সুইচ গিয়ার এন্ড প্রটেকশন MCQ
41. ট্রান্সলে পদ্ধতির রেটিং কত?
11KV
33kV
22kV
66kV
42. লাইটনিং স্টোক কে আবিষ্কার করেন?
আইজ্যাক নিউটন
বেঞ্জামিন ফ্রাংকলিন
ম্যাক্সওয়েল
টমাস আলভা এডিসন
43. ফিউজিং কারেন্ট নির্ভরশীল নিম্নের কোন বিষয়ের উপর?
ফিউজ এলিমেন্টের পদার্থের উপর
ফিউজ এলিমেন্টের দৈর্ঘ্যের উপর
ফিউজ এলিমেন্টের ব্যাসের উপর
সবগুলো
44. কার্টিজ ফিউজ কত রেটিং পর্যন্ত ব্যবহৃত হয়?
22kV, 8000A
33kV, 8700A
66kV, 10000A
132kV, 9000A
45. Induction type রিলের ডিস্ক কত কোণ পর্যন্ত ঘোরে?
180° পর্যন্ত
90° পর্যন্ত
240° পর্যন্ত
360° পর্যন্ত
46. বিলের ফন্ট ক্লিয়ারিং টাইম কত?
0.07-0.1 sec
0.01-0.02 sec
0:00-0:03 sec
0.03-0.05 sec
47. শর্টসার্কিট কারেন্ট সর্বোচ্চ যে মানে পৌছার পূর্বে ফিউজ তার গলে যায়, তাকে বলে।
ব্রেকিং ক্যাপাসিটি
কাট-অফ কারেন্ট
ফিউজিং কারেন্ট
প্রসপেকটিভ কারেন্ট
48. আইসোলেটর কীরূপ যন্ত্র---
রক্ষণ যন্ত্র
নিয়ন্ত্রণ যন্ত্র
নিরাপত্তা যন্ত্র
বিদ্যুৎ সরবরাহকারী যন্ত্র
49. বুখলজ রিলে কত রেটিং-এ ব্যবহৃত হয়?
300KVA
500KVA
400kVA
600KVA
50. বিলের অপারেটিং টাইম কত?
002-003 sec
0.02-0.04 s ec
0.03-0.04 sec
0.04-0.05 sec
51. ফিউজিং ফ্যাক্টরের মান কত?
I
I। এর চেয়ে বড়
।-এর চেয়ে ছোট
কোনোটিই নয়
52. সারকুলেটিং কারেন্ট পদ্ধতিতে স্বাভাবিক অবস্থায় পাইলট ওয়্যারে কত কারেন্ট প্রবাহিত হয়।
1A
2A
5A
0A
53. MCCB-এর পূর্ণনাম কী?
Miniature Current Circuit Breaker
Molded Current Circuit Breaker
Molded Change Circuit Breaker
Molded Case Circuit Breaker
54. রিন্সের মধ্যে প্লাগ সেটিং কয়েল কেন ব্যবহৃত হয়?
কারেন্ট এর পরিবর্তন করার জন্য
ভোল্টেজ এর পরিবর্তন করার জন্য
ওফ্রিকুয়েন্সি এর পরিবর্তন করারন্য জন্য
তাপমাত্রার পরিবর্তন করার জন্য
55. রি-অয়্যারেবল ফিউজ কোথায় ব্যবহার করা হয়?
আবাসিক বাড়িতে
অফিসে।
কলকারখানায়
ক ত্ত খ
56. থার্মাল রিলের হিটার কয়েল কোথা হতে কারেন্ট পায়?
PT
CT
ওয়াটমিটার
ভোল্টমিটার
57. সার্কিটে ফিউজ কীভাবে লাগানো থাকে?
সিরিজে
প্যারালালে
উভয়
কোনোটিই নয়
58. লাইটনিং স্টোকদ্বয়ের মধ্যে সময় পার্থক্য কত?
0.0001-0.0005 sec
0.002-0.003 sec
0.0005-0.5 sec
0.1-0.5 sec
59. আইসোলেটর কীরূপে ব্যবহৃত হয়?
লোডযুক্ত
লোডবিহীন অবস্থায়
শর্টসার্কিট অবস্থায়
ভার ছিঁড়ে গেলে
60. নেগেটিভ চার্জিত মেঘে স্ট্রোকের পরিমাণ কত?
70%
80%
75%
87%