4656. Which of the following is the correct sentence?
He has said that what is right
He has said which is right
What has he said is right
What he has said is right
ব্যাখ্যা: What he has said is right (সে যা বলেছে তা সঠিক)। কোনো বাক্য যদি what clause দিয়ে শুরু হয়, তাহলে দুটি clause-ই একটি করে verb থাকবে। আর যেহেতু বাক্যটি প্রশ্নবোধক না সেহেতু auxiliary verbটি subject-এর পূর্বে যাবে না।