EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
1. ভালো সুইচগিয়ার এবং প্রটেকটিভ ডিভাইসসমূহের কয়টি গুণাবলি থাকা আবশ্যক?
৫টি
৭টি
৬টি
৮টি
ব্যাখ্যা: ব্যাখ্যা : ১। সনাক্তকরণ, ২। সংবেদনশীলতা, ৩। বিশ্বস্ততা, ৪। উচ্চগতি, ৫। স্থায়িত্বতা, ৬। সরলতা।
2. কোনটি ফল্টের কারণ?
লাইটনিং চার্জ
হোল্ডার নষ্ট হলে
বাল্ব ফিউজ হলে
ফিউজ পুড়ে গেলে
3. HRC ফিউজের ফিলিং পদার্থ হিসাবে কী ব্যবহৃত হয়?
কোয়ার্টজ পাউডার
কাঠের গুঁড়া
বালি
লবণ
ব্যাখ্যা: ব্যাখ্যা: HRC ফিউজে ফিলিং পদার্থ হিসাবে কোয়ার্টজ পাউডার, মার্বেলের গুঁড়া, চক, প্লাস্টার অব প্যারিস ইত্যাদি ব্যবহার করা হয়।
4. CCL, ফিউজ-এ উচ্চমানের রোধ অংশ যুক্ত থাকে কেন?
শর্টসার্কিট কারেন্ট হ্রাস করার জন্য
শর্টসার্কিট ভোল্টেজ হ্রাস করার জন্য
Inductance বৃদ্ধির জন্য
Capacitance বৃদ্ধির জন্য
ব্যাখ্যা: ব‍্যাখ্যাঃ ফন্টের সময় যাতে শর্ট সার্কিট কারেন্ট হ্রাস পায়, তাই ফিউজ এলিমেন্টের প্যারালালে একটি উচ্চমানের রেজিস্ট্যান্স সংযোজন করা থাকে।
6. একটি 220V, 7.5kW মোটরের নিরাপত্তার জন্য ফিউজের সর্বোচ্চ সাইজ হওয়া উচিত-
35
60
75
20
7. Power system-এ GIS বলতে কী বুঝায়?
Group Insurance System
Gas Insulated Service
Gas Insulated Switchgear
Gear Insulated Switchgear
ব্যাখ্যা: ব্যাখ্যা: A Gas Insulated Substation (GIS) is a high voltage substation in which the major structure are contained in a sealed environment with sulfur hexafluoride gas as the insulating medium.
8. লো-অয়েল ব্রেকারে কয়টি চেম্বার থাকে?
2টি
3টি
4 টি
5 টি
ব্যাখ্যা: ব‍্যাখ্যা: স্মল-আফল সার্কিট ব্রেকারে চেম্বার ২টি। যথা- (১) সার্কিট ব্রেকিং চেম্বার, (ii) সাপোর্টিং চেম্বার।
9. শর্টসার্কিট ফল্ট কত প্রকার?
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
ব্যাখ্যা: ব্যাখ্যা: শর্ট সার্কিট ফল্ট প্রধানত দু'প্রকার। যথা- (1) সিমোট্রিক্যাল ফল্ট, (ii) আনসিমেট্রিক্যাল ফল্ট।
10. বাসবার ম্যাটেরিয়াল হিসাবে কী ব্যবহৃত হয়?
সিলভার
কপার
অ্যালুমিনিয়াম
খ ও গ
ব্যাখ্যা: ব‍্যাখ্যা: বাসবার এক ধরনের তামা বা অ্যালুমিনিয়ামের পরিবাহী পাত বা রড, যা এক বা একাধিক সার্কিট হতে বৈদ্যুতিক এনার্জি সংগ্রহ ও বিতরণ করে।
11. সার্কিট ব্রেকার ও আইসোলেটরের সমন্বয়ে গঠিত হয়-
বাসবার
সার্কিট ব্রেকার
রিলে
বাস কাপলার
ব্যাখ্যা: ব্যাখ্যা: বাসকাপলার মূলত সার্কিট ব্রেকার ও আইসোলেটর সমন্বয়ে ন গঠিত। বাসকাপলারের চারপাশে আগুনের হাত থেকে নিরাপত্তার জন্য ফায়ার প্রুফ ওয়াল থাকে।
12. পাওয়ার সিস্টেমে কী কী ধরনের রিয়্যাক্টর ব্যবহৃত হয়?
সিরিজ রিয়্যাক্টর
শান্ট রিয়‍্যাক্টর
পিটারশন কয়েল
সবগুলো
ব্যাখ্যা: ব্যাখ্যা: পাওয়ার সিস্টেমে যেসব রিয়্যাক্টর ব্যবহৃত হয়- (১) কারেন্ট লিমিটিং রিয়‍্যাক্টর বা সিরিজ রিয়‍্যাক্টর (ii) আর্ক সাপ্রেশন কয়েল বা পিটারশন কয়েল (iii) শান্ট রিয়‍্যাক্টর।
13. আনসিমেট্রিক্যাল ফল্ট কী কী ধরনের হয়?
সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট
লাইন টু লাইন ফল্ট
ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট
সবগুলো
14. ---এক ধরনের তামা বা অ্যালুমিনিয়ামের পরিবাহী পাত বা রড, যা এক বা একাধিক সার্কিট হতে বৈদ্যুতিক এনার্জি সংগ্রহ ও বিতরণ করে।
রিলে
ফিউজ
বাসবার
সার্কিট ব্রেকার
15. নিচের কোনটি নিত্যব্যবহার্য বৈদ্যুতিক যন্ত্রপাতির সংরক্ষণে ব্যবহৃত হয়?
MCB
Fuse
Isolator
ক এবং খ উভয়ই
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ বৈদ্যুতিক যন্ত্রপাতি সংরক্ষণে Fuse-এর ব্যবহার সবচেয়ে বেশি। Fuse হিসেবে বিভিন্ন মানের তার ব্যবহার করা হয়। যখন অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হয় তখন Fuse-টি পুড়ে গিয়ে`যন্ত্রটিকে অতিরিক্ত বিদ্যুৎ হতে রক্ষা করে।
17. সিস্টেমে যে ফল্টের কারণে তিন ফেজের প্রতিটি ফেজে সমপরিমাণ ফল্ট কারেন্ট প্রবাহিত হয়, সে ধরনের ফল্টকে ---বলে।
সিমেট্রিক্যাল ফল্ট
শর্টসার্কিট
আনসিমেট্রিক্যাল ফল্ট
কোনোটিই নয়
18. বৈদ্যুতিক ফিউজের রেটিং হয়-
ভোল্ট
অ্যাম্পিয়ার
ফ্যারাডে
হেনরী
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ বৈদ্যুতিক ফিউজের রেটিং-এর একক অ্যাম্পিয়ার (A)। যেমন- 108, 15A, 25A, 30A.
19. ওভারলোড প্রটেকশন কোথায় ব্যবহার করা হয় না?
ট্রান্সফরমারে
ডিসি মোটরে
ইন্ডাকশন মোটরে
অল্টারনেটরে
ব্যাখ্যা: ব্যাখ্যা: অল্টারনেটরের ক্ষেত্রে ওভারলোড প্রটেকশন ব্যবহার করা হয় না। কেননা, মডার্ন অল্টারনেটরগুলোতে উচ্চ ইম্পিড্যান্স বিদ্যমান থাকে, যার ফলে অল্টারনেটরসমূহে উচ্চ তাপমাত্রায় সামান্য সময়ের জন্য শর্টসার্কিট হয়ে ডিসকানেক্ট হতে পারে।
20. Buchholz রিলে কোথায় ব্যবহৃত হয়?
Alternator
Induction motor
ট্রান্সফরমার
Synchronous মোটর
ব্যাখ্যা: ব্যাখ্যা: ট্রান্সফর্মারের অভ্যন্তীরণ ফল্টসমূহকে প্রটেক্ট করার জন্য Buchholz রিলে ব্যবহার করা হয়। অভ্যন্তরীণ ফল্টগুলোর মধ্যে রয়েছে শর্ট সার্কিট ফল্ট, Inter turn fault, Incipient winding fault ইত্যাদি।