188. ডিসি শান্ট জেনারেটরে ভোল্টেজ উৎপন্ন হওয়ার শর্ত কী?
                
             
         
        
                                                                        
                    
                    
                                                                                
                            
                                
                            
                            
                                
                            
                            
                                
                            
                            ফিল্ড রেজিস্ট্যান্স > ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স
                         
                    
                    
                                                                                
                            
                                
                            
                            
                                
                            
                            
                                
                            
                            শ্যাফট স্পিড > ক্রিটিক্যাল স্পিড
                         
                    
                    
                                                                                
                    
                    
                                                         
                    
                            
                    ব্যাখ্যা: ডিসি শান্ট জেনারেটরে ভোল্টেজ উৎপন্ন হওয়ার শর্তগুলো নিম্নরূপ- 
পোলে রেসিডুয়াল ফ্লাক্স থাকতে হবে।
ফিল্ড ওয়াইন্ডিং এবং আর্মেচার ওয়াইন্ডিং-এর সংযোগ সঠিক হতে হবে।
ফিল্ড রেজিস্ট্যান্সের মান ক্রিটিক্যাল রেজিস্ট্যান্সের তুলনায় কম হতে হবে।
জেনারেটর স্পিড বা শ্যাফট স্পিড ক্রিটিক্যাল স্পিড হতে বেশি হতে হবে।
ব্রাশগুলোর সংযোগ যথাযথ হতে হবে।