Image
সুইচ গিয়ার এন্ড প্রটেকশন MCQ
1. নিচের কোনটি নিত্যব্যবহার্য বৈদ্যুতিক যন্ত্রপাতির সংরক্ষণে ব্যবহৃত হয়?
MCB
Fuse
Isolator
ক এবং খ উভয়ই
2. বাসবার ম্যাটেরিয়াল হিসাবে কী ব্যবহৃত হয়?
সিলভার
কপার
অ্যালুমিনিয়াম
খ ও গ
3. সার্কিট ব্রেকার ও আইসোলেটরের সমন্বয়ে গঠিত হয়-
বাসবার
সার্কিট ব্রেকার
রিলে
বাস কাপলার
4. ওভারলোড প্রটেকশন কোথায় ব্যবহার করা হয় না?
ট্রান্সফরমারে
ডিসি মোটরে
ইন্ডাকশন মোটরে
অল্টারনেটরে
5. সিস্টেমে যে ফল্টের কারণে তিন ফেজের প্রতিটি ফেজে সমপরিমাণ ফল্ট কারেন্ট প্রবাহিত হয়, সে ধরনের ফল্টকে ---বলে।
সিমেট্রিক্যাল ফল্ট
শর্টসার্কিট
আনসিমেট্রিক্যাল ফল্ট
কোনোটিই নয়
10. ভালো সুইচগিয়ার এবং প্রটেকটিভ ডিভাইসসমূহের কয়টি গুণাবলি থাকা আবশ্যক?
৫টি
৭টি
৬টি
৮টি
11. HRC ফিউজের ফিলিং পদার্থ হিসাবে কী ব্যবহৃত হয়?
কোয়ার্টজ পাউডার
কাঠের গুঁড়া
বালি
লবণ
12. ---এক ধরনের তামা বা অ্যালুমিনিয়ামের পরিবাহী পাত বা রড, যা এক বা একাধিক সার্কিট হতে বৈদ্যুতিক এনার্জি সংগ্রহ ও বিতরণ করে।
রিলে
ফিউজ
বাসবার
সার্কিট ব্রেকার
13. কোনটি ফল্টের কারণ?
লাইটনিং চার্জ
হোল্ডার নষ্ট হলে
বাল্ব ফিউজ হলে
ফিউজ পুড়ে গেলে
15. আনসিমেট্রিক্যাল ফল্ট কী কী ধরনের হয়?
সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট
লাইন টু লাইন ফল্ট
ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট
সবগুলো
17. একটি 220V, 7.5kW মোটরের নিরাপত্তার জন্য ফিউজের সর্বোচ্চ সাইজ হওয়া উচিত-
35
60
75
20
18. পাওয়ার সিস্টেমে কী কী ধরনের রিয়্যাক্টর ব্যবহৃত হয়?
সিরিজ রিয়্যাক্টর
শান্ট রিয়‍্যাক্টর
পিটারশন কয়েল
সবগুলো
19. CCL, ফিউজ-এ উচ্চমানের রোধ অংশ যুক্ত থাকে কেন?
শর্টসার্কিট কারেন্ট হ্রাস করার জন্য
শর্টসার্কিট ভোল্টেজ হ্রাস করার জন্য
Inductance বৃদ্ধির জন্য
Capacitance বৃদ্ধির জন্য