MCQ
18541. সমকোণ সংস্থাপনে ব্যবহৃত হয়-
ক্লিনোমিটার
ক্রস স্টাফ
অপটিক্যাল স্কয়ার
সেক্সট্যান্ট
18542. Slump test-এ Steel rod দিয়ে কতবার Concrete compact করতে হয়?
20 বার
25 বার
30 বার
50 বার
ব্যাখ্যা: Slump test-এ ১৬ মিমি ব্যাসের ৬০ সেমি লম্বা রড দ্বারা প্রতি স্ত রে ২৫ বার খুঁচিয়ে গাদাতে হবে।
18543. বাঁক সংস্থাপনকালে বাঁকের উপর খুঁটির ব্যবধান ব্যাসার্ধের কত অংশের বেশি হওয়া উচিত নয়?
1/10অংশ
1/20অংশ
1/30অংশ
1/40অংশ
18544. সড়কপথে ব্যবহৃত ক্রান্তি বাঁকের নাম-
স্পাইরাল
ত্রিমাত্রিক অধিবৃত্ত
লেমনিস্কেট
যৌগিক
18545. ত্রিভুজের তিন বাহু সরাসরি মেপে যে জরিপ করা হয়-
কম্পাস জরিপ
শিকল জরিপ
প্লেন টেবিল জরিপ
থিওডোলাইট জরিপ
ব্যাখ্যা: ত্রিভুজ দ্বারা বিভক্ত করে শিকল জরিপ করা হয়।
18546. কোন পদ্ধতিতে সাউন্ডিং বিন্দুর অবস্থান নির্ণয় করতে স্টাফ ম্যান দরকার?
নৌকা থেকে দুই কোণ মেপে
স্টেডিয়া
তীর থেকে দুই কোণ মেপে
রেঞ্জ লাইন থেকে এক কোণ মেপে
18547. Concrete-এ Formwork কত দিন পর খুলে ফেলা যায়?
2-3
7
14
28
ব্যাখ্যা: Concrete স্ট্রাকচারের সঠিক আকার প্রদান ও সঠিক জায়গায়। ধরে রাখার জন্য যে অস্থায়ী কাঠামো নির্মাণ করা হয়, তাকে Formwork বলে। কলাম, বিম ও স্ল্যাবের ক্ষেত্রে Formwork সাধারণত ২ থেকে ৩ দিনের মধ্যে খুলে ফেলা হয়।
18548. কোন বাঁকে সুপার এলিভেশন প্রয়োগ করা কষ্টকর?
সরল
বিপরীত
যৌগিক
সংযুক্ত
18549. কোন প্রকার ক্রান্তি বাঁক রেলওয়েতে ব্যবহৃত হয় না?
স্পাইরাল
ত্রিমাত্রিক অধিবৃত্ত
লেমনিস্কেট
ক্লথয়েড
18550. আমাদের দেশে বহুল প্রচলিত বাস্তুসংস্থান পদ্ধতি-
কেন্দ্র রেখা
ব্যাটার বোর্ড
আয়তাকার স্থানকে
থিওডোলাইট
18551. কোন বিষয়ের ওপর সুপার এলিভেশনের মান নির্ভরশীল নয়?
বাঁকের ব্যাসার্ধ
রাস্তার প্রশস্ততা
গাড়ির গতিবেগ
চালকের অভিজ্ঞতা
18552. Retaining Wall সাধারণত প্রয়োজন হয়?
For Hill Road
Masonry Dams
Wing Wall
For all of them
ব্যাখ্যা: মাটি বা অন্য কোনো পদার্থের পার্শ্বপ্রতিক্রিয়া প্রতিরোধের জন্য নির্মিত কাঠামোকে Retaining Wall বলে।
18553. সড়কের ক্ষেত্রে কেন্দ্রাতিগ অনুপাতের মান-
1/2
1/4
1/8
1/10
18554. লঘুকৃত সাউন্ডিং বলতে বুঝায়-
নির্দিষ্ট উপাত্ততল থেকে তলদেশ পর্যন্ত গভীরতা
সর্বোচ্চ পানির তল থেকে গভীরতা
সর্বনিম্ন পানির তল থেকে গভীরতা
কোনোটিই নয়
18555. ভিত্তিরেখা সূক্ষ্মভাবে পরিমাপের জন্য ব্যবহৃত হয়-
ইনভার টেপ
নাইলন টেপ
মিটার শিকল
স্টিল ব্যান্ড শিকল
ব্যাখ্যা: ইনভার টেপ: নিখুঁত ও সূক্ষ্ম দৈর্ঘীয় পরিমাপের
জন্য ইনভার টেপ ব্যবহার হয়।
18556. মূল স্টেশনের নিকটস্থ সুবিধামতো যে স্টেশনে যন্ত্র বসিয়ে পাঠ নেয়া হয়, তার নাম-
ত্রিভুজায়ন স্টেশন
উপ-স্টেশন
স্টাফ স্টেশন
কোনোটিই নয়
18557. স্টেশন চিহ্নিতকরণে ব্যবহৃত হয়-
অফসেট রড
ক্রস স্টাফ
হোয়াইটস
রেঞ্জিং পোল
ব্যাখ্যা: রেঞ্জিং রড/ঝান্ডি জরিপ স্টেশন চিহ্নিতকরণ ও রৈখিককরণের কাজে এবং অফসেট রড শিকল টানা ও ছোটখাটো রৈখিক মাপ নেয়ার কাজে ব্যবহৃত হয়।
18558. বাঁকের ব্যাসার্ধ বাঁক বরাবর ক্রমান্বয়ে হ্রাসপ্রাপ্ত হয়-
সরল
যৌগিক
ক্রান্তি বাঁক
বিপরীত
18559. জরিপকারকের দাপ্তরিক কাজ-
মানচিত্র অঙ্কনমালা
পরিমাপ লিখন
জরিপকার্য পরিচালনা
যন্ত্রপাতির তত্ত্বাবধান
ব্যাখ্যা: জরিপের দাপ্তরিক কাজ-
(i) মানচিত্র অঙ্কন।
(ii) হিসাবের উপর ভিত্তি করে নকশা অঙ্কন।
(iii) অঙ্কিত নকশা বা মানচিত্র কালি দেয়া ও নকশার কাজ সম্পাদন করা ইত্যাদি।
18560. ত্রিভুজের কোণ 30°-120° হলে তা-
সুঠাম ত্রিভুজ
সমবাহু ত্রিভুজ
সমদ্বিবাহু ত্রিভুজ
বিষমবাহু ত্রিভুজ
ব্যাখ্যা: সুঠাম ত্রিভুজঃ যে ত্রিভুজের কোণের মান 30°-এর কম নয়
আবার 120°-এর বেশি নয়, তাকে সুঠাম ত্রিভুজ বলে।