MCQ
16381. সিউয়ার লাইন পরির্দশন, পরিষ্কারকরণ ও মেরামতের জন্য কী নির্মাণ করা হয়?
পরিদর্শন কক্ষ
হেডরুম
ম্যানহোল
উইয়ার
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Civil Engineering classroom
এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং
environmental engineering
ব্যাখ্যা: ব্যাখ্যা: সিউয়ার পাইপ লাইন পরিদর্শন, পরিষ্কারকরণ, মেরামত করার ২০০জন্য ম্যানহোল নির্মাণ করা হয়।
16382. সিউয়ার বসাবার সময় খাদের ন্যূনতম বিস্তার কত?
৩৩ সেমি
৪৩ সেমি
৫৩ সেমি
৬৩ সেমি
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Civil Engineering classroom
এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং
environmental engineering
ব্যাখ্যা: ব্যাখ্যা: প্রিকাস্ট সিউয়ারের খাদের বিস্তার নলের বহিঃব্যাস ১৫ সেমি।
স্বস্থানে ঢালাইকৃত সিওয়ারের খাদের বিস্তার নলের বহিঃব্যাস = খাদের সাটারিং পুরত্ব × ২
খাদের বিস্তার ৫৩ সেমি কম হবে না।
খাদের বিস্তার কোনো ক্রমেই ৫৩ সেমি এর কম হবে না। খাদের বিস্তার = নলের বহিঃব্যাস+ 15cm প্রিকাস্ট এর জন্য স্বস্থানে ঢালাইকৃত খাদের বিস্তার নলের বহিঃব্যাস + খাদের
সাটারিং তক্তার।
16383. বাংলাদেশের ভূ-উপরিস্থ (surface) পানি খাবার পানি হিসেবে ব্যবহারের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা-
আর্সেনিক
খরতা
রোগজীবাণু
অস্বচ্ছতা
16384. উন্নাসিক শব্দের অর্থ কি?
লম্বা নাক
উদ্ধত
উন্নত
অপরিকল্পিত
Job Preparation
Civil MCQ
Civil Engineering classroom
Bangladesh Agricultural Development Corporation(BADC)-2016
BADC-2016
ব্যাখ্যা: তথ্য: উন্নাসিক/বিশেষণ পদ/অবঙ্গায় নাক উচু করে বা বাঁকায় এমন; সব কিছুকেই তুচ্ছ বা অবঙ্গা কওে এমন। উত্তর: (খ)
16385. পয়ঃ অথবা বর্জ্য পানির সবচেয়ে প্রয়োজনীয় পরীক্ষা-
BOD
COD
pH
Pathogenic bacteria
16386. BOD বলতে বুঝায়-
Bacteria of Damage
Before Oxidation Damage
Best Organised Drainage
Biochemical Oxygen Demand
16387. Back washing-এর ব্যবস্থা রাখা হয় সাধারণত-
Pond sand filter-এর জন্য
উল্লিখিত কোনোটার জন্যই নয়
Slow sand filter-এর জন্য
Rapid sand filter-এর জন্য
Job Preparation
Himalay Sen Sir
Civil Engineering classroom
এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং
environmental engineering
Civil MCQ
ব্যাখ্যা: ব্যাখ্যা: পানির টারবিডিটি দূর করার জন্য রেপিড স্যান্ড ফিল্টার ব্যবহার করা হয়।
16388. একটি Septic Tank-4 Liquid retention time হওয়া উচিত কমপক্ষে-
১ দিন
৩ দিন
৭ দিন
১০ দিন
16389. বাংলাদেশের জন্য পানিতে গ্রহণযোগ্য আর্সেনিকের সর্বোচ্চ মান কোনটি?
0.3ppm
0.5ppm
0.03ppm
0.05ppm
16390. Ventilation-এর উদ্দেশ্যে ব্যবহৃত pipe-কে বলা হয়-
Waste pipe
Soil pipe
Vent pipe
Siphon pipe
16391. আয়তন অনুযায়ী বাতাসে অক্সিজেনের পরিমাণ প্রায়-
৫০%
৩৫%
৩০%
২১%
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Civil Engineering classroom
এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং
environmental engineering
ব্যাখ্যা: ব্যাখ্যা: বাতাসের উপাদানগুলো হলো-
(1) নাইট্রোজেন (N₂) 878%
(ii) অক্সিজেন (O₂) #21%
(iii) অন্যান্য গ্যাস (N₂): 1%
16392. দ্বিতীয় পর্যায়ের (secondary) পয়ঃপরিশোধন প্রধানত-----
জীবাণু অপসারণের জন্য
অজৈব ভাসমান পদার্থ অপসারণের জন্য
জৈব দ্রবীভূত পদার্থ অপসারণের জন্য
ভাসমান পদার্থ অপসারণের জন্য
16393. সোজা রাস্তায় কত মিটার পর পর ম্যানহোল তৈরি করা হয়?
৬০ মিটার থেকে ৯০ মিটার
৫০ মিটার থেকে ৭০ মিটার
৪০ মিটার থেকে ৬০ মিটার
৩০ মিটার থেকে ৫০ মিটার
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Civil Engineering classroom
এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং
environmental engineering
ব্যাখ্যা: ব্যাখ্যা:সোজা রাস্তায় ৬০-৯০ মিটার পরপর ম্যানহোল দেওয়া হয়।
16394. বাংলাদেশে গৃহস্থালি কাজে মাথাপিছু পানির পরিমাণ ধরা হয়-
120 লিটার
130 লিটার
125 লিটার
135 লিটার
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Civil Engineering classroom
এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং
environmental engineering
ব্যাখ্যা: ব্যাখ্যা: (i) ঘর গৃহস্থলির ব্যবহার ১৩৫ লিটার/ মাথাপিছু
(ii) শিল্পে ব্যবহার ৫০ লিটার / মাথাপিছু
(iii) জনসাধারণের ব্যবহার ১০ লিটার / মাথাপিছু
(iv) ব্যবসা বাণিজ্যে ২০ লিটার/মাথাপিছু।
16395. কখন সিউয়ার স্থাপনে ভিত্তিস্তর দেওয়া হয়?
খাদের তলদেশে মাটির ভারবহন ক্ষমতা বেশি হলে
খাদের তলদেশে মাটির ভারবহন ক্ষমতা কম হলে
ক ও খ উভয় কারণে
কোনোটিই নয়
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Civil Engineering classroom
এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং
environmental engineering
ব্যাখ্যা: ব্যাখ্যা: সিউয়ার পাইপ স্থাপনের জন্য যেখানে খাদ খনন করা হয় সেখানকার মাটির ভারবহন ক্ষমতা কম হলে সিউয়ার স্থাপনের জন্য ভিত্তিস্তর দেওয়া হয়।
16396. pH স্কেলের বিস্তৃতি হলো-
৭-১০
৬-১২
০-৭
০-১৪
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Civil Engineering classroom
এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং
environmental engineering
ব্যাখ্যা: ব্যাখ্যা: pH স্কেলে মান ০-১৪ পর্যন্ত হয়। যেখানে ৭ হলো নিরপেক্ষ, ০-৬ হলো অ্যাসিডিক এবং ৮-১৪ হলো ক্ষারীয় বা অ্যালকালাইন।
16397. কখন ড্রপ ম্যানহোল নির্মাণ করা হয়?
যখন দুটি সিউয়ারে লেভেল পার্থক্য কম হয়
যখন দুটি সিউয়ারে লেভেল পার্থক্য খুব বেশি হয়
যখন বৃষ্টিপাতের পরিমাণ কম হয়
যখন বৃষ্টিপাতের পরিমাণ বেশি হয়
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Civil Engineering classroom
এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং
environmental engineering
ব্যাখ্যা: ব্যাখ্যা: যখন দুটি সিউয়ারের লেভের পার্থক্য খুব বেশি হয়, তখন ড্রপ ম্যানহোল নির্মাণ করা হয়। একটি সিউয়ার পাইপের উচ্চতা অপর আর একটি সিউয়ার পাইপ থকে 0.70m-এর বেশি হলে ড্রপ ম্যানহোল নির্মাণ করা হয়।
16398. বর্তমানে পানি সরবরাহের প্রধান (main) পাইপের জন্য সব গুণাগুণ বিবেচনায় উৎকৃষ্ট পাইপ হলো
cast-iron pipe
mild steel pipe
GI pipe
ductile iron pipe
16399. যে ব্যাকটেরিয়ার বাঁচা ও কাজ করার জন্য অক্সিজেনের প্রয়োজন হয় না, তাকে বলে-
aerobic bacteria
anaerobic bacteria
pathogenic bacteria
non-pathogenic bacteria
16400. সিউয়ারে জমা কাদামাটি, বালি ইত্যাদি পরিষ্কারের জন্য ব্যবহৃত হয়-
ওভারফ্লো উইয়ার
ল্যাম্বহোল
ক্যাচ পিট
ফ্লাশিং ট্যাংক
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Civil Engineering classroom
এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং
environmental engineering
ব্যাখ্যা: ব্যাখ্যা: ফ্লাশিং ট্যাংক-এর সাহায্যে সিউয়ারের কাদামটি, বালি ইত্যাদি পরিষ্কার করা হয়।