MCQ
4581. ভুটান, ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত আন্তঃসীমান্ত নদী --
গঙ্গা
মাতামুহুরি
ব্রহ্মপুত্র
দুধকুমার
4582. কোনটি আন্তর্জাতিক নদী?
সুরমা
কপোতাক্ষ
ব্রহ্মপুত্র
মেঘনা
4583. গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনার সম্মিলিত নদী অববাহিকার কত শতাংশ বাংলাদেশের অন্তর্ভুক্ত?
৪
১৪
৭
৩৩
4584. যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ায় সহায়ক সক্রিয় সংগঠনটির নাম কী?
আন্তর্জাতিক ট্রাইবুনাল
সেক্টর কমান্ডারস ফোরাম
মুক্তিযোদ্ধা সংসদ
ঘাতক দালাল নির্মূল কমিটি
4585. বাংলাদেশের কোন নদীর উৎপত্তিস্থল তিব্বতে?
ব্রক্ষ্মপুত্র
তিস্তা
সুরমা
পদ্মা
4586. ভারত থেকে কতগুলো আন্তঃসীমান্ত নদী বাংলাদেশে প্রবেশ করেছে?
৩৪
৪০
৫০
৫৪
4587. কোন জেলার মধ্যে দিয়ে আত্রাই নদী প্রবাহিত হয়?
ঢাকা
সিলেট
বগুড়া
দিনাজপুর
4588. ব্রহ্মপুত্র নদ একটি --
আঁকাবাঁকা নদী
উপনদী
শাখানদী
বিনুনী সদৃশ নদী
4589. কোন নদী বাংলাদেশ হতে ভারতে প্রবেশ করেছে?
যমুনা
তিস্তা
আত্রাই
মহানন্দা
4590. মিয়ানমার হতে কয়টি নদী বাংলাদেশে প্রবেশ করেছে?
১টি
২টি
৩টি
৪টি
4591. আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল মানবতাবিরোধী অপরাধের প্রথম রায় করে প্রদান করে?
২১ জানুয়ারি, ২০১৩
২৩ জানুয়ারি, ২০১৩
২৫ জানুয়ারি, ২০১৩
২৭ জানুয়ারি, ২০১৩
4592. ব্রহ্মপুত্র নদ কোন দেশের ভিতর দিয়ে প্রবাহিত নয়?
ভারত
বাংলাদেশ
নেপাল
চীন
4593. উপনদী ও শাখানদীসহ বাংলাদেশের নদীর মোট দৈর্ঘ্য প্রায়-
৩০২৫ কি.মি.
২০১৫ কি.মি.
২২,১৫৫ কি.মি.
২৭৩২ কি.মি.
4594. ডাউকি ফন্ট বরাবরা একটি প্রচন্ড ভূমিকম্পের পর বাংলাদেশের কোন নদী তার গতিপথ পরিবর্তন করে?
যমুনা
ব্রহ্মপুত্র
সুরমা
তিস্তা
4595. কবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল প্রতিষ্ঠিত হয়েছিল?
২৫ মার্চ, ২০১০
১৫ নভেম্বর, ২০১০
৭ নভেম্বর, ২০১০
১ সেপ্টেম্বর, ২০১০
4596. কোন নদীটি ভারত, চীন ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে?
যমুনা
ব্রহ্মপুত্র
মাতামুহুরী
নাফ
4597. বাংলাদেশের আন্তঃসীমান্ত নদীর সংখ্যা কয়টি?
৫৫
৫৬
৫৭
৫৯
4598. ভূমিকম্পের জন্য বাংলাদেশের কোন নদীর গতিপথ পরিবর্তিত হয়েছে?
যমুনা
ব্রহ্মপুত্র
সুরমা
তিস্তা
4599. ভারত বাংলাদেশ অভিন্ন নদী কয়টি?
৩৪
৪০
৫০
৫৪
4600. কোন নদীটি বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবার বাংলাদেশে প্রবেশ করেছে?
হাড়িয়াভাঙ্গা
কুলিখ
আত্রাই
তিস্তা