21379. চাপের তীব্রতা তরল পদার্থের গভীরতার-
                
             
         
        
                    
                            
                    ব্যাখ্যা:  চাপের তীব্রতা: তরলের অভ্যন্তরে প্রতি একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত চাপকে চাপের তীব্রতা বলে। মূলত চাপ এবং চাপের তীব্রতা একই।
মোট চাপ (P)
চাপের তীব্রতা = ক্ষেত্রফল (A)
চাপের তীব্রতার ধর্ম: (i) তরলের সকল বিন্দুতে চাপের তীব্রতা সমান।
(ii) চাপের তীব্রতা তরলের উচ্চতা বা গভীরতার সমানুপাতিক। অর্থাৎ, গভীরতা বাড়ার সাথে সাথে চাপের তীব্রতাও বাড়বে। (iii) যে-কোনো তরল পদার্থের উপরিতলে চাপের তীব্রতা শূন্য এবং তলদেশে সর্বাধিক।
(iv) একই অনুভূমিক সরল রেখায় সকল বিন্দুতে চাপের তীব্রতা সমান।
.: সঠিক উত্তর: (গ)।