EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
4741. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিল্পনগর কোথায় অবস্থিত?
ঢাকা
চট্টগ্রাম
খুলনা
সিলেট
4742. Choose the correct sentence.
The man appears to be stronger than other living men
The man appears to be stronger than may living man
The man appears to be stronger than all other living men.
The man appears to be stronger than any other living man.
ব্যাখ্যা: [Note: Comparative degree-এর ক্ষেত্রে than-এর পরে all other + plural noun বা any other + singular noun ব্যবহৃত হয়। আর এ অনুযায়ী সঠিক বাক্য (গ) ও (ঘ) উভয়ই।।
4743. Which one is correct?
one of my sisters are a nurse
one of my sisters is a nurse
one of my sisters is a nurse
one of my sister are a nurse
ব্যাখ্যা: One of + plural noun + verb এর singular form হয়।
4744. দেশের প্রথম বেসরকারি অর্থনৈতিক অঞ্চল কোথায় অবস্থিত?
চট্টগ্রাম
কক্সবাজার
গাজীপুর
বরিশাল
4745. 'মুজিবনগর স্মৃতিসৌধ এর স্থপতি কে?
সৈয়দ আবদুল্লাহ খালেদ
হামিদুর রহমান
মঈনুল হোসেন
তানভীর কবির
4746. বাংলাদেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল কোনটি?
অর্থনৈতিক অঞ্চল রংপুর
অর্থনৈতিক অঞ্চল যশোর
অর্থনৈতিক অঞ্চল
বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর
4747. Which sentences is correct?
He is as good as I.
He is as good as mine.
He is as good as myself.
He is as good as me.
ব্যাখ্যা: As + adjective + as-এরপর pronoun-এর subjective form বসে। সুতরাং সঠিক বাক্য He is as good as I
4749. 'মুজিবনগর স্মৃতিসৌধ' কোন জেলায় অবস্থিত?
কুষ্টিয়া
বাগেরহাট
যশোর
মেহেরপুর
4750. ইপিজেডে চালু শিল্পের মধ্যে সর্বোচ্চ বিনিয়োগে কোন শিল্পে?
ইলেক্ট্রনিক্স শিল্পে
তৈরি পোশাক শিল্পে
বস্ত্র শিল্পে
চামড়া শিল্পে
4751. Which of the following sentences is correct?
He had been hung for murder.
He was hung for murder.
He was hanged for murder.
He was hunged for murder.
ব্যাখ্যা: Hang (ফাঁসি দেয়া; ফাঁসি হওয়া অর্থে)-এর past participle হলো hanged। সুতরাং সঠিক বাক্য He was hanged for murder যার অর্থ হত্যার জন্য তাকে ফাঁসি দেয়া হলো।
4752. কোন দেশে বাংলাদেশের স্মৃতিসৌধের প্রতিকৃতি স্থাপিত হয়েছে ?
ভারত
জাপান
ফ্রান্স
কানাড়া
4754. The correct sentence of the following
The Padma is the longest river in Bangladesh
The Padma is longest river in Bangladesh
The Padma is longest river in the Bangladesh
Padma is longest river in Bangladesh
ব্যাখ্যা: নদ-নদীর নামের পূর্বে the বসে এবং adjective-এর superlative form-এর পূর্বে the বসে। সুতরাং একমাত্র সঠিক বাক্যটি হলো: The Padma is the longest river in Bangladesh
4755. বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলসমূহ নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিত কোন সংস্থা?
BEZA
BSEC
বাংলাদেশ ব্যাংক
BEPZA
4756. Choose the correct expression-
Five hundreds taka
Five hundreds takas
Five hundred taka
Five hundred takas
ব্যাখ্যা: Taka একটি uncountable noun, যার পূর্বে সংখ্যাবাচক adjective থাকলেও s যুক্ত হয় না। সুতরাং সঠিক expression হবে Five hundred taka
4757. বাংলাদেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল কোথায় অবস্থিত?
সাভার, ঢাকা
পরশুরাম, ফেনী
মিরসরাই, চট্টগ্রাম
ঝিলংকা, কক্সবাজার
4758. Which one is correct?
You, he and I am present
He, You and I am present
I, you and he are present
You he and I are present
ব্যাখ্যা: দোষ না বুঝিয়ে কোনো বাক্যে বিভিন্ন person থাকলে প্রথমে 2nd person তারপর 3rd person এবং সর্বশেষে 1st person বসে। আর verb হিসেবে are বসে। সুতরাং সঠিক বাক্য You, he and I are present
4759. বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলসমূহের তদারকির দায়িত্বে নিয়োজিত কোন সংস্থা?
বোর্ড অব ইনভেস্টমেন্ট
SEC
বাংলাদেশ ব্যাংক
ΒΕΡΖΑ
4760. Which of the following sentences is correct?
That shirt which he has bought is blue in colour.
The shirt that which he bought is blue in colour.
Which shirt he bought is blue in colour.
The shirt which he bought is blue in colour.
ব্যাখ্যা: Nonrestrictive clause-এর ব্যবহার অনুযায়ী সঠিক structure: sub + which + sub + verb + extention + verb + extention। এই structure অনুযায়ী একমাত্র সঠিক বাক্য The shirt which he bought is blue in colour