 22 ohms resistor, 3A current বহন করে। উক্ত resistor-এর across এ voltage কত? [BPSC PWD E/M - 29/12/2025]
(ক) 22 Volts
(খ) 66 Volts
(গ) 240 Volts
(ঘ) 440 Volts
উত্তরঃ (খ) 66 Volts
ব্যাখ্যাঃ ওহমের সূত্র মতে, V=IR=3×22=66 Volts.
৩৮. একটি Passenger Lift-এর অতিরিক্ত Passenger-এর কারণে over-loading প্রতিরোধ করতে কী ধরণের safety ব্যবস্থা গ্রহণ করা হয়? [BPSC PWD E/M - 29/12/2025]
(ক) Maximum Capacity Sign
(খ) Security Camera
(গ) Emergency Lighting
(ঘ) Weight Sensor
উত্তরঃ (ঘ) Weight Sensor
ব্যাখ্যাঃ লিফটের নিচে লোড সেন্সর বা ওয়েট সেন্সর থাকে যা নির্ধারিত ওজনের বেশি হলে সিগন্যাল দেয় এবং লিফট চলাচল বন্ধ রাখে।
৩৯. Engine এর কত CC (Cubic Centimeter) এক HP (Horse Power) হয়? [BPSC PWD E/M - 29/12/2025]
(ক) 16.5 CC
(খ) 32.5 CC
(গ) 48.5 CC
(ঘ) 64.5 CC
উত্তরঃ (ক) 16.5 CC
ব্যাখ্যাঃ সাধারণত ১৫ থেকে ১৭ সিসিতে ১ এইচপি ধরা হয়, তবে স্ট্যান্ডার্ড হিসেবে ১৬.৫ সিসি বহুল প্রচলিত।
৪০. সিলিং ফ্যানের Capacitor কোন্ কয়েলের সাথে সংযুক্ত করতে হবে? [BPSC PWD E/M - 29/12/2025]
(ক) running coil এর সাথে
(খ) Starting coil এর সাথে
(গ) উভয়ের সাথে
(ঘ) কোনটিই নয়
উত্তরঃ (খ) Starting coil এর সাথে
ব্যাখ্যাঃ ফ্যানকে স্টার্ট করার জন্য প্রয়োজনীয় ফেজ ডিফারেন্স তৈরির লক্ষে স্টার্টিং কয়েলের সাথে সিরিজে ক্যাপাসিটর লাগানো হয়।
৪১. HRC-এর পূর্ণরূপ কী? [BPSC PWD E/M - 29/12/2025]
(ক) High rupturing capacity
(খ) High rupturing current
(গ) High rating capacity
(ঘ) High rating current
উত্তরঃ (ক) High rupturing capacity
ব্যাখ্যাঃ HRC ফিউজ হলো উচ্চতর ফল্ট কারেন্ট সহ্য করার ক্ষমতাসম্পন্ন ফিউজ।
৪২. কোন ভবনে আগুন ধরে গেলে ভবনস্থ Fire Lift কারা ব্যবহার করবেন? [BPSC PWD E/M - 29/12/2025]
(ক) ভবনের সকল অধিবাসী
(খ) ভবনের VIP অধিবাসীগণ
(গ) শুধুমাত্র Fireman গণ
(ঘ) তিনটির সকলেই
উত্তরঃ (গ) শুধুমাত্র Fireman গণ
ব্যাখ্যাঃ অগ্নিকাণ্ডের সময় সাধারণ লিফট ব্যবহার নিষিদ্ধ, তবে ফায়ার লিফট শুধুমাত্র অগ্নিনির্বাপক কর্মীদের উদ্ধারকাজের জন্য সংরক্ষিত।
৪৩. LED-এর পূর্ণরূপ কী? [BPSC PWD E/M - 29/12/2025]
(ক) Light emitting device
(খ) Light exciting diode
(গ) Light exciting device
(ঘ) Light emitting diode
উত্তরঃ (ঘ) Light emitting diode
ব্যাখ্যাঃ এটি একটি সেমিকন্ডাক্টর ডিভাইস যা বিদ্যুৎ প্রবাহের ফলে আলো নির্গত করে।
৪৪. Refrigeration system এ refrigerant এর কি গুণ থাকা আবশ্যক? [BPSC PWD E/M - 29/12/2025]
(ক) High latent heat
(খ) Low latent heat
(গ) Low sensible heat
(ঘ) High sensible heat
উত্তরঃ (ক) High latent heat
ব্যাখ্যাঃ রেফ্রিজারেন্টের ল্যাটেন্ট হিট (সুপ্ত তাপ) বেশি হতে হয় যাতে এটি অল্প পরিমাণে অনেক বেশি তাপ শোষণ করতে পারে।
৪৫. নিচের কোন্ বাক্যটি সঠিক? [BPSC PWD E/M - 29/12/2025]
(ক) আমি ঘটনাটি চাক্ষুষ দেখেছি।
(খ) আমি ঘটনাটি চাক্ষুষ প্রত্যক্ষ করেছি।
(গ) আমি ঘটনাটি স্বচক্ষে চাক্ষুষ দেখেছি।
(ঘ) আমি ঘটনাটি স্বচক্ষে প্রত্যক্ষ করেছি।
উত্তরঃ (ঘ) আমি ঘটনাটি স্বচক্ষে প্রত্যক্ষ করেছি।
ব্যাখ্যাঃ 'চাক্ষুষ' মানেই চোখের সামনে দেখা। 'স্বচক্ষে চাক্ষুষ' বা 'চাক্ষুষ দেখেছি' ব্যবহার করলে বাহুল্য দোষ ঘটে। সঠিক প্রয়োগ হলো 'স্বচক্ষে প্রত্যক্ষ করেছি'।
৪৬. মেগার (Megger) দ্বারা কী কী পরিমাপ করা যায়? [BPSC PWD E/M - 29/12/2025]
(ক) Ampere
(খ) Resistance
(গ) Voltage
(ঘ) সবগুলো
উত্তরঃ (খ) Resistance
ব্যাখ্যাঃ মেগার মূলত অতি উচ্চমানের রেজিস্ট্যান্স বা ইন্সুলেশন রেজিস্ট্যান্স পরিমাপের জন্য ব্যবহৃত হয়।
৪৭. If he ______ more careful, he would not make such mistakes. [BPSC PWD E/M - 29/12/2025]
(ক) is
(খ) were
(গ) was
(ঘ) has been
উত্তরঃ (খ) were
ব্যাখ্যাঃ এটি Unlikely condition বা ২য় কন্ডিশনাল, যেখানে If ক্লজে অবাস্তব ইচ্ছায় 'were' ব্যবহৃত হয়।
[বইঃ English For Exam]
৪৮. DC motor এর speed control কোন্ কোন্ বিষয়ের উপর নির্ভর করে? [BPSC PWD E/M - 29/12/2025]
(ক) Flux Per Pole
(খ) varying resistance
(গ) varying voltage (এখানে অপশন গ সঠিক হবে)
(ঘ) উপরের সবগুলো
উত্তরঃ (ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যাঃ ডিসি মোটরের গতিবেগ ফ্লাক্স, ভোল্টেজ এবং আর্মেচার রেজিস্ট্যান্সের পরিবর্তনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়।
৪৯. বাংলা বর্ণমালায় মোট ব্যবহৃত বর্ণ কয়টি? [BPSC PWD E/M - 29/12/2025]
(ক) ১১টি
(খ) ৩৯টি
(গ) ৪৫টি
(ঘ) ৫০টি
উত্তরঃ (ঘ) ৫০টি
ব্যাখ্যাঃ স্বরবর্ণ ১১টি এবং ব্যঞ্জনবর্ণ ৩৯টি মিলিয়ে মোট বর্ণ সংখ্যা ৫০টি।
৫০. জি-২০ এর মূল লক্ষ্য কী? [BPSC PWD E/M - 29/12/2025]
(ক) বৈশ্বিক নিরাপত্তা প্রচার
(খ) বৈশ্বিক বাণিজ্য বিরোধ নিয়ন্ত্রণ
(গ) মানবিক সহায়তা প্রদান
(ঘ) আন্তর্জাতিক অর্থনৈতিক নীতি সমন্বয়
উত্তরঃ (ঘ) আন্তর্জাতিক অর্থনৈতিক নীতি সমন্বয়
ব্যাখ্যাঃ জি-২০ মূলত বিশ্বের প্রধান অর্থনীতির দেশগুলোর একটি ফোরাম যা আন্তর্জাতিক আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে কাজ করে।
৫১. বাংলাদেশে বর্তমানে Air-Conditioning system-এ কোন refrigerant বহুল ব্যবহৃত হচ্ছে? [BPSC PWD E/M - 29/12/2025]
(ক) Nitrogen
(খ) Ammonia
(গ) Water
(ঘ) R-134A
উত্তরঃ (ঘ) R-134A
ব্যাখ্যাঃ বর্তমানে পরিবেশবান্ধব বিকল্প হিসেবে R-134A এবং R-32 অথবা R-410A বাংলাদেশে বহুল ব্যবহৃত হচ্ছে।
৫২. তাইওয়ানের সাথে কূটনৈতিক সম্পর্ক থাকা একমাত্র দেশ কোনটি? [BPSC PWD E/M - 29/12/2025]
(ক) সুইজারল্যান্ড
(খ) ভ্যাটিক্যান সিটি
(গ) ভারত
(ঘ) ইতালি
উত্তরঃ (খ) ভ্যাটিক্যান সিটি
ব্যাখ্যাঃ ইউরোপের দেশগুলোর মধ্যে একমাত্র ভ্যাটিক্যান সিটির সাথে তাইওয়ানের পূর্ণ কূটনৈতিক সম্পর্ক রয়েছে।
৫৩. এক TR (Ton of Refrigeration) সমান কত Btu/hr? [BPSC PWD E/M - 29/12/2025]
(ক) 6000 Btu/hr
(খ) 12000 Btu/hr
(গ) 18000 Btu/hr
(ঘ) 24000 Btu/hr
উত্তরঃ (খ) 12000 Btu/hr
ব্যাখ্যাঃ এক টন রেফ্রিজারেশন মানে হলো ১২,০০০ বিটিইউ প্রতি ঘণ্টা তাপ অপসারণের ক্ষমতা।
৫৪. নিচের কোন্ আইটেমটি Passenger Lift-এর safety device নয়? [BPSC PWD E/M - 29/12/2025]
(ক) Buffer
(খ) Upper limit switch
(গ) Final limit switch
(ঘ) Trailing cable
উত্তরঃ (ঘ) Trailing cable
ব্যাখ্যাঃ বাফার এবং লিমিট সুইচগুলি সেফটি ডিভাইস, কিন্তু ট্রেলিং ক্যাবল হলো লিফটে পাওয়ার ও সিগন্যাল সরবরাহের তার।
৫৫. IEC-এর পূর্ণরূপ কী? [BPSC PWD E/M - 29/12/2025]
(ক) International Electrotechnical Commission
(খ) International Electrical Council
(গ) International Electrical Committee
(ঘ) International Electrical Committee
উত্তরঃ (ক) International Electrotechnical Commission
ব্যাখ্যাঃ এটি বৈদ্যুতিক ও ইলেকট্রনিক প্রযুক্তির মান নির্ধারণকারী একটি আন্তর্জাতিক সংস্থা।
৫৬. বৈদ্যুতিক তারের insulating material-এর কাজ কী? [BPSC PWD E/M - 29/12/2025]
(ক) দুইটি বৈদ্যুতিক তারের মধ্যে বৈদ্যুতিক short circuit হওয়াকে বাঁধা দেওয়া
(খ) অধিক বিদ্যুৎ প্রবাহিত করা
(গ) অতি উচ্চ মাত্রার বিদ্যুৎ প্রবাহিত করা
(ঘ) তিনটির কোনটি নয়
উত্তরঃ (ক) দুইটি বৈদ্যুতিক তারের মধ্যে বৈদ্যুতিক short circuit হওয়াকে বাঁধা দেওয়া
ব্যাখ্যাঃ ইনসুলেশন কারেন্টকে নির্দিষ্ট পথে সীমাবদ্ধ রাখে এবং অন্য কন্ডাক্টর বা মাটির সাথে শর্ট হওয়া থেকে রক্ষা করে।
৫৭. বাংলাদেশে Electrical system ব্যবহৃত frequency কত? [BPSC PWD E/M - 29/12/2025]
(ক) 50 Hz
(খ) 220 Hz
(গ) 60 Hz
(ঘ) 440 Hz
উত্তরঃ (ক) 50 Hz
ব্যাখ্যাঃ বাংলাদেশসহ এশিয়া ও ইউরোপের অধিকাংশ দেশে ৫০ হার্টজ ফ্রিকোয়েন্সি ব্যবহৃত হয়।
৫৮. It's time you ______ your mistakes. [BPSC PWD E/M - 29/12/2025]
(ক) have realized
(খ) realized
(গ) would realize
(ঘ) will realize
উত্তরঃ (খ) realized
ব্যাখ্যাঃ It's time/It's high time এর পরের ক্লজটি Past Indefinite Tense হয়।
[বইঃ English For Exam]
৫৯. 'জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর' প্রতিষ্ঠা করা হয় কবে? [BPSC PWD E/M - 29/12/2025]
(ক) ২৩ আগস্ট ২০২৪
(খ) ২৩ এপ্রিল ২০২৫
(গ) ২৩ মে ২০২৫
(ঘ) ২৩ জানুয়ারি ২০২৫
উত্তরঃ (ঘ) ২৩ জানুয়ারি ২০২৫ (তথ্যভিত্তিক সঠিক তারিখ হতে পারে)
ব্যাখ্যাঃ ২০২৪-এর ছাত্র-জনতার বিপ্লবকে স্মরণীয় রাখতে এবং শহিদ পরিবারের সেবায় ২০২৫-এর শুরুতে এই অধিদপ্তর গঠন করা হয়।
৬০. 'নীলদর্পণ' নাটকের বিষয়বস্তু কী? [BPSC PWD E/M - 29/12/2025]
(ক) নীলকরদের অত্যাচার
(খ) ভাষা আন্দোলন
(গ) অসহযোগ আন্দোলন
(ঘ) তেভাগা আন্দোলন
উত্তরঃ (ক) নীলকরদের অত্যাচার
ব্যাখ্যাঃ দীনবন্ধু মিত্র রচিত এই নাটকটি বাংলার নীল চাষীদের ওপর ইংরেজ নীলকরদের পৈশাচিক নির্যাতনের কাহিনী।
৬১. Pin Type Insulator কত Voltage এর Line এ ব্যবহার করা যায়? [BPSC PWD E/M - 29/12/2025]
(ক) 400-650V
(খ) 11000 V
(গ) 33000 V
(ঘ) কোনটি সঠিক নয়
উত্তরঃ (গ) 33000 V
ব্যাখ্যাঃ পিন টাইপ ইনসুলেটর সাধারণত ৩৩ কেভি পর্যন্ত লাইনে ব্যবহৃত হয়। এর ওপরের ভোল্টেজের জন্য সাসপেনশন ইনসুলেটর লাগে।
৬২. কোন্ দুটি অঘোষ ধ্বনি? [BPSC PWD E/M - 29/12/2025]
(ক) চ, ছ
(খ) ঙ, ট
(গ) ব, ড
(ঘ) দ, ধ
উত্তরঃ (ক) চ, ছ
ব্যাখ্যাঃ বর্গের প্রথম ও দ্বিতীয় ধ্বনিগুলো অঘোষ। চ-বর্গের প্রথম দুটি বর্ণ হলো চ এবং ছ।
৬৩. Except ______ Sunny, everybody was present. [BPSC PWD E/M - 29/12/2025]
(ক) from
(খ) then
(গ) for
(ঘ) off
উত্তরঃ (গ) for
ব্যাখ্যাঃ "Except for" একটি প্রচলিত ফ্রেজ যার অর্থ 'ব্যতীত' বা 'ছাড়া'।
৬৪. "আপন ভালো কে না চায়?" - এখানে 'ভালো' কী হিসাবে ব্যবহৃত হয়েছে? [BPSC PWD E/M - 29/12/2025]
(ক) বিশেষণ
(খ) বিশেষ্য
(গ) অতিশায়ন
(ঘ) ক্রিয়া বিশেষণ
উত্তরঃ (খ) বিশেষ্য
ব্যাখ্যাঃ এখানে 'ভালো' বলতে ব্যক্তির মঙ্গল বা স্বার্থকে বোঝানো হয়েছে, তাই এটি বিশেষ্য বা Noun।
৬৫. 'বুড়ো শালিকের ঘাড়ে রোঁ'- প্রবাদটির অর্থ কী? [BPSC PWD E/M - 29/12/2025]
(ক) একগুয়েমি করা
(খ) বুড়োর ভীমরতি
(গ) দুরারোগ্য ব্যাধি
(ঘ) নতুন যৌবন প্রাপ্তি
উত্তরঃ (খ) বুড়োর ভীমরতি
ব্যাখ্যাঃ বৃদ্ধ বয়সে যুবকের মতো আচরণ বা অসংগত শখ করাকে এই প্রবাদ দিয়ে বুঝানো হয়। মাইকেল মধুসূদন দত্তের একটি প্রহসনের নামও এটি।
৬৬. The phrase "far and wide" means: [BPSC PWD E/M - 29/12/2025]
(ক) with absolute accuracy
(খ) By the large amount
(গ) over a large area
(ঘ) Sometimes but not regularly
উত্তরঃ (গ) over a large area
ব্যাখ্যাঃ Far and wide মানে চারদিকে বা বিস্তৃত এলাকা জুড়ে।
[বইঃ English For Exam]
৬৭. বৈদ্যুতিক চাপ বলতে কী বুঝায়? [BPSC PWD E/M - 29/12/2025]
(ক) resistance
(খ) current
(গ) energy
(ঘ) voltage
উত্তরঃ (ঘ) voltage
ব্যাখ্যাঃ ইলেকট্রন প্রবাহের চাপকে ইলেকট্রোমোটিভ ফোর্স বা ভোল্টেজ বলা হয়।
৬৮. 'অকূল পাথার' শব্দের প্রায়োগিক অর্থ কোনটি? [BPSC PWD E/M - 29/12/2025]
(ক) সীমাহীন সাগর
(খ) মহাবিপদ
(গ) বিশাল প্রস্তর খন্ড
(ঘ) গোমেদ পাথর
উত্তরঃ (খ) মহাবিপদ
ব্যাখ্যাঃ অকূল পাথার মানে হলো কূলহীন সমুদ্র বা গভীর সংকট/মহাবিপদ।
৬৯. He looks ______ a famous film star. [BPSC PWD E/M - 29/12/2025]
(ক) as
(খ) aslike
(গ) like (এখানে like হবে)
(ঘ) same
উত্তরঃ (গ) like
ব্যাখ্যাঃ চেহারার সাদৃশ্য বোঝাতে look-এর পর 'like' ব্যবহৃত হয়।
[বইঃ English For Exam]
৭০. দক্ষিণ এশিয়ায় "চিকেন'স নেক" কী? [BPSC PWD E/M - 29/12/2025]
(ক) ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে মূল ভূ-খন্ডের সাথে সংযোগকারী একটি সংকীর্ণ করিডোর
(খ) ভারতের দক্ষিণ-পূর্বাঞ্চলকে মূল ভূ-খন্ডের সাথে
(গ) ভারত ও চীনের মধ্যে বিতর্কিত সীমান্ত অঞ্চল
(ঘ) বাংলাদেশ ও ভুটানের মধ্যকার বাণিজ্যপথ সংযোগকারী একটি সংকীর্ণ করিডোর
উত্তরঃ (ক) ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে মূল ভূ-খন্ডের সাথে সংযোগকারী একটি সংকীর্ণ করিডোর
ব্যাখ্যাঃ পশ্চিমবঙ্গের শিলিগুড়ি করিডোরকে চিকেন'স নেক বলা হয় যা ভারতের সেভেন সিস্টার্সকে মূল ভূখণ্ডের সাথে যুক্ত রাখে।
৭১. 'Romeo and Juliet' is a famous ______ by William Shakespeare. [BPSC PWD E/M - 29/12/2025]
(ক) Tragedy
(খ) Comedy
(গ) Novel
(ঘ) Parody
উত্তরঃ (ক) Tragedy
ব্যাখ্যাঃ এটি শেক্সপিয়রের একটি বিখ্যাত বিয়োগান্তক নাটক বা ট্র্যাজেডি।
[বইঃ English For Exam]
৭২. To "hit the roof" means: [BPSC PWD E/M - 29/12/2025]
(ক) to be very angry
(খ) to be very happy
(গ) to climb very high
(ঘ) to do something dangerous
উত্তরঃ (ক) to be very angry
ব্যাখ্যাঃ হিট দ্য রুফ মানে প্রচণ্ড রেগে যাওয়া।
[বইঃ English For Exam]
৭৩. BNBC-এর সুপারিশ অনুযায়ী একটি সাধারণ অফিস কক্ষে লাইটের illumination কত হবে? [BPSC PWD E/M - 29/12/2025]
(ক) 150 lux
(খ) 250 lux
(গ) 300 lux
(ঘ) 400 lux
উত্তরঃ (গ) 300 lux
ব্যাখ্যাঃ সাধারণ অফিস কাজের জন্য মানসম্মত ইলুমিনেশন লেভেল ৩০০ লাক্স।
৭৪. কোন্টি D-৮ ভুক্ত দেশ নয়? [BPSC PWD E/M - 29/12/2025]
(ক) মালয়েশিয়া
(খ) ভারত
(গ) নাইজেরিয়া
(ঘ) তুরস্ক
উত্তরঃ (খ) ভারত
ব্যাখ্যাঃ ডি-৮ হলো আটটি মুসলিম প্রধান উন্নয়নশীল দেশের সংগঠন। ভারত এর সদস্য নয়।
৭৫. 'সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫' জারি করা হয় কবে? [BPSC PWD E/M - 29/12/2025]
(ক) ২১ মে ২০২৫
(খ) ২০ মে ২০২৫
(গ) ২২ মে ২০২৫
(ঘ) ২৩ মে ২০২৫
উত্তরঃ (ক) ২১ মে ২০২৫ (সাম্প্রতিক তথ্যানুযায়ী)
ব্যাখ্যাঃ পূর্বের বিতর্কিত সাইবার আইন বাতিল করে নতুন সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ জারি করা হয়।
৭৬. Choose the correct translation: এখন এগারোটা বেজে পনেরো মিনিট। [BPSC PWD E/M - 29/12/2025]
(ক) It is now fifteen minutes past eleven
(খ) It is now fifteen minutes with eleven
(গ) It is now fifteen minutes to eleven
(ঘ) It is now fifteen minutes after eleven
উত্তরঃ (ক) It is now fifteen minutes past eleven
ব্যাখ্যাঃ বেজে যাওয়া অর্থে 'past' ব্যবহৃত হয়। (It's a quarter past eleven ও বলা যায়)।
[বইঃ English For Exam]
৭৭. তিনি বললেন, 'দয়া করে ভিতরে আসুন' কী ধরনের বাক্য? [BPSC PWD E/M - 29/12/2025]
(ক) কর্মবাচ্যের
(খ) পরোক্ষ উক্তির
(গ) প্রত্যক্ষ উক্তির
(ঘ) কর্তৃবাচ্যের
উত্তরঃ (গ) প্রত্যক্ষ উক্তির
ব্যাখ্যাঃ বক্তার কথা অবিকল উদ্ধৃতি চিহ্নের মধ্যে থাকলে তাকে প্রত্যক্ষ উক্তি বা Direct Speech বলে।
৭৮. 'ভস্ম' শব্দটির অর্থ কী? (প্রশ্নে ভগ্ন আছে, সম্ভবত ভস্ম হবে) [BPSC PWD E/M - 29/12/2025]
(ক) ধূলি
(খ) বালি
(গ) ছাই
(ঘ) কাদামাটি
উত্তরঃ (গ) ছাই
ব্যাখ্যাঃ ভস্ম মানে পুড়ে যাওয়া অবশিষ্ট অংশ বা ছাই।
৭৯. What is the synonym of 'Adjourn'? [BPSC PWD E/M - 29/12/2025]
(ক) start
(খ) close
(গ) postpone
(ঘ) Restart
উত্তরঃ (গ) postpone
ব্যাখ্যাঃ Adjourn মানে সাময়িকভাবে স্থগিত করা বা মুলতবি রাখা।
[বইঃ English For Exam]
৮০. Which word in the following expresses singular number? [BPSC PWD E/M - 29/12/2025]
(ক) data
(খ) phenomenon
(গ) Radius
(ঘ) Media
উত্তরঃ (গ) Radius
ব্যাখ্যাঃ Radius সিঙ্গুলার, এর প্লুরাল হলো Radii। বাকিগুলো (Data, Phenomenon, Media) মূলত প্লুরাল ফর্ম (যদিও ফেনোমেনন সিঙ্গুলার হয় কিন্তু অপশনে ব্যাসার্ধ সবচেয়ে স্পষ্ট)।
[বইঃ English For Exam]
৮১. ন্যাটোর সর্বশেষ অন্তর্ভুক্ত (৭ মার্চ ২০২৪) দেশ কোনটি? [BPSC PWD E/M - 29/12/2025]
(ক) সুইডেন
(খ) ফিনল্যান্ড
(গ) নরওয়ে
(ঘ) ইউক্রেন
উত্তরঃ (ক) সুইডেন
ব্যাখ্যাঃ সুইডেন ৭ মার্চ ২০২৪ ন্যাটোর ৩২তম সদস্য হিসেবে যোগদান করে।
৮২. 'আসবাবপত্র' শব্দটির লিঙ্গ কী? [BPSC PWD E/M - 29/12/2025]
(ক) পুরুষ
(খ) স্ত্রী
(গ) ক্লীব
(ঘ) সব কয়টি
উত্তরঃ (গ) ক্লীব
ব্যাখ্যাঃ অপ্রাণিবাচক শব্দকে বাংলা ব্যাকরণে ক্লীবলিঙ্গ বলা হয়।
৮৩. "She started learning English from last month". Here the word 'learning' is: [BPSC PWD E/M - 29/12/2025]
(ক) participle
(খ) Gerund
(গ) Linking verb
(ঘ) Main verb
উত্তরঃ (খ) Gerund
ব্যাখ্যাঃ Verb-এর শেষে ing যুক্ত হয়ে যদি Noun-এর কাজ করে তবে তা Gerund। এখানে learning অবজেক্ট হিসেবে বসেছে।
[বইঃ English For Exam]
৮৪. Delishia speaks English fluently; ______ she knows French. [BPSC PWD E/M - 29/12/2025]
(ক) however
(খ) but
(গ) since
(ঘ) Moreover
উত্তরঃ (ঘ) Moreover
ব্যাখ্যাঃ আরও একটি তথ্য যোগ করার জন্য (তাছাড়া) Moreover ব্যবহৃত হয়।
[বইঃ English For Exam]
৮৫. ণ-ত্ব বিধান অনুসারে ভুল বানান আছে কোন্ গুচ্ছে? [BPSC PWD E/M - 29/12/2025]
(ক) ধরন, ঝর্ণা
(খ) গৃহকোন, পুন্যবান
(গ) পরিবহণ, ক্ষণকাল
(ঘ) মূল্যায়ন, নিরূপণ
উত্তরঃ (খ) গৃহকোন, পুন্যবান
ব্যাখ্যাঃ সঠিক বানান হবে 'গৃহকোণ' এবং 'পুণ্যবান'।
৮৬. "শব্দ টি কেটে দাও” – এর ইংরেজি: [BPSC PWD E/M - 29/12/2025]
(ক) Pen through the word
(খ) Cut through the word
(গ) Cut the word
(ঘ) Cut out the word
উত্তরঃ (ক) Pen through the word
ব্যাখ্যাঃ কলম দিয়ে কোনো লেখা কেটে দেওয়ার ক্ষেত্রে 'Pen through' ফ্রেজটি ব্যবহৃত হয়।
[বইঃ English For Exam]
৮৭. 'Capital Punishment' এর পরিভাষা- [BPSC PWD E/M - 29/12/2025]
(ক) অর্থ জরিমানা
(খ) মৃত্যুদন্ড
(গ) রাজধানীতে শাস্তি
(ঘ) যাবজ্জীবন কারাদন্ড
উত্তরঃ (খ) মৃত্যুদন্ড
ব্যাখ্যাঃ সর্বোচ্চ শাস্তি বা মৃত্যুদণ্ডকে ইংরেজিতে ক্যাপিটাল পানিশমেন্ট বলা হয়।
[বইঃ English For Exam]
৮৮. 'দুর্গেশ নন্দিনী' কার লেখা? [BPSC PWD E/M - 29/12/2025]
(ক) কাজী নজরুল ইসলাম
(খ) বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়
(গ) ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ (খ) বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যাঃ ১৮৬৫ সালে প্রকাশিত এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস।
৮৯. নিচের কোন্ যন্ত্রটি দ্বারা Lift machine-এর speed control করা যায়? [BPSC PWD E/M - 29/12/2025]
(ক) ATS
(খ) Power relay
(গ) VFD
(ঘ) TPMCCB
উত্তরঃ (গ) VFD
ব্যাখ্যাঃ Variable Frequency Drive (VFD) মোটরের ফ্রিকোয়েন্সি পরিবর্তন করে গতির সূক্ষ্ম নিয়ন্ত্রণ করে।
৯০. বৈদ্যুতিক System-এ earthing কেন করা হয়? [BPSC PWD E/M - 29/12/2025]
(ক) যন্ত্রপাতির নিরাপত্তার জন্য
(খ) যন্ত্রপাতি পরিচালনাকারী ব্যক্তির নিরাপত্তার জন্য
(গ) ক ও খ উভয়ের জন্য
(ঘ) ক ও খ কোনটির জন্য নয়
উত্তরঃ (গ) ক ও খ উভয়ের জন্য
ব্যাখ্যাঃ আর্থিং লিকেজ কারেন্টকে মাটিতে পাঠিয়ে দিয়ে যন্ত্রপাতিকে এবং মানুষকে শক লাগা থেকে বাঁচায়।
৯১. 'ক্রীতদাসের হাসি' একটি- [BPSC PWD E/M - 29/12/2025]
(ক) নাটক
(খ) কবিতা
(গ) ছোটগল্প
(ঘ) উপন্যাস
উত্তরঃ (ঘ) উপন্যাস
ব্যাখ্যাঃ এটি শওকত ওসমান রচিত একটি বিখ্যাত প্রতীকী উপন্যাস।
৯২. Engine এর Stroke বলতে কী বুঝায়? [BPSC PWD E/M - 29/12/2025]
(ক) Cylinder এর আয়তন
(খ) Cylinder এর অভ্যন্তরীণ ব্যাস্
(গ) Connecting rod এর দৈর্ঘ্য
(ঘ) TDC (Top Dead Center) ও BDC (Bottom Dead Center)-এর দূরত্ব
উত্তরঃ (ঘ) TDC (Top Dead Center) ও BDC (Bottom Dead Center)-এর দূরত্ব
ব্যাখ্যাঃ পিস্টন সিলিন্ডারের ভেতরে সর্বোচ্চ ও সর্বনিম্ন যে দূরত্ব অতিক্রম করে তাকে স্ট্রোক বলে।
৯৩. সাধারণতঃ ডিজেল Engine Self Starting এ কত Volt-এর DC ব্যাটারির প্রয়োজন হয়? [BPSC PWD E/M - 29/12/2025]
(ক) 6 volts
(খ) 12 volts
(গ) 24 volts
(ঘ) 48 volts
উত্তরঃ (খ) 12 volts
ব্যাখ্যাঃ ছোট ও মাঝারি ইঞ্জিনে ১২ ভোল্ট এবং ভারী ইঞ্জিনে ২৪ ভোল্ট ব্যবহৃত হয়। স্ট্যান্ডার্ড উত্তর ১২ ভোল্ট।
৯৪. কোন বানানটি শুদ্ধ? [BPSC PWD E/M - 29/12/2025]
(ক) ব্যাকরণ
(খ) ব্যকরণ
(গ) ব্যাকরন
(ঘ) ব্যকরন
উত্তরঃ (ক) ব্যাকরণ
ব্যাখ্যাঃ শুদ্ধ বানানটি হলো 'ব্য' ফলা এবং মূর্ধন্য 'ণ' যোগে ব্যাকরণ।
৯৫. Select the correctly spelt word. [BPSC PWD E/M - 29/12/2025]
(ক) Brochur
(খ) Broshure
(গ) Brochure
(ঘ) Broshur
উত্তরঃ (গ) Brochure
ব্যাখ্যাঃ পণ্য বা সেবার তথ্য সংবলিত পুস্তিকাকে Brochure বলা হয়।
[বইঃ English For Exam]
৯৬. BNBC-এর সুপারিশ অনুযায়ী 7-12 floor বিশিষ্ট অফিস ভবনে কত speed এর Lift স্থাপন করতে হবে? [BPSC PWD E/M - 29/12/2025]
(ক) 1-1.5 m/sec
(খ) 1.5-2 m/sec
(গ) 2-2.5 m/sec
(ঘ) 3-3.5 m/sec
উত্তরঃ (ক) 1-1.5 m/sec
ব্যাখ্যাঃ মাঝারি উচ্চতার ভবনের জন্য সাধারণত ১ থেকে ১.৫ মিটার পার সেকেন্ড গতির লিফট উপযুক্ত।
৯৭. কৃত্রিম বন 'মিয়াওয়াকি ফরেস্ট' তৈরির ধারণার প্রবক্তা কে? [BPSC PWD E/M - 29/12/2025]
(ক) নারুহিতো
(খ) আকিহিতো
(গ) আকিরা মিয়াওয়াকি
(ঘ) সাতোশি মিয়াওয়াকি
উত্তরঃ (গ) আকিরা মিয়াওয়াকি
ব্যাখ্যাঃ জাপানি উদ্ভিদবিদ আকিরা মিয়াওয়াকি এই বিশেষ পদ্ধতিতে দ্রুত বন তৈরির পদ্ধতি আবিষ্কার করেন।
৯৮. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রথমবারের মত বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি সম্বলিত ডাক টিকেট প্রকাশকারী রাষ্ট্র হলো- [BPSC PWD E/M - 29/12/2025]
(ক) যুক্তরাজ্য
(খ) যুক্তরাষ্ট্র
(গ) নেপাল
(ঘ) ভারত
উত্তরঃ (খ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যাঃ আমেরিকার ডাক বিভাগ বা ইউএসপিএস প্রথমবারের মতো শহীদ মিনারের ছবিযুক্ত ডাকটিকিট প্রকাশ করেছিল।
৯৯. If I had known it was your birthday, I ______ you a gift. [BPSC PWD E/M - 29/12/2025]
(ক) had bought
(খ) have had bought
(গ) would have bought
(ঘ) have bought
উত্তরঃ (গ) would have bought
ব্যাখ্যাঃ এটি ৩য় কন্ডিশনাল (Past Perfect থাকলে পরের অংশে would have + V3 হয়)।
[বইঃ English For Exam]
১০০. PFI কী কাজ করে? [BPSC PWD E/M - 29/12/2025]
(ক) Reduce reactive power
(খ) Maximizing use of real power
(গ) Lowering overall current
(ঘ) সবগুলো
উত্তরঃ (ঘ) সবগুলো
ব্যাখ্যাঃ PFI রিঅ্যাক্টিভ পাওয়ার কমায়, রিয়েল পাওয়ারের ব্যবহার বাড়ায় এবং এর ফলে সিস্টেমের কারেন্ট ও ইলেকট্রিক বিল কমে।
|
রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই ও English For Exam ইংরেজি বই সহকারি/উপ-সহকারি প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য এই বই দুইটি বর্তমান খুবই খুবই ভালো বই, যাদের কাছে এই বই গুলো নেই তারা সংগ্রহ করে পড়াশোনা করুন। বই দুইটি অনলাইনে বা কুরিয়ারে নিতে 01792129022 Whatsapp নাম্বারে মেসেজ দিন। |
রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ বই ও English For Exam ইংরেজি বই
সহকারি/উপ-সহকারি প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য এই বই দুইটি বর্তমান খুবই খুবই ভালো বই, যাদের কাছে এই বই গুলো নেই তারা সংগ্রহ করে পড়াশোনা করুন। বিগত সালের সব প্রশ্নের উত্তর এই বইয়ে দেওয়া আছে।
বই দুইটি অনলাইনে বা কুরিয়ারে নিতে 01792129022 Whatsapp নাম্বারে মেসেজ দিন।
এই দুইটি বই যে যে লাইব্রেরীতে পাবেনঃ
১। জামালপুর লাইব্রেরী, নীলক্ষেত ঢাকা।
২। নিউ শিক্ষা বিতান, নীলক্ষেত ঢাকা।
৩। ছাত্রবন্ধু লাইব্রেরী, DPI তেজগাঁও, ঢাকা।
৪। নিউ জামালপুর লাইব্রেরী, ডুয়েট গেট।
৫। ডায়নামিক বুক হাউস, ডুয়েট গেট।
৬। ঢাকা বুক হাউস, ডুয়েট গেট।
৭। ডুয়েট বই ঘর, ডুয়েট গেট।
৮। মাহাফুজ্জাই পুস্তাকালয়, প্রেসক্লাব লাইব্রেরী, রংপুর।
৯। গ্রীন লাইব্রেরী, দিনাজপুর।
১০। টেকনিক্যাল বুক হাউস, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট, খুলনা।
[অনলাইনে নতুন ব্যাচ শুরু হচ্ছে, এই ব্যচে জয়েন করতে 01792129022 whatsapp নাম্বারে মেসেজ দিন (সব ডিপার্টপমেন্ট)]