Image
মেটালার্জি MCQ
261. নিম্নের চারটি পদার্থের মধ্যে সর্বাপেক্ষা (Ductile) কোনটি?
গ্লাস (Glass)
গোল্ড (Gold)
স্টিল (Steel)
কাস্ট আয়রন (Cast iron)
263. সেগমেন্টেড চিপ (Segmented chip) সৃষ্টি হয়-
মাইল্ড স্টিলে
হাই-স্পিড স্টিলে
কাস্ট আয়রনে
হাই-কার্বন স্টিলে
264. ব্যাবিট মেটাল-
লেড বেস অ্যালয়
টিন বেস অ্যালয়
কপার বেস অ্যালয়
ক্যাডমিয়াম বেস অ্যালয়
265. একটি ধাতুকে পিটিয়ে প্লেট তৈরি করার জন্য নিম্নবর্ণিত কোন গুণাগুণ থাকা দরকার?
নমনীয়তা (Ductility)
ঘাতসহতা (Maileability)
রেজিলিয়েন্স (Resilence)
প্লাস্টিসিটি (Plasticity)
267. হাই-স্পিড স্টিলের প্রধানতম উপাদান কী?
টাংস্টেন
ক্রোমিয়াম
মলিবডেনাম
অ্যানাডিয়াম
268. নিচের কোনটি অ্যাসিড রিফ্ল্যাক্টরি?
ফায়ার-ক্লে
সোডিয়াম
ম্যাগনেশিয়াম
নাইট্রোজেন
269. তাপ প্রয়োগে বেসমেটালিক স্ট্রিপ বাঁকা হয়, কারণ ধাতু দুইটি-
ভিন্ন তাপমাত্রায় থাকে
বিপরীত দিকে বৃদ্ধি পায়
বিভিন্ন মাত্রায় বৃদ্ধি পায়
নরম হয়ে যায়
270. গোল্ড কী ধরনের ম্যাটেরিয়াল?
ফেরোইলেকট্রিক
ফেরোম্যাগনেটিক
ডায়াম্যাগনেটিক
প্যারাম্যাগনেটিক
271. ধাতু গলানোর সময় চুল্লির ভিতরে লাইনিং-এর চুল্লি নির্মাণে ব্যবহার করা হয়-
ঢালাইলোহা
রিফ্র্যাকটরি
ইস্পাত
প্যাটার্ন
272. কোনটির মেল্টিং পয়েন্ট সর্বনিম্ন?
লো-কার্বন স্টিল
হাই-কার্বন স্টিল
কাস্ট আয়রন
রট আয়রন
273. কাস্ট আয়রন (Cast Iron) তৈরি করা হয়-
ব্লাস্ট ফার্নেসে (Blast furnace)
কিউপোলা ফার্নেসে (Cupola furnace)
ওপেন হার্থ ফার্নেসে (Open hearth furnace)
বিসমার কনভার্টার (Bessemer converter)
274. কোনটি বেসিক রিফ্যাক্টরি ম্যাটেরিয়ালের প্রধানতম উপাদান?
ডলোমাইট
গেনিস্টার
সিলিকন
ফায়ার-ক্লে
275. নিম্নের চারটি পদার্থের মধ্যে সর্বাপেক্ষা নমনীয় (Ductile) কোনটি?
গ্লাস (Glass)
স্টিল (Steel)
গোল্ড (Gold)
কাস্ট আয়রন (Cast iron)
276. স্টেইনলেস স্টিলের (Stainless steel) ক্ষয় বাধার (Corrosion resistance) ধর্মের জন্য দায়ী সংকরধাতু (Alloy) হচ্ছে-
সিলিকন (Silicon)
কোবাল্ট (Cobalt)
ম্যাঙ্গানিজ (Manganese)
ক্রোমিয়াম (Chromium)
277. নিচের কোনটি 60% কমিয়ে কপারের অ্যালয় সংঘটিত হয়?
বেবিট মেটাল
মোনেজ মেটাল
গান মেটাল
বেল মেটাল
278. কোনটি অ্যাসিড রিফ্ল্যাক্টরি ম্যাটেরিয়ালে উপাদান বেশি থাকে?
ডলোমাইট
জিরকোনিয়া
সিলিকন
ম্যাগনেসাইট
280. নিচের কোনটি নিউট্রাল রিফ্ল্যাক্টরি?
সিলিকা
ফায়ার ক্লে
গ্রাফাইট
চুন