Image
মেটালার্জি MCQ
161. কাটিং টুলস তৈরি করা হয়-
নিকেল স্টিল থেকে
নিকেল ক্রোম স্টিল থেকে
ক্রোম স্টিল থেকে
হাই-স্পিড স্টিল থেকে
162. হাইস্পিড ফোর্জিং তাপমাত্রা কত?
১০০০-১১৫০°সে
৮০০-১০০০°সে
৬০০-৮০০°সে
১২০০-১৪০০°সে
163. স্টিলে কোন উপাদান মিশ্রিত করলে ক্ষয়রোধ ক্ষমতা, কাঠিন্যতা, শক্তি এবং তাপে স্টিল লাল বর্ণ হলেও কাটিং-এর গুণ অক্ষুন্ন থাকে?
নিকেল (Ni)
ক্রোমিয়াম (Cr)
ভ্যানাডিয়াম (V)
টাংস্টেন (W)
165. স্টিলের জন্য ক্রিটিক্যাল পয়েন্টের নিম্ন তাপমাত্রা কত হয়ে থাকে?
723°C
600°C
700°C
913°C
166. ১৮/৮ টাইপ স্টেইনলেস স্টিল বলতে কী বুঝায়?
নিকেল =১৮% ক্রোমিয়াম = ৮%
ক্রোমিয়াম = ১৮%; নিকেল= ৮%
ক্রোমিয়াম = ১৮%; ভ্যানাডিয়াম = ৮%
ক্রোমিয়াম = ১৮%; মলিবডেনাম+ ফসফরাস + সিলিকন = ৮%
167. নিচের কোনটির দ্বারা তৈরি তার বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট হিসেবে ব্যবহার হয়?
ভ্যানাডিয়াম (V)
ক্রোমিয়াম (Cr)
নিকেল (Ni)
টাংস্টেন (W)
168. দা, কাচি, ছুরি, ফাইল ইত্যাদিতে কোন টিল ব্যবহৃত হয়?
হাই-কার্বন স্টিল
মাইন্ড স্টিল
লো-কার্বন স্টিল
টুল স্টিল
169. স্টেইনলেস স্টিল-এ আয়রন ও কার্বন ছাড়া কী থাকে?
নিকেল (Ni)
ক্রোমিয়াম (Cr)
ক ও খ
টিন (Sn)
170. স্টেইনলেস স্টিল-এর করোশন রেজিস্ট্যান্স-এর জন্য দায়ী অ্যালয়টি হচ্ছে --
সিলিকন (Si)
ম্যাঙ্গানিজ (Mn)
কোবাল্ট (Co)
ক্রোমিয়াম (Cr)
172. অ্যারোপ্লেন-এর দেহ তৈরির জন্য অ্যালুমিনিয়াম অ্যালয়- কে প্রধান্য দেওয়ার কারণ হচ্ছে এর--
ক্ষয় প্রতিরোধ ক্ষমতা
উচ্চ তাপ পরিবহন ক্ষমতা
ভালো সারফেস ফিনিশ
উচ্চ শক্ত/ঘনত্বের অনুপাত
173. নিম্নের চারটি ধাতব পদার্থের মধ্যে কোনটির কর প্রবণতা সবচেয়ে কম?
কাস্ট আয়রন
গোল্ড
স্টেইনলেস স্টিল
লো-কার্বন স্টিল
176. টুলের তাপ শোষনে প্রভাব বিস্তারকারী উপাদান নয় কোনটি?
তাপমাত্রা
ঘনত্ব
আবহাওয়া
কুলিং রেট
177. কোনটিতে মরিচা পড়ে না?
ঢালাইলোহা
রট আয়রন
স্টেইনলেস স্টিল
কোনোটিই নয়
178. ৭টি স্ফটিক সিস্টেমের আওতায় মোট কত রকমের ল্যাটিস আছে?
৭ প্রকার
১০ প্রকার
১২ প্রকার
১৪ প্রকার
180. নিচের কোনটি দিয়ে একটি গাড়ির বাম্পার তৈরি করা হয়?
গোল্ড
লো-কার্বন স্টিল
সিলভার
কাস্ট আয়রন