Image
Questions
1201. Rank' শব্দের বাংলা পরিভাষা কী?
পদ
পদমর্যাদা
উচ্চতা
মাত্রা
1202. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন?
চৌবেরিয়া গ্রাম, নদীয়া
কীঠালপাড়া রাম, চব্বিশ পরগনা
বীরসিংহ গ্রাম, মেদিনীপুর
দেবানন্দপুন গ্রাম, হুগলি
1203. শিব রাত্রির সলতে-বাগধারাটির অর্থ কী?
শিবরাত্রির আলো
একমাত্র সঞ্চয়
একমাত্র সন্তান
শিবরাত্রির গুরুত্ব
1204. শরতের শিশির-বাগধারা শব্দটির অর্থ কী?
সুসময়ের বন্ধু
সুসময়ের সঞ্চয়
শরতের শোভা
শরতের শিউলি ফুল
1205. ‘রুখের তেন্তুলি কুমীরে খাই’ এর অর্থ কী?
তেজি কুমিরকে রুখে দিই
বৃক্ষের শাখায় পাকা তেঁতুল
গাছের তেঁতুল কুমিরে খায়
ভুল থেকে শিক্ষা নিতে হয়
1206. দৌলত উজির বাহরাম খাম সাহিত্যসৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন?
সুলতান খিয়াসউদ্দিন আজম শাহ
কোরেশী মাগন ঠাকুর
সুলতান বরবক শাহ
জমিদার নিজাম শাহ
1207. অর্ধ-তৎসম শব্দের উদাহরণ কোনটি? (প্রাথমিক সহকারী শিক্ষক ১৯)
গঞ্জ
পিতা
চাঁদ
গিন্নী
1208. চর্যাপদে’র প্রাপ্তিস্থান কোথায়?
বাংলাদেশ
নেপাল
উড়িষ্যা
ভুটান
1209. 'গির্জা' কোন ভাষার অন্তর্গত শব্দ?
ফারসি
পর্তুগিজ
ওলন্দাজ
পাঞ্জাবি
1210. সুনামীর তান্ডবে অনেকেই সর্বশান্ত হয়েছে।’ বাক্যটিতে কয়টি ভুল আছে?
একটি
দুটি
তিনটি
ভুল নেই
1211. কোন শব্দযুগল বিপরীতার্থক নয়?
ঐচ্ছিক-অনাবশ্যিক
কুটিল-সরল
কম-বেশি
কদাচার-সদাচার
1212. তুমি তো ভারি সুন্দর ছবি আঁক!'—বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে?
পদান্বয়ী অব্যয়
অনুসর্গ অব্যয়
অনন্বয়ী অব্যয়
অনুকার অব্যয়
1213. মনসা দেবীকে নিয়ে লেখা বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কী?
‘মনসামঙ্গল’
মনসাবিজয়
‘পদ্মপুরাণ’
পদ্মাবতী’
1214. কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে কী বলে ?
উপপদ
প্রাতিপদিক
প্রপদ
পূর্বপদ
1215. তোমার নাম কী?'—এখানে 'কী' কোন প্রকারের পদ?
প্রশ্নবাচক
অব্যয়
সর্বনাম
বিশেষণ
1216. 'অভিরাম' শব্দের অর্থ কী?
বিরামহীন
বালিশ
চলন
সুন্দর
1217. কেন্তমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত?
হিত্তিক ও তুখারিক
তামিল ও দ্রাবিড়
আর্য ও অনার্য
মাগধী ও গৌড়ী
1218. দ্বারা, দিয়া, কর্তৃক বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি?
তৃতীয়া বিভক্তি
প্রথমা বিভক্তি
দ্বিতীয়া বিভক্তি
শূন্য বিভক্তি
1219. . 'প্রোষিতভর্তৃকা' শব্দটির অর্থ কী?
ভর্ৎসনাপ্রাপ্ত তরুণী
যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে
ভূমিতে প্রোথিত তরুমূল
যে বিবাহিতা নারী পিত্রালয়ে অবস্থান করে
1220. বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কী বলে?
বিভক্তি
কারক
প্রত্যয়
অনুসর্গ