English MCQ
5101. He deals---rice.
with
for
of
in
ব্যাখ্যা: Hints: Deal in something অর্থ কোনো কিছুর ব্যবস্থা করা বা কারবার করা আর deal with somebody অর্থ কারো সাথে মেলামেশা করা/সর্ম্পক রক্ষা করা। সুতরাং শূন্যস্থানে in বসবে।
5102. An extra message added at the end of a letter after it is signed is called-
corrigendum
postscript
NB
RSVP
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: চিঠিতে স্বাক্ষরের পরে যুক্ত অতিরিক্ত বার্তা বা বাক্যাবলিকে বলা হয় postscript (পুনশ্চ)। অন্যদিকে corrigendum অর্থ শুদ্ধিপত্র, সংশোধনীয় বিষয়। NB (nota bene) অর্থ সতর্কতার সাথে লক্ষ করুন, লক্ষণীয় আর RSVP অর্থ দয়া করে জবাব দিন (please reply) যা আমন্ত্রণ কার্ডের নিচ প্রান্তে লেখা হয়।
5103. The saying 'enough is enough' is used when you want-
something to continue
something to stop
something to continue until it's enough
to tell instructions are clear
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: 'Enough is enough' লোককথাটি ব্যবহৃত হয় যখন পরিস্থিতি এমন যে তুমি যা চলছে তা গ্রহণ করতে পারছ না এবং তুমি চাচ্ছ যেন বিষয়টি এখনই থেমে যাক। সুতরাং সঠিক option হলো something to stop ।
5104. We should have no sympathy----war criminals of 1971.
with
for
at
to
ব্যাখ্যা: Hints: Sympathy for somebody অর্থ কোনো কিছুর জন্য সহানুভূতি বা সমবেদনা। For যোগে বাক্যটির অর্থ: ১৯৭১ সালের যুদ্ধাপরাধীদের জন্য আমাদের সমবেদনা থাকা উচিত নয়।
5105. Identify the determiner in the following sentence: 'I have no news for you.'
have
news
no
for
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: Determiner হলো সে সকল word যা noun-এর পূর্বে বসে nounটি নির্দিষ্ট না সাধারণ তা নির্দেশ করে। প্রদত্ত বাক্যে noun-এর পূর্বে ব্যবহৃত no determiner হিসেবে ব্যবহৃত হয়েছে। কয়েকটি determiner-এর উদাহরণ হলো these, those, my, our, much ইত্যাদি।
5106. William Shakespeare was born in
1616
1664
1564
1493
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: Bard of Avon এবং Father of English Drama হিসেবে খ্যাত William Shakespeare ১৫৬৪ সালে England-এর Stratford-upon-Avon-এ জন্মগ্রহণ করেন। তিনি ১৬১৬ সালের ২৩ এপ্রিল মৃত্যুবরণ করেন।
5107. A man whose wife has died is called a -
widow
widower
spinster
bachelor
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: যে ব্যক্তির স্ত্রী মারা গেছে তাকে বলে widower (বিপত্নীক)। তাছাড়া widow অর্থ বিধবা, spinster অর্থ অবিবাহিতা মহিলা এবংbachelor অর্থ অবিবাহিত পুরুষ।
5108. . 'A lost opportunity never returns.' Here 'lost' is a -
gerund
verbal noun
gerundial infinitive
participle
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: Verb-এর যে রূপ একই সাথে verb এবং adjective-এর কাজ করে তাকে participle বলে। প্রদত্ত বাক্যে lost (lose-এর past participle) একই সাথে verb এবং adjective-এর কাজ সম্পন্ন করায় lost শব্দটি past participle অর্থাৎ participle হিসেবে কাজ করছে।
5109. Which word is similar to 'appal'?
deceive
confuse
dismay
solicit
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: Appal অর্থ আতঙ্কিত করা; মর্মাহত করা এবং dismay অর্থ হতাশ করা; আতঙ্কিত করা। সুতরাং appal আর dismay শব্দ দুটি similar. অন্যদিকে deceive অর্থ প্রতারণা
করা, confuse অর্থ গুলিয়ে ফেলা এবং solicit অর্থ সনির্বন্ধ আবেদন করা।
5110. 'The Rape of the Lock' by Alexander Pope is a/an-
epic
ballad
mock-heroic poem
elegy
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: 'The Rape of the Lock' হলো Alexander Pope-এর mock-heroic poem। Mock heroic poet হিসেবে খ্যাত Alexander Pope-এর The Rape of the Lock কবিতাটি গুরুগম্ভীর কিন্তু হাস্যরস মিশ্রিত। তার এই কবিতাটিতে ৭৯৪টি লাইন রয়েছে।
5111. He supplies the poor---clothing.
at
on
in
with
ব্যাখ্যা: Hints: Supply somebody with something অর্থ কাউকে কোনো কিছু সরবরাহ করা। সুতরাং শূন্যস্থানে with বসবে।
5112. Identify the word which remains the same in its plural form :
aircraft
intention
mouse
thesis
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: যে শব্দটি plural form এ কোনো রূপ পরিবর্তন করে না সেwordটি হলো aircraft । অপশনের অন্য শব্দগুলোর plural form যথাক্রমে intentions, mice এবংtheses ।
5113. Change the voice: 'Who is calling me?'
By whom am I called?
By whom I am called?
By whom am I being called?
Whom am I called by?
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: Who যুক্ত present continuous tense interrogative বাক্যের passive voice-এর structure: By whom + am/is/are + ob-এর subjective form + being + verb এর p.p + question mark। সুতরাং প্রদত্ত বাক্যটির passive voice : By whom am I being called?
5114. Which of the following is not an American poet?
Robert Frost
W.B.Yeats
Emily Dickinson
Langston Hughes
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: Option গুলোর মধ্যে আমেরিকান কবি নয় W. B. Yeats। W. B. Yeats হলেন Irish poet, dramatist ও critic। তাছাড়া Robert Frost আমেরিকার সান ফ্রান্সিসকোতে, Emily Dickinson আমেরিকার আমহারস্ট, ম্যাসাচুসেটস এবং Langston Hughes জাপানে জন্মগ্রহণ করলেও তিনি কবি হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন আমেরিকায়।
5115. 'He ran with great speed.' The underlined part of the sentence is a -
noun phrase
adverb phrase
adjective phrase
participle phrase
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: With great speed (দ্রুতগতিতে) phrase টি বাক্যের verbকে modify করায় phrase টি adverb phrase । Verb কে how, where, when, why দ্বারা প্রশ্ন করলে adverb phrase পাওয়া যায়।
5116. Which word means the opposite of 'dearth'?
lack
abundance
poverty
shortage
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: Dearth (অভাব; আকাল)-এর বিপরীত শব্দ abundance (অতিপ্রাচুর্য)। তাছাড়া option-এর lack (অভাব, ঘাটতি), poverty (দরিদ্রদশা) এবং shortage (ঘাটতি) হলো dearth-এর সমার্থক।
5117. Medha congratulated me--- my success.
with
for
upon
on
ব্যাখ্যা: Hints: Congratulate somebody on something অর্থ কাউকে কোনো কিছুর জন্য অভিনন্দন জানানো। সুতরাং শূন্যস্থানে on বসবে।
5118. Our examination will start - --Monday next.
in
on
at
for
ব্যাখ্যা: Hints: দিনের নামের পূর্বে Preposition 'on' বসবে। On বসিয়ে বাক্যটির বাংলা আমাদের পরীক্ষা পরবর্তী সোমবারে শুরু হবে।
5119. We should rely---our own efforts.
at
on
in
with
ব্যাখ্যা: Hints: Rely on something or somebody অর্থ কারো বা কোনো কিছুর উপর নির্ভর করা। সুতরাং শূন্যস্থানে on বসবে।
5120. 'We must not be late, else we will miss the train.' This is a -
compound sentence
complex sentence
simple sentence
interrogative sentence
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: Compound Sentence সাধারণত একের অধিক principal clause or, but, yet, else, therefore, otherwise ইত্যাদি co-ordinating conjunction দ্বারা যুক্ত থাকে। সুতরাং else conjunction দ্বারা যুক্ত বাক্যটি compound sentence /