মেটালার্জি MCQ
181. যে-সব স্টিলে কার্বনের পরিমাণ 0.15% কম, তাদের কী স্টিল বলে?
কিলড স্টিল
সেমি-কিলড স্টিল
রিমোন্ড স্টিল
কোনোটিই নয়
182. সংকর ইস্পাত ও উচ্চ কার্বন ইস্পাতের টেম্পারিং গড় তাপমাত্রা কত?
1147°C
727°C
500°C
280°C
183. সাধারণত হাই-স্পিড স্টিল কত প্রকার?
২ প্রকার
৫ প্রকার
৪ প্রকার
৬ প্রকার
184. বাইসাইকেলের ফ্রেম কোন ধাতু দ্বারা তৈরি করা হয়?
কাস্ট স্টিল
কার্বন ক্রোম স্টিল
হট বোল্ড স্টিল
ডেড মাইন্ড স্টিল
185. নিম্নের চারটি ধাতব পদার্থের মধ্যে সর্বাপেক্ষা ব্রিটেল কোনটি?
কপার
ব্রাস
কাস্ট আয়রন
কোনোটিই নয়
186. স্টিলের গড় টেম্পারিং তাপমাত্রা কত?
1147°C
500°C
727°C
280°C
187. গান মেটালে কপারের শতকরা হার কত?
85%
100%
75%
88%
188. স্প্রিং তৈরিতে স্টিলের কী কী বৈশিষ্ট্য থাকা দরকার?
উচ্চ ফ্যাটিগ সামর্থা ও বিচ্যুতি
স্থিতিস্থাপকতা ও রেজিল্যান্স
ঘাতসহতা
সবগুলো
189. স্টেইনলেস স্টিলকে এরূপ নামকরণের কারণ কী?
উত্তম অক্সিডেশন
অ্যাসিডরোধী গুণ
মরিচারোধ ও ক্ষয়রোধ গুণ
সবগুলো
190. আয়রন কার্বন ডায়াগ্রামে ইউটেকটিক পয়েন্ট কোথায় অবস্থিত?
1147°C-এর নিচে
500°C এ
1047°C এ
কোনোটিই নয়
191. আয়রন কার্বন ডায়াগ্রামে ইউটেকটয়েড পয়েন্ট কোথায় অবস্থিত?
1147°C এর উপরে
500°C-এ
727°C এর নিচে
কোনোটিই নয়
192. কোন প্রকারের সংকর ইস্পাতের উপর তাপ শোধন প্রক্রিয়ায় কোনো উন্নতি হয় না?
(০.০৮%-.০২% কার্বনযুক্ত ইস্পাত)
০.২%-০.৪% কার্বনযুক্ত ইস্পাত
৩০.০৪%-০.৮% কার্বনযুক্ত ইস্পাত
কোনোটিই নয়
193. যে-সব স্টিলে কার্বনের পরিমাণ 0.25% এর বেশি তাদেরকে কী স্টিল বলে?
কিলড স্টিল
সেমি-কিলড স্টিল
রিমন্ড স্টিল
কোনোটিই নয়
194. কোন অ্যালয় ওজনে হালকা অথচ সাধারণত ইস্পাতের মতো শক্ত?
লেড অ্যালয়
কপার অ্যালয়
জিঙ্ক অ্যালয়
অ্যালুমিনিয়াম অ্যালয়
195. যে-সব স্টিলে কার্বনের পরিমাণ 0.15% - 0.25% এর মধ্যে থাকে, তাকে কী স্টিল বলে?
কিলড স্টিল
সেমি-কিলড স্টিল
রিমন্ড স্টিল
কোনোটিই নয়
196. লো-কার্বন ইস্পাতে কার্বনের পরিমাণ কত?
0.04-0.30%
0.05-0.5%
0.30-0.50%
0.5-0.2%
197. ১৮/৪/১ টাইপ হাই-স্পিড স্টিল বলতে কী বুঝায়?
মলিবডেনাম = ১৮%: ভ্যানাডিয়াম 6% ক্রোমিয়াম = ১%
টাংস্টেন = ১৮%; মলিবডেনাম 8% ভ্যানাডিয়াম = ১%
টাংস্টেন = ১৮%; ক্রোমিয়াম 8% ভ্যানাডিয়াম = ১%
ক্রোমিয়াম = ১৮%; ভ্যানাডিয়াম = ৪% টাংস্টেন = ১%
198. অক্সিডেশন-এর মাত্রার উপর ভিত্তি করে স্টিলকে কত ভাগে ভাগ করা যায়?
৩ ভাগে
৪ ভাগে
৫ভাগে
৬ ভাগে
199. সিমেন্টাইড কার্বাইডে কোনটি থাকে না?
টাংস্টেন (W)
কোবাল্ট (Co)
কার্বন (C)
জিঙ্ক (Zn)
200. নিম্নের চারটি ধাতব পদার্থের মধ্যে সর্বাপেক্ষা নমনীয় কোনটি?
গ্লাস
গোল্ড
স্টিল
কাস্ট আয়রন