MCQ
201. একটি চৌবাচ্চায় ৮০০০ লিটার পানি ধরে। চৌবাচ্চাটির দৈর্ঘয ২.৫৬ মিটার এবং প্রস্থ ১.২৫ মিটার। চৌবাচ্চাটির গভীরতা কত?
১.৫ মিটার
২.৫ মিটার
৩ মিটার
৩.৫ মিটার
202. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে?
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
সৈয়দ নজরুল ইসলাম
তাজউদ্দীন আহমেদ
বিচারপতি আবু সাঈদ চৌধুরী
203. দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতির হার কত শতাংশ ছিল?
৪০.৮
৪০.৯
৪১.৬
৪১.৮
204. বাংলাদেশের ২য় প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ কবে শেষ হবে?
২০৩১
২০৩৫
২০৪১
২০৪৫
205. ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ কোন দেশ থেকে পণ্য রপ্তানি বাবদ সবচেয়ে বেশি আয় করেছে?
যুক্তরাষ্ট্র
যুক্তরাজ্য
জার্মানি
স্পেন
206. ব্রিটিশ কৃষি বিপ্লব কখন সংঘটিত হয়েছিল?
উনবিংশ শতাব্দীতে
অষ্টাদশ শতাব্দীতে
ষোড়শ শতাব্দীতে
চতুর্দশ শতাব্দীতে
207. 'বাবা' কোন ভাষার অন্তর্গত শব্দ?
তৎসম
তদ্ভব
ফারসী
তুর্কি
208. ভারতে বছরের কোন দিনটি সিভিল সার্ভিস Service Day) হিসেবে পালিত হয়?
২১ এপ্রিল
২ অক্টোবর
২৬ জানুয়ারি
১০ মে
209. বাংলাদেশ সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দেন?
৯৫
৯৬
৯৭
৯৮
210. বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি করে কোন দেশে?
সংযুক্ত আরব আমিরাত
সৌদি আরব
কুয়েত
মালয়েশিয়া
211. 'The Foreshadowing of Bangladesh' গবেষণা গ্রন্থটির লেখক কে?
রেহমান সোবহান
আনিসুর রহমান
নুরুল ইসলাম
হারুন-অর-রশিদ
212. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে ১৯৭৪ সালের কোন মাসে বাংলায় বক্তৃতা দেন?
সেপ্টেম্বর
অক্টোবর
নভেম্বর
ডিসেম্বর
213. গ্রীন হাউস গ্যাসসমূহ নিঃসরণ নিয়ন্ত্রণ সংক্রান্ত চুক্তি "The Kyoto Protocol" জাতিসংঘ কর্তৃক কত সালে গৃহীত হয়?
১৯৯৭
১৯৯৯
২০০৩
২০০৪
214. বাংলাদেশে প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান-
BARI
BRRI
BADC
BINA
215. টাকায় ৩টি এবং টাকায় ৫ টি করে সমান সংখ্যক আমলকি ক্রয় করে এক ব্যক্তি টাকায় ৪টি করে আমলকি বিক্রয় করলেন। ঐ ব্যক্তির শতকরা কত লাভ বা ক্ষতি হলাে তা নির্ণয় করুন।
৪.২৫% লাভ
৫.২৫% ক্ষতি
৬.২৫% ক্ষতি
৭.২৫% লাভ
216. কোন চুক্তির মাধ্যমে ইউরোপের "Thirty years' war" এর সমাপ্তি ঘটে?
ভারসাই চুক্তি, ১৯১৯
ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি, ১৬৪৮
প্যারিস চুক্তি, ১৭৮৩
লুজান চুক্তি, ১৯২৩
217. 'মুজিব: একটি জাতির রূপকার' চলচ্চিত্রের পরিচালক কে?
গুরু দত্ত
শিবু সিরিল
শ্যাম বেনেগাল
বিশাল ভরদ্বাজ
218. এক বর্ণক্ষেত্রের এক বাহু অপর একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান হলে বর্গক্ষেত্র দুটির কর্ণের অনুপাত কত হবে?
1:2
5:2
2:1
4:1
219. ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসনে জয়লাভ করেছিল?
২১৯
২২১
২২৩
২২৫
220. কোনটি "Bretton Woods Institutions" এর অন্তর্ভুক্ত?
IDB
IMF
WTO
ADB