EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
761. logg x = 3 হলে x এর মান কত?
32
8
3
√৪
762. 'আগুন'- এর সমার্থক শব্দ কোনটি?
ভাতি
অংশু
জ্যোতি
অনল
763. মীর মশারফ হোসেন রচিত গ্রন্থ হচ্ছে:
আলালের ঘরের দুলাল
হুতোম প্যাচার নক্সা
কলিকাতা কমলালয়
গাজী মিয়ার বস্তানী
764. 1 × 2-3 + 1 = 5 হলে x X এর মান কত?
3
4
5
6
765. x² + y² + z² = 2, xy + yz + zx = 1 হলে, (x + 2y)² + (y + 2z)² + (z + 2x)² এর মান-
12
19
16
14
766. বাংলাদেশে বর্তমানে কয় স্তরবিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে?
দুইস্তর
তিনস্তর
চারস্তর
পাঁচস্তর
767. একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ ২ সে.মি. এবং উচ্চতা ৬ সে.মি. হলে, উহার তলগুলির মোট ক্ষেত্রফল কত?
১৬ বর্গ সে.মি.
৩৬ বর্গ সে.মি.
৪৮ বর্গ সে.মি.
৪৮ বর্গ সে.মি.
768. x²-7x + 12 ≤ 0 এর সমাধান সেট-
(-০০, 3]
(3, 4)
[3, 4]
[4,০০)
769. কোন শব্দটি উপসর্গ দিয়ে গঠিত হয়েছে?
আষাঢ়
আঘাটা
আয়না
আনন
770. কোন উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত?
উপনেতা
উপগ্রহ
উপসাগর
উপভোগ
771. 3x - y = 3, 5x + y = 21 হলে (x, y) এর মান-
(2, 5)
(2, 6)
(3, 6)
(3, 5)
772. কোনো একটি ত্রিভুজের দুইটি কোণের পরিমাণ ২৮০ ও ৬২০। ত্রিভুজটি কোন ধরনের?
সমকোণী
সূক্ষ্মকোণী
স্থূলকোণী
সমদ্বিবাহু সমকোণী
773. ১০০ হতে বড় দুইটি পূর্ণসংখ্যার যোগফল ৩০০ হলে সংখ্যা দুইটির অনুপাত কত?
১:৯
২:৫
২:৩
৩:৫
774. দুরবস্থা' শব্দটি সন্ধি বিচ্ছেদ করা হলে নিচের কোনটি পাওয়া যায়?
দূর + বস্থা
দুর + বস্থা
দুর + অবস্থা
দুঃ+অবস্থা
775. 'হাতে হাতে ফল পাওয়া' বাক্যাংশে 'হাতে হাতে' হলো-
দ্বিরুক্ত শব্দদ্বৈত
ধ্বন্যাত্মক শব্দদ্বৈত
অনুকার শব্দদ্বৈত
কোনোটিই নয়
776. নিচের কোন ভগ্নাংশটি হতে বড়?
33/50
8/11
13/27
3/5
777. ১ হতে বড় ১০০০ এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যারা ১৬ দ্বারা বিভাজ্য নয় কিন্তু ৩০ দ্বারা বিভাজ্য?
29
35
42
22
778. বিভক্তিহীন নাম-শব্দকে কী বলে? নাম-
পদ
মৌলিক শব্দ
কৃদন্ত শব্দ
প্রাতিপদিক
779. বার্ষিক ৫% হার মুনাফায় ৪০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত?
৪৪০ টাকা
৪৫০ টাকা
৪৪১ টাকা
৪৪৫ টাকা
780. বাংলা সাহিত্যের ইতিহাসে কাঁকিল্যা গ্রাম কেন উল্লেখযোগ্য?
শ্রীচৈতন্যদেবের জন্মস্থান
বড়ু চণ্ডীদাসের জন্মস্থান
চর্যাপদের প্রাপ্তিস্থান