MCQ
4441. শীতলক্ষ্যা নদী উৎপন্ন হয়েছে--
- যমুনা নদীথেকে
মেঘনা নদী থেকে
পদ্মা নদী থেকে
ব্রহ্মপুত্র নদী থেকে
4442. পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ কোনটি?
বাংলাদেশ
ভিয়েতনাম
মিশর
লাওস
4443. বাংলাদেশের বৃহত্তম ব-দ্বীপ কোনটি?
সুন্দরবন
যমুনা
ব্রহ্মপুত্র
ভোলা
4444. মাতামুহুরী নদী নিম্নের কোথায় হতে উৎপন্ন হয়েছে?
আসামের লুসাই পর্বত
সিকিমের পর্বত থেকে
লামার মইভার
খাগড়াছরির বদনাতলী
4445. যে নদীটির উৎস ও সমাপ্তি বাংলাদেশের অভ্যন্তরে –
কর্ণফুলী
সাঙ্গু
মাতামুহুরী
নাফ
4446. কোন নদীতে জোয়ার-ভাটা হয় না?
গোমতী
পদ্মা
মেঘনা
যমুনা
4447. সিকিমের পর্বত থেকে বাংলাদেশের কোন নদীর উৎপত্তি হয়েছে?
কর্ণফুলী
করতোয়া
মনু
সাঙ্গু
4448. বিশ্বের বৃহত্তম ব-দ্বীপ কোনটি?
নীল ব-দ্বীপ
গাঙ্গেয় ব-দ্বীপ
গ্রীন ব-দ্বীপ
সিন্ধু ব-দ্বীপ
4449. দেশের প্রথম মৎস্য অভয়াশ্রম—
হাইল হাওড়
টাঙ্গুয়ার হাওড়
বিল ডাকাতিয়া
চলনবিল
4450. আরাকান পাহাড় হতে উৎপন্ন নদী কোনটি?
ফেনী নদী
সাঙ্গু নদী
কর্ণফুলী নদী
নাফ নদী
4451. বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নাক নদীর দৈর্ঘ্য কত?
৫০ কি.মি.
৫৬ কি.মি.
৬৫ কি.মি.
৭৫ কি.মি.
4452. 'হাইল হাওড়' কোনজেলায় অবস্থিতা—
নেত্রকোণা
সুনামগঞ্জ
হবিগঞ্জ
মৌলভীবাজার
4453. বাংলাদেশের কোন অঞ্চলে ব-দ্বীপ অবস্থিত--
উত্তর-পূর্ব
উত্তর-পশ্চিম
দক্ষিন-পূর্ব
দক্ষিন-পশ্চিম
4454. নাফ নদী বাংলাদেশের কোন সীমান্ত বরাবর প্রবাহিত?
ভারত
নেপাল
মিয়ানমার
থাইল্যান্ড
4455. তিস্তা নদীর উৎপত্তিস্থল---
হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ
তিব্বতের মানস সরোবর
সিকিমের পার্বত্য অঞ্চল
খাগড়াছড়ির বাদনাতলী পর্বত
4456. নিচের কোন নদীটি বাংলাদেশে উৎপত্তি হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে?
মাতামুহুরী
কর্ণফুলী
করতোয়া
হালদা
4457. বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দ্বারা বিভক্ত?
নাফ
কর্ণফুলী
নবগঙ্গা
ভাগীরথী
4458. বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে বাণিজ্যের জন্য কোন নদী পার হতে হয়?
কর্ণফুলী
নাফ
ডাকাতিয়া
মুহরী
4459. কোন নদীর অববাহিকায় বাংলাদেশে বিশ্বের বৃহত্তম ব-দ্বীপ দেখা যায়?
মেঘনা
সুরমা
যমুনা
ব্রহ্মপুত্র
4460. তিস্তা নদী কোন নদীর সাথে মিলিত হয়েছে?
মেঘনা
যমুনা
কর্ণফুলী
পদ্মা