MCQ
4821. গোবিন্দ চন্দ্র দেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগে অধ্যাপনা করতেন?
পদার্থবিজ্ঞান
ইতিহাস
অর্থনীতি
দর্শন
4822. ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে , একজন বিখ্যাত দার্শনিক শহিদ হোন তার নাম কী?
শহীদুল্লাহ কায়সার
জি. সি. দেব
জহির রায়হান
শংকরাচার্য
4823. 'জয় বাংলা' স্লোগান বাধ্যতামূলক---
সভা সেমিনারে বক্তব্যের শেষে
শিক্ষা প্রতিষ্ঠানে প্রাত্যহিক সমাবেশ সমাপ্তির পর
সকল জাতীয় দিবস উদযাপন ও সরকারি অনুষ্ঠানে বক্তব্যের শেষে
উপরের সবগুলোই
4824. মুক্তিযুদ্ধে যৌথ বাহিনীর কাছে পাক হানাদার বাহিনীর আত্মসমর্পণকারী সৈন্য সংখ্যা ছিল---
৯০ হাজার
৯১ হাজার
৯৩ হাজার
১৯৪ হাজার
4825. কোন স্থানে ১৯৭১ সালে পাক বাহিনীর আত্মসমর্পণের দলিল স্বাক্ষরিত হয়েছিল?
রমনা উদ্যান
সোহরাওয়াদী উদ্যান
ওসমানী উদ্যান
চন্দ্রিমা উদ্যান
4826. 'জয় বাংলা' বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে ঘোষিত হয়--
১ মার্চ, ২০২২
২ মার্চ, ২০২২
৭ মার্চ, ২০২২
২৬ মার্চ, ২০২২
4827. স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর লোগোর নকশা করেন কে?
রামেন্দ্র মজুমদার
প্রদীপ চক্রবর্তী
ক ও খ উভয়ই
সব্যসাচী হাজরা
4828. বাংলাদেশকে প্রথম স্বীক্তিদানকারী দেশ কোনটি?
ভারত
ইরাক
সোভিয়েত ইউনিয়ন
ভুটান
4829. ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী ঢাকার কোথায় আত্মসমর্পণ করেন?
রমনা পার্কে
পল্টন ময়দানে
ঢাকা ক্যান্টনমেন্টে
রেসকোর্স ময়দানে
4830. ড. গোবিন্দ চন্দ্র দেব ছিলেন একজন --
নাট্যকার
বিজ্ঞানী
শিল্পী
দার্শনিক
4831. বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর সময়কাল কোনটি?
২৬ মার্চ, ২০২০
১৬ ডিসেম্বর, ২০২১
১৬ ডিসেম্বর, ২০২০
২৬ মার্চ, ২০২১
4832. শহিদ সেলিনা পারভীন ছিলেন—
শিক্ষক
ডাক্তার
সাংবাদিক
আইনজীবী
4833. ১৬ ডিসেম্বর, ১৯৭১ দিনটি কী বার ছিল?
বুধবার
সোমবার
বৃহস্পতিবার
শুক্রবার
4834. কোন তারিখে স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ-ভারত মিত্র বাহিনীর কাছে পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণ করে?
২১ ফেব্রুয়ারি
২৬ মার্চ
১৭ এপ্রিল
১৬ ডিসেম্বর
4835. ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক বাহিনীর আত্মসমর্পণের সময় মুক্তিবাহিনীর প্রতিনিধিত্ব কে করেছিলেন?
এম. এ. জি. ওসমানী
জগজিৎ সিং অরোরা
কাদের সিদ্দিকী
এ. কে. খন্দকার
4836. 'জয় বাংলা' বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করে--
হাইকোর্ট বিভাগ
মন্ত্রিপরিষদ বিভাগ
তথ্য মন্ত্রণালয়
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়
4837. স্বাধীনতা যুদ্ধে সর্বশেষ শত্রুমুক্ত জেলা কোনটি?
কিশোরগঞ্জ
কুমিল্লা
সিলেট
ঢাকা (মিরপুর এলাকা)
4838. ১৬ ডিসেম্বর কোন পাকিস্তানি জেনারেল মিত্র বাহিনীর নিকট আত্মসমর্পণ করেন?
জেনারেল টিক্কা খান
জেনারেল ইয়াহিয়া খান
জেনারেল আবদুল হামিদ
জেনারেল নিয়াজী
4839. ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলা কত সন—
১৩৭৬
১০৭৭
১৩৭৮ (২য়া পৌষ)
১৩৭৯
4840. কোন তারিখে বাংলাদেশের বিজয় দিবস পালিত হয়?
১৪ ডিসেম্বর
২৬ মার্চ
১৬ ডিসেম্বর
২১ ফেব্রুয়ারি