EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

Image

স্থানীয় সরকার বিভাগ – LGD পরীক্ষার (২০১৮)
উপ-সহকারী প্রকৌশলী 
by Himalay Sen, PWD
[LGD সার্কুলার ২০২৫ এর জন্য অনলাইনে নতুন ব্যাচ শুরু হচ্ছে, এই ব্যচে জয়েন করতে 01792129022 whatsapp নাম্বারে মেসেজ দিন (সব ডিপার্টপমেন্ট)]

১। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটির রচয়িতা কে?
ক) হাসান মুনিসুর রহমান
খ) আব্দুল গাফফার চৌধুরী
গ) শামসুর রাহমান
ঘ) আলতাফ মাহমুদ
সঠিক উত্তর: খ) আব্দুল গাফফার চৌধুরী
ব্যাখ্যা: এই অমর গানটির রচয়িতা হলেন আব্দুল গাফফার চৌধুরী। গানটির সুরকার আলতাফ মাহমুদ।
২। Antonym of the word “cheerful”?
a) bright
b) apathetic
c) despoll
d) happy
সঠিক উত্তর: b) apathetic
ব্যাখ্যা: 'Cheerful' শব্দের অর্থ উল্লসিত বা হাসিখুশি। এর বিপরীত শব্দ হলো 'Apathetic' যার অর্থ উদাসীন বা আগ্রহহীন।
৩। Synonym of the word “attack”?
a) notice
b) foray
c) ravage
d) equal
সঠিক উত্তর: b) foray
ব্যাখ্যা: 'Attack' শব্দের অর্থ আক্রমণ। এর সমার্থক শব্দ হলো 'Foray' যার অর্থ আকস্মিক হানা বা আক্রমণ।
৪। Meaning of the idiom “at last”?
a) in time
b) complete
c) compound
d) in the long run
সঠিক উত্তর: d) in the long run
ব্যাখ্যা: 'At last' ইডিয়মটির অর্থ 'অবশেষে' বা 'in the end'। 'In the long run' অর্থ 'দীর্ঘমেয়াদে' বা 'অবশেষে'।
৫। “He is too weak to walk.” — Type of sentence?
a) Simple
b) Complex
c) Compound
d) Passive
সঠিক উত্তর: a) Simple
ব্যাখ্যা: বাক্যটিতে একটি মাত্র প্রধান খণ্ডবাক্য (Independent Clause) আছে এবং কোনো অধীনস্থ খণ্ডবাক্য নেই, তাই এটি একটি Simple Sentence।
৬। Synonym of “Serene”?
a) Sevene
b) Series
c) worm
d) Bunning
সঠিক উত্তর: অপশনগুলোর মধ্যে সঠিক সমার্থক নেই।
ব্যাখ্যা: 'Serene' শব্দের অর্থ শান্ত বা স্থির। এর সঠিক সমার্থক শব্দ হলো 'Calm' বা 'Peaceful'। প্রদত্ত অপশনগুলোতে কোনো সঠিক সমার্থক শব্দ নেই।
৭। My computer broke down, so I ___ continue my work.
a) cannot
b) can't
c) could not
d) could not have
সঠিক উত্তর: c) could not
ব্যাখ্যা: বাক্যের প্রথম অংশে 'broke down' (অতীত কাল) থাকায়, তার ফলস্বরূপ অক্ষমতা বোঝাতে 'could not' (অতীত কালের রূপ) ব্যবহার করতে হবে।
৮। “Kamal: What do you do in the evenings?” — Jamal: “Usually I watch TV or read a book.” Choose the correct question form:
a) you do?
b) you are doing?
c) do you do?
d) are you doing?
সঠিক উত্তর: c) do you do?
ব্যাখ্যা: প্রশ্নটি অভ্যাস বা রুটিন সম্পর্কে জিজ্ঞাসা করছে, তাই Simple Present Tense-এর সঠিক প্রশ্ন গঠন: (Wh-word + do/does + Subject + Main Verb)।
৯। ন্যাটোর সদর দপ্তর কোথায়?
(ক) ফ্রান্স
(খ) জার্মানি
(গ) ইতালি
(ঘ) বেলজিয়াম
সঠিক উত্তর: (ঘ) বেলজিয়াম
ব্যাখ্যা: ন্যাটোর (NATO - North Atlantic Treaty Organization) সদর দপ্তর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অবস্থিত।
১০। বাংলা ভাষাকে কোন দেশ তাদের দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে?
(ক) সিয়েরা লিওন
(খ) লাইবেরিয়া
(গ) আইভোরি কোস্ট
(ঘ) কজো
সঠিক উত্তর: (ক) সিয়েরা লিওন
ব্যাখ্যা: পশ্চিম আফ্রিকার সিয়েরা লিওন নামক দেশটি বাংলা ভাষাকে তাদের দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে।
১১। সরকারি ক্রয়ের ক্ষেত্রে ন্যূনতম কতটি গ্রহণযোগ্য দরপত্র প্রয়োজন?
(ক) ২টি
(খ) ৫টি
(গ) ১টি
(ঘ) কোন বাধ্যবাধকতা নেই
সঠিক উত্তর: (ক) ২টি
ব্যাখ্যা: প্রতিযোগিতামূলক সরকারি ক্রয়ের জন্য ন্যূনতম ২টি গ্রহণযোগ্য দরপত্র থাকা কাম্য। যদিও কিছু বিশেষ পরিস্থিতিতে একটি মাত্র রেসপনসিভ দরপত্রও বিবেচনা করা যেতে পারে।
১২। কার সাথে পণ্য/কার্যক্রমে চুক্তি সম্পাদন করা যাবে?
(ক) সর্বোচ্চ মূল্যায়িত রেসপনসিভ দরপত্রদাতা
(খ) সর্বোচ্চ দরপত্রদাতা
(গ) সর্বনিম্ন মূল্যায়িত রেসপনসিভ দরপত্রদাতা
(ঘ) সর্বনিম্ন দরপত্রদাতা
সঠিক উত্তর: (গ) সর্বনিম্ন মূল্যায়িত রেসপনসিভ দরপত্রদাতা
ব্যাখ্যা: সরকারি ক্রয়ের ক্ষেত্রে, যার দরপত্রটি সমস্ত শর্ত পূরণ করেছে এবং মূল্যায়নের পর সর্বনিম্ন মূল্য প্রস্তাব করেছে, তার সাথেই চুক্তি সম্পাদন করা হয়।
১৩। দরপত্র জামানত প্রাক্কলিত মূল্যের কত অংশ?
(ক) ৫%
(খ) ৬%
(গ) ৫% এর মধ্যে
(ঘ) ৩% এর মধ্যে
সঠিক উত্তর: (ঘ) ৩% এর মধ্যে
ব্যাখ্যা: সরকারি ক্রয় নীতি অনুযায়ী, দরপত্র জামানত সাধারণত প্রাক্কলিত মূল্যের ১% থেকে ৩% এর মধ্যে নির্ধারিত হয়।
১৪। দরপত্র জমা দেওয়া যায়—
(ক) হাতে জমা
(খ) সাধারণ ডাকযোগে
(গ) কুরিয়ার সার্ভিসে
(ঘ) যেকোনভাবে
সঠিক উত্তর: (ক) হাতে জমা
ব্যাখ্যা: দরপত্র জমা দেওয়ার প্রচলিত ও অন্যতম পদ্ধতি হলো নির্দিষ্ট অফিসে হাতে হাতে জমা দেওয়া। সাধারণ ডাকযোগে এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও জমা দেওয়ার নিয়ম থাকতে পারে, তবে 'যেকোনভাবে' সঠিক নয়।
১৫। পৌরসভার জন্য স্থানীয় সরকার (পৌরসভা) আইন কত সালে প্রণীত?
(ক) ২০০৬
(খ) ২০০৯
(গ) ২০১০
(ঘ) ২০১১
সঠিক উত্তর: (খ) ২০০৯
ব্যাখ্যা: স্থানীয় সরকার (পৌরসভা) আইনটি ২০০৯ সালে প্রণীত হয়।
১৬। নিচের কোনটি ডিজিটাল বাংলাদেশ উদ্যোগের মাধ্যমে চালু হয়েছে?
(ক) ডিজিটাল সেন্টার
(খ) ডিজিটাল সার্ভিস
(গ) ডিজিটাল এডুকেশন
(ঘ) ডিজিটাল বিজনেস
সঠিক উত্তর: (ক) ডিজিটাল সেন্টার
ব্যাখ্যা: ইউনিয়ন/পৌর ডিজিটাল সেন্টারগুলি ডিজিটাল বাংলাদেশ উদ্যোগের একটি প্রধান অংশ এবং সরাসরি এর মাধ্যমেই চালু হয়েছে, যা সাধারণ মানুষকে ডিজিটাল সেবা প্রদান করে।
১৭। বাংলাদেশে কতটি সিটি কর্পোরেশন আছে?
ক) ৯ টি
খ) ১০ টি
গ) ১১ টি
ঘ) ১২ টি
সঠিক উত্তর: ঘ) ১২ টি [বর্তমান ১৩ টি]
ব্যাখ্যা: বর্তমানে বাংলাদেশে ১৩টি সিটি কর্পোরেশন রয়েছে। সর্বশেষ বগুড়া সিটি কর্পোরেশন হিসেবে উন্নীত করা হয়েছে। এর আগে, ময়মনসিংহ ছিল সর্বশেষ সিটি কর্পোরেশন। 
১৮। পানীয় জলে আর্সেনিকের সর্বোচ্চ গ্রহণযোগ্য মাত্রা (WHO ও বাংলাদেশ)............।
ক) ০.১০ ও ০.১৫ mg/L
খ) ০.০১ ও ০.০৫ mg/L
গ) ০.০১৫ ও ০.০৯ mg/L
ঘ) ০.০৫ ও ০.০৯ mg/L
সঠিক উত্তর: খ) ০.০১ ও ০.০৫ mg/L
ব্যাখ্যা: বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) মতে পানীয় জলে আর্সেনিকের সর্বোচ্চ গ্রহণযোগ্য মাত্রা ০.০১ mg/L এবং বাংলাদেশের মতে ০.০৫ mg/L।
১৯। ধারা: ৮, ১১, ১৭, ২৯, ৫৩,............ পরবর্তী সংখ্যাটি কত ?
ক) ৮২
খ) ৯৯
গ) ১০১
ঘ) ১০২
সঠিক উত্তর: গ) ১০১
ব্যাখ্যা: এই ধারার পার্থক্যগুলো হলো:
১১ - ৮ = ৩
১৭ - ১১ = ৬
২৯ - ১৭ = ১২
৫৩ - ২৯ = ২৪
দেখা যাচ্ছে যে প্রতিটি পার্থক্য তার আগেরটির দ্বিগুণ। সুতরাং, পরবর্তী পার্থক্য হবে ২৪ x ২ = ৪৮।
অতএব, পরবর্তী সংখ্যাটি হবে ৫৩ + ৪৮ = ১০১।
২০। দৌড় প্রতিযোগিতা কামাল = ১ম, জামাল = ৫ম, রফিক = কামাল ও জামালের মাঝখানে → (২য়, ৩য়, বা ৪র্থ), করিম রহিমের চেয়ে ভালো তবে কে ২য় স্থান অধিকার করলো?
ক) রফিক
খ) রহিম
গ) জামাল
ঘ) করিম
সঠিক উত্তর: ঘ) করিম
ব্যাখ্যা: ১ম = কামাল
৫ম = জামাল
রফিক কামাল ও জামালের মাঝখানে, অর্থাৎ ২য়, ৩য় বা ৪র্থ স্থানে।
করিম রহিমের চেয়ে ভালো।
যদি রফিক ২য় বা ৩য় হয়, তবে করিমের স্থান বাকি থাকে। কিন্তু যেহেতু করিম রহিমের চেয়ে ভালো এবং তাদের মাঝখানে রফিক আছে, একমাত্র করিমই ২য় স্থান পেতে পারে।
একটি সম্ভাব্য ক্রম: ১ম কামাল, ২য় করিম, ৩য় রফিক, ৪র্থ রহিম, ৫ম জামাল।
২১। যদি ১২০ = 4x হয়, তবে x এর মান কত?
ক) ৩০
খ) ৪
গ) ২০
ঘ) ১৬
সঠিক উত্তর: ক) ৩০
ব্যাখ্যা:  120=4x  ⟹  x=1204  ⟹  x=30      
২২। একটি সেটের ১৮টি ধারাবাহিক পূর্ণ সংখ্যার সেটের গড় ২২.৫ হলে সেটটির সবচেয়ে ছোট সংখ্যা কত?
ক) ২৬
খ) ১৪
গ) ১৫
ঘ) ১৬
সঠিক উত্তর: খ) ১৪
ব্যাখ্যা: ১৮টি ধারাবাহিক পূর্ণ সংখ্যার গড় ২২.৫ মানে হলো মাঝের দুটি সংখ্যার গড় ২২.৫। অর্থাৎ, মাঝের দুটি সংখ্যা হলো ২২ এবং ২৩। এই দুটি সংখ্যার আগে ৮টি সংখ্যা এবং পরে ৮টি সংখ্যা আছে (কারণ মোট ১৮টি সংখ্যা)।
সবচেয়ে ছোট সংখ্যাটি হবে = মাঝের প্রথম সংখ্যা - (সংখ্যাগুলোর অর্ধেক - ১) = ২২ - (১৮/২ - ১) = ২২ - (৯ - ১) = ২২ - ৮ = ১৪।
২৩। How ___ many students in your class from Nepal?
a) coming
b) come
c) comes
d) came
সঠিক উত্তর: b) come
ব্যাখ্যা: বাক্যটির সঠিক গঠন "How many students in your class come from Nepal?" বা "How many students are in your class from Nepal?"। প্রদত্ত অপশনগুলোর মধ্যে 'come' ক্রিয়াপদ হিসেবে সঠিক এবং এটি দিয়ে সাধারণ বর্তমান অবস্থা বোঝানো হয়।
২৪। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণকে UNESCO কোন তারিখে ‘ঐতিহ্য’ হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়?
ক) ৩০ অক্টোবর ২০১৭
খ) ৩০ নভেম্বর ২০১৭
গ) ১ অক্টোবর ২০১৭
ঘ) ১২ জুলাই ২০১৭
সঠিক উত্তর: ক) ৩০ অক্টোবর ২০১৭
ব্যাখ্যা: ইউনেস্কো (UNESCO) ২০১৭ সালের ৩০ অক্টোবর বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণকে 'মেমরি অফ দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার'-এ অন্তর্ভুক্ত করে 'বিশ্ব ঐতিহ্য' হিসেবে স্বীকৃতি প্রদান করে।
২৫। বাংলাদেশের কোণ স্থানে সুরমা ও কুশিয়ারা নদী কোন স্থানে মিলিত হয়ে মেঘনা নদী সৃষ্টি করেছে?
ক) চাঁদপুর
খ) দেওয়ানগঙ্গা
গ) আজামীগঙ্গা
ঘ) ভৈরব
সঠিক উত্তর: ঘ) ভৈরব
ব্যাখ্যা: সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়ে কালনী নদী নামে প্রবাহিত হয় এবং ভৈরবের কাছে পুরাতন ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়ে মেঘনা নদী নামে পরিচিতি লাভ করে।
২৬। বাংলাদেশের সর্বোচ্চ ভবন কোনটি?
ক) বিলটেক টাওয়ার
খ) ঢাকা ইলেকট্রনিকস সেন্টার
গ) সিটি সেন্টার বাংলাদেশ
ঘ) বাংলাদেশ ব্যাংক টাওয়ার
সঠিক উত্তর: গ) সিটি সেন্টার বাংলাদেশ
ব্যাখ্যা: ২০১৮ সালের প্রশ্ন অনুযায়ী, সিটি সেন্টার বাংলাদেশ ছিল বাংলাদেশের সর্বোচ্চ ভবন। (তবে বর্তমানে এটি আর সর্বোচ্চ নেই, নতুন কিছু ভবন নির্মাণাধীন বা নির্মিত হয়েছে)।
২৭। বাংলাদেশের জাতীয় পতাকার নকশাকার কে?
ক) জয়নুল আবেদীন
খ) কামরুল হাসান
গ) হাসেম খান
ঘ) হামিদুর রহমান
সঠিক উত্তর: খ) কামরুল হাসান
ব্যাখ্যা: বাংলাদেশের বর্তমান জাতীয় পতাকার নকশাকার হলেন শিল্পী কামরুল হাসান।
২৮। মানুষের শ্রবণযোগ্য শব্দের সীমা কত?
ক) 2–2,000 Hz
খ) 20–2,000 Hz
গ) 20–40,000 Hz
ঘ) 20–20,000 Hz
সঠিক উত্তর: ঘ) 20–20,000 Hz
ব্যাখ্যা: মানব কান সাধারণত ২০ হার্টজ (Hz) থেকে ২০,০০০ হার্টজ (Hz) পর্যন্ত কম্পাঙ্কের শব্দ শুনতে সক্ষম।
২৯। সুয়েজ খাল কোন দুটি সাগরকে যুক্ত করেছে?
ক) আরব সাগর ও মৃত সাগর
খ) ভূমধ্যসাগর ও আরব সাগর
গ) লোহিত সাগর ও ভূমধ্যসাগর
ঘ) বাল্টিক সাগর ও কৃষ্ণ সাগর
সঠিক উত্তর: গ) লোহিত সাগর ও ভূমধ্যসাগর
ব্যাখ্যা: সুয়েজ খাল লোহিত সাগর এবং ভূমধ্যসাগরকে সংযুক্ত করেছে, যা এশিয়া ও আফ্রিকার মধ্যে একটি গুরুত্বপূর্ণ নৌপথ।
৩০। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটির রচয়িতা কে?
ক) হাসান মাহমুদ
খ) আব্দুল গাফফার চৌধুরী
গ) শামসুর রাহমান
ঘ) আলতাফ মাহমুদ
সঠিক উত্তর: খ) আব্দুল গাফফার চৌধুরী
ব্যাখ্যা: এই প্রশ্নটি ১নং প্রশ্নের পুনরাবৃত্তি। গানটির রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী।
৩১। বাংলা ভাষার প্রাচীনতম সৃষ্টি কোনটি?
ক) জ্যোছড়া
খ) গীতি
গ) ছোটগল্প
ঘ) প্রবচন
সঠিক উত্তর: এই অপশনগুলোতে ভুল আছে।
ব্যাখ্যা: বাংলা ভাষার প্রাচীনতম সাহিত্যিক সৃষ্টি হলো চর্যাপদ। প্রদত্ত অপশনগুলোতে এটি নেই।
৩২। বাংলা ভাষার আদি কবি কাকে বলা হয়?
ক) সনইপা
খ) ওমর খৈয়াম
গ) কাহ্নপা
ঘ) কাশীরাম দাস
সঠিক উত্তর: গ) কাহ্নপা
ব্যাখ্যা: চর্যাপদের অন্যতম প্রধান এবং সর্বাধিক পদ রচয়িতা কাহ্নপা (বা কাহ্নপাদ)-কে বাংলা ভাষার আদি কবিদের মধ্যে একজন গণ্য করা হয়।
৩৩। 'মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতূর্য' — কোন কবিতার চরণ?
ক) খেয়াপারের তরণী
খ) বিদ্রোহী
গ) প্রলয়োল্লাস
ঘ) সামিল আরব
সঠিক উত্তর: খ) বিদ্রোহী
ব্যাখ্যা: এটি কাজী নজরুল ইসলামের বিখ্যাত 'বিদ্রোহী' কবিতার একটি অংশ।
৩৪। কোন বানানটি সঠিক?
ক) বিপৎজনক
খ) বিপজ্জনক
গ) বিপজ্জনক
ঘ) বিপদজনক
সঠিক উত্তর: খ) বিপজ্জনক / গ) বিপজ্জনক
ব্যাখ্যা: সঠিক বানানটি হলো 'বিপজ্জনক'।
৩৫। কোন পদ বাক্যের অপরিহার্য অঙ্গ?
ক) বিশেষ্য
খ) বিশেষণ
গ) ক্রিয়া
ঘ) অব্যয়
সঠিক উত্তর: গ) ক্রিয়া
ব্যাখ্যা: ক্রিয়াপদ (Verb) ছাড়া একটি বাক্য সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। এটি বাক্যের মূল কাজ বা ঘটনাকে নির্দেশ করে।
৩৬। ‘পাথার’ শব্দের অর্থ কী?
ক) শৈল
খ) সৈকত
গ) আকাশ
ঘ) সমুদ্র
সঠিক উত্তর: ঘ) সমুদ্র
ব্যাখ্যা: 'পাথার' শব্দের অর্থ হলো সমুদ্র বা মহাসমুদ্র।
৩৭। জানতে ইচ্ছুক - এর সংক্ষিপ্ত রুপ কি?
ক) জানচুক
খ) সে জিজ্ঞাসা
গ) জানিছুক
ঘ) জিজ্ঞাসু
সঠিক উত্তর: ঘ) জিজ্ঞাসু
ব্যাখ্যা: এটি এক কথায় প্রকাশের উদাহরণ। 'জানতে ইচ্ছুক' এর সংক্ষিপ্ত রূপ হলো 'জিজ্ঞাসু'।
৩৮। 'Bureaucracy' শব্দের পরিভাষা কোনটি?
ক) অধিনায়কতন্ত্র
খ) সরকারতন্ত্র
গ) আমলাতন্ত্র
ঘ) স্বৈরতন্ত্র
সঠিক উত্তর: গ) আমলাতন্ত্র
ব্যাখ্যা: 'Bureaucracy' শব্দের সঠিক পরিভাষা হলো 'আমলাতন্ত্র'।
৩৯। 'শনশন' কোন প্রকারের দ্বিরুক্তি?
ক) শব্দের দ্বিরুক্তি
খ) পদের দ্বিরুক্তি
গ) অনুকার দ্বিরুক্তি
ঘ) অব্যয় দ্বিরুক্তি
সঠিক উত্তর: গ) অনুকার দ্বিরুক্তি
ব্যাখ্যা: 'শনশন' শব্দটি বাতাসের ধ্বনির অনুকরণে সৃষ্ট, তাই এটি অনুকার দ্বিরুক্তি (ধ্বন্যাত্মক দ্বিরুক্তি নামেও পরিচিত)।
৪০। জিব্রাল্টার প্রণালী কোন দুটি মহাদেশকে পৃথক করেছে?
ক) এশিয়া ও আফ্রিকা
খ) ইউরোপ ও আফ্রিকা
গ) উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা
ঘ) এশিয়া ও ইউরোপ
সঠিক উত্তর: খ) ইউরোপ ও আফ্রিকা
ব্যাখ্যা: জিব্রাল্টার প্রণালী ইউরোপ মহাদেশের স্পেন এবং আফ্রিকা মহাদেশের মরক্কোকে পৃথক করেছে।