MCQ
4541. পদ্মা নদীর উৎপত্তি---
হিমালয় পর্বতে
লুসাই পাহাড়ে
বাদনাতলী পর্বতে
হিমালয়ের মানস সরোবরে
4542. বাংলাদেশের গভীরতম নদী কোনটি?
পদ্মা
মেঘনা
যমুনা
কর্ণফুলী
4543. বাংলাদেশের বৃহত্তম নদী--
পদ্মা
মেঘনা
গোমতী
যমুনা
4544. বাংলাদেশের প্রশস্ততম নদী কোনটি?
পদ্মা
মেঘনা
গোমতী
যমুনা
4545. পদ্মার শাখা নদী হচ্ছে –
আড়িয়াল খাঁ
ভৈরব
করতোয়া
কর্ণফুলী
4546. কপোতাক্ষ নদ কোন নদীর শাখা?
ব্রহ্মপুত্র
যমুনা
মেঘনা
পদ্মা
4547. সুরমা ও কুশিয়ারা এই দুইটি নদীর মিলিত স্রোতের নাম কী?
কুশিয়ারা
বরাক
মেঘনা
নবগঙ্গা
4548. পদ্মা নদীর উপনদী কোনটি?
টাঙ্গন
করতোয়া
কপোতাক্ষ
পুনর্ভবা
4549. উৎপত্তিস্থলে মেঘনার নাম কী?
লুসাই
বরাক
মানস
গোমতী
4550. পুনর্ভবা, নাগর ও টাঙ্গন কোন নদীর উপনদী---
মহানন্দা
ভৈরব
কুমার
করাল
4551. পদ্মার শাখা নদী হচ্ছে –
মধুমতী
গোমতী
করতোয়া
হালদা
4552. গঙ্গা নদী বাংলাদেশে প্রবেশ করে কোন নামে পরিচিত হয়েছে?
গোমতি
সুরমা
বুড়িগঙ্গা
পদ্মা
4553. পদ্মার শাখা নদী হচ্ছে –
মাথাভাঙ্গা
ধলেশ্বরী
গোমতী
সুরমা
4554. কোন নদীর ভারতীয় অংশের নাম বরাক?
পদ্মা
মেঘনা
যমুনা
তিস্তা
4555. বাংলাদেশের সবচেয়ে নাব্য নদী কোনটি?
পদ্মা
মেঘনা
যমুনা
কর্ণফুলী
4556. বাংলাদেশের দীর্ঘতম নদী--
পদ্মা
মেঘনা
গোমতী
যমুনা
4557. গড়াই কোন নদীর শাখানদী?
যমুনা
পদ্মা
মেঘনা
ব্রহ্মপুত্র
4558. কোন নদীর অপর নাম কীর্তিনাশা?
যমুনা
ব্রহ্মপুত্র
পদ্মা
মেঘনা
4559. উত্তর-পূর্ব দিক থেকে আগত পদ্মার উপনদী কোনটি?
পুনর্ভবা
আত্রাই
বরাল
মহানন্দা
4560. গঙ্গা নদী যা পদ্মা নদী কোন জেলার মধ্যে দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে—
খুলনা
রজশাহী
কুষ্টিয়া
দিনাজপুর