MCQ
21341. ভেনচুরি মিটারের সহগের মান-
0.62
0.99
0.97
0.064
ব্যাখ্যা: ব্যাখ্যা: মিটারের সহগের মান = 0.97 নির্গমন সহগ C = 0.62 বেগের সহগ, C=0.97 সংকোচন সহগ, CC = 0.64
21342. বার্নোলির সূত্রের বাস্তব প্রয়োগ-
ম্যানোমিটার
ভেনচুরি মিটার
পিজোমিটার
বার্ডনটিউব গেজ
21343. তরলের আয়তনকে প্রবাহের হার দ্বারা ভাগ করে পাওয়া যায়-
Cd
Cr
Q
T
ব্যাখ্যা:
ব্যাখ্যা: প্রবাহের হারঃ একক সময়ে কোনো সেকশন দিয়ে অতিক্রান্ত তরলের পরিমাণকে বুঝায়। একে θ দ্বারা প্রকাশ করা হয়।
প্রবাহের হার = প্রবাহের আয়তন /একক সময়
θ = V/7
V/θ =T
21344. বৃহৎ অরিফিস হিসাবে বিবেচনা করা হয় যখন প্রাপ্য হেড অরিফিস হেড উচ্চতার ৫ গুণ অপেক্ষা-
বেশি
মধ্যম
কম
সবগুলো
21345. জেটের সংকোচন ও গতি হ্রাসের কারণে প্রকৃত নির্গমন ও কারণিক নির্গমনের অনুপাতকে বলা হয়-
Cc
Cd
Cv
Cr
ব্যাখ্যা: ব্যাখ্যা: নির্গমন সহগ: অরিফিস দিয়ে প্রবাহিত তরলের জেটের সংকোচন ও গতি হ্রাসের কারণে প্রকৃত নির্গমন ও তাত্ত্বিক নির্গমনের অনুপাতকে নির্গমন সহগ বলে এবং একে C4 দ্বারা প্রকাশ করা হয়।
Cd =প্রকৃত নির্গমন/ তাত্ত্বিক নির্গমন
Cd-এর গড়মান = 0.62
21346. ভেনাকন্ট্রাক্টাতে জেটের ক্ষেত্রফল ও অরিফিসের ক্ষেত্রফল-এর সম্পর্ক আছে-
Cc
Ca
Cd
Cr
ব্যাখ্যা: ব্যাখ্যা: সংকোচন সহগ: অরিফিসের ক্ষেত্রফলের সাথে ভেনা কন্ট্রাক্টাতে জেট ক্ষেত্রফলের অনুপাতকে সংকোচন সহগ বলে এবং একে CC দ্বারা প্রকাশ করা হয়।
Cc= ভেনা কন্ট্রাক্টাতে জেট-এর ক্ষেত্রফল / অরিফিসের ক্ষেত্রফল
Cc এর গড় মান = 0.64।
21347. ভেনাকন্ট্রাক্টাতে জেটের প্রকৃত গতিবেগ ও কাল্পনিক গতিবেগকে বলা হয়-
Cc
Cr
Cv
Cd
ব্যাখ্যা: ব্যাখ্যা: ভেনা কন্ট্রাক্টতে জেটের প্রকৃত গতিবেগ ও কল্পনিক গতিবেগের অনুপাতকে বেগের সহগ বলে।
বেগের সহগ (Cv) = ভেনা কন্ট্রাক্টাতে প্রকৃত বেগ/কাল্পনিক বেগ
এর মান 0.95 হতে 0.995 পর্যন্ত হয়। এর গড় মান= 0.971
21348. বলের সমতার শর্ত হলো-
বলের স্থায়ী সমতা
অস্থায়ী সমতা
নিরপেক্ষ সমতা
উপরের সব কয়টি
21349. ভেনচুরি মিটারের অংশ-
২টি
৪টি
৩টি
৫টি
ব্যাখ্যা: ব্যাখ্যা: ভেনচুরি মিটার প্রধানত ৩টি অংশ নিয়ে গঠিত, যথা-
(1) কেন্দ্রমুখী কোণ
(ii) থ্রোট
(iii) কেন্দ্রবিমুখী কোণ।
21350. আংশিক সাবমার্জড অরিফিসের মধ্য দিয়ে নির্গমনের সূত্র-
Q=Q1+ Q2
Q=av
Q= Q1/Q2
Q =a/v
ব্যাখ্যা: ব্যাখ্যা: আংশিক ডুবানো অরিফিসের মধ্যে মোট নির্গমন, θ=θ_1+θ_2
যেখানে,
θ_1= ডুবানো অংশের নির্গমন
θ_2 = মুক্ত অংশের নির্গমন
21351. অরিফিস পানিতে নিমজ্জিত থাকে-
অর্ধেক অংশ
এক-চতুর্থাংশ
এক-তৃতীয়াংশ
সম্পূর্ণ অংশ
ব্যাখ্যা: ব্যাখ্যা: কোনো কোনো সময় অরিফিস হতে তরল পদার্থ বায়ুমণ্ডলে মুক্তভাবে নির্গত না হয়ে অন্য কোনো তরলপূর্ণ ধারকে নির্গত হয়। একে ডুবন্ত বা নিমজ্জিত অরিফিস বলে।
এটি দুই প্রকার, যথা-
(i) আংশিক ডুবানো অরিফিস।
(ii) সম্পূর্ণ নিমজ্জিত অরিফিস
21352. কো-ইফিসিয়েন্ট কন্ট্রাকশনের গড় মান-
0.6
0.74
0.64
0.62
21353. বার্নোলির সূত্রের মূল হলো প্রতিকণার মোট হেড-
সমান
অসমান
পরিবর্তনশীল
শূন্য
ব্যাখ্যা: ব্যাখ্যা: বার্নোলির সূত্র: অবিশ্রান্ত ধারায় প্রবহমান কোনো খাঁটি অসংকোচনশীল তরল পদার্থ এক বিন্দু হতে অন্য বিন্দুতে স্থানান্তরিত হওয়ার সময় তার প্রবাহপথের প্রত্যেক বিন্দুতে প্রত্যেক কণার মোট হেড সমান হবে। এটা এই ধারণার উপর প্রতিষ্ঠিত যে, তরলের প্রবাহপথে ঘর্ষণের জন্য কোনো হেডের অপচয় হয় না। বার্নোলির সূত্রের বাস্তব প্রয়োগ ঘটে-
(i) মিটার,
(ii) অরিফিস মিটার,
(iii) পিটট টিউবে
21354. Cv-এর গড় মাপ হলো-
0.64
0.79
0.62
0.97
ব্যাখ্যা: ব্যাখ্যা: মিটারের সহগের মান= 0.97 নির্গমন সহগ Cd = 0.62 বেগের সহগ, Cv = 0.97
21355. অরিফিস হলো একটি ছিদ্র, যা থাকে-
পাত্রের পাশে
পাত্রে নিম্নাংশে
তলদেশে
সব কয়টি
ব্যাখ্যা: ব্যাখ্যা: অরিফিসঃ তরল দ্বারা পূর্ণ কোনো পাত্রের গায়ে (নিম্নাংশে, পার্শ্বদিকে, তলায়) যদি একটি ছিদ্র রাখা হয়, যাতে তরল ঐ ছিদ্রপথে বের হয়ে আসতে পারে, তবে ঐ ছিদ্রকে অরিফিস বলে।
21356. ল্যামিনার প্রবাহে উল্টা স্রোতের ফলে যে গতির সৃষ্টি হয়, তাকে বলে-
আপেক্ষিক ভেলোসিটি
গড় চাপ
গড় বেগ
ক্রিটিক্যাল ভেলোসিটি
21357. বস্তুর ওজন অপেক্ষা প্লবতা বেশি হলে বস্তুটি-
ভাসবে
ডুববে
স্থির থাকবে
গতিপ্রাপ্ত হবে
21358. ভেনচুরি ভ্যাকুয়াম বলতে বুঝায় বায়ুর চাপ কম থাকে-
থ্রটে
প্রশস্ত প্রান্তে
নির্গমন প্রান্তে
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: ভেনচুরি ভ্যাকুয়াম: যদি ভেনচুরি মিটারের মধ্য দিয়ে তরল পদার্থ বায়ুমণ্ডলে নির্গমন হয় তাহলে চাপ অবশ্যই বায়ুমণ্ডলীয় চাপের চেয়ে কম হবে, তাই প্রোটে শূন্য চাপের সৃষ্টি হয়। এ শূন্য চাপকে ভেনচুরি ভ্যাকুয়াম বলে।
21359. পিটট টিউবের কাচনলের নিম্নাংশ কত ডিগ্রি বাঁকা?
60°
45°
90°
30°
21360. ভেনাকন্ট্রাক্টাতে জেটের গতিবেগ-
কম
বেশি
মধ্যম
সর্বোচ্চ
ব্যাখ্যা: ব্যাখ্যা: ভেনাকন্ট্রাষ্টা: অরিফিসযুক্ত কোনো ট্যাংকে তরল পদার্থ রাখলে অরিফিস দিয়ে তরল সবেগে বের হতে থাকে। পরীক্ষা করে দেখা গেছে অরিফিস ত্যাগের পরক্ষণেই তরলের জেট খানিকটা সংকুচিত হয়।
এরপর প্রবাহ খানিকটা অনুভূমিক থাকে। এক্ষেত্রে যে সেকশনে সর্বোচ্চ সংকোচন ঘটে ঐ সেকশনকেই ভেনা কন্ট্রাক্টা বলে। যেহেতু কন্টাক্টায় সেকশন ন্যূনতম, তাই সেখানে তরলের বেগ সর্বোচ্চ। অরিফিসের আকার ও পানির হেডের
উপর ভিত্তি করে ভেনা কন্ট্রাষ্টার দূরত্ব সাধারণত হয়ে d/2 থাকে।
d= অরিফিসের ব্যাস।