Image
MCQ
1141. বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি?
মাইকোমিটার
হাইগ্রোমিটার
ব্যারোমিটার
গ্রাভিমিটার
1142. নবায়নযোগ্য জ্বালানির উৎস-
তেল
গ্যাস
কয়লা
বায়োগ্যাস
1144. একটি বাল্বে '60W-220V' লেখা আছে। বাল্বটির রোধ কত ওহম (Ohm)?
16.36
160
280
806.67
1145. বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তরিত করা হয় কোন্ যন্ত্রের মাধ্যমে-
লাউড স্পিকার
অ্যামপ্লিফায়ার
জেনারেটর
মাল্টিমিটার
1146. কোথায় সাঁতার কাটা সহজ?
পুকুরে
খালে
নদীতে
সাগরে
1148. কার্বোহাইড্রেটে C, H এবং ০-এর অনুপাত কত?
১:১:২
১:২:১
১:৩:২
১:৩:১
1149. বাংলাদেশের উপকূলীয় সমভূমিতে বসবাসকারী জনগোষ্ঠী যে ধরনের বন্যা কবলিত হয় তার নাম-
নদীজ বন্যা
আকস্মিক বন্যা
বৃষ্টিজনিত বন্যা
জলোচ্ছ্বাসজনিত বন্যা
1150. নিচের কোনটি একই সাথে ইনপুট ও আউটপুট হিসেবে কাজ করে?
Mouse
Microphone
Touch Screen
Printer
1151. কোনটির জন্য পুষ্প রঙ্গিন ও সুন্দর হয়?
ক্রোমোপ্লাস্ট
ক্লোরোপ্লাস্ট
ক্রোমোটোপ্লাস্ট
লিউকোপ্লাস্ট
1153. অ্যানোডে কোন বিক্রিয়া সম্পন্ন হয়?
জারণ
বিজারণ
প্রশমন
পানিযোজন
1154. খাদ্য তৈরির জন্য উদ্ভিদ বায়ু থেকে গ্রহণ করে -
অক্সিজেন
কার্বন ডাই-অক্সাইড
নাইট্রোজেন
জলীয় বাষ্প
1155. মুদ্রিত লেখা সরাসরি ইনপুট নেয়ার জন্য নিচের কোন্টি ব্যবহৃত হয়?
OMR
OCR
MICR
Scanner
1156. নিচের কোন প্রোগ্রামটি একটি সম্পূর্ণ কম্পিউটার প্রোগ্রামকে একবারে অনুবাদ ও সম্পাদন করে?
Interpreter
Compiler
Emulator
Simulator
1157. ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস কি?
আইসোটোন
আইসোটোপ
আইসোবার
আইসোমার
1158. AC কে DC করার যন্ত্র-
রেকটিফায়ার
অ্যামপ্লিফায়ার
ট্রান্সজিস্টর
ডায়োড
1159. ডিমে কোন ভিটামিন নেই?
ভিটামিন-এ
ভিটামিন-বি
ভিটামিন-সি
ভিটামিন-ডি
1160. কোনো কঠিন পদার্থ বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ তা কিসের মাধ্যমে নির্ণয় করা যায়?
ঘনীভবন
বাষ্পীভবন
গলনাঙ্ক
স্ফুটনাঙ্ক