মেটালার্জি MCQ
201. নিচের কোন ধাতুটির গলন তাপমাত্রা সবচাইতে বেশি?
অ্যালুমিনিয়াম (Al)
তামা (Cu)
নিকেল (Ni)
ক্রোমিয়াম (Cr)
202. তামার সঙ্গে কোন ধাতুর মিশ্রণে পিতল তৈরি হয়?
টিন (Sn)
সিসা (Pb)
দস্তা (Zn)
রৌপ্য (Ag)
203. ব্যাবিট মেটালের প্রধানতম উপাদান কী?
তামা (Cu)
টিন (Sn)
দস্তা (Zn)
সিসা (Ph)
204. ইস্পাত বা স্টিলকে প্রধানত কীসের সংকর বলা হয়?
পিগ আয়রন ও কার্বন
লৌহ ও কার্বন
লৌহ, ফসফরাস ও সালফার
লৌহ, ম্যাঙ্গানিজ ও সিলিকন
205. পানির ট্যাঙ্কের আবরণের জন্য ব্যবহার করা হয়-
দস্তা (Zn)
টিন (Sn)
সিসা (Pb)
তামা (Cu)
206. নিচের কোনটি সিসার আকরিক?
গ্যালেনা
কোরানডাম
ক্যালামাইন
পাইরাইট
207. কাস্ট আয়রন এ কার্বনের পরিমাণ?
(2.5-4.0) %
(4-6) %
(3-5) %
(15-25) %
208. স্টিল-এর রিক্রিস্টিলাইজিং তাপমাত্রা কত?
400°C
600°C
800°C
None
209. নিচের কোনটি ইউটেকটিক অ্যালয় নয়?
ক্যাডমিয়াম (Cd) ও সিলিকন (Si)
অ্যালুমিনিয়াম (AI) ও সিলিকন (Si)
সিলভার (Ag) ও লেড (Pb)
কপার (Cu) ও নিকেল (Ni)
210. নিচের কোনটি স্পেশাল স্টিল নয়?
হাই-স্পিড স্টিল
স্টেইনলেস স্টিল
ক্রোম-নিকেল স্টিল
হাই-কার্বন স্টিল
211. হাই-কার্বন স্টিল-এ কার্বনের পরিমাণ কত?
(0.05-0.10) %
(0.60-2.00) %
(0.1-0.35) %
(12-51) %
212. কোন অতিরিক্ত উপাদান পিতলে মিশ্রিত থাকলে তাকে জার্মান সিলভার বলা হয়?
নিকেল (Ni)
ক্রোমিয়াম (Cr)
অ্যালুমিনিয়াম (Al)
সিলভার (Ag)
213. 'তার' তৈরি করার উপযোগী সাধারণ কার্বন ইস্পাতে কার্বনের পরিমাণ হওয়া উচিত-
०.২%-০.৪%
০.৫%-০.৬%
০.৩%-০.৫%
০.১%-৬%
214. নিচের কোনটি অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক?
পাইরাইট
বক্সাইট
ক্যালামাইন
গ্যালেনা
215. নিচের কোনটি দস্তার আকরিক?
জিনসাইট (ZnO)
গ্যালেনা (Pbs)
কোরানডাম
ক্যালামাইন
216. নিচের কোনটি তামার আকরিক?
পাইরাইট
বক্সাইট
ক্যালামাইন
গ্যালেনা
217. নিচে সাধারণ কার্বন ইস্পাতের কার্বনের পরিমাণ দেখানো হয়েছে। এদের কোনটি টুল স্টিল?
০.২৫% কার্বন
০.৫%-০.৮% কার্বন
০.৮%-এর অধিক কার্বন
০.৩৫% কার্বন
218. তামার সঙ্গে কোন ধাতুর মিশ্রণে কাঁসা তৈরি হয়?
টিন (Sn)
সিসা (Pb)
দস্তা (Zn)
রৌপ্য (Ag)
219. তামা ও দস্তার মিশ্রণের ফলে সৃষ্ট সংকর ধাতু কোনটি?
বেবিট মেটাল
মনেল
ব্রাশ
হাই-স্পিড স্টিল
220. শেপার, প্লেনার, লেদ ইত্যাদি মেশিনের টুল তৈরিতে ব্যবহৃত হয়-
স্টেইনলেস স্টিল
হাই-স্পিড স্টিল
মাইন্ড স্টিল
বেল স্টিল