মেটালার্জি MCQ
241. স্টেইনলেস স্টিল ও মরিচা প্রতিরোধে মূলত ব্যবহৃত অ্যালয়টি হলো-
সিলিকন
ম্যাঙ্গানিজ
কার্বন
ক্রোমিয়াম
242. গান মেটাল কোন মৌলের সংকর?
হিলিয়াম
জিঙ্ক
সোডিয়াম
কপার
243. লো-কার্বন স্টিলে আনুমানিক কার্বনের পরিমাণ-
০.৮৫%
০.১৫%
১০%
৫%
244. ডুয়ালুমিন কোন মৌলের সংকর?
অ্যালুমিনিয়াম (AI)
আয়রন (Fe)
সোডিয়াম (Na)
কপার (Fe)
245. পিতল (Brass)-এ থাকে-
৭০% কপার ও ৩০% জিঙ্ক
১০% কপার ও ১০% টিন
৭০.৭৫% কপার ও বাকিটুকু টিন
কোনোটিই নয়
246. ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স ও হিটিং এলিমেন্ট তৈরিতে যে অ্যালয়টি ব্যবহৃত হয়, তা হলো-
নাইক্রোম
ম্যাগনিন
ইনভার
এলিনতার
247. নিম্নের কোনটি সবচেয়ে নমনীয়?
মাইন্ড স্টিল
নিকেল
কপার
অ্যালুমিনিয়াম
248. Gun metal--
৭০% কপার ও ৩০% জিঙ্কের সংকর
৯০% কপার ও ১০% টিনের সংকর
৮৫% হতে ৯২% কপার এবং বাকি টিনের সাথে অল্প পরিমাণে (lead) সিসা ও নিকেল
৮৮% কপার, ১০% টিন এবং ২% জিঙ্ক
249. স্টিলে হাইড্রোজেনের উপস্থিতি-
একে ওয়েন্ড করার সামর্থ্য বৃদ্ধি করে
এর ভঙ্গুরতা বৃদ্ধি করে
শক্তিশালী করে
এমব্রিটলমেন্ট বৃদ্ধি করে
250. নিচের কোনটি চুন-এর সংকেত?
MgO
CaCO3
Fe2O3
CaO
251. গান মেটালের প্রধানতম উপাদান কী?
তামা
দস্তা
সিসা
নিকেল
252. ম্যাঙ্গানিজ স্টিলে শতকরা কত ভাগ ম্যাঙ্গানিজ থাকে?
2%
4%
9%
12%
253. স্টিলে কার্বনের শতকরা হার কত?
০.১৫-১.৫%
০.৫-১.২%
০.১০-১.৫%
০.১০-১.২%
254. তামার সাথে কোন ধাতুর মিশ্রণে পিতল তৈরি হয়?
টিন
সিসা
দস্তা
রৌপ্য
255. কার্বন ইস্পাতে কার্বনের পরিমাণ কত থাকে?
০.১-১.৬%
২-৩%
৫-৮%
০.৮-২.৩%
256. নিচের কোনটি উচ্চমানের লৌহের আকরিক?
লিমোনাইট
ম্যাগনেটাইট
হেমাটাইট
সিডারাইট
257. কোনটি অ্যাসিড রিফ্যাক্টরি ম্যাটেরিয়ালের প্রধানতম উপাদান?
ডলোমাইট
সিলিকন
জিরকোনিয়া
ম্যাগনেসাইট
258. জার্মান সিলভারে কোন কোন উপাদান থাকে?
কপার (Cu), সোডিয়াম (Na) ও জিঙ্ক (Zn)
জিঙ্ক (Zn), আয়রন (Fe) ও হিলিয়াম (He)
কপার (Cu), জিঙ্ক (Zn) এবং নিকেল (Ni)
নিয়ন (Ni), অক্সিজেন (O) ও ক্যালসিয়াম (Ca)
259. বল বিয়ারিং-এ ব্যবহৃত বল তৈরি করা হয়-
কাস্ট আয়রন দিয়ে
মাইন্ড স্টিল দিয়ে
স্টেইনলেস স্টিল দিয়ে
কার্বন-ক্রোম স্টিল দিয়ে
260. ঋণাত্মক র্যাক কোণ সাধারণত ব্যবহৃত হয়-
হাই-কার্বন স্টিল টুলে (High carbon steel tools)
হাই-স্পিড স্টিল টুলে (High speed steel tools)
সিমেন্টেড কার্বাইড টুলে (Cemented carbide tools)
সবগুলো