MCQ
1121. প্রথম Web browser কোনটি?
Netscape Navigator
World wide web
Internet Explorer
Safari
1122. Bluetooth কিসের উদাহরণ?
Personal Area Network
Local Area Network
Virtual Private Network
কোনোটিই নয়
1123. H.323 Protocol সাধারণত কি কাজে ব্যবহৃত হয়?
File transfer
VoIP
Data Security
File download
1124. দীনবন্ধু মিত্রের 'নীলদর্পণ' নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে?
প্যারীচাঁদ মিত্র
মাইকেল মধুসূদন দত্ত
প্রমথ চৌধুরী
ঘদ্বিজেন্দ্রলাল রায়
1125. CPU কোন address generate করে?
Physical address
Logical address
Both physical and logical addresses
উপরের কোনটি নয়
1126. বাংলা আধুনিক উপন্যাস-এর প্রবর্তক ছিলেন-
রবীন্দ্রনাথ ঠাকুর
প্যারীচাঁদ মিত্র
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
1127. 'কিন্তু আরম্ভের পূর্বেও আরম্ভ আছে। সন্ধ্যাবেলায় দীপ জ্বালার আগে সকালবেলায় সলতে পাকানো'- বাক্যদ্বয় কোন রচনা থেকে উদ্ধৃত?
নৌকাডুবি
চোখের বালি
যোগাযোগ
শেষের কবিতা
1128. বৈষ্ণব পদাবলির সঙ্গে কোন ভাষা সম্পর্কিত?
সন্ধ্যাভাষা
অধিভাষা
ব্রজবুলি
ঘসংস্কৃত ভাষা
1129. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
একটি কালো মেয়ের কথা
তেইশ নম্বর তৈলচিত্র
আয়নামতির পালা
ইছামতী
1130. মোবাইল ফোনে কোন Mode-এ যোগাযোগ হয়?
Simplex
Half-duplex
Full-duplex
কোনোটিই নয়
1131. Social Networking Site-এ যোগাযোগে কোন media ব্যবহৃত হয়?
Image/video
Audio
Text
উপরের সবগুলো
1132. 'জীবনস্মৃতি' কার রচনা?
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
রবীন্দ্রনাথ ঠাকুর
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
ঘরোকেয়া সাখাওয়াত হোসেন
1133. Time-shared OS-এর জন্য কোন scheduling policy সবচেয়ে ভাল?
First come first serve
Round-robin
Shortest job first
Last come first serve
1134. একটি রিলেশনাল ডাটাবেস মডেলে নিচের কোনটি দ্বারা Relation প্রকাশ করা হয়?
Tuples
Attributes
Tables
Rows
1135. জীবনীকাব্য রচনার জন্য বিখ্যাত :
জীবনীকাব্য রচনার জন্য বিখ্যাত :
নরহরি চক্রবর্তী
বিপ্রদাস পিপিলাই
বৃন্দাবন দাস
1136. নিচের কোনটি ৫২(১০) এর বাইনারী রূপ?
01010010(2)
01110011(2)
00001100(2)
11110000(2)
1137. 'কালো বরফ' উপন্যাসটির বিষয়:
তেভাগা আন্দোলন
ভাষা আন্দোলন
মুক্তিযুদ্ধ
দেশভাগ
1138. Firewall কি protection দেবার জন্য ব্যবহৃত হয়?
Fire attacks
Unauthorized access
Virus attacks
Data-driven attacks
1139. . 'ঢাকা প্রকাশ' সাপ্তাহিক পত্রিকাটির সম্পাদক কে?
কৃষ্ণচন্দ্র মজুমদার
রামানন্দ চট্টোপাধ্যায়
শামসুর রাহমান
সিকান্দার আবু জাফর
1140. TV remote এর Carrier Frequency-র range কত?
<100 MHZ
<1 GHZ
<2GHZ
Infra-red range-এর