MCQ
3121. নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট নির্বাচিত হোন--
১৯৯২ সালে
১৯৯৩ সালে
১৯৯৪ সাল
১৯৯৫ সালে
3122. হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম কী ছিল?
ফুয়েবার
সিআইএ
কেজিবি
গেস্টাপো
3123. সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি থেকে নির্বাচিত জার্মানির বর্তমান চ্যান্সেলরের নাম কী?
অ্যাঞ্জেলা মার্কেল
ওলাফ শলৎস (৯ম)
হেলমুট স্মিথ
শ্রোয়েডার
3124. জার্মানির বর্তমান চ্যান্সেলরের নাম কী?
অ্যাঞ্জেলা মার্কেল
ওলাফ শলৎস (৯ম)
হেলমুট স্মিথ
শ্রোয়েডার
3125. কোন সালে হিটলার জার্মানির চ্যান্সেলর নিযুক্ত হোন?
১৯৩০
১৯৩১
১৯৩২
১৯৩৩
3126. কোন দেশ সর্বপ্রথম প্রবীণদের জন্য পেনশন চালু করে?
ইতালি
সুইডেন
জার্মানি
গ্রিস
3127. 'মাদিবা' কোন বিশ্বনেতার ডাকনাম?
বারাক ওবামা
জ্যাকব জুমা
নেলসন ম্যান্ডেলা
মার্টিন লুথার কিং
3128. কোন নেতাকে 'আফ্রিকার গান্ধী' বলা হয়?
কেনেথ কাউন্ডা
মার্টিন লুথার কিং
মুয়াম্মার গাদ্দাফি
নেলসন ম্যান্ডেলা
3129. ১৯৩৩ সালে জার্মানি ক্ষমতায় আসা হিটলারের দলের নাম ছিল--
লেবার পার্টি
নাৎসি পার্টি
কংগ্রেস পার্টি
ডেমোক্রেটিক পার্টি
3130. অ্যাঞ্জেলা মার্কেল কতবারের মতো জার্মানির চ্যান্সেলর নির্বাচিত হোন?
২য়
৪র্থ
৩য়
৫ম
3131. 'এক জাতি, এক রাষ্ট্র, এক নেতা' এটা কার নীতি ছিল?
স্ট্যালিন
মুসোলিনী
লেলিন
হিটলার
3132. 'Mein Kampf' কার আত্মজীবনীমূলক গ্রন্থ? / 'মেইন ক্যাম্প' গ্রন্থের রচয়িতা কে?
চার্চিল
হোমার
শেক্সপিয়ার
হিটলার
3133. নেলসন ম্যান্ডেলা কোথায় জন্মগ্রহণ করেন?
জর্জটাউন, যুক্তরাষ্ট্র
হারারে, জিম্বাবুয়ে
নাইরোবি, কেনিয়া
কুনু, দক্ষিণ আফ্রিকা
3134. কোন চুক্তির মাধ্যমে ইউরোপের 'Thirty Years War' এর পরিসমাপ্তি ঘটে?
প্যারিস চুক্তি, ১৭৮৩
ওয়েস্টিফেলিয়া শান্তি চুক্তি, ১৬৪৮
ভার্সাই চুক্তি, ১৯১৯
লুজান চুক্তি, ১৯২৩
3135. কোন চুক্তির মাধ্যমে ইউরোপের 'ত্রিশ বছরের যুদ্ধ' এর পরিসমাপ্তি ঘটে?
প্যারিস চুক্তি, ১৭৮৩
ওয়েস্টিফেলিয়া শান্তি চুক্তি, ১৬৪৮
ভার্সাই চুক্তি, ১৯১৯
লুজান চুক্তি, ১৯২৩
3136. জার্মানির প্রথম মহিলা চ্যান্সেলরের নাম কী?/ জার্মানির প্রথম নারী চ্যান্সেলর কে?
অ্যাঞ্জেলা মার্কেল
শ্রোয়েডার
হেলমুট কোল
হেলমুট স্মিথ
3137. ২০২১ সালের ৮ ডিসেম্বরের নির্বাচনে জার্মানিতে কোন রাজনৈতিক দল বিজয়ী হয়?
CSU (Communist Democratic Party)
FDP (Federal Democratic Party)
CDU (Conservative Democratic Party)
SDP (Social Democratic Party)
3138. 'যুদ্ধই জীবন যুদ্ধই সার্বজনীন' এটি কার উক্তি?
সালজার
ফ্রান্স
হিটলার
মুসোলিনী
3139. নেলসন ম্যান্ডেলা কত সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন?
১৯৯০ সালে
১৯৯১ সালে
১৯৯২ সালে
১৯৯৩ সালে
3140. 'মেইন ক্যাম্প'কে বলা হয় --
ফ্যাসিবাদের বাইবেল
গণতন্ত্রের বাইবেল
নাৎসীবাদের বাইবেল
পুঁজিবাদের বাইবেল