EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

মেটালার্জি MCQ
101. পিতল কোন প্রকার চুল্লির সাহায্যে তৈরি করা হয়?
বেসিমার
ইলেকট্রিক ফার্নেস
অয়েল ফার্নেস
কিউপোলা
103. বাংলাদেশে সাধারণত ওপেন হার্থ পদ্ধতিতে ইস্পাত উৎপাদন করা হয় কেন?
জ্বালানি হিসেবে প্রচুর প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়
আমদানিকৃত তৈল সস্তা ও সহজলভ্য
প্রতিবেশী দেশ হতে সস্তায় কঠিন জ্বালানি আমদানি করা যায়।
বিদ্যুতের খরচ বেশি বলে
104. বিজারণকারী ধাতুমল তৈরি করার জন্য ডাইরেক্ট আর্ক বেসিক পদ্ধতিতে মিশানো হয় –
সামান্য পরিমাণ চুন
ফ্লোরস্পার
কয়লার গুঁড়া
চুন, ফ্লোরস্পার ও কয়লার গুঁড়া
105. কোন প্রকার ইস্পাত উৎপাদন পদ্ধতিতে সাধারণত তেমন শোধন হয় না?
বেসিমার
ওপেন হার্থ
ক্রুসিবল
ইলেকট্রিক
106. মারুত চুল্লিতে সাধারণত কী অনুপাতে আকরিক, কোক ও চুনাপাথর চার্জ করা হয়?
৪:২:১
৬:৪:১
৮:২:১
৩:২:১
107. অনেক সময় ডাইরেক্ট আর্ক ফার্নেসে বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ করা হয় কেন?
অধিক তাপমাত্রার যখন প্রয়োজন হয়
যখন তাড়াতাড়ি ধাতু গলনের প্রয়োজন হয়
অধিক পরিমাণ অপদ্রব্য দূরীকরণের জন্য
উপরের সবগুলোই
108. বেসিক ওপেন হার্থ চুল্লির সর্বোচ্চ ক্ষমতা কত?
২০০-টন
১০০০ টন
৫০০ টন
১৫০০ টন
109. ওপেন হার্থ পদ্ধতিতে 'মিলস্কেল' যোগ করা হয়?
সিলিকন ও ম্যাঙ্গানিজকে সর্বোচ্চ পরিমাণে অক্সাইডে পরিণত করার জন্য
সিলিকনকে অক্সাইডে পরিণত করার জন্য
ফসফরাসকে অক্সাইডে পরিণত করার জন্য
সালফারকে অক্সাইডে পরিণত করার জন্য
110. কাস্ট আয়রন সহজে পাওয়া যায়-
পিগ আয়রন ঢালাই করে
রট আয়রনে কার্বনের পরিমাণ বৃদ্ধি করে
ইস্পাত কার্বনের পরিমাণ বৃদ্ধি করে
উল্লিখিত সবগুলো পদ্ধতিতেই পাওয়া যায়
111. মারুত চুল্লির যে পথগুলোর মাধ্যমে গরম বাতাস চুল্লির ভিতরে সঞ্চালিত হয়, এর নাম-
হপার
হপার ও বেল
টুইয়ার্স
ব্লাস্ট পাইপ
112. অ্যাসিড ওপেন হার্থ চুল্লির সর্বোচ্চ ক্ষমতা কত পর্যন্ত হয়ে থাকে?
৫০ টন
২০০ টন
১০০ টন
৫০০ টন
113. স্টেইনলেস স্টিল সাধারণত কোন প্রকার চুল্লির সাহায্যে উৎপাদন করা হয়?
বেলিমার
ওপেন হার্থ
বৈদ্যুতিক
পিট
114. পাউলিং পদ্ধতিতে কোন প্রকার চুল্লি ব্যবহার করা হয়?
কিউপোলা
ওপেন হার্থ
রিভাব বেরেটরি
বেসিলার
115. স্টেইনলেস স্টিলের প্রধানতম উপাদান কী কী?
ক্রোমিয়াম ও ভ্যানাডিয়াম
নিকেল ও মলিবডেনাম
নিকেল ও ফসফরাস
ক্রোমিয়াম ও নিকেল
116. মারুত চুল্লিতে প্রদত্ত চার্জ সাধারণত কত তাপমাত্রায় সম্পূর্ণরূপে গলে যায়?
১২০°সে
১৪০°সে
১৩০°সে
১৫০°সে
117. মারুত চুল্লির উচ্চতা মিটারে প্রায়-
(২০-৩০) মিটার
(৪০-৫০) মিটার
(৩০-৪০) মিটার
(১০-২০) মিটার
118. কোন প্রকার পদ্ধতিতে ইস্পাত উৎপাদন করতে চুনাপাথর অবশ্যই চার্জের সাথে মিশ্রিত করতে হয়?
বেসিমার
অ্যাসিড ওপেন হার্থ
বেসিক ওপেন হার্থ
ইলেকট্রিক পদ্ধতি
119. কোন পদ্ধতিতে দৈনিক ইস্পাত উৎপাদন সবচাইতে বেশি?
বেসিমার
ইলেকট্রিক
ওপেন হার্থ
ক্রুসিবল
120. কোন প্রকার লৌহ মারুত চুল্লি হতে পাওয়া যায়?
কাস্ট আয়রন
রট আয়রন
পিগ আয়রন
ম্যালিয়েবল আয়রন