Image
MCQ
21361. অল্প চাপ সূক্ষ্মভাবে পরিমাপ করতে ব্যবহার করা হয়-
পিজোমিটার
ইউটিউব
বার্ডন টিউব
ম্যানোমিটার
21362. H গভীরতায় তরল পদার্থের চাপ-
W/P
PW
ρ/ω
P/R
21363. মুক্ততলে তরল পদার্থের চাপের তীব্রতা-
বেশি
কম
শূন্য
সমান
21364. কোনো ডুবানো তলের ওপর চাপের তীব্রতা বৃদ্ধি পায়-
গভীরতার সাথে
দৈর্ঘ্যের সাথে
ওজনের সাথে
ঘনত্বের সাথে
21365. অতি উচ্চ চাপ মাপার জন্য কী গেজ ব্যবহার করা হয়?
পিজোমিটার
স্টেটিক
বার্ডন টিউব
কোনোটিই নয়
21366. চাপ তরল সংলগ্ন পাত্রের ওপর কীভাবে ক্রিয়া করে?
আড়াআড়ি
লম্বভাবে
সমান্তরাল
সব কয়টি
21367. চাপের তীব্রতা তরল পদার্থের গভীরতার-
ব্যস্তানুপাতিক
গুণানুপাতিক
সমানুপাতিক
সবগুলো
21368. Open channel-এ flow কখন sub-critical হয়? (Fr = Froude number) (MOCA-19]
Fr < 1
Fr = 1
Fr> 1
Fr> 2
21369. দীর্ঘ জ্যা থেকে অফসেট নিয়ে বাঁক সংস্থাপন করা হয়-[BBA-19]
প্রধান রেলপথে
শাখা রেলপথে
রোড কার্ডে
গুরুত্বপূর্ণ সড়কে
21370. পানির চাপমান যন্ত্রে পারদ ব্যবহৃত হয় কারণ-
রং কালো হওয়ায় পাঠ সহজ
চাপে সহজে সংকুচিত হয় না
ঘনত্ব বেশি
পানির সাথে মিশে না
21371. প্লবতার সূত্র আবিষ্কার করেন-
আর্কিমিডিস
নিউটন
গ্যালিলিও
মার্কোনি
21372. পিজোমিটার টিউবের নির্ণয় অসুবিধা হলো-
পজিটিভ প্রেসার
গেজ প্রেসার
নেগেটিভ প্রেসার
স্টেটিক প্রেসার
21373. স্থির তরলে নিমজ্জিত কোনো বস্তুর ওপর মোট ঊর্ধ্বমুখী বল হলো-
CG
ঊর্ধ্ব বল
প্লবতা
কোনোটিই নয়
21374. কোন ম্যানোমিটারের উভয় প্রান্ত পাইপের সাথে সংযুক্ত থাকে?
পিজোমিটার
সরল ম্যানোমিটার
মেনো ম্যানোমিটার
ডিফারেনশিয়াল
21375. প্লবতা হলো তরলের নিমজ্জিত বস্তুর-
বাতাসের নিম্নমুখী চাপ
বস্তু কর্তৃক নিম্নমুখী চাপ
তরল কর্তৃক ঊর্ধ্বমুখী মোট চাপ
উপরের সব কয়টি
21376. Hydraulic radius-এর সংজ্ঞা কী? [MOCA-19]
Wetted area / Wetted perimeter
Wetted perimeter / Wetted area
Total area / Wetted perimeter
Wetted perimeter / Depth of channel
21377. কোনো পাতের চাপের পরিমাণ নির্ভর করে-
অবস্থানের ওপর
গভীরতার ওপর
ক্ষেত্রফলের ওপর
ক্ষেত্রফল ও অবস্থানের ওপর
21378. তরল পদার্থের গড় পার্শ্বচাপ পাত্রের তলদেশের চাপের-
অর্ধেক
দ্বিগুণ
সমান
তিনগুণ
21379. তরল পদার্থ সরলপথে ও মসৃণ পাইপ দিয়ে প্রবাহিত হলে শুধু বাধাপ্রাপ্ত হয়-
ভিসকোসিটি
ওজনের জন্য
গায়ে লাগে
সব কয়টি
21380. একটি হাইড্রোলিক প্রেসের রমের ব্যাস 40cm ও লিভারেজ 1: 10; যদি 600kg উত্তোলন করতে 0.5kg বল প্রয়োগ করতে হয় তবে প্লাজারের ব্যাস কত হবে?
1.65cm
2.65cm
3.65cm
4.65cm